অফিস পাড়ায় এক সময় আপনার অফিস ছিল, তাই ওই অঞ্চলটার অলিতে, গলিতে, জনসমক্ষে বা একটু আড়ালে লুকিয়ে থাকা সুখাদ্য বৈঠকের সন্ধান, এবং ওই পাড়াটার প্রতি দুর্বলতা বা ভালবাসার কথা বোঝা গেল, আগের দিনের ভ্লগ বিষয়ক কথোপকথনে। যদি খুব ভুল না বুঝে থাকি - এই ডঃ রফি আহমদ কিদোয়াই রোড আর বেনেপুকুর-বেগবাগান অঞ্চল সম্বন্ধেও আপনার একটা soft corner আছে। আপনার অনেক ভ্লগেই এই areaর খাবার দাবারের জায়গাগুলো ফিরে ফিরে এসেছে। Milk Emporium থেকে একটু এগিয়ে ঘুমিয়ে থাকা ট্রাম লাইন ধরে বাঁয়ে ঘুরে Royd Street এ উঠে পড়লেই আমার স্কুল আর একটুকরো ছেলেবেলা, আর উল্টো দিকে খানিক হাঁটলেই হাজী মহম্মদ মহসীন স্কোয়ার পেরিয়ে আলো আঁধারের পথে জানবাজার, আমাদের ছেড়ে আসা আবাস। ফলে nostalgia উস্কে দেওয়া এই ভ্লগটা যে বিশেষ ভাল লেগেছে, সেটা মনে হয় আর আলাদা করে না বললেও চলবে। যে কোন কারণেই হোক, অন্য কোন ফুড ভ্লগারের করা ভ্লগে এই অঞ্চলের food joint দেখেছি বলে মনে পড়ছে না। এই জায়গাটা itself একটু hidden। পার্ক সার্কাস অঞ্চলটা অবশ্য আপনার মতন অনেকেই cover করেছেন ... অনেক ভ্লগ বাদে আপনার ক্যামেরা যেন আজ কিছুটা চোখ মেলে চাইল। ইদানীং সে যেন বড্ড বেশি objective খাদ্য কেন্দ্রিক হয়ে পড়ছিল। আসলে খাওয়াটা - ফুড ভ্লগের খাওয়া-দাওয়াটা তো নিছক পেট ভরানো বা তথ্য সরবরাহের জন্যে নয়, এগুলো মূলত বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। এবং যেহেতু আপনার camera / photo-videography sense একেবারে top class তাই খাওয়ার সাথে সাথে আশে পাশের পাল্টে পাল্টে যেতে থাকা চলমান দৃশ্যপট, প্রতিদিনই নতুন ভাবে গড়ে উঠতে থাকা কলকাতা শহরটার মধ্যেও এখনও গতি না হওয়ায় এখানে ওখানে টিকে থাকা পুরোন পুরোন বাড়ি ঘর আর বহুবিচিত্র মানুষজনের সমাহার - ক্যামেরায় ধরা থাকলে চোখের ও মনের আরাম হয় বলা বাহুল্য। অন্যান্য ভ্লগগুলোতে যেমন location description টা আরেকটু details এ দেন, এই ভ্লগটায় সেটা অনুপস্থিত। Featured outletগুলো জনপ্রিয় এবং সকলের পরিচিত (ধরে নিয়ে) বলেই কি ? যদিও এই styleটা - কিছুটা বলা কিছুটা না বলা - আমার ব্যক্তিগত ভাবে পছন্দ 😊। আরেকটা জিনিষ - এই যে আপনি দুরকম Firni চেখে দেখলেন এতে আমার মতন সাধারণ দর্শক একটু confused বা বিরক্ত বোধ করলেও - এতেই বোঝা যায় যে আপনি আদতে একজন true blue food connoisseur। একটা ছোট্ট কৌতুহল - Momo খাবারটা কি আপনার খুবই পছন্দের ? কোন জায়গাতে গেলেই (যেখানে Momo-ও পাওয়া যায়) আপনি প্রথমেই এক প্লেট Momo নিয়ে বসে পড়ে তারিয়ে তারিয়ে ছিঁড়ে খুড়ে খোলটা কতটা মোটা বা পাতলা বলতে বলতে মোমোগুলো সসে ডিপ করে খেতে থাকেন। Momo কি এতটাই সুস্বাদু ? অবশ্য পসন্দ অপনা অপনা😊। পুনশ্চ - আপনার মধ্য কলকাতা অঞ্চলের ভ্লগ দেখলে - "... প্রাণের বাসনা, প্রাণের আবেগ, রুধিয়া রাখিতে নারি ..."। একদিন Sudder Streetএ বেরিয়ে আসবেন নাকি ? 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' নির্মানের সেই বাড়িটার কি হাল হয়েছে দেখেও এলেন, আর ভ্লগের বিষয়েরও অভাব হবে না বলেই মনে হয়। আন্তরিক শুভেচ্ছা।
@GypsyBong9 ай бұрын
বেকড অ্যান্ড ফ্রয়েডের মোমো, চিকেন কাটলেট, রোল, ড্রাই চিলি চিকেন এগুলো আমাকে ওখানে আমাকে অনেকেই ট্রাই করতে বলেছিলেন তাই মোমো খেলাম, আমার খুব পছন্দের খাবার নয় মোমো তবে খুব একটা অপছন্দেরও নয়। আসলে আমি সব সময় ভিডিও ডেসক্রিপশন বক্সে একেবারে এক্স্যাক্ট এড্রেস আর লোকেশন ম্যাপ দিয়ে দিত ওই জন্যই অনেক সময় ভিডিওতে আমি আর লোকেশন নিয়ে বিশেষ কিছু বলিনা। আমার মাথায় যখন ভিডিওটা শুট করি তখন এমন একটা ব্যাপার থাকে যে ভিডিওটাকে ১৩-১৪ মিনিটের মধ্যে রাখতে হবে তাই আর এক্সট্রা কোন ইনপুট দিই না। আপনার কমেন্ট একদম ভালো কবিতার মত, পড়তে দারুন লাগে। আপনি খুব ভাল একজন অবজার্ভার। দেখি যদি সদর স্ট্রিটের কোনো ভালো খোঁজ পাই
@dipankarsarkar40039 ай бұрын
@@GypsyBong Thank you । ভাল থাকবেন।
@dipan31769 ай бұрын
Osadharon ekta comment porlam. apnaar lekha ei vlog er theke amaar upori paona. Bhalo thakben Dipankar Babu😊
@dipankarsarkar40039 ай бұрын
@@dipan3176 Thank you. আপনিও ভাল থাকবেন।
@susantanaiya72579 ай бұрын
Text te mon chua gacha,ata darun ak kothi
@godsid9 ай бұрын
Undoubtedly the best food blogger right now at least for me... .. your hotel explorations are just outstanding!
@ranjitdawn84249 ай бұрын
Your presentation & review so honest,,,, just like wow,,,, perfectly match to your looks & attitude.keep it up dada,,,,,,,,
@GypsyBong9 ай бұрын
So nice of you thank you
@indranibanerjee80669 ай бұрын
Thank you very much. Aamar to 66 years old but aami janina Kolkata te erokom dudh paowa jay . Aami Sudhu Benarash shorei dekhechi. Sotti tomar jonno 1ta sotti hidden gem er information pelam. Try korbo. Khub bhalo theko baba.
@GypsyBong9 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ ভিডিও এনজয় করার জন্য
@MiniatureGarage9 ай бұрын
দাদা , তুমি যেভাবে তথাকথিত অজানা , একদম হিডেন জেম গুলোকেই ফিচার করছ , খাদ্যপ্রেমী হিসেবে আমরা কৃতজ্ঞ । সত্যিকারের ভালো কন্টেন্ট এখানেই মেলে । এগিয়ে যাও এভাবেই । খুব ইচ্ছে একদিন তোমার সঙ্গে দেখা করে খাওয়া দাওয়া করি ।
@lokenathacharyya51258 ай бұрын
আজও যে গুটিকয়েক মার্জিত মানুষ আছেন যার মধ্যে আপনিও, দেখে বারবার খুবই ভালো লাগে । সাধুবাদ
@GypsyBong8 ай бұрын
ধন্যবাদ
@subhalakshmisarkar9 ай бұрын
I am from Ballygunge Place.....so Baked and Fried is an emotion for me. Food may be very simple and sitting area is also not that decorative.But i like the place the most.....Dekhte dekhte koto smriti bhir kore elo....chokhe jol eshe galo.... Apnake onek dhonnyobaad Ballygunge place e jawar jonyo ..❤
@GypsyBong9 ай бұрын
এভাবে রিলেট করেছেন জেনে আমি বাকরুদ্ধ। অসংখ্য ধন্যবাদ
@subhalakshmisarkar9 ай бұрын
@@GypsyBong Relate korbo na kano ? Okhane amar jonmo....Once again thank you.
@reddevil898139 ай бұрын
Video ti dekhar agei like kore dilam.. jani disappoint korben na Shuvro da. ❤
@GypsyBong9 ай бұрын
😊😊
@DebjaniMullick9 ай бұрын
Apnake je ki bole dhonyobad korbo janina.. besh kichudin dhore apnaar eyi hidden gems'er episodes gulo dekhchi, aar bhabchi ami amar priyo shohor ta ke ki shotti chintaam! Thank you from the bottom of my heart. Being a foodie shohor ta ke aro beshi miss kori apnaar videos gulo dekhe.. I always say, Kolkata - A Paradise Of Food ❤
@GypsyBong9 ай бұрын
কলকাতা সত্যিই খাবারের স্বর্গ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওগুলো দেখার জন্য। 🙏
He is really both sophisticated and knowledgeable person who genuinely reviews food yesterday I was watching a channel in which a person was eating a whole goat biriyani in a kind of unsophisticated manner
@abhijitdas36069 ай бұрын
Jibhe jol toh esei jai dada🤤🤤
@indiaendless73889 ай бұрын
Like, subscribe korun bolen ni bole like o korlam, subscribed o holam 😊... Apnar kotha bolar dharan khub bhalo r down to earth. Amar bhalo legechhe!
@thisisanindya9 ай бұрын
Sanguvalley prothom amar chokhe pore footprints er video te, onekdin por abar dekhe bhalo laglo, baked n fried amar school parai (patha bhavan), nostalgia ushke dilen, milk emporium anabodyo, asha kori year ending er agei YT te 1 lac reach korbe, 12-13 min er apurbo ekti short film dekhlam mone holo❤
@GypsyBong9 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওটা এনজয় করার জন্য
@priyothakur9 ай бұрын
কোলকাতায় থেকেও আপনি কি সুন্দর ওনার সাথে হিন্দিতে কথা বললেন অসাধারণ
Very close celebrity of mine stays in kolkata. You are a creative anchor to the Blog.
@bikashkumarghosh50089 ай бұрын
Darun hoyeche. Ak somoy ei Sangu Vally restaurant er nam mukhe mukhe ghurto.Sei somoy south e jara thakten kom beshi sabai ei restaurant er sathe kam beshi porichoy ache , jara sei somoy oi area te cinema ba kono function dekhte jeten r jaoa hoto pujor somoy. Eder sanacks item khub famous chilo.
@GypsyBong9 ай бұрын
একদম ঠিক বলেছেন স্যার
@MultiSumitro9 ай бұрын
Finally baked n fried e gele... 2 bar bolechilam... egg chicken roll ta khete parte... jaihok as ususal ekta genuine vlog pelam... thanks... r one thing manush jodi bichokkhon hoto tomar etodin a 200 par hoe jeto... 20 taka r biryani te e public moje thakbe
@GypsyBong9 ай бұрын
বেকড অ্যান্ড ফ্রয়েডের খাবার দারুন লাগল সত্যিই, আরেকদিন গিয়ে রোল খাব। ভিডিওটা এনজয় করার জন্য, আর এতগুলোদিন আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ 😍😍
@arijitb.theicewiz8 ай бұрын
Baked and Fried is one of the best in South Kolkata
@soumiksamanta13769 ай бұрын
Akta jinish darun laglo... Baked and fried e chicken cutlet ta dekhe... Oi j chicken er leg ta unki marche, ota darun, akhn socharochor dakha jaay na. ❤
@GypsyBong9 ай бұрын
💯💯💯
@sbbongoancraft67099 ай бұрын
Khub valo lage tomar video
@GypsyBong9 ай бұрын
😊
@afnan2003B9 ай бұрын
মাঝখানে লম্বা একটা বিরতি দিয়ে আবার চলে আসলাম ওপার বাংলার প্রিয় ফুড ব্লগিং চ্যানেলে 🇧🇩♥️🇧🇩 বাংলাদেশে দাওয়াত রইলো। দাদা।
@bzbee52399 ай бұрын
Tomar vdo dekhte valo lage, dekhe tripti pai r onek kichu jante pari......valo theko..👍
@GypsyBong9 ай бұрын
ধন্যবাদ
@mohuaghosh86719 ай бұрын
Sangu valley is love for me..
@dipan31769 ай бұрын
Baked n Fried toh osadharon. Lactose intolerant so milk emporium chinleo is a NO-NO for me. tobe i have to admit Sangu Valley'r naam sunini konodin It's a revelation for me. Keep educating us on the hidden gems of Kolkata, it's a thoroughly enjoyable journey ❤❤❤❤
@GypsyBong9 ай бұрын
সাঙ্গু অনেক পুরনো দোকান, সাউথ কলকাতায় একসময় খুবই জনপ্রিয় রেস্টুরেন্ট ছিল। পূর্ণ সিনেমাহলে যারা সিনেমা দেখতে যেতেন তারা সাঙ্গুতে খাবার খেতেন। বেশ একটা ক্লাসিক ঐতিহ্য ছিল সাঙ্গুর। লাস্ট আমি যখন গিয়েছিলাম তখন একটু রান ডাউন হয়ে গিয়েছিল তবে এবারে দেখলাম যে মোটামুটি ঠিকঠাক আছে। খাবার ওই আফগানি কাটলেট খুবই ভালো ছিল। আর বেকড অ্যান্ড ফ্রয়েডের কথা আমার ক্যাম্পারির ভিডিওতে ফেসবুক পেজে অনেকে সাজেস্ট করেছিলেন এই দোকানটার কথা আমি জানতাম না। আর মিল্ক এম্পোরিয়াম আমার ব্যক্তিগত একটা পছন্দের জায়গা। ভিডিওটা এনজয় করার জন্য অনেক ধন্যবাদ।
@Rupan7-t183 ай бұрын
Oil quality is too good😊😊😊😊
@diptungsubanerjee63659 ай бұрын
Excellent vlog 👏👏👏👏👏
@smkbwn9 ай бұрын
Ami college e porar somoy oi paray Pg thaktam, baked and fried er khabar khetam. Onader mutton chop famous. College sesh korar por Bhawanipur e mess e thaktam..Sangu Valley r Pork Fried Rice..awesome.
@pratik25769 ай бұрын
Aaha
@GypsyBong9 ай бұрын
😊
@sayaksc35909 ай бұрын
Just Woooow Daroon laglo Vlog 👌👌❤️ Ajker ta seraa 🔥🔥 Sotti Ei hidden gem gulo byapok lagchhe 👌 Items gulo faatafati 😋😋 Jetei hobe..Good Review..keep it up ❤️❤️❤️❤️
@GypsyBong9 ай бұрын
👍👍👍
@champaghosal57549 ай бұрын
Sangu valley kothay? Dekhei to lobh lagchhe. You're getting to be my favourite food vlogger
@GypsyBong9 ай бұрын
সাঙ্গু ভ্যালি ভবানীপুরের পূর্ণ সিনেমার কাছে, এখন অবশ্য পূর্ণ বন্ধ হয়ে গেছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবকটা লোকেশন এর ম্যাপ এড্রেস সব পেয়ে যাবেন।
@subhammandal39829 ай бұрын
Khub valo honestly best food blogger ❤
@trailokyamukherjee57999 ай бұрын
জয় মা , জয় মা, ছাড়িস না মা, কিছু ছাড়িস না। চালিয়ে যান।
@GypsyBong9 ай бұрын
সব মায়ের ইচ্ছে 😊😊
@Rajdeep_Dey9 ай бұрын
Apnar 100K subscriber jonno odhir hoye bose achi Dada... Btw abaro ei video te mugdho holam 😊 onk valobasa roilo ❤❤
@GypsyBong9 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ
@saptadeepabiswas85039 ай бұрын
Darun lagche 🎉🎉
@GypsyBong9 ай бұрын
😊😊
@aviknandi5779 ай бұрын
Dada chotto ekta request somvob hole konodin Bongaon ashben...R video ta as always Fatafati ❤️.....
@GypsyBong9 ай бұрын
চেষ্টা করব
@RishiChaterji-pp2kn9 ай бұрын
Fantastic content which reminds me of my school days. Sangu Valley was our meeting point. Thank you.
@GypsyBong9 ай бұрын
Thanks for watching
@sukhendas23719 ай бұрын
😍😍🤤🤤🤤🤤🤤 এসব দেখে থাকা যায়না দাদা ❤❤❤
@GypsyBong9 ай бұрын
😊😊
@chandikundu67289 ай бұрын
Just outstanding asowme ki bolbo ja bolbo setai Kom bola hobe food analysis the best ei video er main usp apnar speaking quality just extraordinary really aI like it too much lot's of love from durgapur.
@GypsyBong9 ай бұрын
অনেক ধন্যবাদ ভিডিও এনজয় করার জন্য
@pratyush4769 ай бұрын
As usual quality content. Thank you Subhro da.
@GypsyBong9 ай бұрын
So nice of you
@totonfbb38969 ай бұрын
Waiting for 100k❤
@kaushikdatta8279 ай бұрын
Recipe are really nice of all the counters..but the last counter is very attractive...bhalo episode....👌
@GypsyBong9 ай бұрын
Thanks a lot 😊
@mrinmoybiswas34329 ай бұрын
Your style of presentation is adorable, makes the foods more delicious to the viewer like me.!
@GypsyBong9 ай бұрын
So nice of you, thanks for watching
@shubendhubanerjee45739 ай бұрын
Sanguvalley ageo gechen I think Dada??
@debokibose55929 ай бұрын
মিল্ক এম্পোরিয়াম ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের একটা জায়গা আর সাঙ্গু ভ্যালির কথা বহুবার শুনেছি। এখনো যাওয়ার সুযোগ হয়নি তবে এবার নিশ্চয়ই যাব।
@GypsyBong9 ай бұрын
😊😊😊💯
@anidas85299 ай бұрын
100 k soon.. apni agami dine bolpur-shantiniketan er kichu hidden eateries er ekta video jodi koren khub bhalo lagbe..street food, cafe, rest sob niye.. channel ta jokhon shuru hoechilo, tokhon majhe modhye khabar sathe travel videos o asto but ekhon ekdom e paina.. khub bhalo thakben
Phataphati as always dada,also Sangu Valley r afgani cutlet taah dekhe Mumbai er Britannia r palau er kotha mone pore galo due to the presence of dry fruits and cherry, also tumiee probably ONLY bangla r food vlogger jeh dudh oo cover koro(as we are generally not used having that outside)eeta aar ekta age korechile Surya Sen street ee,like a true foodie
@GypsyBong9 ай бұрын
আমি চেষ্টা করি মোটামুটি সব রকমের খাবারই দেখানোর জন্য। এই ধরনের প্রেজেন্টেশন পছন্দ করার জন্য অনেক থ্যাংকস। সাঙ্গু ভ্যালির ওই কাটলেট টা খুব হেভি ছিল, তবে ভালো স্বাদ। বিশেষ করে উপরের ওই গ্রেভিই স্বাদ দিয়েছে। আর বেকড অ্যান্ড ফ্রয়েডের অনেক রেকমেন্ডেশন ছিল আমার ফেসবুক পেজে যখন আমি ক্যাম্পারির ভিডিও পোস্ট করেছিলাম সেই সময়। আর মিল্ক এম্পোরিয়াম আমার ব্যক্তিগত একটা পছন্দের জায়গা বিশেষ করে রাবড়ি আর ফিরনির জন্য।
@sushovanroy17799 ай бұрын
অসাধারণ 👍
@GypsyBong9 ай бұрын
😊👍
@subratabiswas57009 ай бұрын
Ballygunge e Acropolis mall er just opposite foot er rasta die kichhuta egie gele ekata sundor restaurant achhe jetar owner ekjon lady. Jodi cover korte chan korte paren, khaoar gulo typical bengali food, ami name mone korte parchhina and ro ekta most probably Howrah Junction. Chaile explore korte paren, ami oder keu na, but sudhu kheyechhi r khabar gulo durdanto. Thanks...
Ai afgan item ta purono darun smriti firiey dilo.bohu bachor aage Metro cinema hall er pashe akta restaurant chilo,Cafe de monico.Spelling bhul o hote pare,ai restaurant a ashadharan afgan dish banato.thank you bhai.akdin eecchey ache afgan khete jabo😊❤
@GypsyBong9 ай бұрын
আচ্ছা খুব ভালো লাগল জেনে
@ankanmishra2549 ай бұрын
খুব সুন্দর পরিবেশন
@GypsyBong9 ай бұрын
😊😊
@saumodeepchandra5009 ай бұрын
Hatibagan Arsalan er pasei Sutanuti junction er butter nun with kadhai chicken, chicken Tanduri ar Bagicha er red paper chicken , hunan chicken with mixed fried rice ei duto try korun. Khub tasty khabar dutore.
@GypsyBong9 ай бұрын
চেষ্টা করব
@DipRoyy-h1z9 ай бұрын
konodin time pele ekbar new market aminia te giye oder mutton tikia ta try korben. Bet lagiye bolchi kheye just chitke jaben
@suranjandas25159 ай бұрын
Very good. Apnar presentation and conceptual explanation is absolutely amazing. ❤🙏👍
@GypsyBong9 ай бұрын
So nice of you
@abhi_97859 ай бұрын
@Gypsy Bong o eai restaurant gulor motoi cult ar heritage status paabe ekdin. Tobe eai eatery gulo in the long run ektu struggle korleo apnar channel er khetre setao hobe na. Superb Subhro da. Mon theke bollam ❤ P.S. Afghani Cutlet Gariahat er Das Cabin eo khub bhalo. Try na kore thakle ekbar try korben
@GypsyBong9 ай бұрын
দাস কেবিনে আমি অনেক বছর আগে একবারই খেয়েছি, মোগলাই খেয়েছিলাম। আবার কখনো নিশ্চয়ই ট্রাই করব। ভিডিও ইনজয় করার জন্য অনেক ধন্যবাদ এত প্রশংসা করবেন না আমি এত প্রশংসনীয় এমন কিছু কাজ করছি না।
@sayanroy73509 ай бұрын
Ami konodino kono food vloging channel e tader khilli orano chara kono kichui korini,,,,karon tader ab vab kaj kormo nacha nachi dekhe,,,oneke thik moto kotha bolte jane na tao food review kore,😂,,,,,,ami frist apnar page e positive comment korlam,,, apni apnar kaj niye onek passionate and apnar kotha bolar dhoron ar additional information khub sundor,,,valo thakun sustho thakun🫡
@GypsyBong9 ай бұрын
ধন্যবাদ 😊
@rohan34649 ай бұрын
Afghani fish fry ta try korte hobe dekhchhi...bes unique
@GypsyBong9 ай бұрын
স্বাদ পুরোটাই কিন্তু ওপরে যে গ্রেভিটা দিয়েছিল তার স্বাদ, আশা করি ভালো লাগবে
@anindyabhattacharya24249 ай бұрын
Milk emporium er menu te Lachha Milk bole ekta product dekhlam. Any idea about that ?
@GypsyBong9 ай бұрын
লাচ্ছা হচ্ছে সিমাই, গোল গোল করে পাকানো থাকে সরু সরু সিমাই। ঈদের আগে রমজানের সময় জাকারিয়া স্ট্রিট গেলে দেখতে পাবেন লাইন দিয়ে এমন সিমায়ের দোকান আছে। সেই সিমাইকে দুধে ডুবিয়ে দেওয়া হয় অনেকটা আমাদের সিমাইয়ের পায়েস টাইপের, সেটাই হচ্ছে লাচ্চা মিল্ক।
@anindyabhattacharya24249 ай бұрын
🙏🙏🙏
@atanupaul88032 ай бұрын
Dada ekta Michael Nagar Dhaba er video dekhte chai... Apni jodi kore thaken already ektu janaben , amar jana nei tai bollam
@ayanbandyopadhyay56949 ай бұрын
La jawab
@Sank16049 ай бұрын
Asadharon
@arpanmukherjee63838 ай бұрын
Sangu Valley te gele amar usual orders Chicken Mughlai ar oder Chicken Kobiraji Cutlet ta
@himanishbose57719 ай бұрын
Perfect
@noone-zl2di9 ай бұрын
Please cover top traditional restuarants that serve beef.
@GypsyBong9 ай бұрын
I don't eat beef
@SouravDas-cr6py9 ай бұрын
Waiting for 100k🎉
@GypsyBong9 ай бұрын
🤞
@thekasketo37859 ай бұрын
Apnar 😅 travelling o hoi , pet pujo o hoi 😅 and ( Income ) o hoi . Aksathe sob 😅😅 don't mind just mojai likhlam dada
@GypsyBong9 ай бұрын
হেব্বি মজার কাজ মশাই!
@amlanmaji51609 ай бұрын
R ei poriman bairer khabar kheye j health hazard er risk thake seta vebe dekhechen?
@DipRoyy-h1z9 ай бұрын
@@GypsyBongkonodin time pele ekbar new market aminia te giye oder mutton tikia ta try korben. Bet lagiye bolchi kheye just chitke jaben
@sayed18212 ай бұрын
@@DipRoyy-h1ztry krochi bhai bhalo na oto. Atleast amai toh bhalo lege chilona.
@noobboy03219 ай бұрын
100k 🎉🎉🎉
@RajulJha-o4b9 ай бұрын
Aami to budhimaan ❤
@susennath60359 ай бұрын
0:51 baro karai te parota bhaja jhochhe bepar ta dekhben pls
@GypsyBong9 ай бұрын
হ্যাঁ অনেক সময় এমন হয় মিস্টেক হয়ে যায় ভুল বলেছি দুঃখিত
Dada kindly kanchrapara te eshe ektu pizza place theke pizza khey jaben khub tasty ar khub kom dame dada ekhane ashle regret thakbe na apnar je eto dur eshe bhalo khabar pelam na kanchrapara theke toto kore chole jaben pizza place kanchrapara shopping market er okhan theke toto dhorben please try kore jabe. Dada❤
@kunalnaskar29839 ай бұрын
Wake up babe, Gypsy bong just dropped a new video.
@GypsyBong9 ай бұрын
😅😅🫡❤️
@udayanbanerjee74459 ай бұрын
অনেকেই বলছেন মজার কাজ!! মোটেই না এত সব খেয়ে পেটকে ঠান্ডা রাখা বেশ মুশকিল। উদয়ন( ওরফে দূর্বা দাম)
@bikisah68519 ай бұрын
❤❤❤😮😮😮
@priyankamitra40289 ай бұрын
Kolkatay Milk Emporium ache jana chilona. apnake anek dhonyabaad amon ajana jaygar hodish deyar jnno. Lachcha Milk byapar ta ki janale bhalo hoy.
@GypsyBong9 ай бұрын
ঈদের সময় যে সীমাই বিক্রি হয় সেটাকেই লাচ্চা বলে। সরু সরু শিমাইয়ের গোল গোল লাচ্ছা টাইপের হয় সেটা দুধে দিয়ে অনেকটা সিমাইয়ের পায়েস টাইপের হয় সেটাই লাচ্ছা মিল্ক।
@priyankamitra40289 ай бұрын
@@GypsyBong Accha accha. zakaria St e dekhechi bote. Bujhlam. dhonyabaad
@mrityunjoynagroy83399 ай бұрын
Apnar knowledge ache besh about food so kindly marks deben tahole aaro valo lagbe
@ranadeepghosh18919 ай бұрын
Baked and fried এর উল্টোদিকে মুখার্জী sweets টা ও কভার করতে পারতেন
@GypsyBong9 ай бұрын
হ্যাঁ ওই দোকানে পরের দিন যাব, অবশ্যই যাব। ওদের মোগলাই আর ফিশ ফ্রাই ট্রাই করব ওই দোকানেরও অনেক রেকমেন্ডেশন আছে আমার কাছে। খুব তাড়াতাড়ি সাউথ কলকাতার আর একটা ভিডিও আমি করব।
@ranadeepghosh18919 ай бұрын
আরো একটা বলছি ওটাও পারলে করতে পারেন, সন্ধ্যা র দিকে গোলপার্ক মোড় এ যে মৌচাক আছে (যেটা কিছু মাস হলো বন্ধ) ওর উল্টোদিকে বন্ধন ব্যাংক এর সামনে একজন কাকু ঝালমুড়ি বানান ওখান থেকে পাঁপড়ি চাট টা খাবেন, অনবদ্য খেতে আর ঐ চত্বরে ice berg, fresh ন up আর হোটেল সপ্তর্ষি (যেটা মৌচাক এর বিল্ডিং এর backside এ আছে ওটার fixed chowmein, চিলি চিকেন টা try করবেন ) টা পারলে কভার করতে পারেন... ভালো কনটেন্ট হবে এটা গ্যারান্টি দিতে পারি..
@diprachatterjee41159 ай бұрын
Baked and fried er mixed chowmin যে কোনো বড়ো রেস্তোরা কে বলে বলে গোল দেবে
@sugaritsiraj6829 ай бұрын
I'm from Ballygunge and I know ifs n buts of Baked and fried
@butabhai49209 ай бұрын
Previous intro was better but someday one has to change ,new one is also good....😅
@imzidan2556 ай бұрын
চাইনিজ খাবারের প্রতি আপনার ভালোবাসার খাতিরে বালিগঞ্জ এলাকার আরেকটা হিডেন জেম (আমার মতে) এর হদিস এবং সুপারিশ দিতে চাই। রিপোজ নার্সিংহোমের সংলগ্ন grub fast food. এখানকার চিকেন হাক্কা চাউমিন এবিং চিকেন ললিপপ গত সাত বছর ধরে সপরিবারে আমাদের মন ভরাচ্ছে (must recommended)। উপরন্তু কাছাকাছি আরেক লোভনীয় দোকান হলো Bright street এর Arif Pyare kebab. ওখানকার চিকেন pyare কাবাব এবিং চিকেন আফগান কাবাব এক কথায় লাজওয়াব। কখনো এলে, আশা করি মন ভরবে।
@AbhinavaMukherjee9 ай бұрын
Sangu Valley jete hocche tobe Chicken Afghani try korar jonne.
@GypsyBong9 ай бұрын
যদি এমন মিষ্টি মিষ্টি গ্রেভি টাইপের খেতে চাও তাহলেই যাও, আদতে কিন্তু স্বাদ এই গ্রেভির, কাটলেট কিন্তু মুচমুচে নয়, গ্রেভি ঢালার জন্য সগি লাগবে
@AbhinavaMukherjee9 ай бұрын
@@GypsyBong Haan Amar Ei Mishti Gravy tai pochondo. Ageo kheyechi Chicken Afghani, New Market er okhane Regent Restaurant e.
@tapatighosh79049 ай бұрын
Address gulo likhe diben
@GypsyBong9 ай бұрын
ডেসক্রিপশন বক্সে চেক করে দেখুন সব লেখা আছে
@DSharma19 ай бұрын
Sangu valley 10 yrs aageo osadharon chhilo. Present generation of owners ra khabarer jaygay GOBOR serve kore. They are only interested in making some quick money. Sob shesh korechhe era....
@akashbera80029 ай бұрын
Ami vegetarian South Kolkata te kotha best vegetarian food pawajay bolun to
@GypsyBong9 ай бұрын
আপনি প্রেমাবিলাস বা কমলাবিলাস ট্রাই করতে পারেন, নিরামিষ সাউথ ইন্ডিয়ান স্টাইল খাবার পাবেন। শুধু নিরামিষ বাঙালি খাবার সাউথ কলকাতায় কোথায় পাওয়া যায় সেটা আমি জানিনা।