লাভবার্ড পাখি কেনার আগে কি কি দেখবেন | সুস্থ সবল লাভবার্ড পাখি চেনার ৭ উপায় | healthy lovebird sign

  Рет қаралды 8,207

grow life

grow life

Күн бұрын

লাভবার্ড পাখি কেনার আগে কি কি দেখবেন | সুস্থ সবল লাভবার্ড পাখি চেনার ৭ উপায় | healthy lovebird sign | How to identify a healthy lovebird Bangla | লাভবার্ড পাখি পালন
ভিডিওটিতে কথা বলেছি লাভবার্ড পাখি চেনার উপায় নিয়ে। আপনি যদি একজোড়া নতুন লাভবার্ড পাখি কিনতে চান তবে কি কি বিষয় লক্ষ্য রাখবেন কিভাবে চিনবেন আপনার পাখিটা সুস্থ নাকি অসুস্থ এর বিস্তারিত জানাবেন আজকে । আজকের ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করব কিভাবে আপনি কেনার আগে সুস্থ পাখিটা চিনতে পারবেন।
দেখুন লাভবার্ড পাখির অসুস্থতা স্বাভাবিকভাবে এক দুই মিনিটের মধ্যে দেখে আপনি বুঝতে পারবেন না এজন্য আপনাকে সময় নিয়ে পাখিগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। এক্ষেত্রে আপনি কি কি জিনিস দেখবেন আর কিভাবে একটা সুস্থ সবল পাখি চিনতে পারবেন তার বিস্তারিত তুলে ধরছি একে একে।
প্রথমে আপনাকে খেয়াল করতে হবে আপনার পাখিটার চোখ ঠিক আছে কিনা চোখের আশপাশে যদি পানি থাকে কিংবা চোখের আশপাশের লোমগুলো যদি ওঠা থাকে তবে সেটা একটা অসুস্থ পাখি এটা আপনাকে বুঝতে হবে। মূলত লাভবার্ড পাখির চোখের বেশ কিছু ইনফেকশন রয়েছে যেগুলোতে আক্রান্ত হলে পাখি অনেক বেশি দুর্বল হয়ে পড়ে আর এরকম ইনফেকশনের প্রধান লক্ষণ হলো চোখের আশপাশে লোম পড়ে যাওয়া কিংবা চোখ দিয়ে পানি পড়া। তাছাড়া চোখের রিং দেখে আপনি কিন্তু পাখির বয়সও নির্ধারণ করতে পারেন। যদি আপনাকে বলা হয় পাখিটা প্রাপ্তবয়স্ক তবে অবশ্যই পাখির চোখে রিং আসবে। এক্ষেত্রে পাখির চোখের দিনগুলো কতটা গাড় হয়েছে এটার উপর নির্ভর করবে তাদের বয়স কেমন। তাই প্রথমেই খুব কাছ থেকে লক্ষ্য করুন পাখির চোখ গুলো ঠিকঠাক আছে নাকি এতে কোন রোগ রয়েছে যদি রোগ থাকে তবে পাখিটা কেনা থেকে বিরত থাকুন।

Пікірлер: 19
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН