স্যার আসসালামুয়ালাইকুম আমার বাবার দুটো বিয়ে আমি দ্বিতীয় ঘরের সন্তান প্রথম প্রথম ঘরের সন্তান জমি হেবা বিল এওয়াজ করে নিয়ে নিয়েছে পরেবাবা ওই জমি আমাদের কাছে বিক্রি করে বাবার খুব অসুখ হয়েছিল তখন বাবা জমি বিক্রি করে এখন জমিটা কার টিকবে দয়া করে জানাবেন
@mdsamrat732711 ай бұрын
মাশা আল্লাহ ভাই আপনি অনেক সুন্দর আলোচনা করিয়াছেন। আপনি আরও এগিয়ে যান
@md.aftabuddin-rp8hh26 күн бұрын
thank you
@digital_marketing_freelancer Жыл бұрын
Sir Can I meet You?
@LegalSolutionsBD Жыл бұрын
জি
@MdmannanHossain-j5l7 ай бұрын
আপনার বাসা কই আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই
@AbdusSalam-u6m6 ай бұрын
আচ্ছালামুআলাইকুম ওয়ারাহমাহতুললাহ আমার জানার বিষয় হলো বাবার বাড়ির জমি বোনেরা যে জমি পাবে কিন্তু ভাইদের না জানিয়ে এক বোন আরেক বোন কে দান করেছেন টাকা উল্লেখ করে এই দান কি সঠিক হবে
@AshaShikhdar3 ай бұрын
আমার বাবা হেবা দলিল করে এখন সে মামলা করে নিতে চায় সেকি নিতে পারবে। আমাকে আর আমার মাকে বাড়ি থেকে বের করে দিঝে এখন কি মামলা করে সে জমি নিতে পারবে জানাবেন।
@AlamAlam-lf7ff11 ай бұрын
মুহতারাম একজন অনেক বড় মনের মানুষ উনার সহধর্মিণী ও এক মেয়েকে ৪২শতাংশ জমি বিল এওয়াজ হেবা করে দিয়েছেন এখন উনার মেয়ের আচরনে খুবই মর্মাহত যা ভাষায় প্রকাশ করা যাবেনা কি করে এ দলিল বাতিল করা যায় আশা করি জানাবেন। দোয়া ও শুভকামনা রইল।
@LegalSolutionsBD11 ай бұрын
দলিল বাতিল করতে হবে
@hassanhm234611 ай бұрын
আসসালামু আলাইকুম আমি হাসান মাহমুদ আমি মালয়েশিয়া প্রবাসী। আমি আর আমার বাবা মিলে ২০১৯ সালে একটা জমি ক্রয় করেছিলাম আমার মায়ের নামে ২০২৩ সালের এপ্রিল মাসে আমার বাবা মারা গেছেন তার পর আমার মা আমাকে না জানিয়ে জমিটা আমার ছোট ভাই কে হেবা করে দিয়েছে। আমার ভাই একটা নেশা খোর এখন আমি কি ভাবে জমিটা ফেরত পেতে পারি জমিটা কিনতে আমি ৭৫% টাকা দিয়েছিলাম। আমার কাছে প্রো মান আছে।
@LegalSolutionsBD9 ай бұрын
জমি যেহেতু আপনার মায়ের নামে, সে দান করতেই পারে। দানের পর দখল হস্তান্তর করা হলে দান কার্যকর হয়ে যায়। আপনার মা ইং পারে ঐ দান পত্র দলিল বাতিল করতে
@shuvoafsar68454 ай бұрын
@@LegalSolutionsBD যদি দখল হস্তান্তর না করা হয়।
@SadekurRehman10 ай бұрын
আসসালামুয়ালাইকুম। Sir, আমি যদি জমির মালিকের সাথে কোন রকমের আত্নীয় নয়। সে ক্ষেত্রে আমাকে কি হেবার মাধ্যমে জমি প্রদান করতে পারবে। আমার যতেষ্ট কাগজ পত্র আছে। দয়া করে যদি জানান। ধন্যবাদ
@LegalSolutionsBD9 ай бұрын
আত্মীয় ছাড়াও হেবা করা যাবে
@LegalSolutionsBDАй бұрын
@@SadekurRehman দান করা যাবে, তবে জমির মূল্য অনুযায়ী রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
@litonmuhammad1863 Жыл бұрын
সালামুআলাইকুম আজ থেকে দশ বছর আগে আমার সৎ বোন থেকে দানপত্র বা দলিল করে নিয়েছিলাম এখন কি এই দলিল বাতিল করতে পারবে
@LegalSolutionsBD Жыл бұрын
পারবেন
@litonmuhammad1863 Жыл бұрын
@@LegalSolutionsBD সরি ভাই দলিলটা হেবা ছিল হেবা কি বাতিল করা যাবে
@janaracea8895 Жыл бұрын
আমার জমি একে দাগে ৪৮ শতক এর মধ্যে ৪ শতক জমি আমার বড় আব্বার। সেই ৪ শতক জমি দলিলে ৯১ হাজার টাকা উল্লেখ করে চলাচলের রাস্তা জন্য আমার রক্তের বাহিরের লোককে দানপত্র করেন। এখন এই ৪ শতক জমি জন্য কি পিয়ামশন করতে পারব। দয়া করে জানাবেন প্লিজ।
@LegalSolutionsBD Жыл бұрын
হেবা কার্যকর হয়ে গেছে
@LegalSolutionsBD8 ай бұрын
প্রথমত হেবার বিরুদ্ধে প্রিয়ামশন চলে না। রক্তের বাহিরে দানে বাঁধা নেই। চলাচলের রাস্তা বন্ধ করা যায় না। ইজমেন্ট রাইটস। প্রিয়ামশন করতে পারেন যদি প্রমাণ করতে পারেন দান নয় বিক্রি করেছে, আপনাদের ঠকাবার উদ্দেশ্যে দান পত্র দলিল করেছে।
স্যার,আমার একটা জমি নিছি,সার কাছে জমি টা নিছি তার ভাই এখন হক সেবা করতে চায়,আমারা ৫০ হাজার টাকা শতক কিনছি আর দলিল করছি ২০ হাজার টাকা শতক,,এখন আমি কী করবো😢😢😢😢😢 প্লিজ রিপ্লাই দেন... অনেক কষ্ট করে জমি টা নিছি,অনেক কিছু খতি করে জমি টা নিছি, আমি জমি সম্পর্কে কিছু জানি না😢😢
@LegalSolutionsBD Жыл бұрын
এখন ২০ হাজার এবং ২৫% ক্ষতিপূরণ পাবেন।
@asdze Жыл бұрын
স্যার এওয়াজ দলিল বাতিল করা যাবে?
@LegalSolutionsBD Жыл бұрын
বাতিল করা যাবে আদালতের মাধ্যমে
@asdze11 ай бұрын
@@LegalSolutionsBD কতদিন লাগতে পারে।
@MdmannanHossain-j5l7 ай бұрын
স্যার আপনার নাম্বার আর ঠিকানা টা দেন দেখা করবো
@KajolMedical11 ай бұрын
মা বাবা তাদের সন্তানদের দানপত্র ঘোষনা পত্র করতে পারবে না? ২০০ টাকা ফি দিয়ে
@সজিব-ঝ১শ11 ай бұрын
স্যার আমি আমার বাবার সম্পত্তি পাই নাই আমাকে ঠকানো হয়েছে এটার বিচার কি হবে এই দুনিয়ায় আমার বাবা দুই বিয়ে করে আমি 2 নম্বর ঘরের আমার বয়স 7 বছর চলে 2010 সালে তখন আমার আম্মা বলেছে আমার মেয়ের বাঘের সম্পত্তি মেয়ের নামে দিয়ে দেন তখন আমার বাবা বলে মেয়ে বড় হক এভাবে পরে দিন চলে যায় পরে দুই বছর পরে 2012 সালে আমার বাবা আমার আগের ঘরের বনকে সব সম্পত্তি হেবা করে লেখে দেই পোপনে তখন আমরা জানতাম না 2017 জান্তে পারি আমার বাবা সব সম্পত্তি হেবা করে দিয়ে দিয়েছে 2018 সালে আমরা একটি মামলা করি আমাদের অকিলের নাম চিলো সাইফুল সে ছিলো চট্টগ্রামের লোক মামলা চলে এক বছর 2019 সালে আমার বাবা শেখ আব্দুল্লাহ। ওরেন বের হয় নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে পরে কোডে আসামি হাজির করে বিচারক বলে মেয়ে এইটা তুর সে বলে দুইটা বলে মেয়ে এটা কার আমাকে দেখিয়েছে সে বলে আমার বিচারক বলে তাহলে সম্পতি এক জনকে কেন দিলি 2 মেয়ে সমান পাবে । মাসে সে বলেছে আমি দিই নাই আমাকে চাপ কাটিয়ে নিয়েনিয়েছে । পরে তাকে ডিসেম্বর মাসে জেল বন্ধ হয়ে যায় সরকারি ভাবে পরে। কোট খুলে তাকে জামিনে নিয়ে আছে অস্তিত্ব ছিলো সে তাই তাকে জাবিন দেই কোট থেকে। এক মাসের জন্য আর বলে সম্পতি ঠিক করার জন্য পরে সে মিল দেই আমাদের সাথে যোগাযোগ করে আমার আমাকে বলে বন মামলা নামিয়ে পেল আমি মেয়েকে সম্পতি দিবো বলছে কোথায় থেকে দিবি সে বলে পুকুর পাড়ে জায়গা এটা দিবো খবর নিয়ে দেখেছি ওখানে ছিলো আটাগন্দা আছে জায়গা। পরে দুই দিন পরে সে আর নেই চলে গেলো । পরে কোডে আমাদের অকিলকে বলে আমার মা শেখ আব্দুল্লাহ নেই আর তার পরে একটা কথা বলা হয় নাই আমাদের অকিলের সাথে ওরা যোগাযোগ করতো আগের থেকে আমাদের অকিল ছিলো। চট্টগ্রামের লোক। আমার বাবার দেশের বাড়ী ও চটগামে। পরে অকিল বলে মিতৃ লোকের বিরুদ্ধে আর মামলা চলবে না মামলা না বা চললে এটা কোট বুঝবে আগের জবান বন্দি দিয়েছে এটা এগিনেতে কোট বুঝবে কিন্তো আমাদের কোটে তারিখ দেই নাই এটার প্রশ্ন আমার 1নম্বর এখন আমার 2 নম্বর প্রশ্ন মামলা কি আসলে চলতো না নাকি সে টাকা খেয়েছে আসামির পক্ষে থেকে । মোট সম্পত্তি দাম আছে এক কোটি টাকা । পরে আর আমরা বিচার পেলাম না এখন আমার 3 নম্বর প্রশ্ন ওয়ারিশ রেখে কি হেবা হয় কি করে এখন আমার কিছু করার থাকলে উত্তর গুলো জানাবেন জানাবেন দয়া করে প্লিজ
@m0hammeduddin547 Жыл бұрын
স্যার, আমার দাদা আমরা তিন ভাই কে ওনার কিছু জমি দান করেছেন এবং দানের কিছু দিন পর আমরা ২ ভাই থেকে মুক্তি নামা দলিল মুলে ফেরত নেয় তখন আমার বয়স ১৬ বছর ৩ মাস।এখন আমার প্রশ্ন হলো,উক্ত মুক্তি নামা দলিল কি কার্যকর হবে?
@LegalSolutionsBD Жыл бұрын
না
@m0hammeduddin547 Жыл бұрын
স্যর একটু ব্যাখা করে বল্লে খুশি হতাম।
@LegalSolutionsBD Жыл бұрын
নাবালক কোন চুক্তি বা হস্তান্তর করতে পারে না। আইনের দৃষ্টিতে অবৈধ
@ÀishwaryaNag-o9o Жыл бұрын
উওরটা দিলে উপকৃত হইবো
@LegalSolutionsBD Жыл бұрын
দখল বুঝিয়ে দিলেই কার্যকর হবে। দাতা বাতিল করতে পারে।
@sr.atowarkhan6099 Жыл бұрын
পিয় সার আমি বিদেশে থাকি আমার সাথে পতারনা করে তার ছেলে মেয়ের নামে জুমি আগে দিয়ে আমার কাছে পরে দিয়েছে এটা জানার পরে, আমি সব দোলিল বের করে তার ছেলে আর বউ এর থেকে দান লিক্ষে নিয়েছি এবং খারিজ করেছি এখন কি আমার দোলিল বাতিল হবে
@sr.atowarkhan6099 Жыл бұрын
স্যার আমার উত্তর টা দিবেন আমি অনেক আশাই রইলাম
@LegalSolutionsBD Жыл бұрын
দান পত্র রেজিস্ট্রেশন হলে ঠিক আছে।
@BitheAkter-o3b6 ай бұрын
স্যার আমার শাশুড়ি আমার স্বামী কে হেবা করে দিলো দেয়ার পরে। আমার স্বামী আমাকে আবার হেবা করে দিয়ে দিলো। আমার নামে খারিজ ও হয়ে গেলো।এখন শাশুড়ি মামলা দিলো আমার স্বামীর নামে এখন কি পেরত নেয়া যাবে।কোন সত্ ছাড়া দলিল হইচে
@LegalSolutionsBD6 ай бұрын
আপনার শাশুড়ি মামলা দায়ের করে যদি প্রমাণ করতে পারে যে, আপনার স্বামী প্রতারণা করে হেবা নিয়েছে । তাহলে আপনার স্বামীর হেবা বাতিল হবে।
@sagarrozario-nl5sj Жыл бұрын
স্যার আমার শ্বশুরের তিন মেয়ে এক ছেলে।তিনি তার বাড়ি ও ভিটা ছেলে ও এক মেয়ের নামে দান করেছিলেন প্রায় দেরমাস আগে।এখন উনি তার নাম এ বাড়ি ও বিটা করবে এবং সবাইকে দান করবেন। কিন্তূ ছেলে ও মেয়ে দিতে রাজি না।আমার শ্বশর কি ভাবে পুনরায় নিজের নাম এ করবে? স্যার দলিল এ বাকি দুই সন্তান এর নাম উল্লেখ নাই তাদের না জানিয়ে সব কিছু করা হইচে।
@LegalSolutionsBD Жыл бұрын
হেবা দলিল বাতিল করতে হবে
@MdSumonIslam-y2v Жыл бұрын
আমার কোন ছেলে নাই 3 মেয়ে আমি আমার বাবার সম্পত্তি কতটুকু পাবো। আমার 2 ভাই 3 বোন।
@LegalSolutionsBD Жыл бұрын
আপনি আপনার পিতার সম্পত্তির ৭ ভাগের ২ ভাগ পাবেন
@mskkhorshedalam445 Жыл бұрын
আমি স্ত্রী কে হেবা ঘোষনা পত্র দিয়েছি কিন্তু শর্ত আছে দেনমোহর বাবদ, এখন আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি, জমি আমার চাচার বাড়ী এবং বাবার বাড়ী আছে। এটি কি বাতিল করা যাবে।
@LegalSolutionsBD Жыл бұрын
হেবাকৃত জমির মালিক আপনি ছিলেন?
@mskkhorshedalam445 Жыл бұрын
@@LegalSolutionsBD না আমার ওয়ারিশ সুত্রে আমার বাবা।
@MahamudaAkter-y3g8 ай бұрын
বউ যদি পালিয়ে যায় বা ডিভোর্স দেয় তাহলে স্বামী দানপত্র বাতিল করতে পারবে কি,,,,???please bolben....
@MostafizurRahman-u4hАй бұрын
সন্তানকে দান করা যাবে না?
@LegalSolutionsBDАй бұрын
যাবে
@HossainJidan Жыл бұрын
কোনো সন্তান না থাকলে পালক পুত্রবধূকে হেবা দিলে কি টিকবে ? দয়া করে এটার উত্তর দিবেন
@LegalSolutionsBD Жыл бұрын
দান যে কোন ব্যক্তিকে করা যায়। পালক পুত্রবধূ কে দান করতে কোন বাধা নেই। দান করে দখল হস্তান্তর করতে। দখল হস্তান্তর করা হলে দান কর্যকর করা হয়ে যায়।
@mohammadmostafa805410 ай бұрын
স্যার আপনার চেম্বারের ঠিকানা দিন।
@LegalSolutionsBD9 ай бұрын
ইসলাম এন্ড এসোসিয়েটস, ৬/২ আলী এন্ড নূর রিয়েল এস্টেট, মোহাম্মদপুর, ঢাকা ( মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে পশ্চিমে, সাত মসজিদের দক্ষিণ পাশে) ( ময়ূর ভিলার বিপরীতে)
@shimulahmed50575 ай бұрын
@@LegalSolutionsBDআপনার নাম্বার টা কি পাওয়া যাবে
@LegalSolutionsBD5 ай бұрын
@@shimulahmed5057 01712096276
@asishkumarsaha4509 Жыл бұрын
মা এর ক্রয়কৃত ২০ শতাংশ জমি । ৬ ছেলে সন্তান মেয়ে নাই। মা মারা গিয়েছে। এক ছেলে ৯ শতাংশ বিক্রি করেছে এবং সেই ছেলের কাছ যে ক্রয় করেছে তার নামে নামজারী হইছে। এখন তার কাছ থেকে আমি ক্রয় করতে চাই। কোনো বণ্টন নাম নাই। একটু জানান কিভাবে ক্রয় করলে ভবিষ্যতে কোনও ওয়ারিশ জামেলায় পড়বো না
@LegalSolutionsBD Жыл бұрын
মুসলিম আইন অনুযায়ী প্রত্যেক ছেলে পাবে ৩.৩৩ শতাংশ। বন্টননামা ছাড়া ৩.৩৩ শতাংশের অধিক জমি টিকবে না। নাম জারিও বাতিল হবে।
@mhrussell1928 Жыл бұрын
কোনো বাবা তার ওয়ারিসদের সম্পদ থেকে বঞ্চিত করলে তার আইন কি
@LegalSolutionsBD Жыл бұрын
মুসলিম আইনে কোনো ওয়ারিশকে সম্পূর্ণ বঞ্চিত করা যাবে না।
@mdshohag-v9b5k Жыл бұрын
যদি সম্পূর্ণ জমি আগের স্ত্রীর সন্তানদের বঞ্চিত করে পরের স্ত্রীর সন্তানদের হেবা করে দিয়ে দেয় তাহলে সম্পদ ফিরে পাওয়ার উপায় কি
@nusrathamima2323 Жыл бұрын
বাবা ছেলে এবং মেয়ে কে সম্পদ বুঝিয়ে দিল কিন্তু মৃত্যু র পর ভোগ করবে সে ক্ষেত্রে নিরাপদ দলিল কোনটা যদি বলতেন
@LegalSolutionsBD Жыл бұрын
অছিয়াতনামা দলিল
@LegalSolutionsBD Жыл бұрын
অছিয়াতনামা
@Imran-f6e5 ай бұрын
স্যার,যিনি দলিল লেখক, তিনি কি দানপত্র দাতার বং, দলিল স্বাক্ষী, ও সনাক্ত কারী হতে পারবে? দলিল লেখক কিন্তু আমাদের আত্নীয় না,সমাজের না,আমাদের গ্রামের ও না,এবং কি আমাদের ইউনিয়নের না।
@MonowarKhan-ff3ms7 ай бұрын
জনাব আমি আপনার সাথে সরাসরি দেখা করতে চাই, আমার হেবা দলিলের বিষয় নিয়ে, আপনার মোবাইল নাম্বার টা পেতে পারি কি?
@mdfahadhossain3635 Жыл бұрын
Baba chele k dan korle ki,karjokor hobe?dolil tikbe.plz janaben.
@LegalSolutionsBD Жыл бұрын
কার্যকর হবে
@abdurrahim501 Жыл бұрын
আমার বাবা জীবিত থাকা অবস্থায় আমরা ২ ভাই ও ৬ বোনকে বাবার সব জমি দানপত্র দলিল করে দেন, আমার আরো দুই ভাই আছে ,সবার বড় ভাই আমার বাবার আগেই মারা গিয়াছে, আমার বাবা আমার বড় ভাই ও মেজ ভাইয়ের সাথে রাগ করে আমরা ২ ভাই ও ৬ বোনকে হেবা দলিল করে দেয়,এখন আমার মেজ ভাই আমাদের নামে মিস কেস করেছে, এই অবস্থায় কি আমাদের দলিল বাতিল হতে পারে? অনুগ্রহ পূর্বক জানাবেন? ১৯/২/২০২৪ মামলার ডেট আছে
@LegalSolutionsBD Жыл бұрын
বাতিল হতে পারে, সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে
@DewanMizan-wt1jt9 ай бұрын
বৌ না থকলে হেবা দলিল কি বাতিল হয়
@LegalSolutionsBD9 ай бұрын
না
@momotajali5360 Жыл бұрын
বাবা ছেলে কে হেবা করে দিছেন & এখন বাবার প্রয়োজনে হেবা বাতিল করে বিক্রি করা যাবে কি??? ছেলের বয়স ১৪/১৫
@LegalSolutionsBD Жыл бұрын
যাবে
@MdMajidul-n7g Жыл бұрын
ভাই আমার দাদা আমাকে একটি হেবা ঘোষণা দলিল রেজিষ্ট্রেশন করে দিয়েছে দলিলে মুললো উল্লেখ করেছি এবং শর্তে লেখা আছে পরবর্তী কেউ বাতিল করতে পারবে না এখন আমার দাদা জুদি দলিল বাতিলের মামলা করে দলিল কি বাতিল হবে
@HajiRafi-nw7bj8 ай бұрын
সার পালক সন্তানকে দান করলে কি দান হবে
@LegalSolutionsBD8 ай бұрын
দান যে কেউই করা যাবে। রক্তের সম্পর্ক ছাড়াও দানে বাঁধা নেই। শুধু রেজিস্ট্রেশন ফি কম বেশি। দান করে দখল হস্তান্তর করা হলেই দান কার্যকর হবে।
@m0hammeduddin547 Жыл бұрын
আপনার ঠিকানা টা দেওয়া যাবে?
@LegalSolutionsBD Жыл бұрын
ইসলাম এন্ড এসোসিয়েটস। ৬/২ আলী এন্ড নূর রিয়েল এস্টেট, মোহাম্মদপুর, ঢাকা ( সাত মসজিদের দক্ষিণ পাশে) ( আল্লাহ করিম মসজিদের পশ্চিম দিকে ময়ূর ভিলার বিপরীত পাশে) ০১৭১২০৯৬২৭৬
@MdHasan-yx3ck10 ай бұрын
হেবা দলিল কি রক্তের সম্পর্ক ছাড়া করা যায় না.... আমার বাবা তার চাচাতো বোনের ছেলে কে হেবা করে দিয়েছে এখন আমার করণীয় কি
@LegalSolutionsBD9 ай бұрын
শুধু চাচাতো বোনের ছেলে নয় ভিন্ন ধর্মের লোকদের ও দান করা যায়, তবে মোট সম্পিত্তির তিন ভাগের এক ভাগ,