Thank you Kaushiki ...I went back to my childhood days, spent glorious years in 25 Dixon Lane, Pandit Jnan Prokash Ghosh was my Dadu, my mother, Bani Konar's mama.There are so many things I did not know about him,Thank you for this well made documentary.
@parbatidey63363 жыл бұрын
আপনারা আমাদের এই উপহার দিলেন , তার জন্য কৃতজ্ঞ থাকলাম , কৌষিকীকে অনেক অনেক ধন্যবাদ জানাই ও আশীর্বাদ করি /
@Musicpiya19573 жыл бұрын
ভীষন সুন্দর ❤❤ অনেক অজানা তথ্যে সমৃদ্ধ হলাম 🌸🌸 আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই এই অপরূপ শিল্পীদের 🙏🙏
@S2r2sw2t215 күн бұрын
Thanks Kaushiki for introducing to this pure soul ...I know where I need to go during my next visit to Kolkata
@ramyavasanthkumar61823 жыл бұрын
I am thinking how blessed are you that grew up amidst such a beautiful atmosphere of serenity and music. The conversations,the chatter, the knowledge. True blessing
@rohinimukherjee9593 жыл бұрын
Thank you for this documentary film. Not only does it give us a glimpse of the genius that was Guru Gnan Prakash Ghosh, it also gives us an idea of the culture of learning-teaching-sharing that he imbued his students with. An absolute gem.
@debidasdutta28443 жыл бұрын
একটি অসাধারণ উপস্থাপনা যা চিরকালীন , অমর ।অনেক ধন্যবাদ।
@raghabchatterjee41803 жыл бұрын
Ki opurba kaj. Lots of regards to all maestros and Gurudev. Immortal work.
@sagnikbhattacharya30553 жыл бұрын
ধন্যবাদ এতো ভালো একটা documents উপস্থাপন করায়। আমি বহু সমৃদ্ধ হলাম। শুধু সঙ্গীত -তবলা বাদনেই নয় তিনি যে এক 'দর্শণ' (Philosophy) । যাঁরা এটা করেছেন plz.এ ধরনের আরো কুছু চাই।।
@oceankrish3 жыл бұрын
অপূর্ব লাগলো অনেক অজানা তথ্যের হদিস হলাম । নিজেকে সমৃদ্ধ করলাম শতকোটি প্রণাম ও শ্রদ্ধা ।🙏🙏🙏
@indirakanjilal18393 жыл бұрын
এইসব অনুষ্ঠান দেখলে নিজেকে ধন্য মনেকরি।কৌশীকিকে অনেক আশীর্বাদ জানাই এই অনুষ্ঠানটি করার জন্য।
@kr.99802 жыл бұрын
আপ্লুত হয়ে গেলাম। ধন্যবাদ এরকম একটা documentery উপহার দেওয়ার জন্য। 'কলকাতা ঘরানা' 🙏.
@anweshachakraborty6853 жыл бұрын
গুরুজী-র শ্রী চরণে আমার শত কোটি প্রনাম...🙏🙏🙏🙏🙏🙏🙏 আর, কৌশিকী ম্যাডাম কে আমার আনন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করি আমাদের এত মূল্যবান একটি উপহার দেওয়ার জন্য ।। 🙏💐🌻🌺🌸
@medhashelkeyadav2259 Жыл бұрын
Thank you Kaushiki for bringing to life the father Guru of our present day Gurus/Pandits of traditional music. Didn’t know that he was one of those responsible for creating a generation of greats and yet remained so low key & humble abt his own greatness- a quality not so common nowadays. Plz continue to make us aware of these greats who’re gone after making high quality music & spreading it among anybody & everybody who could absorb it (probably for free because in those days knowledge was considered priceless). Hope this rich tradition doesn’t die out. It’s indeed a great responsibility to keep it alive for future generations. My sincere respects to this Guru of Gurus…..Shri Gyan Prakash Ghosh 🙏💐
@ritusarkar50263 жыл бұрын
খুব ভালো কাজ। গুরুকে শ্রদ্ধা নিবেদনের সঙ্গে সঙ্গে একাধিক গুণী মানুষের মেলবন্ধন ঘটানো-----------!🙏🙏🙏🙏🙏👌❤💐
@kaushikic3 жыл бұрын
Thank You !!
@ashokkumaracharya48063 жыл бұрын
কৌশিক দিদিভাই , আমি অনেক ছোট বেলা থেকে 25, ডিক্সন লেনে গান শিখেছিলাম। তখন শিক্ষক মণ্ডলে অনেকেই ছিলেন ,যেমন স্বঃ প্রসূনবাবু , সোমনাথ বাবু, সুধীর বাবু, বাবুল ঘটক প্রমুখ। দুঃখের ব্যাপার হল আজ আর তাঁদের নাম কেউ করে না । ঐ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল- Calcutta Academy of Indian Music । এই সঙ্গে এটাও জানাই ,স্বঃ জ্ঞান বাবুর সৃষ্ট প্রতিষ্ঠান- Jhankar Music Education Board আজ আর তাঁর কোনও প্রতিভাবান বা প্রতিভাময়ী শিষ্য বা শিষ্য টিকিয়ে রাখতে পারেন নি । বিশেষতঃ তদানীন্তন পরিচালন মণ্ডল যথা - স্বঃ নিতাই বাবু, চিত্তাকর্ষক, বিশ্বনাথ বাবু ইত্যাদি বিশ্বস্ত দক্ষ ব্যক্তি বিশেষত জীবনকাল শেষ হবার পর। আজ পরবর্তী প্রজন্মেরা শুধু নিজেদের গুণগান নিয়ে বাহ্যিক বলতে গেলে জ্ঞানের সমগ্র প্রচেষ্টার তুলে ধরেন না।
@anjalimukherjee6809 Жыл бұрын
অসাাধারণ
@sayantanbanerjee46023 жыл бұрын
শেষে ওনার গলা শুনে কেন জানিনা চোখে জল এসে গেল। অসম্ভব সৌভাগ্য তাঁদের, যাঁরা এই মহামানবের সান্নিধ্য পেয়েছেন 🙏
@kaushikic3 жыл бұрын
🙏🙏🙏🌸
@sagarikabiswas30953 жыл бұрын
অসাধারণ! খুব বড় উপহার!
@debaprasadhalder79822 жыл бұрын
অসাধারণ একটি অনুষ্ঠান বাংলা ভাষা শুনতে পেয়ে ধন্য হলাম
@benugopalghosal14002 жыл бұрын
আন্তরিক কৃতজ্ঞতা জানাই এমন এই মহামূল্যবান কাজটির জন্য। 🙏
@anamikapaul46123 жыл бұрын
অনেক অনেক শ্রদ্ধা,ধন্যবাদ,প্রনাম।কৌশিকি ম্যাডাম কে আমদের এত্তো সুন্দর উপহার দেবার জন্য।এর চেয়ে ভালো আর কি হতে পারে।খুব সমৃদ্ধ হলাম।🙏🙏🙏🙏
@dr.ashimchakravorty74438 ай бұрын
Happy birthday Bade Guruji...pranam
@dwarakanathbanerjee9711 Жыл бұрын
Pronam mahagurur sreechorone. Speechless.
@satoru8623 жыл бұрын
Pronam🙏🙏🙏🙏. Amazing documentary. Koishikidi onek kichu jana le tumi. Thank you so much❤❤❤❤😊😊😊😊
@kalikrishnaguha796 ай бұрын
অসাধারণ। সংরক্ষণযোগ্য।
@satyabratachatterjee6513 жыл бұрын
Sotti e sundar !!
@amritasarkhel3 жыл бұрын
অমূল্য একটি কাজ। যাঁরা এই অনবদ্য প্রয়াসটির সঙ্গে যুক্ত তাঁদের আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
@kaushikic3 жыл бұрын
Thank You so Much!
@bijanmajumdar21363 жыл бұрын
Wonderful documentary on Guru Jnan Prakash Ghosh ..full of unknown and interesting facts about one of the greatest musicians of this century. Nice to see other great musicians who have spent lot of memorable times with Guru Ji expressing their feelings in this documentary..Many many thanks Madam for sharing this great peace of art..💕💕🙏🙏
@moumitashubhamsinha16093 жыл бұрын
Priceless piece of work!! Thank you madam and the team for this wonderful documentary. A must watch for the new generation. Proud of our culture and the pillars sustaining it. My humble pranam to all the maestros.🙏Enchanted❤️👌
@kaushikic3 жыл бұрын
Thank you!!
@Jootawallah3 жыл бұрын
This was a very well-made and well-edited documentary. Many different facets of Gyan babu's life came out clearly, and the film never dragged. Thank you!
@Shwipatridey53 жыл бұрын
Mam I am a big faaaan of you.I all day hear your raagas and songs, you are my inspiration❤❤❤Mam I love your song and voice so muchhh you are a living saraswati for me❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vaibhavchoudhary48955 ай бұрын
I am a gen X and non Bengali. I have heard so much about Pt. GP Ghosh & wanted to know more about him. One can imagine his systure just because of the extremely high caliber disciples he gave to our Indian classical music fraternity. Pt. Ajoy Chakravarti, Anindo Dada, Pt. Sanjay Mukherjee.
@sankhalaha11173 жыл бұрын
Wonderful !!My pranam to Guru Jnan Prakash Ghosh🙏🙏🙏
@prahladmahato70253 жыл бұрын
Khub sundor Laglo
@dr.chandranidas78462 жыл бұрын
গুরুজীকে অসংখ্য প্রণাম জানাই
@sunshineujan3 жыл бұрын
ভারতের মার্গসঙ্গীতে এরকম এক দৃষ্টান্ত বিরল! প্রণাম জানাই এই প্রবাদ পুরুষ কে!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaushikic3 жыл бұрын
Thank You So Much !!
@samarsingharoy67853 жыл бұрын
PRONAM.
@samarsingharoy67853 жыл бұрын
Mysterious Guru.
@asokemallick3265 Жыл бұрын
ধন্যবাদ জানাই এত সুন্দর ও প্রয়োজনীয় তথ্য সকলকে জানানোর জন্য। অনেক তথ্য জানতাম আবারও অনেক তথ্য জানতাম না সেটাও জানলাম।
@jhumurbanerjee81093 жыл бұрын
Bakrudhho hoye dekhlam,sunlam.. 🙏🙏🙏
@unity12063 жыл бұрын
Sato koti pranam, He was an institution of complete music. Our pride of Bengal. Makers of many many greats. Again I bestow my pranam.
@sudiptobiswas86623 жыл бұрын
কৌশিকী দিদি কে ছোট ভাই এর প্রণাম এত মুল্য বান একটা ডকমেন্টারি উপহার দেয়ার জন্যে
Inspiring, mesmerizing, feeling relaxed after lost the whole day with politics, pandemic etc etc. ❤️❤️🙏 Bengali culture.. ❤️❤️
@kaushikic3 жыл бұрын
Thank you !!
@Mr1chanu3 жыл бұрын
Remarkable conversation-----------------as it continuing and creating musical history.
@deboleenagoswami25913 жыл бұрын
Koti koti Pranaam janai onar chorona... thank guruma eto amullo ratna share korar jonno.... Gaan suru onake diyei. Ganer bhogoban ke pronaam🙏🏻🙏🏻❤❤🙏🏻🙏🏻
@shantaghoshal94432 жыл бұрын
এক কথায় অসাধারণ। আর ও কিছু ওনার সম্পর্কে, সে যেমন ই হোক, ওনাকে নিয়ে কোন আলোচনা বা ওই জাতীয় গান বাজনা বিষয়ে যদি কিছু থাকে, শোনার আশা রাখলাম। অনেক ধন্যবাদ।
@Sanghitabasu503 жыл бұрын
Ki oshadharon documentary....ononyo proyash....🙏🙏
@shamyeole30333 жыл бұрын
Thank you so much for introducing us to the great personality and the great bengali musical culture, your father you are carrying the great legacy KAUSHIKIJI Sashtang dandwat to your GURUJI 🙏🙏🙏
@ranjanadey45953 жыл бұрын
কৌশিকী তোমাকে অসংখ্য ধন্যবাদ এই উপহার দেওয়ার জন্য। কত অজানারে জানাইলে তুমি। অনেক ধন্যবাদ👌👌💕❤
@kaushikic3 жыл бұрын
Thank You !!
@arunimabhattacharyya61433 жыл бұрын
Thank you very much. Your contribution is immense, and I am ever so grateful that you have upheld the glorious cultural brilliance of Bengal and the Bengalis. You are the torchbearer. Thank you once again.
@kamaldey38933 жыл бұрын
My gratitude and tribute to him. This types of person is always the shadow of God because they always gave some value to this society.
@arundhatisarmasarkar31653 жыл бұрын
Khub bhalo laaglo...thank you👍
@simamukherjee1500 Жыл бұрын
Khub valo laglo apni janalen Tai jante parlam
@amlanmitra96203 жыл бұрын
Dhanyobad die chhoto korbona......ei nibedoner kono tulona nei. Anek suveccha.❤️
@debeshbhattacharyya49468 ай бұрын
সঙ্গীত জগতের মহামানব ও মহাগুরু। প্রণতি জানাই🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gourobshill29993 жыл бұрын
খুব ভালো, আরো বিশদ ভাবে পেতে চাই। অভিনন্দন জানাই।
@mihikamukherjee93953 жыл бұрын
Wonderful.thanks for sharing this❤️
@brahmanandasengupta98393 жыл бұрын
Excellent Homage to Guru Gyan Prakash Ghosh🙏🙏
@rimjhimmoulick95162 жыл бұрын
অসাধারণ অসাধারণ 🙏🙏🙏🙏💐
@amitavadutta78542 жыл бұрын
Koti koti pronam onar charone🙏🙏
@ganapatimajumder25453 жыл бұрын
I cannot summerise guruji's contributions to music because I myself along with parents had been overwhelmed by his monumental talent not only in music but every sphere life from very childhood as guruji being my father's friend. my pronam to guruji
@gourinanda89793 жыл бұрын
অভূতপূর্ব । বলার কোনো ভাষা নেই🙏🙏
@getsandy20077 ай бұрын
অসাধারণ লাগলো। দেশ পত্রিকায় ওনার লেখা তাহজীব এ মৌসিকি পড়েছিলাম, সেই অনুভূতি আবার ফিরে এলো। তবে পণ্ডিত অরুন ভাদুড়ী প্রায় দর্শক এর ভূমিকায় বসে রইলেন, এটা যথেষ্ট দৃষ্টিকটু লেগেছে। আচার্য ঘোষ এর লেখা গুরু বলে করে প্রণাম করবি মন, এই গানটা কিছতেই পাচ্ছি না, মায়ের গলায় শুনেছিলাম, কেউ যদি গেয়ে আপলোড করেন, খুব ভালো লাগবে। তপন রায় নামের একজন ভালই গেয়েছেন, তবে পুরোটা নয় মনে হয়, যদি পুরোটা কেউ গান, আমরা শুনতে পাব।
@rubaimazumdar3 жыл бұрын
Such a beautiful gift Mam!
@amalroychowdhury63053 жыл бұрын
I like to know such detailed program about GURU AJAYA CHAKRABORTY FROM YOU I am 87 year's old Kaushaki do me this favour GOD BLESS YOU
@suchandramaitra42983 жыл бұрын
Khub bhalo laglo..pronam neben🙏🙏
@arkaghosh47423 жыл бұрын
Thank you for sharing something so positive 🙏🏻🙏🏻🙏🏻
@chutimukherjee35333 жыл бұрын
অনেক কিছু জানলাম,খুব ভালো লাগলো.. ধন্যবাদ
@GopalGhosh-c4f11 ай бұрын
Koti Koti Pronam He Maha Jiban 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suchetachatterjee70503 жыл бұрын
Excellent documentary..got to know so much about the great musical maestro 🙏🙏
@Singwith_Shuvangi3 жыл бұрын
My humble pranaam to all the eminent Gurus,Gaan Dadu and Guruji ...A very very happy birthday to Gaan Dadu and his creations.My pranaam to you too,Didiii😇😇🙏🙏🙏☺☺
@RamanujSen-b4z2 ай бұрын
Probol Nomoshyo.
@sunitghatak52936 ай бұрын
Excellent documentary
@gargibasu86443 жыл бұрын
Shotti....video ti asadharon🙏🙏🙏
@saptakbhadra79763 жыл бұрын
Thank you for the documentary.
@bhaktidebnath17863 жыл бұрын
Pronam maha guru ghan prokas ghosji,
@pintumukherjee4783 Жыл бұрын
Thank you koushiki guruji iswar tanahole ato sristi somvob noy
@bishwajitsmritinatta28163 жыл бұрын
আমার শতকোটি প্রনাম নেবেন গুরুজী🙏🙏🙏🙏
@khakimo1003 жыл бұрын
Wonderful glimpse into his genius! 🙏🏼
@jayabanerjee1033 жыл бұрын
Opurbo experience holo ,jeebon jeno swarthok holl
@ashisbhattacharjee58093 жыл бұрын
Great treasure. Pearls of wisdom.🙏🙏🙏🙏💐💐💐💐
@iamtheboss76093 жыл бұрын
I'm 46 now.... Today I'm realising myself immensely fortunate and blessed as I've watched all of these Legendary 'students' live including Pt Shyamal Bose Ji... _/\_
@udaymallik70263 жыл бұрын
Krighata jananor bhasha nei.
@arjunsubrahmanian75353 жыл бұрын
Wonderful documentary! Thank you so much for this! I was able to learn so much about Guruji's life ❤️
@kaushikic3 жыл бұрын
Thank you!!
@SOMNATHDAS-br5vi3 жыл бұрын
So inspiring !!!
@arupmukherjee74953 жыл бұрын
Anoboddyo documentary, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@barnalikar69933 жыл бұрын
Asadharon sundor laglo
@Swarmandal10253 жыл бұрын
A superb project! Thank you so much for uploading! If it was not for this I would have missed watching it! Endless pranams to this greatest of souls!
@BhaktiDebnath-1238 ай бұрын
Guruji pronam all respect persons are pronam,
@I-Reality8 ай бұрын
একটি বিশেষ জিজ্ঞাসা অনেক দিন ধরেই মনের মধ্যেই ছিল তা আজ এই শরণাগতির সুন্দর collection টি দেখে আবার জানতে ইচ্ছুক হলাম। আপনারা যারা সেই সময়ের কথা মনে রেখেছেন এবং Jhankar group এ যেতেন তাদের কাছে এই প্রশ্ন, সেই সময় Sri Susil Gupta নামে কেউ যেতেন। তিনি sitar বাজাতেন এবং Calcutta Art College থেকে fine art নিয়ে পাশ করেছিলেন। Film maker V Santaram এর সঙ্গেও যোগাযোগ ছিল এবং শুনেছিলাম Jhankar থেকেই কয়েক টি film এ music arranged করা হয়েছিল। পরবর্তি জীবনে Susil Gupta Sitar and art renounced করে Prajnanpurush SriSriBabathakur নামে পরিচিত হন।ওনার early life সমন্ধে আমার জানার ইচ্ছা রইল। ওনার সঙ্গে Sri Jnan Prakash Ghosh মহাশয়ের আপনতার সম্পর্ক ছিল ।
@subhasisroychoudhury62843 жыл бұрын
গায়ে কাঁটা দিয়ে উঠলো যেন !!! এত সুন্দর একটা সংকলন আগে কখনও পাই নি । এক প্রচারবিমুখ নিরহংকার বাঙালী সাধকের বহু অজানা তথ্য জানতে পারলাম । খানিকটা স্মৃতিচারণ, খানিকটা মজলিস, খানিকটা তথ্য ----- অসাধারণ । আমার মত ছোট্ট মাপের একটা মানুষের কাছে এ এক স্বপ্নের সংকলন ।
@dhrubabhattacharjee81373 жыл бұрын
ভাষা নেই, নমস্কার নেবেন।
@gargichakrabarti3 жыл бұрын
এই বাড়িতে ঝঙ্কার মিউজিক সার্কেলের পরীক্ষায় আমার মা নিবেদিতা ভট্টাচার্য খেয়াল গানে ফার্স্ট হয়েছিলেন - সে ষাটের দশকের কথা। গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের হাত থেকে স্বর্ণপদক লাভ করেছিলেন মা। 🙏
@Bizi_Bee3 жыл бұрын
This is gem of a production ! Hats off Kaushiki and the whole team! Btw I see blank (I.e dark screen with no video and audio) between 17:56 and 19:09 . Any copyright issues? Or is it an issue with file that was uploaded?
@monimohanbhattacharyya36323 жыл бұрын
অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ দিদি।
@Srabonichaudhuri13 жыл бұрын
I hope we get to know more about Guru Gyan Prakash Ghosh. Lovely documentary
@iamtheboss76093 жыл бұрын
Some imprinted memories which I can still remember fondly.... Pt Ajay Ji - Gurjari Todi and Hari Aum Tat Sat (1980/81) Pt Shyamal Bose Ji and Pt Shankar Ghosh Ji - Duet Lahra of almost 2.5 hrs (1985/86) Pt Sanjay Ji with Pandita Sumitra Mitra (1982/83) Pt Arun Bhaduri Ji - Bihag (1988/89) Indeed I'm blessed
@shubhamjain0973 жыл бұрын
सुरसंत 🙏🏻 सादर चरण स्पर्श🙏🏻😊
@itcwmumbai91483 жыл бұрын
Wonderfully scripted , & conceptualized. Throws light on his multifaceted genius & his surrender to bring out the perfect rhythm, pause & resonance from his instrument & music in general. His regal background & magnanimity as a creator & as a sadhak guru for many genius of next gen musicians had made an immense contribution to Indian Classical music. We all are truly indebted to his unfathomable contribution little away from limelight. Loved the undercurrent of lively narrative & sense of humor in this wonderful wonderful documentary. Thanks a ton to our beloved Kaushiki ji for uploading this priceless video documentary for us to enjoy & take a holy dip into. Gratitude & best regards 🌸🌸🌸🙏🙏🙏💜💜
@kaushikic3 жыл бұрын
Thank You so Much !!
@anirbanc882 жыл бұрын
osadharon!
@subhadipadG3 жыл бұрын
অনবদ্য..
@S2r2sw2t215 күн бұрын
So nice and pure
@tanushribose38553 жыл бұрын
reaally proud to be a Bengali 🙏 .. humble pranam 🙏🙏🙏🙏🙏 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ thank u maam for sharing this clips and this video with us .. really humble ... 🙏🙏🙏🙏🙏 Pranaaaaaam from Kolkata and love from Kolkata 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kaushikic3 жыл бұрын
Thank You Aadrita !!
@tanushribose38553 жыл бұрын
@@kaushikic Thank u Maam For replying .. I'm really happy .. thank u sooo much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️