Рет қаралды 44,688
গ্রামের হাট হতে পানির দামে শীতের সবজী বড় মাছ কিনলাম | গ্রামীন হাট বাজার
সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রসিদ্ধ তালগাছী হাট। হাট বসে সপ্তাহের প্রতি রবিবার। শীতের মৌসুমে এই হাটে প্রচুর টাটকা শাকসবজীর আমদানী হয়। অত্র এলাকার কৃষকেরা হাটবারে তাদের উৎপাদিত কৃষি পন্য তালগাছী হাটে নিয়ে আসেন। তবে শীতকালে হাটে প্রচুর কৃষি পন্যের আমদানী হওয়ার কারনে শাকসবজীর দামও থাকে সহনীয়। হাট পরিক্রমা শেষে আমি টাটকা শীতকালীন সবজী কিনে নিলাম। প্রচুর আমদানীর কারনে ফুলকপি, আলু, মরিচ পেঁয়াজ সব পন্যের দাম নিম্নমূখি।
Follow me on Instagram: / tuhintraveler