Рет қаралды 149
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া লাঠি খেলা | নারী -পুরুষের অসাধারণ লাঠি খেলা | Lathi Khela😍MH TV
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
লাঠি খেলা একটি প্রাচীন খেলা। তবে বাংলাদেশে এ খেলাটি অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে গ্রামাঞ্চলে এ খেলার জনপ্রিয়তা তুঙ্গে বলা যায়। এ কারণে লাঠি খেলাকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা হিসাবে গণ্য করা হয়। এক সময় খুব জনপ্রিয় ছিলো এই খেলা। প্রতিটি পাড়া মহল্লায় খেলোয়াড়দের দলনেতার উদ্যোগে গড়ে উঠত লাঠি খেলার দল। আর পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামের মধ্যে অনুষ্ঠিত হতো এই খেলা। ঢাক-ঢোল পিটিয়ে প্রচার করা হতো কোন গ্রামের কোন মাঠে বা কার বাড়িতে কোন সময় এই খেলা অনুষ্ঠিত হবে। লাঠি খেলা, খেলা ছাড়াও শরীর চর্চা হিসাবেও যথেষ্ট উপকারে আসে। লাঠি খেলা একটি ঐতিহ্যগত মার্শাল আর্ট যেটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু জায়গায় চর্চা করা হয়। 'লাঠি খেলা' অনুশীলনকারীকে 'লাঠিয়াল' বলা হয়। এছাড়াও, লাঠি চালনায় দক্ষ কিংবা লাঠি দ্বারা মারামারি করতে পটু কিংবা লাঠি চালনা দ্বারা যারা জীবিকা অর্জন করে, তিনি/তাঁরা লেঠেল বা লাঠিয়াল নামে পরিচিতি পান। শীতের প্রারম্ভে কার্তিক-অগ্রহায়ণ মাসে এই খেলা অধিক হারে অনুষ্ঠিত হয়। তখন প্রায় প্রতিটি গ্রামেই যেন উৎসব উৎসব মনে হয়। এই খেলাকে কেন্দ্র করে প্রায় প্রতিটি গ্রামে আনন্দের জোয়ার বয়ে যায়। খেলা শেষে রাতে অনেক স্থানে বিভিন্ন নিয়মে লাঠি খেলা হতে দেখা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় এক স্থানের খেলার সাথে অন্য স্থানের খেলার কোন মিল নেই। লাঠি খেলায় বিভিন্ন রকম খেলা প্রদর্শন করে থাকেন লাঠিয়ালারা।
কিন্তু কালের আবর্তে আজ লাঠি খেলার সেই বিনোদন ভুলতে বসেছে দেশের মানুষ। বর্তমানে নতুন করে লাঠি খেলার কোনো সংগঠন বা দল তৈরি হচ্ছে না।
বাংলাদেশ লাঠিয়াল বাহিনী ৯০ বছর যাবৎ এই খেলা প্রজন্মের পর প্রজন্মে ধরে রেখেছে এখনো । অতি সম্প্রতি হয়ে গেল তিন দিনব্যাপী “ওস্তাদ ভাই লাঠিখেলা উৎসব ও লোকজ মেলা”র আয়োজন করা হয় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে l উল্লেখ্য, বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর ৯০ বছর পূর্তিকে উপলক্ষে এই আয়োজন করা হয়েছে॥
অবিশ্বাস্য! অসাধারণ গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখে মুগ্ধ হলো হাজারো দর্শক ! এসব খেলা ধরে রাখতে সবাই সাপোর্ট/উৎসাহ করতে হবে।
অতি সাম্পতি
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Releted Tag:
iathi khela, লাঠি খেলা, অস্তির লাঠি খেলা, লাঠি খেলা দেখালেন লাঠিয়াল, গ্রাম বাংলার ঐতিহ্যবাহি হারিয়ে যাওয়া লাঠি খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, নারী -পুরুষের অসাধারণ লাঠি খেলা,উৎসবে মাতল হাজারও মানুষ, লাড্ডাবাড়ি খেলা,লাইট্টা বারি খেলা, stick fight, লাঠি খেলা উৎসবে মাতল হাজারও মানুষ, ঐতিহ্যবাহী লাঠি খেলা, গ্রাম বাংলার লাঠি খেলা, গ্রামীন হারিয়ে যাওয়া লাঠিখেলা, ঐতিহ্যবাহী লাঠি খেলা, বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, লাঠি খেলা উৎসবে হাজারও মানুষ,আশ্চর্যজনক লাঠির ঝড়, অস্তির লাঠি খেলা,সেই অস্তির লাঠি খেলা,অস্তির লাঠি খেলাদেখালেন লাঠিয়াল,লাঠিয়াল, traditional lathi khela, lathi khela bangladesh,Raw cultural Festival, লাঠিখেলা,ঐতিহ্যের লাঠি খেলা, রুপন্তীর লাঠি খেলা, অসাধারণ লাঠি খেলা, উস্তাদ ভাই লাঠি খেলা,লোকজ মেলা ২০২৪, বাংলাদেশ লাঠিয়াল বাহিনী,ঐতিহ্যের লাঠিখেলা উৎসব,কুষ্টিয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা,গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা,গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা,উস্তাদ ভাই লাঠি খেলা ও লোকজ মেলা ২০২৪,lathi khela,lathi khela kushtia,kushtia,গ্রাম বাংলার লাঠিখেলা,গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা,bangla lathi khela,লাঠি খেলা,traditional lathi khela, লাঠি খেলা, lathi khela,lathi khela video,gram banglar lathi khela, বাংলার লাঠি খেলা, কুষ্টিয়ার সেরা লাঠি খেলা, lathi khela in bangla,লাড্ডাবাড়ি খেলা,লাইট্টা বারি খেলা, stick fight, লাঠিয়ালরা ,traditional sports, ঐতিহ্য লাঠিবাড়ী খেলা, Village lathibari game bangla lathi khela, bangladesh khela, game, village game, bangla old game,গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, bangladeshi traditional sprots,৯০ দশকের খেলা, lathi khela (stick fight), traditional lathi khela, mh tv
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আয়োজন: উস্তাদ ভাই লাঠিখেলা ও লোকজ মেলা ২০২৪
আয়োজনে: বাংলাদেশ লাঠিয়াল বাহিনী কেন্দ্রীয় সদর দপ্তর কুষ্টিয়া
📍লোকেশন :- কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ,কুষ্টিয়া 🌸☺️
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#লাঠিখেলা #lathikhela #গ্রাম_বাংলার_ঐতিহ্যবাহী_লাঠি_খেলা #রুপন্তীর_লাঠি_খেলা #লাঠি_খেলা #লাঠিবারিখেলা #লাইট্টা_বারি_খেলা#অসাধারণ_লাঠি_খেলা #উস্তাদ_ভাই_লাঠি_খেলা #lathi_khela_video #Lathi_Khela_kushtia #Kushtia #kushtia_Amader_kushtia #lathikhelavideo #mh_tv
#
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------