Рет қаралды 318,350
#adenium_plant_care
এডেনিয়াম গাছের শিকড় ও ডাল কাটার সঠিক পদ্ধতি। এছাড়া কিভাবে মাটি তৈরি করবেন কিভাবে গাছটাকে বসাবেন ও কিভাবে পরিচর্যা করবেন সব কিছু খোলামেলা আলোচনা করা হয়েছে এই ছোট্ট একটা ভিডিওতে।
শিকড়গুলো কাটিং করার পর ফাংগিসাইড লাগাতে হবে। কাটিং করার পর চার দিন গাছটাকে ঝুলিয়ে রাখতে পারেন বা কোন জায়গায় বসিয়ে রাখতে পারেন।
কাটিং করে আধা ঘন্টা বা 10 থেকে 5 মিনিট ফাংগিসাইড জলে ডুবিয়ে রাখতে হবে।
সহজভাবে পরিচর্যা কিভাবে করা যায় সবকিছু দেখানো হয়েছে কারন আমাদের কাছে অনেক সময় নেই কম সময়ের মধ্যে ভালো কাজ করতে হবে এবং সবার মধ্যে সেই নেশা ছাড়াতে হবে।
এর থেকে বেশি কিছু করার প্রয়োজন নেই এইটুকু করলে মোটামুটি আপনার গাছ খুব সুন্দর ভাবে বেড়ে উঠবে ও ফুল দেবে।
আর গোড়া মোটা করার যে পদ্ধতি তার জন্য গাছ অনুযায়ী একটু ছোট তবে আপনাকে বসাতে হবে বড় টপ দিলে শিখর বড় হয়ে যাবে অথচ ফুল বেশি বা গোড়া মোটা হবেনা তাই টব মেপে ভালো মতন দিতে হব। এছাড়া রোজ দুপুর একটার সময় নতুন ভিডিও থাকে আপনারা যদি ফলো করেন তাহলে ভালো একটা বাগান করতে পারবেন চোখ বন্ধ করে।
প্রত্যেকটা মানুষের মধ্যে গাছের নেশা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে আপনারা পারলে এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন যারা বাগান করতে পারে না তাদের কাছে।