আপু আসসালামুয়ালাইকুম। আমার নাম জাহিদ কবির। আমার হোম ডিস্ট্রিক্ট সিলেটে। আপনার ভিডিওর স্টোরি টেলিং টা আমার ভালো লাগে। অনেকদিন থেকে ভাবছিলাম একটা কুকিং চ্যানেল শুরু করবো, কিন্তু সাহস পাচ্ছিনা। আপনি যদি চান আপনার ভিডিওর প্রি প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন পর্যন্ত আমি আপনাকে ফ্রিতে হেল্প করব। সেই সাথে আমি আপনার থেকে কিছু রান্নার বেসিকটা শিখে নিব। আপনাকে কমেন্টস টা লিখতে লিখতে ভাবছিলাম, বোকার মত কোন কথা বলে আপনাকে বিব্রত করছি না তো? আমার কোন কথাতে আপনি যদি বিব্রত হন তাহলে আমি দুঃখিত। শুরুটা কিভাবে করব বুঝতেছিনা। Once again I am sorry if done any mistake.