এহেন ইতিহাস আশ্রিত গল্প গাঁথাই তো চাই। সবচেয়ে সুখের কথা, যেখানে অতি পছন্দের অভিনেতা মাননীয় সবার বড়দা শুভদীপ, শীর্ষেন্দু, মলয়, দীপক, প্রদীপ্ত, ইন্দ্রনীল, সৌমেনের মত অডিও স্টোরির সেরা অভিনেতারা আছেন--সেখানে তো শুনতেই হবে। তবে আফসোস একটাই। নক্ষত্রের মেলায় আর এক খুব 🎉 খুব 🎉 খুব পছন্দের অভিনেতা শুভদীপ্ত বাবু নেই। বুক কাঁপানো এহেন রেয়ার ব্যরিটোন ভয়েস সত্যিই বিরল। বিশেষ করে নেগেটিভ চরিত্রে মাস্টার পিস্ অভিনেতা।। যাইহোক, ডাউনলোড করে রাখা হল।। অবশ্যই শুনব।। 💐 শুভেচ্ছা থাকল ।।
কারণ দীর্ঘদিন ধরে ব কলমে নানা বানিজ্যিক পত্রপত্রিকায় যারা বিভিন্ন নাটক বা চলচ্চিত্রের রিভিউ করে আসছে, তাদের কাছে এসবই খুব হতাশার কথা। বস্তুত, সারাদিন কাজের শেষে সারা মাসের হিসেবে, গুটি কয়েক ছাড়া আর কোনও সুখদায়ক অডিও স্টোরির সন্ধান পাওয়া যাবে না ? অগত্যা রাতে শোওয়ার আগে মির্চিবাবু বা গপ্পোবাবুর দোরগোড়ায় কড়া নাড়া 🙏 শুভ রাত্রি ।।
@Bongstorycircle10 ай бұрын
শুভ রাত্রি । 😊
@prasantabarmanroy721910 ай бұрын
চমৎকার পোস্টার ডিজাইন। এক গুচ্ছ সুঅভিনেতা। পছন্দের বিষয়বস্তু। কিন্তু গল্পের গাড়ি ধর্মতলা থেকে যাত্রা শুরু করে যেখানে ডানলপ স্টপে থামার কথা ; শেষমেশ গাড়ি গিয়ে থামল বারাসাতে। বিষয়বস্তুতে মূল্যবান তথ্য থাকলেও, গল্প গাঁথা অনাবস্যক ভাবে এত লম্বা যে গল্প শোনার টান টান উত্তেজনাটা বিরক্তির কারণ ঘটাল। তার উপর সুযোগ পেলেই শ্রদ্ধেয় সত্যজিতের তোপসে বা সিধু জেঠাকে টেনে আনা। কাহিনি বিন্যাসে কোনো নিজস্বতা থাকবে না ?
@Bongstorycircle10 ай бұрын
বেশ আপনার মতামত জানলাম । আশা রাখি আগামীদিনে এমন কিছু গল্প উপহার দিতে পারবো, যা আপনার ভালো লাগবে।।
@prasantabarmanroy721910 ай бұрын
গণমাধ্যমে কিছু নিদর্শন রাখতে গেলে ভালো মন্দ সমালোচনা থাকবেই। ঠিক বা বেঠিক সমালোচনা স্পোর্টিংলি নেওয়া--খুবই বড়ত্বের পরিচয় বহন করে। এর জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। @@Bongstorycircle
@prasantabarmanroy721910 ай бұрын
আসলে একজন সামান্য সংস্কৃতির সেবক হয়ে চেয়েছিলাম, আগামী দিনে উৎকৃষ্ট মানের এক একটি অডিও স্টোরি নির্মাণের জন্য একটি স্থায়ী platform তৈরি হোক। কোনো রকম ভার্চুয়াল রেকর্ডিঙ নয়। একটি নির্দিষ্ট স্বনির্ভর ( বিনা ভাড়ায় একটি সাতশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট, নানা স্বাদের প্রায় তিনশত রোমাঞ্চকর গ্রন্থ সমেত ) স্টুডিও থাকবে। ভালো ভালো অভিনেতা অভিনেত্রী সংগ্রহ, পোস্টার ডিজাইনার ও একটি পরিচালন কমিটি। তাঁরাই উৎকৃষ্ট মানের নানা অডিও স্টোরি করার দায়িত্ব নেবে। সংস্থাটি দাঁড়িয়ে গেলে প্রতিটি কলাকুশলী সন্মান দক্ষিণা পাবেন। শুধু একজন সংস্কৃতি প্রেমী হিসাবে উপদেষ্টার ভূমিকাটি পালন করতে পারলেই সবিশেষ আনন্দ পাব। কিন্তু শুরুতে অনেকেই আগ্রহী হয়ে শেষমেশ পিছিয়ে গেলেন। দ্বিধা দ্বন্দ্বের কারণটি বোধগম্য হল না। হয়ত ভালো কাজ করার মানসিকতার অভাব।। খুবই আফসোসের কথা।। 🎉 যাইহোক , আপনাদের পরবর্তী এপিসোডের জন্য আগাম শুভেচ্ছা রইল ।।
@Bongstorycircle10 ай бұрын
দারুন উদ্যোগ নিয়েছিলেন আপনি । ব্যক্তিগত ভাবে আমার কিছুটা সমস্যা হয় কোথাও গিয়ে কাজ করার ক্ষেত্রে, কারণটা হলো আমার চাকরি জীবন। সেক্ষেত্রে রোজকার কাজ অন্য কোথাও গিয়ে কাজ করাটা কিছুটা সমস্যা হয়। কিছু ক্ষেত্রে করি যদিও যেমন রেডিও মিলন এর কাজ আমরা গিয়ে করি । তবে সেক্ষেত্রে ও সব্বাই আলাদা আলাদা সময়ে এসেই কাজ করেন । তবে আপনি যেটা ভেবেছিলেন সত্যি দারুন হতো। যদি কখনো কোনো কাজে লাগতে পারি জানাবেন ভালো লাগবে ।
@prasantabarmanroy721910 ай бұрын
যে মূল্যবোধটুকু আজ অস্তাচলের পথে ; সেই সৌজন্য ও ভদ্রতার খাতিরে একজন শ্রোতার মতামতকে গুরুত্ব দিয়ে তার জবাব দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আদতে জীবিকা ও সাংসারিক দায় সামলে শুধুই শিল্পের টানে আপনারা যে সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন, সেটা কজনই বা পারে। তবে শরীর স্বাস্থ্য বাঁচিয়ে। কারণ অতিরিক্ত পরিশ্রম, টেনশন বা নাইট শিফট্ ডিউটি--একজন বাচিক শিল্পীর পক্ষে খুবই ক্ষতিকারক। কারণ এক সময়ের পেশাদারি মঞ্চ ( এক সময়ের মঞ্চ নাটকের কী সব দিন গেছে ! জনপ্রিয় দিকপাল শিল্পীদের সান্নিধ্যে দীর্ঘকাল ধরে কত নাটকে অভিনয়। কত কল-শো। লাল ফিতের বেড়াজালে সব আজ অতীত কথা ) যাত্রাপালা বা রেডিয়ো নাটকে ; কন্ঠস্বরকে যথেচ্ছ ভাবে ব্যবহার করে ( ভোকাল কডের সমস্যা ) কত শিল্পী তাঁর কন্ঠ মাধুর্য হারিয়েছেন। সুতরাং কন্ঠস্বরের প্রতি যত্নশীল হওয়া আবশ্যক।।