Рет қаралды 39,668
#mango_plant_care #rooftop_farming
এত উঁচুতে চার তলা ছাদের উপর হচ্ছে বাগান ফল ফুল সবজি সবকিছু খুব সহজে ফলানো সম্ভব হচ্ছে।
আমরা প্রায় এই ধরনের ভিডিও দেখছি রোজ দুপুর একটায় আপনাদের চ্যানেল নিয়ে আসছে এই ভিডিও।
অনেকে পারছি শিখতে অনেকে পারছিনা তবে যারা পারছেন না একটু চেষ্টা করলেই পারবেন সে বিষয়ে বদ্ধপরিকর আমরা।
রোজ বাগান দেখাতে দেখাতে মানুষ কিন্তু নেশাগ্রস্ত বাগনান করার জন্য পাগল হয়ে উঠেছে বহু মানুষ।
এগুলো আমাদের জন্য একটা বিরাট বড় পাওনা এরপরে বহু মানুষকে আমরা তাদের ডিপ্রেশন থেকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি এই বাগান করার মাধ্যমে কিছু মানুষ বয়স হয়েছে কিছু মানুষের চলার পথে সুবিধা হয়েছে এই বাগান করার ক্ষেত্রে। মন ভালো থাকে শরীর স্বাস্থ্য সবকিছু ভালো থাকে ছাদে বাগান করলে।