আমি একজন সাইক্লিস্ট, এইবার বেঙ্গল টিম এ সিলেক্ট হওয়ার পরও ন্যাশনাল এর একমাস আগে এক্সিডেন্ট এ হাত ভেঙে, ন্যাশনাল এ যেতে পারলাম না। আজ কব্জিতে বসানো রড সাপোর্ট দুটো বার করা হয়েছে! অসহ্য ব্যথা সহ্য করছি আর এই গল্পটা শুনে কাঁদছি! পরের বছরটা আমাকেও দেখিয়ে দিতে হবে! হবেই!! মীর দা আর গোটা টিমকে অসংখ্য ধন্যবাদ, এই গল্পটা দরকার ছিলো।
@soumyakundu68711 ай бұрын
Best of luck bhai/dada 👍
@SaptakDatta11 ай бұрын
Bhai tumi egiye jao, tumi parbei parbe, Best of luck 👍
@debashischatterjee287111 ай бұрын
অসংখ্য ধন্যবাদ সৌম্য/সৌম্যা এবং সপ্তক বাবু! পারতে আমাকে হবেই!
@baghazukhov15211 ай бұрын
তুমি ঠিকই পারবে ! শুভেচ্ছা রইলো !
@ankitkundu200611 ай бұрын
আপনি ঠিক পারবেন
@shayandas75149 ай бұрын
গল্প তো নয়,যেন বাবা-ঠাকুরদার মুখে শোনা সেই রক্তউত্তাল করা radio commentary🔥। আর গল্পের প্রথমাংশ যেন ভারতবর্ষের প্রত্যেকটা নিম্ন মধ্যবিত্ত খেলা প্রেমী পরিবারের জীবনকাহিনী🥲। লেখক মতি নন্দী কে প্রণাম🙏 আর মীর দা কে অসংখ্য ধন্যবাদ এই উপস্থাপনার জন্য❤।
@kankanachakraborty495611 ай бұрын
'স্ট্রাইকার' কোনো গল্প না, হাজার হাজার হেরে যাওয়া লড়াকু মানুষের গল্প। যারা দাঁতে দাঁত চিপে পরে থাকে, যারা জয়ী হয়, তারাই অনুপ্রেরণা জোগায় হাজারো পরাজিত স্বপ্নকে। ধন্যবাদ মীর দা।
@souvikbera661111 ай бұрын
Khub valo golpo mir da aro ay dharanar golpo sonta chai❤❤
@sumanguha568411 ай бұрын
""গরীবদের নিষ্ঠুর হতে হয় যদি বড়ো হতে চাও"" সত্যি লাইনটি বাস্তব😊
@sajjadlaskar350410 ай бұрын
Baje kotha bolona
@Aviation-2209 ай бұрын
তবে অন্যের পকেট মেরে নয়
@kalyansankardawn518811 ай бұрын
চোখের কোন জ্বালা করে মীর দা, সেই কোনকালে এই গল্পগুলো পড়েছিলাম ... সেদিনও বাংলার হতভাগ্য গরীব ঘরের খেলোয়াড়দের নিশ্চিত মর্মন্তুদ নিয়তির কথা ভেবে চোখ ঝাপসা হয়ে আসতো; নিজেও এককালে খেলোয়াড় ছিলাম, এমনই এক পরিবারের
@GamerytOO77711 ай бұрын
Akdam thik
@sarthakdasmahapatra611 ай бұрын
Apni footballer chilen??
@souravmahish82211 ай бұрын
বুড়ো ঘোড়া, স্টাইকার মতি নন্দীর এই গল্পগুলো শুধু গল্প নয়, হাজার হাজার হেরে যাওয়া খেলোয়াড়ের আবেগ তুলে ধরে। Thank You Mir Daa গল্পগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
@douglashall35295 ай бұрын
Stopper golpo tao.
@soumyajitdutta538911 ай бұрын
বুড়ো ঘোড়ার পর স্ট্রাইকার ❤, শিরায় শিরায় উত্তেজনা অনুভব করলাম। ধন্যবাদ মীর আর তার টিমকে এবং অবশ্যই ঋতব্রতকে।❤🎉
@mirrorup11 ай бұрын
ঠিক, ঋতব্রতর লম্বা রেসের ঘোড়া।
@avijitdas95211 ай бұрын
'striker' একটা অনবদ্য সৃষ্টি। মীর দা ভাবতে পারিনি যে এত সুন্দর একটা প্রতিস্থাপনা দেবেন। ঋতব্রত দা ফাটাফাটি নারেট করেছেন। গল্পঃ শুনতে শুনতে কেঁদে ফেল্লাম অনেকবার। জাস্ট অনবদ্য।
@soumennaskar355411 ай бұрын
ট্রেন থেকে কখন মাঠে পৌঁছে গেছিলাম জানি না...12th Fail যেমন দেখা দরকার...তেমনই দরকার মতি নন্দীকে জানা...অসাধারণ স্ট্রাইকার অসাধারণ...
@supurnasengupta489111 ай бұрын
১০০ভাগ সত্যি 12th Fail দেখে মনে হয়েছিল এখন ও সবটা শেষ হয়ে যায় নি ,স্ট্রাইকার সেই কবে পড়েছিলাম, এখনো শুনে মনে আশা হয়
@snehasissantra158911 ай бұрын
গল্পটা প্রত্যেকটা আমার মতো ক্রীড়াপ্রেমী মানুষ শুধু শুনবেনা, অনুভব করবে.. যারা একবার হলেও বলে লাথি মেরেছে তারা এই গল্পটা শুনতে শুনতে প্রত্যেকে প্রসূন হয়ে উঠবে..অনেক ধন্যবাদ মীরদা, মতিবাবুর এই অনবদ্য সৃষ্টি তুলে ধরার জন্য ❤️
@rajibray147411 ай бұрын
জানি না কি আছে এই গল্পে তবে বার বার চোখ বেয়ে ফোঁটায় ফোঁটায় জল পরে গেছে.... love you মীরদা❤️❤️🇧🇩
@sanjibbarman245111 ай бұрын
Satti eirokom uposthapona , gaye jeno kanta diye uthchilo
@kaustavexampro9911 ай бұрын
Struggle
@kartickbasak692411 ай бұрын
Sotti❤
@GamerytOO77711 ай бұрын
Same😢
@nirupamsen986511 ай бұрын
Choke jol asche taholei tumio r ami striker r tomar amar baba ra holen stopper
@supurnasengupta489111 ай бұрын
আমি একজন শিক্ষিকা।বাংলা আমার বিষয় মীর কে ধন্যবাদ তুমি এ যুগের ছেলে মেয়ে দের মধ্যে বাংলা গল্পের জন্য আগ্ৰহ তৈরি করছ, তুমি একজনsilent reformer
@Akash-tc6yn9 ай бұрын
❤
@rai___790111 ай бұрын
কানে earphone + কম্বল + মতি নন্দীর আরও এক অসাধারণ সৃষ্টি + নতুন narrator এর কণ্ঠে গপ্পো পাঠ + মীর sir = peace ❤️
@Shikkhito-Chhotolok11 ай бұрын
Ekdom!
@subhajitbiswas46611 ай бұрын
ঋতব্রত এর গল্প পাঠ ভীষণ সুন্দর❤❤❤
@Arajokota11 ай бұрын
Same..same...apni kombol, ami mota comforter...
@NkNazmul-rk2mc11 ай бұрын
সহমত
@mcshuvro809511 ай бұрын
মীর দা কে অসংখ্য ধন্যবাদ...❤️ ধন্যবাদ ছোটবেলায় পড়া মতি নন্দীকে সবার সামনে উপস্থাপিত করার জন্য, স্পোর্টসের অনুপ্রেরণা তথা জীবনের অনুপ্রেরণা আজকাল সমাজ থেকে প্রায় অন্তর্হিত, যুব সমাজ বিপথগামী, তাই এই গল্প উপন্যাসগুলোর ফিরে আসা খুব দরকার পরপর সব গল্পগুলো আসুক এটুকুই চাইবো "জীবন অনন্ত", "মিনুর চিনুর ট্রফি", "তুলসী" ইত্যাদি
@nabojitchakraborty235111 ай бұрын
একজন ফুটবলার হয়ে ফুটবলের গপ্পো শুনতে দারুন লাগে। ধন্যবাদ ক্যাপ্টেন।।❤ "ময়দানে দারুন বৃষ্টি ধৈর্য্য ধরে বসুন, ইস্টবেঙ্গলের প্রশান্ত আর মোহনবাগানের প্রসূন"❤❤
@biplabdasgupta11 ай бұрын
ঋতব্রতর গল্প পাঠ এক অসাধারণ চিত্রকল্প সৃষ্টি করেছে, হৃদয় দিয়ে অনুভব করলাম। সাবাশ 👏
@pinakidhara98911 ай бұрын
ক্লাস 8 বা 9 এ স্ট্রাইকার বইটি প্রথম পড়ি... আজ প্রায় 33-34 বছর বাদে আপনাদের দৌলতে আবার সেই অনুভূতি ফেরত পেলাম। পুরো বুঁদ করে দিয়েছিলেন। গাড়ি চালিয়ে ফিরছিলাম কাঁকড়াঝোর থেকে... সঙ্গে ছেলে, ক্লাস 9... চলালো আপনাদের এই নাটকটা... তার পরেই ম্যাজিক... বাড়ির গ্যারেজে গাড়ি পার্ক করার সময় বুঝলাম কোন রাস্তায় কি ভাবে গাড়ি চালিয়ে এলাম কিছু মনে নেই... মাথা জুড়ে কেবল স্ট্রাইকার... ❤️❤️❤️❤️❤️❤️❤️
@Sam-mr8kh11 ай бұрын
Carefully driving its just a story not real life
@pinakidhara98911 ай бұрын
@@Sam-mr8kh I know... But I was helpless... That was a nostalgic moment of my lost childhood...
@NahidulHasan57411 ай бұрын
বিশ্বাস করবেন কিনা জানিনা শেষ মুহূর্তে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে! ধন্যবাদ, মীর স্যার (স্ট্রাইকার) গল্পটা শোনানোর জন্য। এক কথায় অসাধারণ উপস্থাপনা 🥰
@math384411 ай бұрын
Ish💋
@subhajit322411 ай бұрын
Just অসাধারণ। ফুটবলের উন্মাদনা যেটা নয়এর দশক পর্যন্ত যেটা আমরা দেখতে পেয়েছি সেটা আবার ফিরে পেলাম। পুরো Team কে জানাই অনেক সাধুবাদ ও অভিনন্দন। গড়ের মাঠে খেলা ও খেলতে যাওয়ার কথা মনে করিয়ে দিল। একটি আবদার কোনী টা হয়ে যাক। ক্ষিদ্দা :বেণুদা দারুণ জমবে।
@rakhiguhathakurata97038 ай бұрын
গল্প শুনতে শুনতে খুব খুব কষ্ট লাগছে আমার বাবার জন্য ভীষণ মিল আমার বাবার জীবনের সঙ্গে 1957 লীগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টার্ন রেল মোহন বাগান কে এক গোল এ হারিয়ে আর সেই গোলটা করেছিল আমার বাবা দিনু দাস । পরবর্তীকালে কাস্টমস ফুটবল টিম এ অনেকবছর কোচিং করেন এবং ওনার কোচিং এর টাইম এ পুরো সময় টা কাস্টমস 1st division টিম ছিল ।কাস্টমস থেকে অনেক সম্মান পান তিনি।proud of you Babi ❤
@soumyachakraborty272111 ай бұрын
এটা শুধুমাত্র একটা গল্প নয়,এটা তাদের গল্প যারা বারবার হেড়ে গিয়েও থেমে যায় না,উঠে দাঁড়িয়ে লড়াই করে,জেতে,যারা দাঁতে দাঁত চেপে শেষ অবধি মাঠে থেকে সমস্ত অন্যায়ের জবাব দিতে জানে।যারা সৎ ও পরিশ্রমী,এটা সেই শ্রেণীর অপরাজেয় লড়াই এর অসাধারণ উপস্থাপনা। অসংখ্য ধন্যবাদ মীর দা❤
@somnaths.m577411 ай бұрын
"মতি নন্দী" আমার প্রিয় একজন লেখক, তার কলমের ছোঁয়ায় "স্ট্রাইকার" আজ শুনবো। আমার কাছে এ এক পরম প্রাপ্তি। ধন্যবাদ ক্যাপ্টেন।🙏🏻🙏🏻
@rupag.k772811 ай бұрын
গল্প শুনছি না গ্যালারিতে বসে বসে ফুটবল খেলা দেখছি সেটাই বুঝতে পারছিলাম না। বারবার শুনতে-শুনতে চোখ বেয়ে জলের ফোটা পড়েছে। আপনাকে অনেক ধন্যবাদ মীর দা এত সুন্দর একটা গল্প উপহার দেয়ার জন্য।আমার মনে হয় আপনার এই গল্পটা সব থেকে সুন্দর গল্প।
@safiulalam551311 ай бұрын
just darun,... ছোটবেলায় প্রথম যেটা পড়ি সেটা হলো মতী নন্দীর 'কোনি ' ক্লাস ১০ a পড়ি তখন, স্পোর্টস নিয়ে কেউ এত সুন্দর লিখতে পারে তা সত্যিই জানা ছিল না, জতই তার লেখা পড়ি আর শুনি ততই মুগ্ধ হয়ে উঠি, আর সর্বোপরি মীর স্যার এবং তাঁর টিম এর উপস্থাপন.. অসাধারণ ।। অনেক অনকে ভালোবাসা ♥️
@pradipkumarnag629511 ай бұрын
একেই বলে খেলা। কত আদর্শ , কত আনন্দ , কত তিতিক্ষা। গোষ্ঠ পাল খেলা র মাঠে ছেলে দের চোখে আগুন জ্বালিয়ে সারামাঠ ঘুরে বেরিয়েছি।
@debasishSarkar00711 ай бұрын
অসম্ভব ভালো একটা গল্প সিলেক্ট করার জন্য ঠেক 'কে অভিনন্দন । এই গল্পে প্রসূন নায়ক হলেও নিমাই ও আনোয়ারের অবদান মন ছুঁয়ে যায় ।
@MerlinGaming111 ай бұрын
Jara maath e 90 minute kheleche taara jaane eai golpo ta thik kon jaaygay giye aagahat koreche.... Moti babu k nomoskar... Osadharon uposthiti... Dhonnobaad Mir sir k❤
@lifeofsoumya-q9w11 ай бұрын
ভেবেছিলাম নিছক একটা গল্প শুনবো, কিন্তু এটা গল্প কোথায়, এটা তো একটা অনবদ্য কাল্পনিক চিত্রনাট্য, চোখ বুজেই একটা গোটা সিনেমা দেখে ফেললাম ❤️❤️❤️❤️
@hummintae11 ай бұрын
আবারও বলতে বাধ্য হলাম, ঋতব্রত একজন অসাধারণ বাচিক শিল্পী। Striker এর মত অসাধারণ লড়াই আর বন্ধুত্বের গল্পগুলো আবার তুলে ধরার জন্য ধন্যবাদ টিমকে।
@SamiTanvirShorts11 ай бұрын
' ছেলে বেলায় 'মতি নন্দীর কলমে' - "স্ট্রাইকার" উপন্যাসটি পড়েছিলাম , ' (63টি পাতা , পশ্চিমবঙ্গের উপন্যাস ) | এবার সেটা ভালোভাবে উপলদ্ধি করার সময় গল্প শোনার মধ্যে দিয়ে,,, , এই গল্পে Emotin ও অনুভূতির combinaton রয়েছে,, এই রকম সুন্দর সুন্দর গল্প দেওয়ার জন্য [ (Thank you so much "SIR' ❤ & (Ananda publishers 📌) ]
@mdmainul00711 ай бұрын
সত্যি মীর দা তুমি সেরা গল্পকার❤
@mr.shadow-ts7ue11 ай бұрын
জীবনে প্রথমবার নিজেকে গল্পের একজন দর্শক হিসেবে অনুভব করলাম Lot's of love mir da & team 💗 Make more heart touching story like this ❤❤❤
@avijitbhattacharjee957111 ай бұрын
বুড়ো ঘোড়ার পরে, খুব, খুব উত্তেজিত.... ধন্যবাদ মির স্যার.....
@pushpakchakraborty845111 ай бұрын
Bus a boseo chokhe jol ese galo. Pagoler moto Goal bole chechiye uthechilam. Ki osadharon golpo. Ki osadharon uposthapona. Mir Da tumi na thakle Bangla Sahityo osompurno e theke jeto. Tumi jug jug dhore Bangla Sahityo ke bachiye rakho. Kichu bolar vasa nei r ❤❤❤
@blackjoker16727 ай бұрын
Same here❤️
@mdaqib450511 ай бұрын
প্রসূন চরিত্রটার সঙ্গে এই মরসুমে মহামেডানের দেশীয় স্ট্রাইকার ডেভিডের অনেক মিল পেলাম।🤍🖤
@mdzakir312511 ай бұрын
Thik kotha
@Sougata-k7r9 ай бұрын
ডেভিড এর ভারতীয় দিলে সুযোগ পাওয়া উচিত।।
@Sougata-k7r9 ай бұрын
ডেভিড এর ভারতীয় দিলে সুযোগ পাওয়া উচিত।।
@almamunlikhon90511 ай бұрын
অনবদ্য ব্যাকগ্রাউন্ড স্কোরের সাথে কি অসম্ভব সুন্দর পরিবেলনা!!! চোখ বন্ধ করলে যেন পুরো গল্পটাই বাস্তব হয়ে উঠছিল, আর আমি প্রসূন হয়ে বল পায়ে গোলবারের দিকে ছুটে যাচ্ছিলাম। ধন্যবাদ, গপ্পো মীরের ঠেকের কলাকৌশলীদের।
@tanvir___mehedi11 ай бұрын
গতো ১ বছরে ৫৩টা পর্বই শুনেছি।”গপ্পো মীরের ঠেকে” এর গল্প সিলেকশন,সাউন্ড ইফেক্ট,পাঠ এককথায় ❤❤❤।।আমার সেরা ১০.... ১।শার্লক হোমস/তারানাথ তান্ত্রিক ( এই কাল্পনিক চরিত্র দুটি আমার সব সময় বাস্তব চরিত্র মনে হয়🙂) ২।শ্রীকান্ত সিরিজ(ইন্দ্রনাথ ❤️❤️) ৩।মাস্টার মশাই ৪। দেবদাস ৫।রাজর্ষী ৬।চিড়িয়াখানা ৭।বেতাল ৮।বুড়ো ঘোড়া ৯।লালু ১০।আনন্দমঠ আশা করি অপরাজিত,পথের প্যাঁচালী,আরণ্যক,পুতুল নাচের ইতিকথা, গোরা এই গল্প গুলো একদিন আসবে গপ্পো মীরের ঠেকে।তোমার কন্ঠে শুনতে পাবো।🙂🙂 দোয়া করি তুমি সুস্থ থাক মীরদা।বেচে থাকো শত শত বছর।আর এইভাবেই আমাদের সুন্দর সুন্দর গল্প শুনিয়ে যাও।❤️❤️
@morshedulislamriaad649611 ай бұрын
শার্লক হোমস/তারানাথ তান্ত্রিক এরা তোহ বাস্তবই। তাই নয় কি?
@arunavdas-iu5oq11 ай бұрын
Ar akhon ei golpo tao
@ramacharisourav134111 ай бұрын
ফুটবল খেলা নিয়েও যে এতো ভালো গল্পো শুনবো ভাবতেও পারি নি ,এমন টা mir দা আর গপ্পো mir এর ঠেকেই সম্ভব ❤🙏
অসাধারণ বললেও কম বলা হয়.... চোখের কোণ মাঝে মাঝেই ভিজে উঠছিল গল্প শুনতে শুনতে.....খেলার মাঠ আর প্রসুনের লড়াই যেন চোখের সামনে ভেসে উঠছিল। অনবদ্য উপস্থাপনা, কোন কিছু বলার ভাষা নেই। অপূর্ব !!!😊👏👍
@santanureviews845411 ай бұрын
মতি নন্দীর স্যার এর গল্প আজীবন স্মরণীয় হয়ে থাক❤ অসাধারণ একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ মীর দা & ওনার টীম ❤
@arpansaha436510 ай бұрын
Amar life eare ae moment a ae golpo dorkar chilo.. eta eakta therapy amar kacha ..... Thanks a lot mir da and team k 🙏♥️
@tanayasengupta620311 ай бұрын
Captain is as always excellent but Rwitrobroto's performance is beyond all expectations. Amazing experience.
@goodlord560011 ай бұрын
Kotobaar je Rom khara holo bolte parbo na... erom golpo Moti Nandy r pokkhei sombhob.... r onobodyoo kaaj koreche Goppo Mirer thek.... Rwitobroto hats off.... byapok
@bhaskarbanerjee781911 ай бұрын
অপুর্ব হয়েছে মীর দা। মতি নন্দীর এমন সুন্দর লেখাটি তোমরা সবাই আরও বেশী করে ফুটিয়ে তুলেছো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে এবং গপ্পো মীরের সমস্ত সদস্য দের।
@priyankabanerjee457711 ай бұрын
কত যে কাঁদলাম শুনতে শুনতে বুঝিয়ে বলতে পারবো না। লেখকের কলম তো অসাধারণ সৃষ্টি রেখে গেছেন কিন্তু ঋতব্রতর অনবদ্য পাঠ কি যে মোচড় আনলো বুকে তা ভাষায় প্রকাশ করা আমার সাধ্য নয়। ধন্যবাদ গপ্পো মীরের ঠেক।
@SunniMuslimDetective199611 ай бұрын
Legendary writer bte Moti Nondi .....onar cricket story Buro Ghora toh darun legechiloi...ebr ei football er upor lekha glpo Striker o durdanto laglo emnio soccer amr favourite game and CR7 is my fav player 😍😍😍....Thank u Mir Daa 💗💗💗 ei sob sports story gulo tmr channel e present krar jnoo
@mdarifuzzaman129210 ай бұрын
গল্পটা শুনতে শুনতে কতবার যে চোখটা ঝাপসা হয়ে উঠলো। মনে হচ্ছিল যেন আমি মাঠেই বসে উপভোগ করছি এই দারুন লড়াকুদের লড়ে যাওয়া। জীবন যুদ্ধে জীততে হলে আমাদের ও স্ট্রাইকার হতে হবে। দারুন গল্প মীরদা💙❤️💙
@summibhuiyan14811 ай бұрын
আমি যখন মীরের কণ্ঠে গল্প শুনি তখন মনে হয় উনি যেন পাঞ্জাবী পরা একজন নান্দনিক ব্যক্তিত্ব ,একজন কাব্যিক সংমিশ্রণ… একজন প্রাপ্ত বয়স্ক গম্ভীর প্রতিচ্ছবি। উপন্যাস মহাকাব্য যেন উনার কণ্ঠেই জায়গা পায় ♥️
@himi978011 ай бұрын
অসাধারণ। হাজার বার হেরে যাওয়া মানুষের একটা জয়ের গর্ব।
@HareKrishna.202311 ай бұрын
52:50 চোখে জল এসে গিয়েছিল আমার 😢 , মায়ের কথা শুনে ❤
স্ট্রাইকার মীর । অসাধারণ উপস্থাপন ক্ষমতা । team work করাতে সবাই পারে না । কিভাবে সট নিলে গোল হবে না হেডে, কাকে কোন চরিত্রে মানাবে-- এটা দারুণ বোঝেন । তাই গপ্প মীরের ঠেক নতুন খেলতে নেমেও শীল্ড জিতে নেয় বারংবার।
@sumitdas88811 ай бұрын
অসাধারণ ♥️ এমন গল্প আরও চাই।। মনে হচ্ছিল চোখের সামনে খেলা দেখছি।। অসাধারণ ♥️♥️♥️
@somanandi166811 ай бұрын
উফফ কি অসাধারণ গল্প। দারুন লাগলো। অনবদ্য উপস্থাপনা ❤️। মনে হচ্ছিলো গ্যালারি থেকে ফুটবল ম্যাচ দেখছি। গপ্পো মীর এর ঠেক এর সবাই কে ধন্যবাদ,🤗👍❤️
@Ashik-Ur-Rahman-m3g11 ай бұрын
কি দারুন উপস্থাপনা।কি সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে স্নিগ্ধ নদীর স্রোতের মতন প্রবাহমান কিছু ভয়েস।চোখ বন্ধ করে শুয়ে থেকে মনে হচ্ছে চোখের সামনে ঘটে যাওয়া একটা বায়োগ্রাফি যার প্রতিটা মুহুর্তের সাক্ষী আমি!! বেচে থাকুক এই গল্পগুলা প্রজন্মের পর প্রজন্ম।
@muktasamadder503811 ай бұрын
আমি জানি না কবে আপনার গলায় এই গল্পটি শুনতে পাবো, তবুও আপনাকে আবার ও অনুরোধ করছি শরৎচ্দ্র চট্টোপাধ্যায় এর লেখা" দত্তা " গল্পটি শোনানোর জন্য 🥰, আর এটা ছাড়াও রইলো অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন #GoppoMirerThek কে।
@DibyaDutta-b2f11 ай бұрын
এক কথায় অসাধারণ, গপ্পো মীরএর ঠেক যেন নেশায় পরিনত হয়েছে,thanks for all team,,,,
Mir da, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর একটা উপন্যাস যদি সম্ভব হয়....... অনেক দিন ধরে আশায় রয়েছি ❤❤ 'গপ্পো মির এর ঠেক ' এর সব্বাইকে আমার ভালোবাসা রইলো ❤❤
@srijoydas89105 ай бұрын
Osadharon ekta golpo.. R osadharon poribesona...asadharon ekta abeg fute uthe6e golpotay...ki6u somoy tw chokhe jol esa ja66ilo❤❤❤❤❤❤❤osadharon❤❤❤
@bongosutro739311 ай бұрын
Just onobodhyo uposthapoba. I can’t believe I listened this story free. Superb work Mir da. Tomar goppo Mir er thek banano ta sarthok holo. lots of love to Mir da (captain) and the team.❤
@happydey99010 ай бұрын
চোখের সামনেই পুরো ঘটনাটা দেখতে পারছিলাম।আমার বাবাও অনেক ভালো খেলতেন।বাবার কথা মনে পড়ে গেল। অসাধারণ মীর দা। বাংলাদেশ এ আসলে দেখা করার খুব ইচ্ছে আপনার সাথে। ধন্যবাদ মীর দা ও তাঁর পুরো টীমকে।
@sudiptasaha301411 ай бұрын
অসাধারণ মীর দা । অনেক পুরোনো কথা মনে করিয়ে দিলে। লাল হলুদ ভালোবাসা।
@anirbanbhattacharya478611 ай бұрын
Darun.. this is the charisma of good script. Jara sei din mir er criticism korechilo in mirchi bangla , gour mallar e Tara eta sunuk plz. Kudos to mir n entire team..
@jayeetasanyal361311 ай бұрын
সারাটা ম্যাচ শুধু গায়ে কাঁটা দিয়ে গেল অপূর্ব অনবদ্য উপস্থাপনা গল্প মীরের ঠেকের সবার
@Anirbanray198311 ай бұрын
এই লেখকেরা সে অর্থে underrated রয়ে গেলেন। কিন্তু কি ভীষণ মর্মস্পর্শী! তেমনি আপনাদের উপস্থাপন! অনেক অভিনন্দন 👏👏👏
@justfollowwhatyourheartsays11 ай бұрын
Mir Sir, a request to you... Please make some stories of Kiriti Roy(forgotten detective character)... Lots of love ❤❤
@IAmSamit11 ай бұрын
এটার কপি রাইট সাহিত্য সমাহার এর কাছে।। ওখান থেকে শুনতে পারেন।।
@novicesongcovers11 ай бұрын
@@IAmSamitkon channel?
@pinakidutta679311 ай бұрын
Movie was made,so many audio stories,but I want to know who forgot?
@pujamondal93511 ай бұрын
সাহিত্য সমাহার channel e ache kiritir golpo
@artaddiction102211 ай бұрын
ফেলুদা গল্প চাই 😊
@indianarun6 ай бұрын
Galpo ta sune chokh diye jol beriye gelo. Onek bhalobasha Mir & Ritabrata ke. Chokh er samne dekhlam mone holo jaa uposthapona.
@TrishikaSaha-nd8hc11 ай бұрын
Football পুরোটা না বুঝলেও গায়ে কাঁটা দেওয়া এক কাহিনী , অসাধারণ ❤
@abhishekkayal986011 ай бұрын
অনেক তো শুনলাম তারানাথ ফেলুদা।তবে এগুলো সোনার আগে কি ভেবেছিলাম শুনে তারপর কি মনে হলো ।গায়ে কি শিহরণ খেলছিল প্রতি মুহূর্তে। সত্যি মির দা এই গল্প গুনো শোনানোর জন্য ।মির্চি ফুল টিম স্যালুট । একবার না বল্লে নয় প্রসূন এর চরিত্রে যে করেছ অসাধারণ👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍
@osimakhatun31011 ай бұрын
বুড়ো ঘোড়ার ক্রিকেট খেলাটাও দারুণ লেগেছিল.. এবার "মতি নন্দী-র স্ট্রাইকার" ফুটবল.. 🤗 🤗 অভাবনীয় আকর্ষণ.. 👏👏⚽🙏🙏 ঋতব্রতর গল্প পাঠ ও প্রসুন এর গরীবি চরিত্রে অভিনয় টা অসাধারণ.. 👍 👍 👍 😊🙏😊 এই খেলার গল্পে ও, হৃদয় মোচড়ানো অনুভূতি.. দারুণ মীর আফসার আলী, তোমার পরিকল্পনা পরিচালন ক্ষমতার পরিপাটি আবিষ্কার.. তোমায় নমস্কার.. 🙏 🙏 🙏 🙏 🙏 🎉🎉
@avijitghosh445511 ай бұрын
Ha 😊
@pradipkumarmondal545911 ай бұрын
😮
@pradipkumarmondal545911 ай бұрын
I we have to 😢😢😢🎉😢
@Suman290311 ай бұрын
Thank You Mir Da ei Golpo ta upohar debar jonyo. Bas etotukui karon ar kichu likhte gele sob ghete jabe, tai ar noy. Thanks to you and your whole team❤❤❤❤
@Yogaforlife2511 ай бұрын
শেষ টা শুনে চোখে জল চলে এলো ❤ অসাধারণ গল্প আর ঋতব্রত দারুন গলা দিয়েছে😌
@sharmisthadey41959 ай бұрын
বাকরুদ্ধ .. হৃদয়ে গেঁথে গেল ..এখনো যেন কান এ বাজছে.. সত্যিই মীর দা,তুমি ও তোমার সমস্ত গুণী শিল্পী বন্ধু দের প্রতি আমার শ্রদ্ধা রইল।
@manasislife407711 ай бұрын
গল্পের শেষ টা তে এত চমৎকার হবে আমি সত্যি ভাবতে পারিনি। আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল ❤।মনে হল আমি যেন খেলার মাঠে রয়েছি। খুব খুব সুন্দর পরিবেশনা করেছেন ❤।
@chandanroy15965 ай бұрын
শুনতে শুনতে অনেক বার চোখের কোন জলে ডুবে গেছে, ফুঁপিয়ে কেঁদেছি। নিজে আজ খেলতে পারিনা, কিন্তু আমার অতীতের সাথে আমি রিলেট করতে পারি। মীর দা ❤❤❤❤❤
@ankurbhattacharyya456011 ай бұрын
মতি নন্দীর "কোনি" ছোটোবেলায় পড়েছিলাম, তারপর থেকেই ওনার লেখার ভক্ত। গপ্পো মীর এর ঠেকে এর আগে শুনেছিলাম "বুড়ো ঘোড়া", এখনও সবটা চোখের সামনে ভেসে ওঠে,আর এবার "স্ট্রাইকার" - এক অবর্ণনীয় আনন্দে মনটা ছেয়ে গেল ❤💫✨🙌🏻। রাত নটার অপেক্ষায় রইলাম। (আজকের রাতটা সার্থক হল)
@krishnamaity240711 ай бұрын
Class 10 koni boi ta ache. Ami notun peyechi akhono pori ni
@nasifakhatun845811 ай бұрын
Moti Nondi rDostar angti golpo Tao khub sundor
@ankurbhattacharyya456011 ай бұрын
@@nasifakhatun8458দস্তার আঁংটি অলোক ঘোষের লেখা, যেটা sunday suspense এ এর আগে আমরা শুনেছি।
@RijuUpsc11 ай бұрын
Rwitobroto is a gem of audio industry. Goppo Mir er Thek egiye choluk. Moti Nandi jug jug jiyo. ❤
@laltudey208211 ай бұрын
সত্যি মীর দা তোমায় হাজার হাজার সেলাম। এত সুন্দর গল্প উপহার দেবার জন্য। ❤❤❤🇮🇳❤❤❤
@mouBiswas-j7b11 ай бұрын
অনবদ্য,আর কিছুই বলার ভাষা খুঁজে পাচ্ছি না, চোখ দুটো ভিজে গেছে
@jagarimani949711 ай бұрын
চোখে জল এসে গেল শেষমেশ!🥺 কি ভীষণ heartwarming গল্প!☺️😊
@shajuhoque404211 ай бұрын
ফুটবল বুঝতে না পারা একটা মানুষের... ফুটবল খেলা নিয়ে একটা গল্প যে চোখে জল আর গায়ে কাঁটা এনে দিতে পারে..তার জন্য লেখক মতি নন্দী ও গপ্প মীরের ঠেক কে আমার ভালবাসা।।♥️🥺🤲🫠😌💖
@prabalpradhan475911 ай бұрын
Vai vai vai ki sunlam!!!!!😮...as a football player and lover one of the best story in my life ...love u mir da❤
@sumitmaji80711 ай бұрын
Golpo ta sune chokhe jol r abeg dutoi vore eseche ❤️🥺🥺.... Nije football kheli bole eto relatable lagche story ta
@kaustav_8 ай бұрын
ন'বছর আগে ক্লাস নাইনে পড়ার সময় লাইব্রেরী থেকে মতি নন্দীর এই গল্পসমগ্রটা পড়েছিলাম, প্রতিটা গল্প এত অসাধারণ লেগেছিল বলে বোঝানো যাবে না। প্রতিটা গল্পই শুধু একজন খেলোয়াড় নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের গল্প বলে; প্রতিনিয়ত এত সংগ্রাম করে বেঁচে থাকা, হার না মানা লড়াই আমাদেরই গল্প। আজ এত বছর পরে শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল, এত্ত সুন্দর ভাবে পরিবেশন করেছেন! ধন্যবাদ গপ্পো মীরের ঠেক এই গল্পটা উপহার দেওয়ার জন্য। ❤ ( পুনশ্চ: পরেরবার মতি নন্দীর স্টপার গল্পের অনুরোধ রইল 😅)
@metaphoric-j1c11 ай бұрын
Mir Afsar Ali and his team have finally won the shield 😂❤❤. CONGRATULATIONS
@footballgossip7311Ай бұрын
মতি নন্দীর লেখার ভক্ত অনেকদিনই, আর গপ্পো মেরে ঠেক সর্বোপরি মির দা কে অসংখ্য ধন্যবাদ এই ধরনের গল্প উপস্থাপিত করেছেন।
@ranjitsaha85011 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ শুনতে শুনতে চোখের জল আটকে রাখতে পারলাম না এত বড় না হলেও ছোট ছোট কাহিনী গুলো নিজের সাথে মিল পাচ্ছিলাম তাই একটু বেশি ইমোশনাল হয়ে গেল ধন্যবাদ মীর দা ❤
@280987anirban11 ай бұрын
বুড়ো ঘোড়া শুনে কমেন্ট এ লিখেছিলাম , অপেক্ষা করবো আরও মতি নন্দীর Masterpiece গুলোর জন্য। ভাবিনি সত্যি হবে। Thanks Mir। অপেক্ষা এ থাকব আবার।
@basudebbasuroy646011 ай бұрын
সত্তর দশকের কথা মনে করিয়ে দিল। মতি নন্দীর অনবদ্য আর এক লেখা মনে হয় "স্টপার"। একদিন সেটাও শুনতে পাব মনে করি। এখন আর সেইদিনগুলোর মতো রক্তে উত্তেজনা কাজ করে না। শেষ সময় কান্ননের কাছে শুনেছিলাম কি কষ্ট করে দিন কাটছে।খুব কষ্ট পেয়েছিলাম। এরা ফুটবলের শিল্পী, কিন্তু অবহেলিত। ধন্যবাদ মীরসাহেব এই গল্প তুলে ধরার জন্য। নমস্কার।
@Sougata-k7r9 ай бұрын
দাদা এই গল্পের মাধ্যমে ময়দানি রাজনীতি টাও তুলে ধরা হয়েছে।।
@basudebbasuroy64609 ай бұрын
এইটা সর্বযুগে সর্বস্তরে সত্য।
@saikatchakraborty0811 ай бұрын
গল্পের প্রত্যেকটা কথা মনে লাগছে। জীবনের সফলতায় সব জায়গায় বাধা আসবেই , কি লড়াই!! 🙏🏼
@kirtichakraborty166811 ай бұрын
গল্পটা একইসাথে emotional আর inspiring 😢❤ দারুণ গল্প, অসাধারণ উপস্থাপনা... একটাই অনুরোধ 'কোনি' টাও করে দেবেন please 😅❤❤❤
@kaustavexampro9911 ай бұрын
Besi deri nei erokom sports fiction osadharon hochhe Goppo Mir er thek e Buro ghora r somoy o eta onubhob korechi
@sanghamitraghosh861511 ай бұрын
অসাধারন উপস্থাপনা। ঋতব্রতর কন্ঠাভিনয় দারুন। শেষে চোখের কোল ভিজে গেল। মতি নন্দীর 'বুড়ো ঘোড়া'ও দারুন লেগেছিল আর এটাও। মীর দার গল্প সিলেকশান অন্য লেভেলের। তাই তো আমাদের ঠেক সুপারহিট।
@chandanpramanick834211 ай бұрын
মন দিয়ে যে শুনবে কাঁদতে বাধ্য হবে।।। ❤🙏🙏 Khub sundor
@kajalrakshit587911 ай бұрын
যেমন কাহিনী, তেমনই দুর্দান্ত অভিনয় করে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন, ঋতব্রত মুখার্জী! ❤❤
@poulamighosh653011 ай бұрын
Rwitobroto just nailed it!!! Gota golpo take aka i tene diyeche ❤.
@Aviation-2209 ай бұрын
মনে হচ্ছে মাঠের গ্যালারিতে বসে খেলা দেখছি উফ সে কি ফিলিংস মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে উঠছে, ❤❤❤❤লাস্ট চোখের জল আটকানোই গেলো না।এক কথায় amejing😢😮
@OctaveBrothers11 ай бұрын
এই রকম গল্প জীবনে আর লড়াই করার অনুপ্রেরণা জোগায়.... Thanks to মীরদা
@uniquewithsnehasish267711 ай бұрын
Khub sundor golpo ta ..dhonyobad mir sir ajibon erm golpo sunte chai