গানটা শুনলে হৃদয়ের সমস্ত দুঃখগুলো ফুফিয়ে ফুপিয়ে কাঁদে,চোখ দুটো জলে ভিজে যায়, জানিনা কেন এমন হয়, হারিয়ে যাওয়া দিনের গান,ছবিটা সপরিবারে সিনেমা হলে দেখেছিলাম তখনও কেঁদেছিলাম, এক সময় রেডিওতে শুনতাম।
@Musfiqurrahmansayem-b5v8 ай бұрын
১৯৮৭/৮৮ সালে যখন গানটি শুনতাম ভালো লাগতো কিন্তু মর্মার্থ বুঝতে পারতাম না।আজকে ২০২৪ সালে যখন গানটি শুনি নিজের মনের কথাগুলো যেন শ্রদ্ধেয় বশির আহাম্মেদ সাহেব বলছেন মনে হয়।শত কোটি সালাম হে গুনী শিল্পী। ২০৮০ সালের পরে ও এই গানটি ভালো লাগবে এটাই মনে হয়।
@Rafiqul-q2f2 ай бұрын
রাইট 😂😂😂😂😂
@Rafiqul-q2f2 ай бұрын
আমি ও অনেক বার শুনেছি
@Rafiqul-q2fАй бұрын
রাইট আমি অনেক বার শুনেছি
@santusung3 жыл бұрын
বহুদিন আগে পরন্ত বিকেলে রেডিওতে এই গান যেন শ্রুতিমধুর হয়ে আছে আজও।
অদ্ভুত রহস্যময় কষ্টের কথা গুলো তুলে ধরা হয়েছে। খুব ভালো লাগলো
@mahfuzahmad-l3d11 ай бұрын
আগের গানগুলো শুনলে হারানো প্রেমিকার কতা মনে পড়ে
@AkramAli-ug1ce2 жыл бұрын
সত্যিকার অর্থে যদি গায়ক হতে হয় সেটা ছিল বশীর আহমেদ এর মধ্যে বাংলার শিল্পীর জগতে তার তুলনা হয়না ।
@IQBALAHMED25477 Жыл бұрын
প্রখ্যাত গিতিকার গাজি মাজাহারুল আনোয়ারের লেখা ও সুরের যাদুকর আনোয়ার পারভেজের সৃষ্ঠ সুরে গানটি গেয়েছেন জন নন্দিত কণ্ঠ শিল্পি বশির আহমেদ। গানটি আজও কোটি মানুষের মনকে দোলা দেয়।
@sreebashdatta3005 Жыл бұрын
❤❤❤এক সময় গানগুলো শোনার জন্য রেডিও ধরে রাখতাম তা প্রায় আশির দশকে।
@KdKamrulhasan-1988 Жыл бұрын
গানটা শুনে,,চোখে জল এসে গেলো❤অভিনয়ের রাজা,নায়ক রাজ রাজ্জাক,,গানের রাজা বশির আহম্মেদ❤
@sordardistantlearning35103 жыл бұрын
অনুরোধের আসর "গানের ঢালি"রেডিওতে শুনতাম।
@rahmanmoti3 жыл бұрын
অসম্ভব প্রিয় গান। গানটার মধ্যে চরম একটা আকুতি আছে এবং নায়করাজ সেটা গভীরভাবে তুলে ধরেছেন।
@lewisjake46913 жыл бұрын
I guess I'm kinda off topic but do anyone know a good website to stream new series online ?
@ashtonalejandro58163 жыл бұрын
@Lewis Jake Flixportal
@lewisjake46913 жыл бұрын
@Ashton Alejandro thanks, I signed up and it seems to work :D I really appreciate it !
@ashtonalejandro58163 жыл бұрын
@Lewis Jake glad I could help =)
@fatamaakter9417 Жыл бұрын
আমারো খুব!!
@md.mahmudulhaque8823 жыл бұрын
৮০ দশকে কলেজ লাইফে গানটা খুব প্রিয় ছিল-আজকে গানটা শুনা মাত্র মনে হচ্ছে আজও কলেজে আছি ।
@kalbakalba9916 Жыл бұрын
Vai amio eye gan guloke valo bassy
@labonirahman70482 ай бұрын
আহ সোনালি শৈশব 😅 যে গান কখনো পুরনো হবে না। জনপ্রিয়তা ও কমবে না। নায়ক রাজ রাজ্জাক আব্বু র পছন্দের নায়ক। প্রায় সময় আব্বুর মুখে শুনতাম গানটা 😢 আব্বু তোমাকে অনেক খুব মনে পরে। 🥹
@mdsanowar466813 күн бұрын
গানটি কোন ছবির জানতে পারলাম না। অপূর্ব সুন্দর একটা গান।
@scienceteachinghome Жыл бұрын
গানটি শুনে শৈশবের কথা মনে পড়ে গেল।রেডিওতে শুনতাম গানটা।
@mdiqbalahmed87046 ай бұрын
কালজয়ী এই গানটি সত্যই অসাধারণ। গানটি শুনলে শৈশবের অনেক স্মৃতির কথা মনে পড়ে যায়। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। সুরকার আনোয়ার পারভেজ। শিল্পী বশির আহমেদ। তাদের অনবদ্য সৃষ্টি এই সঙ্গীত।
@Anisurrahman-ut7cc3 жыл бұрын
দুঃখের কি বা সাধ্য আছে আর আমারে দেয় ফাঁকি 😢
@MDAbdulLotif-cy7xf Жыл бұрын
আমার। প্রিয় গান জীবনের একটি তাইতো শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। ভালো থাকুক প্রিয় শিল্পী স্যালুট আপনাকে।
@rabiulislam91912 жыл бұрын
খুব ছোটবেলায় রেডিওতে শুনতাম।
@hasanathbhai14183 жыл бұрын
ধন্যবাদ ভাই এই গান টা অনেক দিন পরে দেখতে পেলাম
@mdsanowar46684 күн бұрын
অদ্ভুত ব্যাপার! গীতিকারের নাম জানে, সুরকারের নাম জানে কিন্তু ছবির নাম জানে না।
@shozounmahamodriday72393 жыл бұрын
অনেক পছন্দের একটা গান।
@harunibrahim69178 күн бұрын
আহা! অসাধারণ। লিজেন্ডস।
@KhaladulIslam-ry2gt3 ай бұрын
এই পুরনো গান দিন দিন শোনার আগ্রহ বাড়তেই থাকবে ।
@SukhiManush-tb8sqАй бұрын
গান গুলো যেন কলিজায় লাগে,,, আগের দিনের গান কত সুন্দর ছিলো আহহহহহহহ,,,,,
@homaunkobirhomaunkobir74672 ай бұрын
গানটা শুনলে আমার চোখের পানি অটোমেটিক চইলা আসে
@anamulhoqueabid619 Жыл бұрын
সময় আর স্মৃতি ফিরে চাইলে ও আর ফিরে আসবে না স্মৃতি তৈরি হয় স্মৃতি হাসায় স্মৃতি থেকে যায় স্মৃতি কাঁদায়
@chyafrin8 ай бұрын
সত্য সটিক, একজন, বন্ধুর মতো, জীবন, সংগী না থাকলে জীবন অসহায়,
@asrafulhoque11552 жыл бұрын
Bahut bachor por gan ti abar shunchi, ki osadharon Sur r gayoki ta chinta kora jay na, jug jug dhore ekhono choleche ei gan ER abedon....
@mdiqbalahmed87045 ай бұрын
৮৬/৮৭ সালের দিকে গানটি অনুরোধের আসরে রেডিওতে প্রায় শুনতাম। সেই থেকে শোনার আগ্রহ কখনো কমেনি।
@anisurrahman19842 жыл бұрын
আহঃ কি গান,কি গলার সুর,কি অভিনয়, হৃদয়ের মাঝে আনন্দে চোখে কান্না আসে ,কষ্ট পাচ্ছি এমন এক শিল্পী কে হারিয়ে
@SheikhJalalAgro Жыл бұрын
বুকের গভীরে কষ্ট গুলো হাহাহার করে। খুঁজে খুঁজে জনম তো শেষই হয়ে গেলো তবু যেন সুখ পাখিটা খুঁজে পেলাম না।
@shareairahemed28572 жыл бұрын
পৃথিবীর অন্যতম দুর্লভ জিনিস হলো ভালোবাসা … আর যাই হোক, ওটা অত সহজে পাওয়া যায় না … হাজার হাজার মানুষের ভীড়েও তোমাকে কেউ একজন ভালোবাসে, ব্যাপারটা মোটেও সস্তা না … কিন্তু সেই মানুষটার প্রতি তোমার কোন অনুভূতি কাজ না করলে, নিশ্চিত ভাবেই তার ভালোবাসাকে তোমার কাছে মূল্যহীন মনে হবে !! একমুখী ভালোবাসা বড্ড নিষ্ঠুর … একটা মানুষ দিনের পর দিন্ রাতের পর রাত কাঁদতে থাকে, কিন্তু সেই চোখের পানি অন্য মানুষটাকে একদমই স্পর্শ করে না … একটা মানুষ প্রতিদিন দাঁতে দাঁত চেপে অপেক্ষা করে যায় অন্য মানুষটার জন্য, অন্য মানুষটার কাছে সেই অপেক্ষার কোনই মূল্য থাকে না !!
@gtbdinajpur69542 жыл бұрын
সর্ব কালের সেরা গান
@Golam-Samdsni-Nafiz2 ай бұрын
যতই শুনি তৃষ্ণা মেটে না
@nayonsamim2 жыл бұрын
দুচখে কান্না চলে আসে
@zahidulchowdhury47852 жыл бұрын
দূঃখের বোঝা বয়ে,বয়ে চলছি আমি একাকী,,,দূঃখের কি'বা সাধ্য আছে আর আমারে দেয় ফাঁকি
@fatemakanish76782 жыл бұрын
অদ্ভুত কন্ঠ অসাধারণ দামি মুক্তর ভিতরে আরেকটি ডবল দামি রত্ন অনুরোধের আসর গানের ডালিতে শুনতাম
@mdazizaziz18192 жыл бұрын
আমরা এখন বর্তমান এমন নায়ক আর পরিচালক খুঁজে পাবনা
@beautysaha1760 Жыл бұрын
So sad song valo theko
@mdkadar5963 жыл бұрын
দয়া করে ইলিয়াস কাঞ্চন চম্পা রাজ্জাক অভিনীত জন্মদাতা ছবির গান গুলো আপলোড করেন প্লিজ
@misshila54292 жыл бұрын
এই গান টি শুনলে চোখের পানি চলে আসে
@Arsahittotv3 ай бұрын
সত্যি এমন ছবি অভিনেতা আর পাওয়া যাবে না ❤😢
@md.azizurrahmanbeg72113 жыл бұрын
একজন বশির আহমেদ কিংবা নায়ক রাজ আর কি আসবেন
@0smanali4053 жыл бұрын
আর অসম্ভব। ভালো মানুষের দেখা জীবনে একবারি হয়! আর অমানুষের দেখা জীবনে বার বার হয়।
@mojharulislam46182 жыл бұрын
না কখনোই না। বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে সব চরিত্রের পারদর্শী সকল নায়কদের রাজা রাজাধিরাজ নায়ক রাজ রাজ্জাক একজনই। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তাঁর তুলনা শুধুই তিনি নিজেই। তিনি হচ্ছেন আমাদের অহংকার, গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক। তাঁর স্থান কোনোদিনই পুরন হবার নয়। আর গানের জগতেও বশীর আহমেদেরও শুন্য স্থানও কোনোদিনই পুরন হবার নয়।
@Rafiqul-q2f2 ай бұрын
এই গান গুলো জীবনের কথা বলে অনেক বার শুনেছি এই গান গুলো এবং অনেক কেঁদেওছি
@shahidulislam-ni9tvАй бұрын
বেশি বেশি গান শুনন মনের কষ্ট দূর হবে ।
@masiccn698214 күн бұрын
গানটা জতবার শুনি মনে হয় দুনিয়ার কিছুই আর ভালো লাগেনা
@MdAminulIslam-on1oxАй бұрын
আমার প্রিয় ছায়া ছবি এবং প্রিয় গান আমি শুধু শুনি আর ভাবি ডায়লগ টা আমার মনে আছে আমি একটা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি
@taetae99142 ай бұрын
Immortal song.
@mdabirhossain83692 жыл бұрын
আমার সব চেয়ে প্রিয় গান
@mdabirhossain83692 жыл бұрын
আমি 2050সাল পযন্ত কমেণ্ট করে গেলাম
@nijamuddinshuvon65223 жыл бұрын
দারুন গান 06-12-21 ভালো লাগলো ধন্যবাদ
@Grameen1050 Жыл бұрын
গানটি শুনলে ক্ষনিকের জন্য কোথায় যেন হারিয়ে যাই,সকল কিছু স্তব্দ হয়ে যায়। অ সাধারণ এ গানটি যতই শুনি ততই যেন নতুন লাগে, ফিরে দেখা অনেক স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। গীতিকার গাজী মাজাহারুল আনোয়ার,সুরকার আনোয়ার পারভেজ ও শিল্পী বশির আহমেদের অনন্য সৃষ্টি,আজও দর্শক শ্রোতাকে দোলা দেয়।
@AyanMona-zr3fe5 ай бұрын
সেই সময় এর গান সাথে অভিনয় দুটো ই দারুণ ছিল ❤❤❤❤
@AbdurRahman-kk3xy8 ай бұрын
আমার প্রিয় গান।2024 সালে শুনলাম আর শুনেছি ছোট বেলা অনুরোধেরআসরে রাএ ১০টার অনুরোধের আসরে।ধন্যবাদ
@nasirmolla1909 Жыл бұрын
আমার পছন্দের এক টি গান।
@hasanathbhai14183 жыл бұрын
সত্যি বলতে আমি মন প্রানে আমি পেতে চেয়ে ছিলাম একজনকে তবে দুঃখজনক ব্যাপার হলো জীবন যুদ্ধে হেরে গিয়ে আজ আমি প্রবাসী
@khadizaakter11213 жыл бұрын
Viare manush ja chai ta pai na Allah jare kosto dei tare sudhu kostoi dei Amar ma more gelo jormer pore baba k deklam na akhon moreo Bache achi
@Bishal999712 жыл бұрын
Asadaron
@mdhafizurrahmanandmissesan2589 Жыл бұрын
হাসতে ভুলে গেছি! মন তো সেই কবেই মরে গেছে! বেঁচে আছি একমাত্র বাস্তবতার -------দের দায়িত্ব আর কর্তব্যের কারণে!!!🥱
@IQBALAHMED254777 ай бұрын
পুরাতন দিনের এই সাড়া জাগানো গানটি
@nishatkabir16053 жыл бұрын
অনেক পছন্দের একটা গান ❤️
@najirimran14242 ай бұрын
রাজ্জাক ❤❤❤
@mr.biplob61528 ай бұрын
যারা কমেন্টস পড়ে তাদের উদ্দেশ্যে লিখে গেলাম, তারাও একদিন আমার কমেন্টস পড়ে বলবে "বিপ্লব" নামের হতভাগা টাও এ গানটা শুনে ছিলো
@shofikkhan7041Ай бұрын
ছবিটার নাম কি?
@JoyashreePal-b1x Жыл бұрын
প্রাণটা জুড়িয়ে গেল ❤❤
@AbdulHamid-ij9tu Жыл бұрын
হারানো দিনের গান, প্রিয় গান।
@MdMohiuddinKazi-y8u9 ай бұрын
বসির সাহেবের গান অসাধারন ❤❤❤
@AstrosOfficial-q4d3 ай бұрын
Radio te suntam aj sriti
@beautysaha1760 Жыл бұрын
Don't go to depression nayok raj
@sahedulalam8389 Жыл бұрын
অসাধারন গান মন ছুঁয়ে যায়
@sayeedhassan57862 жыл бұрын
Old is gold
@sadequerrahman1574 Жыл бұрын
Unbelievable selection of diction!
@luvaanzumanshimu9192 Жыл бұрын
দুঃখের কি বা সাধ্য আছে আজ আমাকে দেয় ফাকি... 😭
@abdurrazzakrony12664 ай бұрын
পরিস্থিতিতে যে আছে সে বুঝবে গান এর অর্থ😂😂😂
@mdtofizulislam42973 жыл бұрын
u r great super sad song
@IQBALAHMED25477 Жыл бұрын
অসাধারণ
@azizulmondal73463 ай бұрын
বিপ্লব ভাই আমি ভারতীয় আমি আছি
@monowarabegum83542 жыл бұрын
গান গুলো অতীত নিয়ে কথা বলে
@KuwKuw-cn7uj6 ай бұрын
Kkhuje. Khuje amar jonam. Galo
@taetae99142 ай бұрын
Amor geet.Sagram Sarker.
@mdlutfor69762 ай бұрын
akhono khub valo laglo ganti..2024.11.14
@chyafrin8 ай бұрын
সেই, সৃষ্টির শুরু থেকেই, আদম এবং হওয়া থেকে শুরু করে, এখনো অব্দী, জুরা বিহীন, জীবন, অচল,
@KhaladulIslam-ry2gt4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@AbdurRahman-kk3xy7 ай бұрын
নাইচ
@JakirHossain-cn3cg Жыл бұрын
❤❤❤❤
@rezaahemed4888 Жыл бұрын
Moreom kotay tume Kuza kuza jonom galo kadlo study ai ake Reza ahemed Digdari Mare hat palash bari Gaibandha Bangladesh 4 th oct 2001
@NurulHuda-vy5rm2 жыл бұрын
কালজয়ী গান
@beautysaha1760 Жыл бұрын
Love to cherish 💕 💜 heart and love and stay safe
@kamalKhan-h3w15 күн бұрын
সন্ধান
@johirul12182 жыл бұрын
আমি ❤️💖💜💜❤️💖💜💜💖❤️💖💖❤️❤️💖💖💖💜💜💜💖💖 তোমাকে দিলাম
@sapnilbarnilofficial9381 Жыл бұрын
Amar onek valo lage
@chyafrin8 ай бұрын
সাথি হীন, জীবন, আটকে, থাকে, বেরি পথের মতো,
@Alam.khan00885 ай бұрын
গানের আগে দয়া করে কোন অ্যাড দিবেন না। কারণ এড এর কারণে গানের সৌন্দর্য নষ্ট হয়ে যায় ।।