বিএনপিকেও দেখেছি আওয়ামী লীগকেও দুদলই একই এবার ইসলামী দলগুলোকে দেখতে চাই, ইনশাআল্লাহু তাবারকা ওয়া তায়ালা।
@mdhasan279903 күн бұрын
বিএনপি আওয়ামী লীগ দুইটাকে দেখেছি এবার বাংলাদেশ জামায়াতে ইসলামিকে দেখব
@shahin32-s3i3 күн бұрын
৭১ তারা অপরাধ করেনি তাহলে ক্ষমা চাইবে কেনো?
@newway86073 күн бұрын
ক্ষমা চাইতে হবে ইন্ধিরা মুজিবকে! ক্ষমা চাইতে হবে প্রত্যেক পাকিস্থান-দুশমনকে, জামাতকে নয়। জামাত তখনও সঠিক অবস্থানে ছিল এখনও সঠিক অবস্থানেই আছে! দুশমনকে তো অন্তত ইতিহাস বুঝা ও মানা উচিত যে ইতিহাস বারবার রিপিট রিভেঞ্জ করে পাকিস্থানের পক্ষে তার চিরন্তনী হাওয়া বয়ে দেয়! ইতিহাস দুই বড় পাকিস্থান-দুশমন ইন্ধিরা ও মুজিবকে কিভাবে কী মর্মান্তিক পরিণতিতে ধরাপৃষ্ট থেকে মুছে দিয়েছে তা এই অঞ্চলের মানুষের কাছে ঝলমলে দিনের আলোর মত স্পষ্ট! শুধু তা নয় ইন্ধিরা পুত্র রাজীব ও মুজিব কন্যা হাসিনার পরিণতিও একইরকম ও একইসূত্রেই গেঁথে দিয়েছে ইতিহাস! চরম পাকিস্থান দুশমন (অন্তত বলন বয়ানে) মুজিব কন্যা হাসিনার পরিণতি: বিদেশে লজ্জাজনক এক্সাইল(বর্তমান) অথবা বাংলাদেশে মৃত্যুদন্ড(ভবিষ্যত) - এই সবকিছু কীসের ইঙ্গিতবহ তা এই অঞ্চলের মানুষের ভাবা উচিত নয় কি? পাকিস্থান ছোট্ট একটি দেশ এর জাহেরি অর্থাৎ দৃশ্যমান প্রভাব প্রতিপত্তি কম বেশী যা বিশ্বে আছে তা তো আছেই কিন্তু এর এক বাতেনি অর্থাৎ অদৃশ্য বা অন্তর্গত প্রভাব প্রতিপত্তিও রয়ে যায় যা দুশমন বুঝেও বুঝতে চায় না, মেনেও মানতে চায় না! কিন্তু দুশমনকে তো অন্তত ইতিহাস বুঝা ও মানা উচিত যে ইতিহাস বারবার রিপিট রিভেঞ্জ করে পাকিস্থানের পক্ষে তার চিরন্তনী হাওয়া বয়ে দেয়! মুজিব ইন্ধিরা দুজনকেই পাকিস্থান ছেড়ে দিয়ে ক্ষমা করে দিয়ে ভুলে গিয়েছিল কিন্তু ইতিহাস তো তাদের ছেড়ে দেয়নি, ক্ষমা করেনি! তদুপুরি যে বাংলাদেশকে পাকিস্থান অভিমান করে এইভাবে ভুলে গিয়েছিল যেন এটা কখনও পাকিস্থানের অংশ ছিলই না সেই বাংলাদেশে শেখ হাসিনা রূপে অযাচিত ও অবান্তর এক চরম পাকিস্থান দুশমনের আবির্ভাব হয়েছিল সেটাও পাকিস্থানের খেয়ালেও ছিল না, অথচ ঐ যে ইতিহাস তার খেয়ালে শেখ হাসিনা ছিল এবং যথারীতি যথানিয়মে তার পরিণতিও সেই ইতিহাসই চরম লজ্জাজনক কিংবা মর্মান্তিকভাবে এঁকে দিল বা একই সূত্রে গ্রোথিত করে দিল!
@18SR-Prime-Teknaf-Habibur3 күн бұрын
আমি আগে জামায়াতের সাপোর্ট করতাম এখন বিএনপি কে ভোট দিব
@SukkurAli-o3w3 күн бұрын
❤❤❤❤
@obiramvalobasa3 күн бұрын
মুক্তি যুদ্ধের ভুমিকা তুলে ধরেন তাহলেই ত দেখা যাবে আপনারা কেমন