Рет қаралды 15,065
সাল ১৯৫২, ১৭ এপ্রিল
আজ বড়ো বিড়ম্বনাপূর্ণ দিন কাটলো। লোভ যে মানুষকে কখন অন্ধ বানিয়ে ফেলে তা বোঝা মুশকিল। প্রিয় বন্ধু ও সেই লোভে মত্ত। বুঝতে পারছি চারিদিকে যেমন শত্রু বেড়েছে, আমার এই নামশালী জমিদারি আর বেশিদিন টিকবে না। বন্ধুর হাতে মরতে হবে বোধহয়। তাই আমি আমার মূল্যবান কিছু জিনিস আমার বংশধর দের দিয়ে যাচ্ছি। জানিনা তারা পাবে কিনা এই বিষ প্রদানকারী বস্তু। কোনো জ্ঞানী, বুদ্ধিমান বংশধরের প্রাপ্য এটা-
সুখ নামে যেই গড়, তারি মাঝে মা, বিপরীতে গেলে হবে বুড়ো যে ঝা।।
অনামিকা বাদে গুনে পরে গোটা পা, রবি এসে বসে পরে দেখে সোজা মা।।
পিপি যায় ঘরে ফিরে, সাথে আছে ধাঁ।।
। জানতে হলে শুনতে হবে আড্ডাবাজের আজকের নিবেদন গুপ্তধনের ছন্দে | শুভজিৎ বিশ্বাসের কলমে গুপ্তধনের গল্প
বিভিন্ন চরিত্রে:
কথক - শুভ
সন্টুদা - সৌরিন
পোকু - শুভ
অরুন দা - রৌনক
মেসো - প্রদীপ্ত
মাসি - বর্নিশা
শ্রেয়া - বর্ষা
বাড়ি মালিক - নীল
অফিসার - শুভম
ঋষিকেশ - বুবাই
প্রথমজন - দেবায়ন
দ্বিতীয়জন - নীল
গুপ্তধনের ছন্দে | গুপ্তধন |শুভজিৎ বিশ্বাস | Bengali Audio Story | suspense | adventure #addabuzz
Sound Design : Subhojit Batabyal
Keyword: Fiction Novel, Bengali Audio Story, Addabuzz, Radio Milan, Horrorscope, Mir, biva cafe, detective, suspense, Sherlock, byomkesh