আমি একজন ভারতীয় বাঙালি, আজ রাজনৈতিক কারণে আমরা আলাদা, কিন্তু আমাদের সংস্কৃতিকে কেউই আলাদা করতে পারবে না। ইউটিউবে এই ভিডিওটা দেখে আমাদের যুবক বয়সের কথা মনে পড়ে গেল এবং মনে একটা শান্তির আনন্দ উপভোগ করলাম। এই ভিডিও উপস্থাপনের জন্য ধন্যবাদ এবং অংশগ্রহণকারী প্রত্যেককে আমার নমস্কার ।
@fozlarabbi2688 Жыл бұрын
আমরা এক হতে চাই
@ParthoDas-r2v Жыл бұрын
❤❤❤
@symbolforvictory Жыл бұрын
ঠিক
@hasanmahmud9519 Жыл бұрын
আপনি ভারতের কোন জায়গায় আছেন?
@AColourmagic170 Жыл бұрын
আমি বাংলাদেশ থেকে বলছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য।
@MDFaruk-di2kw3 жыл бұрын
এত সুন্দর উপস্থাপনা,আর গ্রাম বাংলার মানুষের আন্তরিকতা, ভ্রাতৃত্ব ,সব মিলিয়ে প্রোগ্রাম টা মন জুড়িয়ে দিল।
@shohelpatoary56633 жыл бұрын
আপা আপনাকে হাজারো সালাম। আপনি একমাত্র বাঙালি নারী যিনি বাংলার রূপবৈচিত্র এতোসুন্দরভাবে ফুটে তোলেন। আল্লাহ আপনার নেক হায়াত বাড়ায় দিক
@1s244 Жыл бұрын
😊
@mdraselhossain2913 жыл бұрын
আমাদের বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য আরো সমৃদ্ধি লাভ করবে এটাই কামনা,,,
@mariaakhi35323 жыл бұрын
বিদেশে বসে এই ভিডিও দেখি আর ২ চোখের পানি অঝরে ঝড়ে, কখন যাবো আমার সোনার বাংলায়, মিছ ইউ মাতৃভূমি মা, 🌹🌹
@khanrobin23 жыл бұрын
Kon country te thaken apni☺️
@MDAlomgir-e4v Жыл бұрын
ণ😊
@raquiburrahman72262 жыл бұрын
আপনার গ্রাম বাংলার অনুষ্ঠান দেখলে আমি কোথায় যেন হারিয়ে যাই। দেশকে অনেক ভালোবাসি
@surajitbepari95163 жыл бұрын
একটা সময় ছিল যখন সাদা কালো সেই প্রথম টিভি আর এই অনুষ্ঠান দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেছে আজ। তবে অনুভূতি গুলো রয়ে গেছে টিভিতে না দেখা হলেও ইউটিউব এ কখন মিস করি না। 2002 থেকে দেখছি এই আপাকে খুব ভালো লাগে ❤️❤️❤️
আমাদের দেশটা কতই না সুন্দর!! দেশে থাকতে সেটা বুঝতে পারতাম না। মরুর বুকে থেকে তা বুঝতে পারছি। খুব মিস করি মাতৃভূমিকে❤️❤️
@mohammadmusa88083 жыл бұрын
এ ধরনের সৌহার্দ্য ও সম্প্রীতি শুধু গ্রাম বাংলায় দেখা যায়। অসাধারণ এ আয়োজন এর জন্য সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আনন্দে থাকুন নিরাপদে থাকুন এ দোয়া করি ।
@mahbubhossain93912 жыл бұрын
সত্যি বলতে আবেগ ধরে রাখতে পারছি না, মন ভরে যাবার মতো দৃশ্য, এমন সুন্দর পরিবেশ এতো মায়া ভরা ভালবাসায় ঘেরা আমার সোনার গ্রাম বাংলা ছাড়া পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না
@ispahanslife3973 жыл бұрын
আমি অনুভূতির গহীনে চলে গেছি।একই বলে নারীর টান।কি এক আদিম সুন্দর আমার দেশের গ্রাম।বিজয়ের ৫০ বছরে সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ অনুষ্ঠানটির সকল কলাকুশলীকে।
@mmuckta32633 жыл бұрын
আধুনিক প্রযুক্তি কারনে আমাদের এই সহজ সরল জীবনটা আমরা কোথায় যেনো হারিয়ে ফেলেছি।বিলাসিতা আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্বকেই খেয়ে ফেলেছে। এই জীবনটা অনেক মিস করি।আমাদের বাংলা,আমাদের অহংকার। ডিজিটাল বাংলাদেশ বাংলা বানাতে গিয়ে আমাদের সোনার বাংলাটা হারিয়ে ফেলেছি। আমরা যে দিন কাটিয়েছি এখনকার জেনারেশন এর কাছে এগুলা রুপকথার গল্প ছাড়া কিছু নয় 😭
@mahadimasud13393 жыл бұрын
বাংলার রুপ, প্রকৃতি ও পরিবেশের প্রতিচ্ছবি, সুস্ত বিনোদন, সাধারণ মানুষের জীবন রীতির অকৃত্রিম চিত্র, উপস্তাপিকার রুচিশীল পোশাক, ছন্দময় আবহ সঙ্গীত ও প্রাণবন্ত উপস্তাপনা, তাই প্যানোরমা ডকুমেন্টারী-সর্বদাই সেরা।
@deeyasconstruction68113 жыл бұрын
"এ বলে আমায় দ্যাখ্ !! ও বলে আমায় দ্যাখ্ !!" আপনার প্রতিটি অনুষ্ঠানেই একদিকে যেমন আপনার তথ্যে সমৃদ্ধ সুন্দর ও সাবলীল উপস্থাপনা, অন্যদিকে যাঁরা আড়ালে কাজ করছেন ... গ্রন্থনা, ক্যামেরায় দৃশ্য ধারণ ইত্যাদি এককথায় অসাধারণ!!! আসলে আপনার প্রতিটি অনুষ্ঠান শুধু দেখিই না, উপলব্ধি করি ... সবকিছুর সাথে একদম মিশে যাই ... সবজি আগে ধুয়ে পরে কাটতে হয়। কাটার পর ধুলে তো ভিটামিন বের হয়ে যায়!! ধন্যবাদ ।
@mohammedelias95963 жыл бұрын
আহ, আজ দশ বছর আর দেশে ফেরা হয়নি, খুব মিস করি, আমার বাংলাদেশকে। আমার চোখে পানি চলে এলো। আই লাভ বাংলাদেশ।
@abdullamohammad34683 жыл бұрын
এই অনুষ্ঠান টা সম্পর্কে কি বলবো অসাধারণ অসাধারণ অসাধারণ "গ্রাম বাংলা কে অনেক ভালোবাসি "
@ertugrul12443 жыл бұрын
আপা ভারত থেকে আপনার ভিডিও দেখি আর অনেক ভালো লাগে। সত্যি বলতে পিওর গ্রাম এর একটা বইচিত্র অসাধারন
@masumamunny54642 жыл бұрын
আমার প্রিয় অনুষ্ঠান। আপুকে ছোটবেলায় যেমন দেখেছি মনে হয় এখনো তেমনি। মাঝখানে আমার বয়স বেড়ে গেছে😌
@sumanmondal_143 жыл бұрын
কথা বলার মধ্যে যে কতো সৌন্দর্য্য থাকতে পারে তা আপনার কথা শুনলে বোঝা যায়। আমি ভারতের থেকে আপনাদের নিয়মিত দর্শক।
@prosenzeetmondal6092 Жыл бұрын
বিটিভি দেখার সেই পুরনো দিনগুলোর কথা মনে পরে গেল। আপুর ভয়েসটা সুন্দর।
@monirujjamanswpon92873 жыл бұрын
"এ সম্প্রীতির দেখা শুধুমাত্র বাংলাদেশের গ্রামের মেলে"-সত্য কথা।
@zerinliza7693 жыл бұрын
অনেক দিন পর আপনাকে দেখছি,কত যে ভালো লাগে আপনার এই কথা বলার ধরণ!!
@shamimhossain83393 жыл бұрын
আপনার চ্যানেলের সুরেইতো আমি অন্য জগতে হারিয়ে যাই, ভিডিও আর কি দেখবো।আসলেই খুব সুন্দর আমাদের এই বাংলাদেশ,, মাশ-আল্লাহ❤️❤️❤️
@fcprankbuzz97783 жыл бұрын
যতটা ভালো লাগে প্যানোরমা ডকুমেন্টারির অনুষ্ঠান গুলো,,,, তার থেকে বেশি ভালো লাগে আপুর উপস্থাপনা।।।।।
@ertugrul12443 жыл бұрын
মূলত আপনার এই সব গ্রামীন ভিডিও দেখলে নিজের গ্রাম এর কথা মনে পড়ে। 👌
@stmedia18382 жыл бұрын
বাহ্ যত দেখি ততই ভালো লাগে আপনাদের ভিডিও।
@mithuchakrabartty13573 жыл бұрын
কোনো কথা হবেনা । কলকাতায় বসেই জিভে জল আসছে ।
@mdshofikulislam61033 жыл бұрын
আপার উপস্থাপনা এতো চমৎকার!!
@villageboysohag3 жыл бұрын
আপনার ভিডিও দেখলে ছোট বেলার সোনালী দিন গুলো মনে পড়ে যায়।এগিয়ে যাও আপু।।তোমার জন্য অনেক দোয়া রইলো।।❤️❤️
@SuraiyabinteKader2 жыл бұрын
গ্রাম মানেই আবেগ, স্নিগ্ধতা, প্রাকৃতিক মমতা..... গ্রাম বাংলার এই সুন্দর জীবন যাপন উপস্থাপন করার জন্য ধন্যবাদ
@PanoramaDocumentary2 жыл бұрын
আপনাকেও অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আশা করি এইভাবেই আমাদের পাশে এবং সাথে থাকবেন।
@ronynayem8800 Жыл бұрын
এত সুন্দর করে আমার মনে হয় না কেউ বাংলার রুপ সবার সামনে তুলে ধরতে পারছে।
@tarekahmed8632 Жыл бұрын
সময়ের সাথে তাল মিলিয়ে গ্রামাঞ্চলও তার আপন রূপবৈচিত্র হারাতে বসেছে! সত্যিই আবেগাপ্লুত হয়ে যাই এই প্রামাণ্যচিত্র গুলো দেখলে।
@reshmarrannaghor69012 жыл бұрын
খুব সুন্দর আয়োজন খিচুড়ি আর গ্রাম বাংলার চমৎকার সেতুবন্ধন। চমৎকার প্রানবন্ত উপস্থাপনা আপুর।
@subrataghosh25413 жыл бұрын
Didi aami India theke bolchi apner sob episode gulo dekhi r amar bangladesher gram banglar roop khub bhalo lage r apner kothagulo khub bhalo lage sotti bangladesh khub sundor desh 🇮🇳❤🇧🇩
@sksumon73793 жыл бұрын
যে সময় ছোট ছিলাম BTV তে দেখতাম এখোন আমি প্রবাসী
@mamunahamad96622 жыл бұрын
আসলেই সত্যি অসাধারণ হয়েছে। শিতের সকালে গ্রামের খোয়াশা মাখা সকাল টি আসলেই খুব মিস করি। বিডি ওটি দেখে সেই আগের দিনের কথা গুলো মনে পরে গেল।আগে দেখতাম বিটিবিতে রোজ রোজ। খুব মিস করি। ধন্যবাদ আপু আপনাকে এইরকম একটি ভিডিও তুলে দরার জন্য।
Assalam Alaikum, I am from India and I like Bangladesh very much. If I ever get a chance, I will definitely go to the village of Bangladesh. I like the mosque of Bangladesh very much, what a beautiful mosque there is.
@mohammadmusa88083 жыл бұрын
সিরাজগঞ্জ এর কামরাংগা বেগুন খেতে অসাধারণ ।
@faysalmamun80483 жыл бұрын
আপনার ভিডিওগুলো তে অথেনটিক গ্রাম বাংলার চিত্র গুলো অনুভব করি সেই সাথে ছোট বেলা মিস করি। আপনার ভয়েস ও বর্ণনা শুনতেও ভালো লাগে ❤️ অসাধারণ কনসেপ্ট
@mahmudhasan85622 жыл бұрын
মাশাআল্লাহ দারুণ বিষয় নির্বাচন সাথে দক্ষ হাতের পাণ্ডুলিপি এবং পটিয়সী কুশীলব আর অসাধারণ নিপুন উপস্থাপন দারুন দারুণ এবং দারুণ এই চ্যানেলের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি,
@muktaahmed68062 жыл бұрын
ইশ যদি আবার ফিরে যেতাম সেই দিন গুলাতে 🤐🥺🥺 অনেক অনেক মিস করি অনেক দূরে বসে, আবারও ফিরে যাব সেই গ্রামে ইনশাল্লাহ ❤️❤️❤️
@একলাএকা-গ১ছ3 жыл бұрын
কত সুন্দর গ্রাম আমার জেলায় দেখে মন ভোরে গেলো
@mml41a2 жыл бұрын
গ্রাম হচ্ছে বাংলাদেশের প্রাণ। 🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️
@amjadhossain28232 жыл бұрын
এই ভিডিও দেখে নিজের দেশ ও গ্রামের কথা মনে পড়ে গেল কতই না মিস করি নিজের গ্রাম ও নিজের দেশকে এই প্রবাসে বসে।
@ziddahusain34323 жыл бұрын
অসাধারণ আপা। সত্যি বলতে আবেগপ্রবণ হয়ে পড়লাম এটা দেখে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। ❤ তবে সত্যি বলতে বেগুনভাজার কাজ যিনি করছিলেন, আমি তার ওপর ক্রাশিত।🙈
@httv51293 жыл бұрын
অসাধারণ ।
@abusayem80232 жыл бұрын
বাংলাদেশের অহংকার শায়েরী আপু,
@emamhussain89103 жыл бұрын
আমি আমার সোনার বাংলাদেশ কে অনেক ভালোবাসি এবং খুব শ্রদ্ধা করি 💚😊 শীতের শাক সবজির মজাটাই আলাদা মাস আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর
@sumonaeasmin92732 жыл бұрын
আপুর উপস্থাপনা বেশ সাবলীল আর অতিরিক্ত সাজ না থাকায় এত ভালো লাগে ভিডিও দেখতে।
@samarranjanbiswas93022 жыл бұрын
কোলকাতা থেকে ছোট বেলার পিকনিকের কথা মনে পড়ল খুব সুন্দর ভাল লাগল nostalgic
@ishratjahanmouri35193 жыл бұрын
যতটা না রান্না দেখতে ভালোবাসি তারচেয়ে ও বেশি শায়েরি আপুকে ভালোবাসি।
@SanjidaAkter-gu6un2 жыл бұрын
আহা!কি সুন্দর সহজ সরল আমাদের এই গ্রাম বাংলার দৃশ্য💝🥀।। দিনে দিনে আমরাই যেন আমাদের এই দৃশ্যগুলোকে হারিয়ে ফেলছি।💔 একদম শেষ দিকে একটি ছোট্ট বোন তার আরো ছোট ভাইকে খাইয়ে দিচ্ছিল এই দৃশ্যটা আসলেই দেখার মত 💝
@masumchowdhury83783 жыл бұрын
মালিহা আপু আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইলো এগিয়ে যান
@PanoramaDocumentary3 жыл бұрын
ধন্যবাদ
@Abdullahskbd3 жыл бұрын
ভালো লাগে আপনাদের কাজগুলো অসাধারণ এক কথায়।
@fahimahmed004563 жыл бұрын
This is the best Bangladeshi channel on youtube.Love this village videos.
@SumonAhmed-hf4hj2 жыл бұрын
খুব সুন্দর আয়োজন খিচুড়ি আর গ্রাম বাংলার চমৎকার সেতুবন্ধন।
@PanoramaDocumentary2 жыл бұрын
ধন্যবাদ ❤👍
@md.abdurrahman9914 Жыл бұрын
গ্রাম কি অদ্ভুত ময় এ ভালোবাসার কোন কমতি নয়!
@aalotv1.03 жыл бұрын
আহ্........শীতকালীন এই আয়োজন, সত্যি ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ।
@debasishsamaddar58603 жыл бұрын
আমি ভারত থেকে আপনার মোটামুটি সব ভিডিও দেখেছি এই ভিডিও টাও দেখলাম খুব ভালো লাগলো
@tilokbarua25923 жыл бұрын
একটা ঘোরের মধ্যে থেকে সম্পূর্ণ দেখা শেষ করলাম। আহ, আমার গ্রাম।
@dipakkumarkar48773 жыл бұрын
অসাধারণ ! দেখে চোখ জুড়িয়ে গেল ।
@susantanandi59963 жыл бұрын
সত্যি অপূর্ব সুন্দর লেগেছে। লেগেছে গ্রাম বাংলার মানুষের সহজ সরল খিচুড়ি রান্না আয়োজন। সত্যি খিচুড়ি রান্না দেখে বডড লোভ হচ্ছিল মনে মনে, আর কি করব, মনের আততা দিয়ে খানিকটা সাদ উপভোগ করে নিয়েছি।👌🙏🇮🇳
@PanoramaDocumentary3 жыл бұрын
ধন্যবাদ
@AbulKalam-vv8uy3 жыл бұрын
প্রতি টা ভিডিও দেখার চেষ্টা করি।মন চায় গ্রামে চলে যাই
@taniamahamud25703 жыл бұрын
অসাধারণ আপু 😍😍 যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে ই এই প্রামাণ্য চিত্র দেখি। আপনার উপস্থাপনা সত্যি ই অনেক সুন্দর।
@ScenicFinds3 жыл бұрын
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, 🇧🇩💓🇮🇳
@sababkhansababkhan68012 жыл бұрын
কি যে মজা লাগলো।দেখতে দেখতে কখন যেন শেষ হয়ে গেল।ছোট বেলায় দেখা গ্রামের স্মৃতি গুলো যেন জীবন্ত হয়ে উঠেছিল চোখের সামনে। খুব পছন্দ করি আপু আপনার সব অনুষ্ঠান গুলো।
@EntertainmentinBangladesh0183 жыл бұрын
আপনার ভিডিও গুলো এতো ভালো লাগে যে, ফোন এ Download করে রাখি।
@implicitthought Жыл бұрын
খুব সুন্দর ভিডিও 📷 এত সুন্দর গ্রামের মনোরম দৃশ্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ❤
@Shikkao3 жыл бұрын
অতীতের স্মৃতি গুলো মনে করিয়ে দিলেন। যখন গ্রামে ছিলাম এরকম অনেক সবজির চাষ করতাম
@chaitalibrahma87353 жыл бұрын
1st comment, from kolkata 💕💕. Just wonderful 🥰🥰 view. Oshadharon recipe. Love from kolkata 💕💕💕💕💕💕💕
@mdnurulafcer87012 жыл бұрын
খুভ মনে পড়ে সোনালী অতীতের গ্রামীণ দিনগুলো,, এখন শুধুই সৃতি,,,
@sadinazad4068 Жыл бұрын
ভালো উপস্থাপক হিসেবে শায়েখ সিরাজ ও শায়েরি আপু অসাধারণ
@indiatvbangla96993 жыл бұрын
ছোটবেলার কথা মনে পরলে. চোখে পানি চলে এলো..
@nurAfroj27 Жыл бұрын
অসাধারণ লাগলো আপু আর আপনার সব ভিডিও আমি দেখি❤❤😊 আপনার কথা গুলো অসম্ভব সুন্দর 🦋🥰 আমাদের টাংগাইলে একদিন করবেন আপু এমন আয়োজন
@shobujbanglatv13152 жыл бұрын
অনেক অনেক সুন্দর একটা ভিডিও উপহার দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ
@TaQiah282 Жыл бұрын
আপনাকে ছোটবেলা থেকে দেখি, আপনার ভয়েস অসম্ভব সুন্দর। আজকে জানতে পারলাম আমি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। জেনে অনেক ভাল লাগল। আমি এত বড় হয়ে গেছি আপনি সেই সুন্দরী রয়ে গেছেন। অনেক সুন্দর আপনার উপস্থাপনা।
@khademulislam54302 жыл бұрын
আপনাকে হাজার সালাম, গ্রামের এই মনমুগ্ধকর দৃশ্য আমার মনটা কেড়ে নিল, একা একাই খেয়েছিলেন আপু।
@Bhuluranisonarmeye Жыл бұрын
আমি west bengal India থেকে দেখছি। আমার ভিডিও ta khub sundor লাগলো