গ্যারান্টর কি লোন পরিশোধে বাধ্য ?

  Рет қаралды 13,311

SS TV Bangla

SS TV Bangla

Жыл бұрын

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের বিপরীতে জামানত হিসাবে প্রায় সকল ক্ষেত্রেই জামিনদার বা গ্যারান্টর হিসাবে এক বা একাধিক ব্যাক্তি বা প্রতিষ্ঠান গ্যারান্টি দিয়ে থাকে। ঋণখেলাপি হলে গ্যারান্টরের উপরও দায় বর্তায় ঋণ পরিশোধের জন্য
। #sstvbangla
ss tv bangla channel video
#sstvbangla
#bank
#business
#loan
#deposit
#lc
#personalloan
#businessloan
#bankaccount
#bankjobs
#govtloan
#sakhawat
#ccloan
#banking
#law
#homeloan
#krishiloan
#agricultureloan
#bankinglaw
#agroloan
#educationloan
#marriageloan
প্রবাসীলোন
#NRBloan
#mortgage
#mortgageloan
#carloan
#studentloans
#retailloan
#consumerloan
#bankaccount
#debitcard
#creditcard
#bankserviceupdates
#Bankloan
#গ্যারান্টের_দায়
#personalloan #business #sstvbangla #bangla #bank #interestwaiver #govtloan #banglanews #bangladesh
বিভিন্ন প্রয়োজনের ব্যাংক লোন (Bank Loan) নেওয়া হয়ে থাকে। আর লোন নেওয়ার ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে ঋণের বিপরীতে জামানত হিসাবে জামিনদার বা গ্যারান্টর হিসাবে এক বা একাধিক ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঋণ চুক্তিপত্র না পড়ে, না বুঝে লোন গ্যারান্টারের (Loan Guarantor) কাগজে সই করে দেন অনেককে। পরে ঋণ গ্রহিতার সাথে যখন নিজেও খেলাপি মামলায় পড়ে দিশেহারা হয়ে যান। কারণ, ঋণখেলাপি হলে গ্যারান্টরের উপরও দায় বর্তায় ঋণ পরিশোধের জন্য এবং সে জন্য গ্যারান্টরও ঋণখেলাপি হন।এমনকি ঋণ গ্রহিতা বকেয়া টাকা পরিশোধ করতে না পারলে গ্যারেন্টারকে নিজের সম্পতি পর্যন্ত বিক্রি করে তা পরিশোধ করতে হয়। ঋণ গ্রহিতার মৃত্যু হলেও সবসময় গ্যারেন্টার রেহাই পান না। এমন পরিস্থিতিতে ঋণগ্রহীতার লোন অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়।মূল কথা হলো, লোনের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে গ্যারান্টার দায়বদ্ধতা থাকেই।
তাই ঋণখেলাপি হলে ঋণ আদায়ের জন্য কেবলমাত্র ঋণগ্রহীতা নয় গ্যারান্টরের বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে বিদ্যমান অর্থঋণ আদালত আইনে।
অর্থঋণ আদালত আইনের ৬(৫) ধারার বিধানে এ সংক্রান্তে আলোচনা করা হলো। তা হলো-"আর্থিক প্রতিষ্ঠান মূল ঋণ গ্রহীতার (Principal debtor) বিরুদ্ধে মামলা দায়ের করার সময়, তৃতীয়পক্ষ বন্ধকদাতা (Third party mortgagor) বা তৃতীয়পক্ষ গ্যারান্টর (Third party guarantor) ঋণের সহিত সংশ্লিষ্ট থাকিলে, উহাদিগকে পক্ষ করিবে; এবং আদালত কর্তৃক প্রদত্ত রায়, আদেশ বা ডিক্রি সকল বিবাদীর বিরুদ্ধে যৌথভাবে ও পৃথক পৃথক ভাবে (jointly and severally) কার্যকর হইবে এবং ডিক্রি জারির মামলা সকল বিবাদী-দায়ীকের বিরুদ্ধে একই সাথে পরিচালিত হইবেঃ তবে শর্ত থাকে যে, ডিক্রী জারীর মাধ্যমে দাবী আদায় হওয়ার ক্ষেত্রে আদালত প্রথমে মূল ঋন গ্রহীতা-বিবাদীর এবং অতঃপর যথাক্রমে তৃতীয় পক্ষ বন্ধক দাতা (Third party mortgagor) ও তৃতীয় পক্ষ গ্যারান্টর (Third party guarantor) এর সম্পত্তি যতদূর সম্ভব আকৃষ্ট করিবে। "তার মানে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান প্রথমে ধরবে মূল ঋন গ্রহীতাকে। তার নিকট হইতে যদি টাকা আদায় করা সম্ভব না হয় কিংবা তার বন্ধকী সম্পত্তি নিলামে নিয়েও ঋণ সমন্বয় না হয় সেক্ষেত্রে ধরা হবে বন্ধক দাতা (Third party mortgagor) ও তৃতীয় পক্ষ গ্যারান্টর (Third party guarantor) কে। সহজ কথায় প্রতিটি ব্যাঙ্ক (Bank)- আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেওয়ার সময় টাকা ফেরতের বিষয়টি নিশ্চিত করে নেয়। যে ঋণ দেওয়ার আগে গ্যারান্টার চায় তারা। ঋণের টাকা ফেরত না পেলে গ্যারান্টারকেও ঋণখেলাপি ঘোষণার ক্ষমতা ব্যাঙ্কের আছে এবং মামলা রুজু করে গ্যারান্টারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে।তাই ঋণের গ্যারান্টর হওয়ার ক্ষেত্রে বাড়তি সাবধনতা অতি জরুরি।

Пікірлер: 134
@AlorPotherOnusari
@AlorPotherOnusari Ай бұрын
আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। আমার পরিবার অনেক ঋণগ্রস্ত। মুখ খুলে কারো কাছে চাইতেও পারি না 🥺 আমার মা ঋন এর চাপে মৃত্যু দিকে জুলে পরছে😭😭
@sstvbangla
@sstvbangla Ай бұрын
ঋনের চাপ অনেক কঠিন বিষয়। এটা মনের ক্ষতির পাশাপাশি শারীরিক ক্ষতি করে। অনেকেই ঋনের চাপে অসুস্থ হয়ে পড়েন, কেউ কেউ তো সুইসাইড ও করে ফেলেন। তাই ঋন থেকে বের হওয়ার উপায় খুজে বের করুন। যদি এমন কোনো সম্পদ থাকে যেটা থেকে সরাসরি বেনিফিট আসছে না, বা সেটা না থাকলে আপনাদের চলতে সমস্যা হবে না বিশেষ করে পতিত জমি, তাহলে তা বিক্রি করে হলেও ঋন পরিশোধ করে ফেলা উচিত, কারন মৃত্যুর চেয়ে সম্পদ নষ্ট করা ভালো। ঋন পরিশোধ করার জন্য দ্রুতই উদ্যোগ নিন। ঋন পরিশোধের জন্য উপায় খুজুন নিশ্চয় উপায় খোজে পাবেন।
@medicineoflove6317
@medicineoflove6317 10 күн бұрын
দাদা ব্যাংক এর কাছে আমি 3rd party গ্যারান্টিওর আছি যিনি লোন টা নিয়ে ছিলেন তিনি মারা গেছেন কোনো ইন্সুরেন্স ও করে রাখেনি কিন্তু আমি গ্যারেন্টার হিসাবে আমি যদি সব টাকা পরিষদ করে দিই কোর্ট থেকে থেকে আমাকে যে ওনার কাছ থেকে টাকা আদায় এর পারমিশন দেয় র উনি যদি টাকা পরিষদ না করেন তাহলে ওই জায়গা টা কি ওনার কাছেই আবার চলে যাবে। স্যার রিপ্লাই করবেন দয়া kore
@sstvbangla
@sstvbangla 7 күн бұрын
লোনের সিকিউরিটি হিসেবে ব্যাংক যে সম্পত্তি মর্টগেজ বা বন্ধক নিয়ে লোন দেয় তা তো সবসময়ই গ্রাহকের নিকটেই থাকে আর গ্রাহক তা ব্যবহারও করে, কেবল বিক্রি বা দান করতে পারে না। ব্যাংক মর্টগেজ এর ফলে কেবল সম্পত্তির উপর অধিকার (Charge)পায়, যার ফলে গ্রাহক লোন পরিশোধ না করলে ব্যাংক সেটা বিক্রি করে লোন আদায় করতে পারে। এখন লোন পরিশোধ হয়ে গেলে ( যেই করুক) ব্যাংক সম্পত্তি মর্টগেজ রিডামশন করে দিয়ে সেই অধিকার ছেড়ে দেয়। ফলে গ্রাহক সম্পত্তির পরিপূর্ন মালিকানা ফিরে পায়.
@pavelislam1006
@pavelislam1006 6 ай бұрын
আমি একজনের ঋণের গ্যারান্টার হয়ে ছিলাম! আমি ওই ঋণ টা যথাযথ নিজে হাতে পরিশোধ করে যোগাযোগ ছেড়েছি.... হতাৎ ১ বছর পর.... কাল সেই ব্যাংকের লোক আমার খোঁজে আসছে! আর আমায় বলে পরে আবার ঋন নেওয়া হয়েছে আর ওইটাই নাকি আমার স্বাক্ষর, চেক আছে! আর যে এইসব করেছে তাকে নাকি চাকরি থেকে না করে দিয়েছে! ২৯৫০০০৳ টাকার একটা ব্যাংকি নোটিশ আমায় এসে দেয়! আমি ঋন যে নিয়েছে তাকে কল দেওয়ার পর উনিও বলতাসে যে আপনি তো স্বাক্ষরই করেন নাই পরেরবার! আপনাকে কেন হয়রানি করা হচ্ছে! আসলে আমি ২৩ বছরের একজন ছেলে! এইরকম আমার সাথে আমার অজান্তে জালিয়াতির প্রতিকার আমি কিভাবে কি করবো বুঝতাসি না!!! আমার এখন কি করা উচিত?
@sstvbangla
@sstvbangla 6 ай бұрын
যেকোনো অন্যায়ের প্রতিকার বা বিচার পাওয়ার শেষ আশ্রয়স্হল হলো আদালত। আপনি ব্যাংকে একবার আমার অবস্থান ব্যাখা করুন। যদি তারা সমাধান না করে আপনি একজন উকিলের সাহায্যে আইনি প্রতিকার অথাৎ মামলা নেওয়ার চেষ্টা করুন
@feyarulhoque
@feyarulhoque 7 ай бұрын
♥️♥️♥️
@sstvbangla
@sstvbangla 7 ай бұрын
ধন্যবাদ
@celebrities01
@celebrities01 3 ай бұрын
আমার স্বামী ব্যাংক থেকে লোন নিয়ে মারা যায়, লোনের গ্যারান্টর আমি,ব্যাংক এখনো ২০ লক্ষ টাকা পায়,আমার স্বামী মারা গেছেন ২ বছর আগে,এখনো মামলা হয় নি,ব্যাংক থেকে ফোন দিয়ে বারবার টাকা চাওয়া হয়। আমার প্রশ্ন হলো ব্যাংক ঋণ গ্রহীতার মৃত্যুর কতো দিন পরে মামলা করে? আর ঋণ টার কি সুদ আসতে থাকবে? মামলা কতো দিন চলে? আর আমার কাছে পরিশোধ করার টাকা নেই,কোনো সম্পদ ও নেই,আমার লোন পরিশোধ করার কোনো উপায় নেই,এক্ষেত্রে আমার করনীয় কি? আমাকে সাহায্য করুন
@sstvbangla
@sstvbangla 3 ай бұрын
খুবই দুংখিত যে আপনার স্বামী মারা গিয়েছে এবং আপনি অসহায় বোধ করছেন। আপনি বলছেন যে আপনার কোনো আয়ের উৎস নেই যেখান থেকে লোন পরিশোধ করবেন। দেখুন ব্যাংক কখনোই লোনের আসল টাকা মওকুফ করতে পারে না, এটা ব্যাংকের আইনে ও নেই যে ঋনের টাকা (আসল) মওকুফ করে দিবে । তাই কোন উৎস থেকে লোন পরিশোধ করা যায় সেটা খুজে বের করুন, আপনার স্বামীর যথেস্ট আয় বা সম্পদ ছিলো বলেই তো ব্যাংক আপনার স্বামীকে এত টাকা লোন দিয়েছে তাইনা ? লোন ডিফল্ট হলে ব্যাংক যেকোন মুহূর্তেই মামলা করতে পারে এটা গ্রাহকের মৃত্যুর সময়ের সাথে সম্পকিত না, ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত। আপনি চাইলে ব্যাংকের অনুমতি পেলে মাসে মাসে লোনের কিস্তিও পরিশোধ করতেও পারেন । তবে যেহেতু ঋনের গ্রাহক মৃত্যুবরন করেছে এবং আপনার আয়ের পথ বন্ধ আছে সেক্ষেত্রে আপনি ব্যাংকে ঋনের সকল সুূূদ মওকুফ চেয়ে কেবল আসল টাকা পরিশোধ করে লোন বন্ধের আবেদন করলে হয়তো ব্যাংক সেটা আপনার অবস্থা দেখে বিবেচনা করতে পারে। এবং সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে যে সকল সুদ মওকুফ করিয়ে কোন একটা সম্পত্তি ( যদি এমন থাকে) বিক্রি করে হলেও একবারে লোন হিসাবটি বন্ধ করতে পারলে। আপনার প্রশ্নের উত্তর: ১. লোন যদি ডিফল্ট হয় তাহলে তা আদায়ের জন্য ব্যাংক যেকোন সমসয়ই মামলা করতে পারে। তবে ব্যাংক সাধারন মামলা না করে লোন আদায়ের জন্য চেস্টা করে বা গ্রাহককে সুযোগ দেয় ২. গ্রাহক মারা গেলেও সুদ চার্জ হবে, তবে আপনি লোন পরিশোধ করলে সুদ মওকুফের আবেদন করতে পারবেন ৩. মামলা হলে লোন আদায় সম্পুন্ন পরিশোধ না হওয়া পর্যন্ত মামলা চলবে
@FahadRabi-q8y
@FahadRabi-q8y 21 күн бұрын
একজন সরকারি চাকরিজীবী কতজনের গ্রান্টার হতে পারে?? আমার মামা একজনের গ্রান্টার হয়ে দুই লক্ষ টাকা ঋণ নিয়ে দিছে। তা এখনো পরিশোধ হয় নাই এখন আমার ২ লক্ষ টাকা দরকার সে কি এখন আবার আমার গ্যারান্টার হতে পারবে?
@sstvbangla
@sstvbangla 11 күн бұрын
একজন সরকারি চাকরিজীবী একাধিক ব্যাক্তির লোনের গ্যারান্টর হতে পারবে। উনি আপনার লোনের গ্যারান্টরও হতে পারবে তবে অবশ্যই যে লোনের গ্যারান্টর উনি ইতোমধ্যে হয়েছেন সেই লোনের পেমেন্ট বা সেই লোনটি রেগুলার থাকতে হবে।
@oneshotgamingtube3936
@oneshotgamingtube3936 Ай бұрын
sir, amr abbu 2010 shal e akjon er grander hoiselo,jar loan er grander hoiselo unar dokan ei abbu job kortoh..ekhn abbu oto bujhe ne nah bujhe grander hoisa.. jara loan nisilo unara 80lac loan nislo r kisti o dislo 40 lac tk ar moto pore unader jomi nilam e uthaiya sale disa bank 85lac akhn bank abr o bar bar call dicche abbu or kasa abbu k voy dekhacche j jara nisa tader khuje den tara palai asa..kintu tara toh asol tk shod korsa kisti o disa..kintu eto bosor e shud hoisa seglar jonno akhn bank tk chaitasa..ekhn ei obostha te ki kora jay?? bank thake lokjon bashai acchelo..boltasa j abbu or ja asa sob ora niya nibe..r nh dile amr vai er khoti hobe amder khoti hobe.emn kotha boltasa amn obostha te ki kora jay aktu janaben plz!! jara loan nichilo tara boltasa tara court e case par korbe r dewliya ghosona kore dibe tkhn r nki kono prblm hobe nah. kintu amr abbu or ki sekhetre tk porishod korte hobe?? aktu janaben plz!!
@mdshofiqulislam4295
@mdshofiqulislam4295 Жыл бұрын
ভাইয়া লোন নিতে গিয়েছিলাম কৃষি ব্যাংক এ, আমার জমি আছে, জমির দলিল আমার নামে আছে, আমার আগের কোনো লোক নেই, তবে তিন লক্ষ টাকা sme লোন দিতে চেয়েছে, কিন্তু কাগজ পাতি স্টাম্প কিনতে 8000 টাকা চেয়েছে লোন নিতে কি এত টাকার কাগজপত্র লাগে, একটু জানাবেন প্লিজ উপকৃত
@sstvbangla
@sstvbangla 10 ай бұрын
লোনের কিছু ডকুমেন্ট চার্জ আছে ব্যাংক টু ব্যাংক সেটা কিছুটা ভিন্ন হয়, তবে সেটা নগদ প্রদান না করে একাউন্ট থেকে কাটতে বলবেন এবং কেন খাতে কত খরচ হয়েছে তার কস্ট মেমো নিবেন
@Hasnatjahanmim-fh6rm
@Hasnatjahanmim-fh6rm 2 ай бұрын
আমার আব্বু ব্যংক লোন নিয়েছে।এখন আব্বু মারাও গিয়েছে। আমার ভাই নেই,আমরা ২ বোন আর আমার মা আছে। লোনের গ্যারান্টর ছিল আমার চাচা আর এক ব্যবসায়ী।এখন ব্যাংক মামলা করলে গ্যারান্টরকে ধরবে নাকি আমাদের ও সমস্যা হবে? যদি গ্যারান্টর সহ আমাদের নামে মামলা করে?
@sstvbangla
@sstvbangla 2 ай бұрын
হ্যা, ব্যাংক চাইলে গ্যারান্টর এর সাথে সাথে ওয়ারিশদের নামেও মামলা করতে পারে, তবে সচরাচর ব্যাংকগুলো এমন ক্ষেত্রে চেস্টা করে মামলা ছাড়াই লোন আদায়ের । দোয়া করি আল্লাহ তায়ালা আপনাদের সহায় হউক। আপনাদের জন্য আমার পরামর্শ হলো যেহেতু আপনার আব্বু মারা গেছেন, মৃত ব্যাক্তির ঋন দ্রুত পরিশোধ করে দেওয়াই ভালো এবং আপনাদের যদি ঋন পরিশোধের মতো অবস্থা না থাকে, বা আয় না থাকে তাহলে আপনারা লোনের সুদ মওকুফ এর আবেদন করে কেবল আসল টাকা পরিশোধের মাধ্যমে লোন হিসাবটি বন্ধ করার চেস্টা করতে পারেন, সাধারনত ঋনগ্রহিতা মারা গেলে সুদ মওকুফের মাধ্যমে লোন পরিশোধের সুযোগ ব্যাংকগুলো দিয়ে থাকে।
@asitghosh4958
@asitghosh4958 9 ай бұрын
আমি ভুলক্রমে একটা লোনের জামিনদার হয়েছি । অর্থ ঋন আইন এ মামলা দায়ের হয়েছে।এখন আমি কি আমার প্রয়োজনে আমার জায়গা/সম্পত্তি বিক্রি করতে পারব। বন্ধক দেওয়া নাইএই সব । পরামর্শ দিলে অনেক উপকৃত হতাম। ধন্যবাদ
@sstvbangla
@sstvbangla 8 ай бұрын
kzbin.info/www/bejne/epaTgI2IqsZ2r6ssi=ryHDVCOmTAFTe-iy
@md.shahajada3363
@md.shahajada3363 Жыл бұрын
ভাই আমি কৃষি ব্যাংকের সিসি লোনে সিগনেচার করে সাক্ষী হয়েছিলাম তবে গ্যারান্টরের স্থানে সিগনেচার করিনি।অবশ্য ঋনগ্রহিতার জমির দলিল কৃষি ব্যাংকে জমা আছে।এখন আমি কি এই সিসি লোনের গ্যারান্টার হিসাবে অন্তর্ভুক্ত হয়ে গেছি নাকি শুধু সাক্ষী হিসাবে রয়ে গেছি? এই জমির গ্যারান্টার কি জমির দলিল নিজে নাকি আমিও হয়ে গেছি। প্লিজ জানাবেন ধন্যবাদ
@sstvbangla
@sstvbangla Жыл бұрын
স্বাক্ষী আর গ্যারান্টর এক নয়। তবে ব্যাংক আপনাকে গ্যারান্টর হিসেবে স্বাক্ষর নিয়েছে না স্বাক্ষী হিসিবে সেটা আপনি ব্যাংক কর্মকর্তার কাছ থেকে পুনরায় গিয়ে যাচাই করে নিন।
@sanjitbormon9615
@sanjitbormon9615 Жыл бұрын
ভাই সিসি লোনের গ্যারান্টার হতে কি কি লাগে কৃষি ব্যাংক থেকে
@sstvbangla
@sstvbangla Жыл бұрын
@@sanjitbormon9615 গ্যারান্টর হলে আইডি কার্ড, ছবি আর লেটার অব গ্যারান্টি পেপারে সই করতে হয়।
@Farhanaborsha
@Farhanaborsha 5 ай бұрын
স্যার আমি তো একজনের জামিনদার এখন সে যদি ঠিক ভাবে ঋণ পরিশোধ না করে তা হলে আমার একাউন্ট থেকে কি টাকা নিয়ে যেতে পারবে? কারণ আমি তো তাদের কে চেক দিয়েছিলাম
@sstvbangla
@sstvbangla 5 ай бұрын
পারবে। ব্যাংক চেক তো সিকিউরিটি হিসেবেই নিয়েছে। আপনার চেক রির্টান করলে ব্যাংক আপনার নামে চেকের মামলাও করতে পারবে
@GoldenTech-vw4xq
@GoldenTech-vw4xq 10 ай бұрын
স্যার আমি অনেক টাকা ঋণের মধ্যে আছি কিন্তুু ঝৃন পরিষদ করার মতো কোন অবস্থায় নাই এখন আমি কি করতে পারি।
@sstvbangla
@sstvbangla 10 ай бұрын
ঋনের টাকা পরিশোধ আপনাকে করতেই হবে। আপনার ইনকাম বা আয় আছে বলেই ব্যাংক আপনাকে অনেক টাকা ঋন দিয়েছে। এখন যদি আপনার সেই ইনকাম বা আয় কমে যায় বা না থাকে তাহলে যেই ব্যাংক থেকে লোন নিয়েছেন তার ম্যানেজার এর সাথে দেখা করে আপনার সমস্যা বুঝিয়ে বলে এবং লোন পরিশোধের সময় বাড়ানোর জন্য বলে দেখতে পারেন
@mojafforrahman9952
@mojafforrahman9952 9 ай бұрын
ভাই আমি একজনের grantrr ও এখন ৩ মাসের গেপ রেখে দিচ্ছে আমি কি আমর গ্র্যান্টর আইন অনুযায়ী কোন হেল্প নিত এ পারবো
@sstvbangla
@sstvbangla 9 ай бұрын
গ্যারান্টর হিসেবে আপনার দায়িত্ব ঋনগ্রহিতাকে নির্ধারিত সময়ে কিস্তির টাকা পরিশোধে বাধ্য করা, নয়তো ভবিষ্যতে এই ঋনের দায় গ্রাহকের সাথে সাথে আপনার উপরও বর্তাবে। গ্যারান্টর হওয়া মানে হচ্ছে আপনি গ্রারান্টি দিচ্ছেন গ্রাহক লোনের টাকা পরিশোধ না করলে আপনি পারিশোধ করবেন
@rahimaakter5854
@rahimaakter5854 4 ай бұрын
একই ব্যাংকে আগে যদি কারো গ্রান্টার হয়, যে গ্রান্টার হইছে সে কি ওই ব্যাংক থেকে লোন নিতে পারবে?
@sstvbangla
@sstvbangla 4 ай бұрын
গ্যারান্টর হিসেবে নেওয়া লোন নিয়মিত থাকলে লোন পেতে সমস্যা নেই
@shornadawan1919
@shornadawan1919 7 ай бұрын
ভাইয়া আমি আমার সামিকে এনজিও লোন এনে দিছি ১ নামবার গেরেন্টেড আমি এখোন তাকে যদি আমি ডিভোর্স দিয়ে দেই। তাহলেও কি এনজিও নলোন আমাকে পরিশোধ করতে হবে?? পিলিজ ইকটু জানাবেন😔
@sstvbangla
@sstvbangla 7 ай бұрын
ঋন পরিশোধ করা ঋনগ্রহিতার দায়িত্ব। হাসবেন্ট বা ওয়াইফ কে ব্যাংক বা ঋনপ্রদানকারী সংস্থা ঋনগ্রহিতার প্রথম গ্যারান্টর হিসেবে নিয়ে থাকে। ঋনগ্রহিতা ঋন পরিশোধ না করলে ব্যাংক ঋনগ্রহনকারীর সাথে সাথে গ্যারান্টরের বিরুদ্ধেও মামলা করতে পারে।
@mazeamaze113
@mazeamaze113 10 ай бұрын
Sir jodi ekjon k na janay granter banano hoy tahole shetar ki koronio ? Granter k kno jail deya hobe?
@sstvbangla
@sstvbangla 10 ай бұрын
গ্যারান্টরকে না জানিয়ে গ্যারান্টর বানানো এক ধরনের প্রতারনা। একজন ব্যাংকার এর দায়িত্ব হচ্ছে সঠিকভাবে গ্যারান্টরকে তার দায় সম্পর্কে সঠিকভাবে অবহিত করা। গ্যারান্টর কে তার এনআইডি কার্ড, পার্সপোট সাইজের ছবি এবং গ্যারান্টি পেপারে স্বাক্ষর করতে হয়। তাই আমাদেরও কোথাও নিজের আইডি কার্ড ছবি দেওয়া ও স্বাক্ষর করার আগে সচেতন ভাবে সব কিছু জেনে নিতে হবে
@forhaduddinnayem6948
@forhaduddinnayem6948 Жыл бұрын
ভাই, আমার শশুর তার ভাতিজাকে লোন নিতে শশুরের ২ টি জমি ও ঐ লোনের জাবিনদার হয়েছিল। ২ বছর আগে আমার শশুর মারা যায়। আাহার ভাতিজা ডিফন্ড হইয়েছে এবং আমার সমন্ধি কে নোটিশ দিয়েছে এখন টাকা কি আমার শশুরের সম্পদ থেকে দিতে হবে???
@sstvbangla
@sstvbangla Жыл бұрын
লোন পরিশোধে গ্রাহক ডিফল্ট হলে ব্যাংক বন্ধককৃত সম্পত্তি নিলামে বিক্রয় করে লোন আদায় করতে পারে। ব্যাংক নিলামে সম্পত্তি বিক্রয়ে ব্যর্থ হলে লোন গ্রাহকের বিরুদ্ধে অর্থঋন আদালতে মামলা সহ চেক ডিফল্ট / এনআইএ্যাক্টে মামলা করতে পারবে।
@sstvbangla
@sstvbangla Жыл бұрын
ঋনগ্রাহক বলতে আপনার শশুরের ভাতিজার বিরুদ্ধে ব্যাংক মামলা করতে পারবে। তবে ব্যাংকে বন্ধকীকৃত সম্পত্তি বিক্রয় করেও ব্যাংকের টাকা আদায়ের অধিকার আছে।
@shuvojotimondal1030
@shuvojotimondal1030 Жыл бұрын
Sir জনতা ব‍্যাংক সাতক্ষীরা, শ‍্যামনগর শাখা আমার এক আত্মীয়র একাউন্ট রয়েছে এবং 20 হাজার টাকা রয়েছে। কিন্তুু সমস্যা হচ্ছে ব‍্যাংক থেকে ফোন দিয়ে বলছে আমার আত্মীয় নাকি একজনের হয়ে জামিন থেকে তার টাকা লোন উঠাই দিয়েছে। যার হয়ে জামিন হয়েছে তাকে চিনেন না জানেন না। তাহলে এটা কিভাবে সম্ভব? -- ফোন দিয়ে আত্মীয়র সব তথ‍্য বলতেছে কারন তার একাউন্ট আছে। কিন্তুু আমার আত্মীয় কোনোদিন কারো হয়ে জামিন দিয়ে লোন দিইনি। যে লোন নিয়েছে তারেও চিনে না।
@sstvbangla
@sstvbangla Жыл бұрын
ব্যাংকে সরাসরি গিয়ে এ ব্যাপারে শাখা ব্যবস্থাপকের সহায়তা নিয়ে প্রতিকার পেতে পারেন। ব্যাংক কখনো প্রতারনা সর্মথন করে না, শাখায় সমাধান না হলে ঐ ব্যাংকের হেড অফিসে অভিযোগ দিয়েও দ্রুত প্রতিকার সম্ভব। এছাড়াও হেড অফিসে অভিযোগ করে সমাধান না হলে বাংলাদেশ ব্যাংকের অভিযোগ সেন্টারে কল করে বিস্তারিত অভিযোগ জানালে দ্রুত প্রতিকার পাবেন
@sstvbangla
@sstvbangla 8 ай бұрын
তাছাড়া বাংলাদেশ ব্যাংক অভিযোগ দিতে পারবেন, ভিডিও শেষ ফোন নাম্বার দেওয়া আছেkzbin.info/www/bejne/epaTgI2IqsZ2r6ssi=ryHDVCOmTAFTe-iy
@SAIDULGAMAR
@SAIDULGAMAR Жыл бұрын
ভাই, আমি হাইস্কুলে টিচার ২ লক্ষ টাকা স্যালারির এগিনেস্টে লোন নিছি। ১ বছর কিস্তি চালাইছি এর পর আমার চাকুরি চলে গেছে। এখন লোন পরিশোধ করার ক্ষমতা আমার নেই। আমার বাবা ১ম গ্যারান্টর আর আমার কলিগ ২য় গ্যারান্টর। এমতাবস্থায় আমাদের নামে ব্যাংক মামলা করবে। আর আমার এখন করণীয় কি? জানাবেন প্লিজ।
@sstvbangla
@sstvbangla Жыл бұрын
লোন পরিশোধ করার চেষ্টা করুন। আর্থিক সমস্যা থাকলে ব্যাংককে জানিয়ে লোন পরিশোধের সময় বাড়িয়ে নিন। আপনি চাইলে ব্যাংক আপনাকে কিস্তির পরিমান কমিয়ে লোন পরিশোধের সময় বাড়িয়ে দিবে। সব সময় ব্যাংকের সাথে যোগাযোগ রাখুন
@Agricultureagrofarmbd
@Agricultureagrofarmbd 11 ай бұрын
ভাই আমি অনেক টাকা লোন নিয়েছি, এখন আর কিস্তি দিতে পারছি না, আমি এলাকার বাইরে গিয়ে কামলা খেটে সব টাকার কিস্তি না দিয়ে অল্প অল্প করে এনজিওর কিস্তি শোধ করতে পারবো কিনা, সে ক্ষেত্রে আমার পরিবার ও যারা আমার গেরান্টার আছে তাদের কোন সমস্যা হবে কিনা, প্লিজ জানাবেন।
@sstvbangla
@sstvbangla 10 ай бұрын
নিয়মিত ঋন পরিশোধ না করলে ঋন অনিয়মিত হয়ে পড়ে, সেক্ষেত্রে ব্যাংক বা ঋনদানকারী প্রতিষ্ঠান ঋনগ্রহিতা বা এর গ্যারান্টর এর বিরুদ্ধে প্রথমত উকিল নোটিস এবং পরে মামলাও করতে পারে। তবে আপনি ঋনের কিস্তু দিতে অপরাগ হলে বা কম টাকা করে কিস্তি দিলে সেটা ব্যাংক বা ঋনদানকারী প্রতিষ্ঠানকে জানান, তারা লোন পরিশোধের জন্য আপনাকে কিস্তির পরিমান কমানো এবং লোনের মেয়াদ বাড়িয়ে দিতে পারবে
@user-rr2xq2vs9n
@user-rr2xq2vs9n 10 ай бұрын
গ্যারান্টার সরকারি চাকরি করে যে ঋণ নেবে উনিও সরকারি চাকরি করে,, যে গ্রান্টার হবে উনি অন্যজনার গ্রান্টার আছে অলরেডি,, পুনরায় কি সে নতুন কারুর গ্রান্টার হতে পারবে,,,?
@sstvbangla
@sstvbangla 10 ай бұрын
হতে পারবে। একাধিক গ্যারান্টর হতে আইনগত বাধা নেই। তবে যে লোনের গ্যারান্টর সেই লোন অবশ্যই রেগুলার বা নিয়মিত থাকতে হবে।
@mahmudtech7877
@mahmudtech7877 6 ай бұрын
সরকারি চাকরি ছারা কি কেউ গ্যারান্টার হতে পারবে না
@mizanrahman5874
@mizanrahman5874 9 ай бұрын
স্যার প্রবাসী কল্যান ব্যাংক থেকে আমার এক ভাই লোন নেওয়া সময় আমার বাবার ব্যাংক চেক দিয়ে গ্যান্টট হয়ে ছিল, এখন আর সেই ভাই লোন এর টাকা দেই না, এখন আমার বাবার কি করনীয়, আমার বাবা মাষ্টার
@sstvbangla
@sstvbangla 9 ай бұрын
লোন গ্রহিতাকে আপনারা লোন পরিশোধের জন্য প্রেসার দিন। আপনারা বারবার তাগাদা দিয়ে লোন পরিশোধ করান
@sstvbangla
@sstvbangla 8 ай бұрын
kzbin.info/www/bejne/epaTgI2IqsZ2r6ssi=ryHDVCOmTAFTe-iy
@user-cg3id3jt9f
@user-cg3id3jt9f Жыл бұрын
ভাই আমি একজন গেরেন্টাই লুক একন টাকা দেয় না, আর আমি দেসের বাহিরে তাহলে কি আমার দারা আমার পেমেলির কুনু সমস্যা হবে, প্লিজ ভাই রিপ্লাই
@sstvbangla
@sstvbangla Жыл бұрын
না, আপনার পরিবারের কোনো সমস্যা হবে না,
@user-uy3sk6qt8u
@user-uy3sk6qt8u 10 ай бұрын
25% টাকা দিয়ে জামিন নেওয়ার পর কয়দিনের মধ্যে পুরো টাকা শোধ করতে হবে?
@sstvbangla
@sstvbangla 8 ай бұрын
৯০ দিনের মধ্যে
@sstvbangla
@sstvbangla 8 ай бұрын
অর্থ ঋন আদালত আইন ২০০৩ এর ধারা ৩৪ এর ৬ উপধারা অনুসারে ২৫ % টাকা পরিশোধ করে বাকি টাকা ৯০ দিনের মধ্যে পরিশোধের বন্ড বা অঙ্গীকার করলি আসামীকে জামিন দেওয়া হয়। সুতরাং অবশিষ্ট টাকা ৯০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে
@wasife12
@wasife12 8 ай бұрын
Brack bank 1ta kisti tida pare nai jamin dar er kono problem hobi ba jamin dar Next e lon nita parbi
@sstvbangla
@sstvbangla 8 ай бұрын
১/ ২ কিস্তি বকেয়া থাকলে সাধারনত প্রবলেম হয়না, কিন্তু ব্র্যাক ব্যাংক বা আরো কিছু ব্যাংক আছে এরা ১/২ কিস্তি বকেয়া থাকলে পরে আর লোন দেয় না, তাই কিস্তি বকেয়া না থাকাই ভালো, চেষ্টা করবেন নিয়মিত লোন পরিশোধ করতে
@wasife12
@wasife12 8 ай бұрын
@@sstvbangla bhai jamin dar ki lon pabi
@user-ki8qn5ny9u
@user-ki8qn5ny9u 4 ай бұрын
সাক্ষী হলে কী কী সমস্যা হতে পারবে একটু যানাবেন
@sstvbangla
@sstvbangla 4 ай бұрын
স্বাক্ষীর তো সমস্যা হতে দেখি না
@babandas1987
@babandas1987 26 күн бұрын
ভাই আমার দাদা 50 হাজার টাকা pl লোন নিয়ে ছে কিন্তু আর দিতে পারছে না আমার ফোন নম্বর কল আসছে আমার কিছু হবে কি
@sstvbangla
@sstvbangla 25 күн бұрын
আপনি কি লোনের গ্যারান্টর?? গ্রাহক ঋন পপরিশোধ না করলে গ্যারান্টর এর দায় বর্তায়। গ্রারান্টর না হলে আপনার কিছু হবে না
@babandas1987
@babandas1987 25 күн бұрын
@@sstvbangla ঠিক গ্রান্টার না কিন্তু আমার ফোন নম্বর সব জাগায় দিয়েছে তার জন্য আমাকে ফোন করে
@abirfahim5860
@abirfahim5860 11 ай бұрын
গ্যারন্টরের বয়স যদি ৬৬+ হয় এবং উনি যদি কোনো কাজ না করে,,, ইনকাম না থাকে,,,তাকে যদি ভুল বুজিয়ে নেওয়া হয় তখন কি করতে হবে???
@sstvbangla
@sstvbangla 10 ай бұрын
একজন উকিল এর সাথে পরামর্শ করে আইনি প্রতিকার চাইতে পারেন, সাধারনত মর্টগেজবিহীন লোনের ক্ষেত্রে ৬৬ বছর বয়স্ক লোককে গ্যারান্টর হিসেবে নেওয়ার কথা না
@sstvbangla
@sstvbangla 8 ай бұрын
kzbin.info/www/bejne/epaTgI2IqsZ2r6ssi=ryHDVCOmTAFTe-iy
@sumayaaktar7751
@sumayaaktar7751 8 ай бұрын
স্যার আমার স্বামী সম্পর্ক থাকা অবস্থায় আমাকে মারধর করে বাধ্য করে গ্যারান্টার হতে এখন তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে এখণ কি আমার কোন সমস্যা হবে ওরা টাকা না পরিসধ করলে
@sstvbangla
@sstvbangla 8 ай бұрын
আসলে লোন পরিশোধ না হওয়া পর্যন্ত গ্যারান্টর থেকে অব্যহতি পাওয়ার সুযোগ থাকে না
@sumayaaktar7751
@sumayaaktar7751 8 ай бұрын
@@sstvbangla এর থেকে পরিএান পাওয়ার কি কোন উপায় নাই
@sstvbangla
@sstvbangla 8 ай бұрын
kzbin.info/www/bejne/epaTgI2IqsZ2r6ssi=kRGGk6LU7o6WwJj-
@user-vo8oh5fp7j
@user-vo8oh5fp7j 9 ай бұрын
Dada please reply deben🙏 ঋণ গ্রহীতা একজন মহিলা, যিনি কোনো রোজগার করেন না। ওনার স্বামী garenter. যে সংস্থা থেকে লোন নেওয়া হয়েছে ওনারা লোন নেওয়ার আগে বলেছিলেন মহিলা ছাড়া লোন দেওয়া হবে না।৭৫০০০ টাকা লোন নেওয়ার পর ৭ মাস EMI দিয়েছেন ৩০০০ টাকা করে। এখন ওনার স্বামী লোনের সব টাকা নিয়ে পালিয়ে গেছেন। Recovery agent ra এসে বলছেন টাকা দিতেই হবে। কিন্তু মহিলার কাছে এত টাকা নেই যে উনি লোন টা শোধ করবেন। এখন কি করবেন উনি একটু বলুন দাদা। Please reply diben dada🙏🙏
@sstvbangla
@sstvbangla 9 ай бұрын
দেখুন, আমাদের দেশে অনেক সংঘঠন বা এনজিও ঋন প্রদানে এই ধরনের পলিসি গ্রহন করে। তারা এমন নারীদের নামে ঋন দেয় যদিও কোনো কোন আয় থাকে না। কিন্তু আপনার শেয়ার করা ঘটনাটা দুঃখজনক হলেও ঋনগ্রহিতাকেই ঋন পরিশোধ করতে হবে। ঋনগ্রহিতা ঋনপরিশোধ না করতে পারলে সেক্ষেত্রে সংস্থাটি ঋনগ্রহিতা এবং গ্যারান্টর এর বিরুদ্ধে ঋন আদায়ে মামলা করতে পারবে
@sstvbangla
@sstvbangla 8 ай бұрын
kzbin.info/www/bejne/epaTgI2IqsZ2r6ssi=ryHDVCOmTAFTe-iy
@selimmerchant5629
@selimmerchant5629 10 ай бұрын
কার লোন এর ১১ কিস্তি বাকী রেখে গ্রহিতা গাড়ী নিয়ে পালিয়েছে, এখন ব্যাংক গ্যারান্টারকে ফোন করছে অনবরত এখানে গ্যারান্টারে দায় কত টুকু জানাবেন কি ?
@sstvbangla
@sstvbangla 10 ай бұрын
গ্যারান্টরও ঋনগ্রহিতার মতো ঋন পরিশোধে বাধ্য
@selimmerchant5629
@selimmerchant5629 10 ай бұрын
@@sstvbangla ধন্যবাদ আপনাকে
@AtaurCreation
@AtaurCreation 10 ай бұрын
vai amar baba ekjoner loan er jamindar hoi oi lokti ekhon onno jaigai palie gese desher vetorei ase ekhon amader.kaj ki ar amader ki hote pae
@sstvbangla
@sstvbangla 9 ай бұрын
আপনারা ঐ লোককে লোন পরিশোধের জন্য তাগাদা দিয়ে লোন পরিশোধ করান। এই ধরনের লোকদের ঋনের গ্যারান্টর হওয়া আপনাদের ঠিক হয়নি
@sstvbangla
@sstvbangla 8 ай бұрын
আপনার বাবাকে ঋনের ২৫% টাকা পরিশোধ এবং বাকি টাকা ৯০ দিনের মধ্যে পরিশোধ করার অঙ্গীকার করলে জামিন পাবেন।
@arnabbiswas5632
@arnabbiswas5632 4 ай бұрын
স্যার আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম??
@sstvbangla
@sstvbangla 4 ай бұрын
আমাকে ইমেল করুন যেকোনো প্রয়োজনে, আমার ইমেল এড্রেস sstvbangla88@gmail.com
@MdRadoyan-uk6mc
@MdRadoyan-uk6mc 10 ай бұрын
Sir গ্যারান্টর যদি মারা যায় তাহলে কী করনীয়
@sstvbangla
@sstvbangla 8 ай бұрын
গ্যারান্টর মারা গেলে ব্যাংক ঋনগ্রহিতাকে নতুন করে একজন গ্যারান্টর দিতে বলবে
@user-fv5fl3jl1u
@user-fv5fl3jl1u 5 ай бұрын
স্যার ঋণ গ্রহীতা লোন নিয়ে ১০%-১৫% টাকা পরিশোধের পর আর টাকা দেওয়ার সামর্থ্য না থাকায়, তিনি যদি সকল মামলা গ্রহণ করেন ও আদালতে আত্মসমর্পণ করলে, সেক্ষেত্রে ঋণ গ্রহীতার কি হবে? এবং গ্যরান্টারের কি হবে?
@jannatulmawa1364
@jannatulmawa1364 4 ай бұрын
F
@sstvbangla
@sstvbangla 4 ай бұрын
ঋনগ্রহিতার বিরুদ্ধে অর্থঋন আদালত আইনে মামলা হলে ঋনগ্রহিতার বিরুদ্ধে আদালতে হাজীর হওয়ার সমন বা নোটিস জারী হবে এবং আদালত কর্তৃক জারীকৃত সমনে নির্ধারিত তারিখে বিবাদী আদালতে হাজির হইবেন এবং লিখিত জবাব দাখিল করিয়া বাদীর দাবী সম্পর্কে জবাব থাকিলে উহা উপস্থাপন করিবেন৷
@sstvbangla
@sstvbangla 4 ай бұрын
বিবাদী কর্তৃক লিখিত জবাব দাখিল হওয়ার পরবর্তীতে ধার্য একটি নির্ধারিত তারিখে আদালত উভয় পক্ষকে, যদি উপস্থিত থাকে, শুনানী করিয়া এবং আরজি ও লিখিত বর্ণনা পর্যালোচনা করিয়া মামলার বিচার্য বিষয়, যদি থাকে, গঠন করিবে; এবং যদি বিচার্য বিষয় না থাকে, আদালত অবিলম্বে রায় বা আদেশ প্রদান করিবে৷ এ নির্ধারিত তারিখে, কোন বা উভয় পক্ষ যদি অনুপস্থিত থাকে, তাহা হইলে আদালত, আরজি ও লিখিত বর্ণনা পর্যালোচনা করিয়া মামলার বিচার্য বিষয়, যদি থাকে, গঠন করিবে; এবং, যদি বিচার্য বিষয় না থাকে, আদালত অবিলম্বে রায় বা আদেশ প্রদান করিবে৷ *মামলার যে কোন পর্যায়ে, লিখিত বর্ণনায় কিংবা অন্য কোনভাবে বিবাদী কর্তৃক বাদীর আর্জির বক্তব্য স্বীকৃত হইয়া থাকিলে, এবং উক্তরূপ স্বীকৃতির ভিত্তিতে যেরূপ রায় বা আদেশ পাইতে বাদী অধিকারী, সেরূপ রায় বা আদেশ প্রার্থনা করিয়া বাদী আদালতের নিকট দরখাস্ত করিলে, আদালত, বাদী ও বিবাদীর মধ্যে বিদ্যমান অপরাপর বিচার্য বিষয় নিষ্পত্তির জন্য অপেক্ষা না করিয়া, উপযুক্ত রায় বা আদেশ প্রদান করিবে৷ (৪) মামলার শুনানীর জন্য ধার্য প্রথম তারিখে অথবা মামলার যে কোন পর্যায়ে যদি আদালতের নিকট প্রতীয়মান হয় যে, পক্ষদ্বয়ের মধ্যে ঘটনা অথবা আইনগত বিষয়ে কোন বিবাদ নাই, তাহা হইলে, আদালত, অবিলম্বে রায় বা আদেশ প্রদান করিয়া মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করিবে৷
@user-fv5fl3jl1u
@user-fv5fl3jl1u 4 ай бұрын
@@sstvbangla স্যার , এই বিষয়ের‌ সর্বোচ্চ শাস্তি কি কি? একটু জানাবেন প্লিজ?
@sstvbangla
@sstvbangla 4 ай бұрын
লোনের সম্পুন্ন টাকা ইন্টারেস্ট সহ পরিশোধ করা সাথে জেল জরিমানা ; লোনের টাকা পরিশোধ করতেই হবে শাস্তি ভোগ করে দব্যাংক লোন মওকুপের সুযোগ নেই। বরং মামলা চালানোর খরচ, সাথে জেল খাটা, এবং চেকের মামলা হলে চেক মুল্যের ২৫% টাকা পরিশোধ না করলে জামিন হবে না
@mdramzanali
@mdramzanali 9 ай бұрын
মৌখিক গ্যারান্টারের নামে মামলা করা যাবে আমার ১০জনের মত সাক্ষী আছে
@sstvbangla
@sstvbangla 9 ай бұрын
ব্যাংক সবসময় লিখিত গ্যারান্টর নেয়। মৌখিক গ্যারান্টরের কোনো ভিত্তি নেই ব্যাংকের কাছে
@wasife12
@wasife12 8 ай бұрын
1ta kisti na dila kono problam hoi bank loan e
@wasife12
@wasife12 8 ай бұрын
Jamin dar lon pabi 1 kisti bokeya takle
@sstvbangla
@sstvbangla 8 ай бұрын
পাবে
@mdfaysal6996
@mdfaysal6996 6 ай бұрын
ভাই আমার বাবা একজনের জমিনদার হইছে সেছাড়া আরো 4 জন আছে গেরানটার এখন আমার বাবার করনিও কি
@sstvbangla
@sstvbangla 6 ай бұрын
লোনটি কি খারাপ হয়ে গেছে নাকি এখনও নিয়মিত সেটা দেখা দরকার । লোন নিয়মিত ভাবে পরিশোধ হলে গ্যারান্টর এর কোনো সমস্যা হয় না। কিন্তু লোন পরিশোধ নিয়মিত না হলে পরবর্তীতে গ্যারান্টর এর উপর দায় বর্তায়। তাই আপানার বাবা যার লোনের গ্যারান্টর হয়েছে সে যাতে নিয়মিত ভাবে লোন পরিশোধ করে সে ব্যাপারে সচেস্ট হতে হবে। ধন্যবাদ
@mdfaysal6996
@mdfaysal6996 6 ай бұрын
@@sstvbangla Tara boltase akbere sob taka dite hobe akon amar baba ke chaile tar vage joto pore toto taka diya nijer name kat te parbe 5 jon granter chilo
@sstvbangla
@sstvbangla 6 ай бұрын
না, আংশিক লোন বা গ্যারান্টর অনুপাতে আংশিল লোন পরিশোধ করে গ্রারান্টর হতে অব্যাহতি পাওয়ার সুযোগ নেই, তবে সব গ্যারান্টর মিলে একসাথে সম্পুন্ন লোন পরিশোধ করতে পারে কিনা সেটা চেষ্টা করে দেখতে পারে
@sstvbangla
@sstvbangla 6 ай бұрын
আংশিল শব্দ আংশিক হবে ******
@AzmainRahman
@AzmainRahman Ай бұрын
Bhai apner sathe ektu kotha bola dorker. Apner number ta deya jabe
@sstvbangla
@sstvbangla Ай бұрын
ইমেল করন sakhawatjnu@gmail.com
@rotonvlogs
@rotonvlogs 8 ай бұрын
ঋণ কারি সরকারি চাকরী করে। গ্যারান্টার তার কলিগ,ঋান কারি মারা গেলে। কিংবা কোন কারনে কিস্তি না দিতে পারলে, গ্যারান্টার কি কোন সমস্যা হবে।,
@rotonvlogs
@rotonvlogs 8 ай бұрын
প্লিজ জানাবেন???
@sstvbangla
@sstvbangla 8 ай бұрын
এই ভিডিওটি দেখুন kzbin.info/www/bejne/nYHQiaaFhsmcg5Ysi=JH5wqAcAIw8w2Zl0
@sstvbangla
@sstvbangla 8 ай бұрын
ঋনগ্রহনকারী ঋন পরিশোধ না করলে গ্যারান্টরের সমস্যা হবে, ব্যাংক গ্রাহকের সাথে সাথে গ্যারান্টর এর বিরুদ্ধেও মামলা করতে পারে, তাছাড়া গ্যারান্টর এর সিআইবি রির্পোট খারাপ হয় বলে গ্যারান্টর কোথাও থেকে ঋন নিতে পারবে না ভবিষৎতে।
@yashibnehossain219
@yashibnehossain219 4 ай бұрын
স্যার আমি আমার এক ব্যবসায়িক পার্টনারের ব্যাংক লোনের গ্যারান্টর হই আজ থেকে প্রায় ১০-১২ বছর আগে। তাছাড়াও ঐ ব্যক্তি আমার কিছুটাকা আত্মসাৎ ও করে,আমার পাওনা টাকার জন্য আমি তার বিরুদ্ধে একটি মামলা করি।বর্তমানে তার সাথে আমার কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই।কিন্তু লোন নেয়া সেই ব্যক্তি তার লোন পরিশোধ করেনি।তাই তার লোনটি ডিফোল্ডার হয়ে যায়। কিন্তু সেই ব্যাক্তি এলাকায় ব্যবসা বানিজ্য করছে এবং ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে।এমন অবস্থায় আমি একবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করলে ব্যাংক লোন ডিফোল্ডারের গ্যারান্টর হওয়ায় আমার নমিনেশন বাতিল হয়।এখন আমার নির্বাচনে অংশগ্রহণ করতে হলে করণীয় কি হবে?
@yashibnehossain219
@yashibnehossain219 4 ай бұрын
@sstvbangla স্যার আমার বিষয়টি যদি একটু বিবেচনা করতেন তাহলে উপকৃত হতাম।
@sstvbangla
@sstvbangla 4 ай бұрын
যতক্ষন পর্যন্ত আপনার ঐ ব্যবসায়িক পার্টনারের লোন পরিশোধিত না হবে বা লোনটি ক্লাসিফাইট(Classified) থাকবে ততক্ষন পর্যন্ত আপনার CIB তে সেটা থাকবেই যে আপনি একটা লোনের গ্যারান্টর যেটা মন্দ লোন বা ক্লাসিফাইড লোন। লোন পরিশোধ ছাড়া বা লোনটিকে রিশিডিউলের মাধ্যমে রেগুলার করা ছাড়া এ থেকে পরিত্রানের কোনো উপায় নেই। দীর্ঘদিন ধরে লোন ক্লাসিফাইট থাকলে ব্যাংক বন্ধকী সম্পত্তি বিক্রয় করে লোন পরিশোধের চেষ্টা করে অথবা গ্রাহকের বিরুদ্ধে এবং প্রয়োজন মনে করলে গ্যারান্টর এর বিরুদ্ধেও মামলা করে টাকা আদায়ের চেস্টা করে করতে পারে । তবে মনে রাখবেন একজন গ্যারান্টর এর দায়ও কোনো অংশেই কম নয়, তাই কিভাবে লোন পরিশোধ করিয়ে এই দায় থেকে মুক্তি পাওয়া যায় সে সম্পর্কে চিন্তা করে সঠিক পথ বের করুন।
@digitaltravelling
@digitaltravelling Жыл бұрын
মারা গেলে লোন গ্রহিতা তাহলে গ্যারেন্টার এর দায় কতটুকু।
@sstvbangla
@sstvbangla Жыл бұрын
লোন গ্রহিতা মারা গেলে লোান গ্রহিতার উত্তরাধিকাররা লোন পরিশোধে বাধ্য হবে। তবে উত্তরাধিকাররা লোন পরিশোধ না করলে গ্যারান্টর লোন পরিশোধে উত্তরাধিকারদের সাথে সাথে দায়বদ্ধ
@ShapirHSahel
@ShapirHSahel 5 ай бұрын
গ্যারাটরও যদি মারা যায় তবে কি হবে ভাই
@mdbelalhossain2835
@mdbelalhossain2835 5 ай бұрын
please subscribers
@sstvbangla
@sstvbangla 5 ай бұрын
ওকে
@Journeywithtanjil
@Journeywithtanjil Жыл бұрын
আমি একটি লোনের গ্যারান্টার।এখন আমি কি ওই লোনের সব টাকা সূদ সহ দিতে হবে? আমি কি চাইলে গ্যারান্টার হিসাবে সূদ মওকুফ করাতে পারব?
@sstvbangla
@sstvbangla Жыл бұрын
আইনগতভাবে লোন গ্রহিতা লোন পরিশোধ না করলে লোন গ্রহিতার সাথে সাথে গ্যারান্টরকেও এর দায় নিতে হয়। তবে আমাদের দেশে ব্যাংকগুলো গ্যারান্টরকে খুব একটা প্রেসার দিতে দেখা যায় না। ( প্রেক্টিস ভিন্ন ভিন্ন হয়) হ্যা গ্যারান্টর সুদ মওকুফ করার আবেদন করতে পারবে
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 72 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 55 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 72 МЛН