@@Ami-O-Radhte-Pari-24 প্রথমেই আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি এই মন্দিরটি না দেখে থাকেন তাহলে সম্ভব হলে অবশ্যই গিয়ে দেখে আসবেন।ছবিতে দেখা আর চাক্ষুষ দেখার মধ্যে অনেক পার্থক্য। মন্দিরের শিল্পকর্ম সত্যিই অসাধারণ। ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ন্যায্য সমালোচনা ও প্রয়োজনীয় পরামর্শ অবশ্যই কাম্য। নমস্কার।
@সৌনকদাস21 күн бұрын
দাদা এটি শেওরাফুলি নয় বৈদ্যাবাটি খড়পাড়ায় অবস্থিত।
@debojyotighoshmazumder604321 күн бұрын
@@সৌনকদাসআমার ত্রুটি সংশোধনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই মঠটি বৈদ্যবাটী স্টেশন থেকে প্রায় ২কিঃমিঃ দূর। অথচ শেওড়াফুলী স্টেশন থেকে ১ কিঃমিঃ দূরে। তাই শেওড়াফুলী থেকে যাওয়ার সুবিধার জন্য এমনভাবে উপস্থাপন করা হয়েছে। যাই হোক, আপনি যে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেছেন তার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। ভবিষ্যতে আশা করি আমার অন্য ভিডিওগুলিও গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ দেবেন । আপনাদের এই সহযোগিতা ও পরামর্শ আমার চ্যানেলকে আরো সমৃদ্ধ করবে । ভালো থাকবেন ও পাশে থাকবেন।নমস্কার।
@সৌনকদাস21 күн бұрын
@debojyotighoshmazumder6043 আপনাকেও ধন্যবাদ আমার তথ্য টি মনোযোগ দিয়ে পড়বার জন্য।