ফিঞ্চ পাখির ডিম কত দিনে ফোটে | ফিঞ্চ পাখির ডিম থেকে বাচ্চা এবং বাচ্চা থেকে এডাল্ট হওয়া পর্যন্ত

  Рет қаралды 37,077

grow life

grow life

Күн бұрын

ফিঞ্চ পাখির ডিম কত দিনে ফোটে ফিঞ্চ পাখির ডিম থেকে বাচ্চা এবং বাচ্চা থেকে এডাল্ট হওয়া পর্যন্ত টোটাল সাইকেল
আজকে আমি আপনাদের বলব ফিঞ্চ পাখি প্রথমবার যখন ব্রিড করে ব্রিড করার পর কতদিন পর ডিম দেয় কত মাস বয়সে আপনি ফিঞ্চ পাখিকে ব্রিড করাতে পারবেন এবং এ পাখিটি প্রথমে কয়টি করে ডিম পাড়ে ডিম থেকে বাচ্চা বের হতে কত সময় লাগে সব কিছু আমি আজকে চেষ্টা করব ক্লিয়ার করে দেয়ার। ফিঞ্চ পাখি পালনের ক্ষেত্রে অনেকের কাছে কমপ্লেন থাকে আমার পাখি ডিম দিচ্ছে না ডিমে তা দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি। আসলে আপনাকে খেয়াল রাখতে হবে ফিউজ পাখি কিন্তু খুবই শান্তিপ্রিয় একটা পাখি আপনি এদের যত ডিস্টার্ব করবেন এরা ততই ডিমে তাদেয়া থেকে বিরত থাকবে। আর আপনি যত সেফ নিরাপদ এবং শান্ত পরিবেশ তাদের দিতে পারবেন তাদের থেকে ততই ভালো রেজাল্ট পাবেন। তাই আপনার পাখির জন্য চেষ্টা করুন একটা সেফ এবং শান্ত পরিবেশ নিশ্চিত করার।
এখন আমি আপনাদের বলি ফ্রেন্ডস জেনারেল এ কতদিন বয়সে বা কত বছর বয়সে ডিম বাচ্চা করে। ফ্রেন্ডস পাখিটির ক্ষেত্রে বেশিরভাগ মানুষ যে কাজটা করে তিন থেকে চার মাস বয়স হলেই এদের জোড়া দিয়ে দেয়। ঠিক আছে এ বয়সে পাখিগুলো মোটামুটি এডাল্ট হয় কিন্তু তাদের থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পেতে এবং পাখির স্বাস্থ্যের কথা চিন্তা করে পাঁচ মাস বয়সে ব্রিডিংয়ের জন্য দেয়া ভালো। এমন নয় যে আপনি ৩-৪ মাস বয়সীদের দিয়ে জোড়া দিলে ডিম বাচ্চা করবে না কিন্তু ৫-৬ মাস বয়সী দিলে বাচ্চা এবং ডিমের কোয়ালিটি ভালো হবে। কোথায় যদি প্রশ্ন আসে ফ্রেন্ড তাকে কত দিন বয়সে ডিম বাচ্চা দেয় তবে উত্তর হল চার থেকে ছয় মাস এর মধ্যে।
দ্বিতীয়ত পাখি যখন আপনার পাখিগুলোর জোড়া দেবেন বা যখন দেখবেন পাখির মধ্যে কিছু ডিম পাড়ার লক্ষন প্রকাশ পাচ্ছে তখন তাদের বিডিং বক্স বা ডিম পাড়ার মটকা বা ঝুড়ির জায়গা টা সুন্দর করে সাজিয়ে দিবেন। অথবা আপনি তাদের বাসা তৈরীর জন্য প্রয়োজনীয় বিল্ডিং ম্যাটেরিয়াল খাঁচার ভিতর দিয়ে রাখুন। আমি আমার পাখি দুইটাকে আগে ডিম পাড়ার জন্য কিছু খরকুটো ওদের মাটির মটকায় দিয়ে রেখেছিলাম কিন্তু তারপরও এখন মনে হচ্ছে আরো কিছু বাসা তৈরির উপকরণ তাদের দেয়া উচিত তাই আমি ওদেরকে আরো বেশ কিছু খরকুটো শুকনো ঘাস এবং পাট এগুলো দিয়ে দিলাম। দেখুন ওরা কিভাবে মুখে করে নিয়ে তাদের বাসাটা বানাচ্ছে। আপনি এই পাখিটাকে বাসা তৈরির উপকরণ দিলে দেখবেন পাখিগুলো নিজে থেকেই তাদের বাসা বানিয়ে নিচ্ছে। ফিউজ পাখির বাসা তৈরীর জন্য কি কি উপকরণ দেয়া যায় বা পেনস পাখির বাসা তৈরি করতে কি কি স্টেপ ফলো করতে হয় এটা নিয়ে আমার পুরো বিস্তারিত আলাদা একটা ভিডিও থাকবে সেটা দেখে নিলে আপনি পুরো বিষয়টা বুঝে নিতে পারবেন। অনেক সময় দেখা যায এ পাখিগুলো নিজেদের বাসায় নিজেরাই তৈরি করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে এবং আপনি যেভাবে তাদেরকে ঘর তৈরের উপকরণ দিয়েছিলেন সেগুলোকে পরিবর্তন করে তৈরি করে। তবে খেয়াল রাখবেন পাখিগুলো যদি বক্সে বা ডিম পাড়ার জায়গায় ডিম না দিয়ে অন্য কোথাও ডিম পেড়ে দেয় যেমন খাবারের পাত্রে বা খাঁচার অন্য কোন স্থানে তখন আপনাকে বুঝতে হবে বক্সের মধ্যে কোন একটা সমস্যা আছে আর সমস্যাটা কি আছে সেটা আপনাকে বুঝে বের করতে হবে প্রয়োজনে আরো বেশি পরিমাণে বাসা তৈরির সরঞ্জাম ওদেরকে দিতে হবে। এমন সরঞ্জাম গুলোর মধ্যে রয়েছে শুকনো ঘাস খড় পাট বা শুকনো পাতা। দেখেন আমার পাখিগুলা প্রথম যে দুইটা ডিম দেয় একটা দিয়েছিল ওদের ডিম করার জন্য যে পাত্রটা দিয়েছি সেখানে আরেকটা ডিম দিয়েছিল খাবারের পাত্রের মধ্যে। আমি যখন দেখলাম দুইটা ডিম দুই জায়গায় দিয়েছে তখন আমি খাবারের পাত্রটা বের করে ওই ডিমটা আগের সেই পাত্রটাতে দিয়ে দিয়েছি। আসলে আমি যেটা বুঝতে পারছি সমস্যা হয়েছিল ওদের ডিম করার জন্য আমি যে মটকাটা দিয়েছি সেটা নিচে বেশ কিছু ময়লা জমে ছিল। ফলাফল শুরু পাখিগুলো ওই জায়গাটাতে ডিম দিয়ে স্বাচ্ছন্দ বোধ করছিল না তাই আমি ওই মটকাটা পরিষ্কার করে খাবারের পাত্রে পাড়া ডিমটাও এ মটকার মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু পাখির ডিম গুলো একেবারেই ছোট পোলো টিকটিকির ডিমের সমান বলা যায় সেহেতু আপনাকে খেয়াল রাখতে হবে যেন ডিম গুলো খাঁচার ফাসা দিয়ে নিচে পড়ে না যায়

Пікірлер: 59
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 119 МЛН
Budgie TV - Happy, Active, Playful Budgie Sounds, Help your bird sing
27:48
Pet TV Australia
Рет қаралды 1,2 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН