ধর্ম ব্যবসায়ী হুজুরদের দুরদিন খুব নিকটে।।। এই প্রজন্ম খুব সৌভাগ্যবান আপনাদের মতো সত্য সন্ধানীদের পেয়ে।।। একেবারে চোখ খুলে দিচ্ছেন।।।।
@miaasif19499 ай бұрын
শুধু সজল ভাইয়ের একার পক্ষে সম্ভব নয় এই ব্যাপারে সকলের ঐক্যের প্রয়োজন
@mdchanchal6079 ай бұрын
রাইট
@ask_7869 ай бұрын
Absolutely right
@btgaon10289 ай бұрын
সত্য কথা বলতে , যে কোন সম্প্রদায়ের কিছু মানুষ , মানুষের চলার ক্ষেত্রে মানুষ পরিচালক হিসাবের যে জ্ঞান আছে তার মাঝে সাইন্স , শৈল্পিক ইত্যাদি সার্বিক বিষয়ে বাস্তবে জ্ঞান অর্জিত না থাকায় অতিতের কোন বইয়ের বিদ্যা বোঝেন না ,যার ফলে বাস্তব কর্মে কোন জ্ঞান প্রকাশ করতে পারছে না অর্থাৎ ভিতর থেকে বাহির হতে পারছে না ,যার ফলে তারা সম্প্রদায়ের মধ্যেই থেকে গেছে অথচ মানুষ ঐক্যবদ্ধ হয়েই সত্যের বন্ধনে চলছে , সমাজ ও দেশ পরিচালনা করছে আর এই জন্যই অতিতে মানুষ সম্প্রদায় গড়েছিলো , সেখানে নিজের নেতৃত্ত্বের জন্য হয়তো কেহ সম্প্রদায় গড়েছিলো তবুও মানুষের জন্যই সেই সম্প্রদায়গুলো ছিলো, যদিও বর্তমানে সেই সব সম্প্রদায়ে মানুষ প্রভাবিত নয় ,যেহেতু বর্তমান রাজনৈতিক দলের ভিত্তিতে গণতান্ত্রিক ধারায় সমাজ ও দেশ চলছে ,আজ মানুষের চলার ক্ষেত্রে রাজনৈতিকভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে গঠিত ,রাষ্ট্রীয় সঠিক নিয়মে চলতে অভ্যস্ত । কাজেই সম্প্রদায় থাকবেনা , কোন রাজনৈতিক দল থাকবে না ,মানুষ আবার দল গড়বে কিন্তু মানুষ তার সত্যনীতিতে ঠিকই চলার চেষ্টা করছে ,চলছে আর এটাই হলো একজন মানুষের , সামগ্রিক ভাবেও সমগ্র মানবজাতির সত্য নীতি বা ইসলাম ধর্ম । কাজেই ইসলাম ধর্ম নিয়ে বর্তমানে অতিতের সম্প্রদায় নিয়ে ভেদাভেদ করা মানুষের এক ধরণের বোকামী তবে সত্যের পক্ষ হয়ে নিজের জন্য , সমাজের ,দেশের মানুষের জন্য চলাই হচ্ছে মানুষের মূল নীতি তাই মানুষ যাহাই কিছু করুক , সে তার কতৃত্ত্বেই থাকে আর সে ন্যায় বাদী হউক আর অন্যায়কারী হউক । কাজেই মানুষের জন্মই সত্যে , মানুষই সত্য অর্থাৎ মানুষ শান্তি ,মানুষই সত্যের শান্তির অর্থাৎ মানুষ মানেই ইসলামী ,মানুষের নিজস্ব বৈশিষ্ট্য বা ধর্মই হছে ইসলাম। । কাজেই বর্তমানে নীতি বা ধর্ম নিয়ে যুদ্ধ করা মানে অতিতের সম্প্রদায়গুলো নিয়ে যুদ্ধ করা নয় , নীতি বা ধর্ম নিয়ে যুদ্ধ করা মানেই সত্যের পক্ষে হয়ে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা অর্থাৎ অন্যায়কারী ,অন্যায়কারীর বিরুদ্ধে যুদ্ধ করা যাতে মানুষ নিজে এবং সকলে সত্যের শান্তিতে থাকে । - সবুজ ( ইমাম মাহাদী নয় )
@nezamhossain55549 ай бұрын
100% right, তবে ধর্মব্যবসায়ী ও তাদের অনুসারী মুর্খদের নিয়ে ভয়ে থাকি,
@tawalladhossain15679 ай бұрын
আপনাদের উভয়কে সালামুন আলাইকুম। কিছুদিন ধরে আপনাদের আলোচনা শুনছি এবং মহা গ্রন্থ আল কুরআন অধ্যয়ন করার চেষ্টা করেছি। এ ছাড়া গুরুত্বপূর্ণ ইসলামী সাহিত্য পড়ার সুযোগও হয়েছে। আমার মনে হয় বর্তমানে আমরা যে ইসলামের রঙ ও রূপ দেখছি এবং ইসলাম হিসেবে যা পরিপালন করছি তা কুরআনের শিক্ষার সংগে সঙ্গতিপূর্ণ কিনা সন্দেহ হয়। আমার কাছে মনে হয় যে, শেষ নবীর পূর্বে যে সকল নবী রাসুল এসেছিলেন এবং তাদের নিকট যে কিতাব সমূহ নাযিল হয়েছিল কিংবা দেয়া হয়, তাঁদের দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের উম্মতেরা তাদের প্রদর্শিত পথ এবং আল্লাহ প্রদত্ত কিতাবের শিক্ষার সঙ্গে যে ধরনের আচরণ করেছিল ও ধর্মকে ভ্রান্তির আবরণ পরিয়েছিল আমরাও কি সেই পথে চলেছি। পূর্বের আসমানী কিতাবগুলির কোনটি অবিকৃত অবস্থায় পাওয়া সম্ভব না হলেও শেষ নবীর উপর অবতীর্ণ আল কুরআন আমাদের নিকট অবিকৃত অবস্থায় বিদ্যমান।দূর্ভাগ্য যে মহাগ্রন্থ আল কুরআন বাদ দিয়ে আমরা নানা মত ও পথ দিয়ে মুক্তির জন্য ছুটে চলেছি।
@MasudFahim-h2i9 ай бұрын
Bhai prophet Isa AS holo Word of Almighty Allah so I think prophet Isa AS every word from Allah in injeel so I think prophet Isa AS bring any revelation through Angel Jibreel
@Two_wheels73739 ай бұрын
আপনার মতে সঠিক ইসলাম জানলে ও মানলে তাহলে না হয় হিন্দুর মরা আর না হয় মুসলিম মরা।
@mehediazad17809 ай бұрын
কি চমৎকার আলোচনা। মাশাআল্লাহ । আল্লাহ আপনাদের দীর্ঘজীবি করুক। নিয়মিত এমন আলোচনা আশা করছি সজল ভাই ও হাসান স্যারের কাছ থেকে
@MDMamunmayi-cq1oz9 ай бұрын
সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয় সজল ভাই চালিয়ে যান
@hermitageguesthouse53979 ай бұрын
No
@fulukhan88868 ай бұрын
😊
@MurzzadidPlabon6 ай бұрын
মাশাআল্লাহ । আল্লাহ আপনাদের দীর্ঘজীবি করুক।
@yaminalam95909 ай бұрын
সজল ভাই আপনার তুলনা হয়না। এযুগে আপনার মত জ্ঞানী আলোচক হাতেগোনা। বাংলাদেশে এবং সব বাঙ্গালির মধ্যে আপনি শ্রেষ্ঠ একজন ইসলাম বিশারদ। আল্লাহ আপনাকে ভালোরাখুন।
@nobirhossain23339 ай бұрын
রাইট
@AbdulHalim-zh2gg8 ай бұрын
চমৎকার আলোচনার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও শুভকামনা অবিরত ।
@romansyedabadi4497 ай бұрын
ধর্মের জটিল বিষয়টি একদম সহজ ভাষায় উপস্থাপন করেছেন, ধন্যবাদ আপনাদেরকে।
@SarifulIslam-cr2su8 ай бұрын
ছালাম❤এবরী 1❤ষজল সাহেবকে আপনি ভালো থাকবেন ❤
@jk-qg1lg9 ай бұрын
সজল ভাই আপনি চালিয়ে যান সফলতা আসবেই ইনশাআল্লাহ
@sultanarazia48449 ай бұрын
বিদায় হজ্জ জানা আমাদের জন্য খুবই একটা গুরুত্ব বহন করে। মাশ আল্লাহ। বাবরী মসজিদ - নিয়ে আলোচনা; আশায় আছি। ইনশাআল্লাহ।
@md.houmaionkobir9 ай бұрын
অসাধারণ আলোচনা। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শ্রদ্ধেয় হাসান মাহমুদ ভাই এবং রোসান ভাইর জন্য।
@ovinazmul62889 ай бұрын
সজল ভাই আমি একজন ব্যাংকার, আমি আপনার ধর্ম সম্পর্কে প্রায় সব গুলো ভিডিও দেখেছি. তারপর আমি প্রায় সব গুলো ক্রস চেক করেছি. আমার কাছে মনে হয়েছে আপনার কথাগুলো সঠিক. আজ প্রথম লাইভ দেখলাম. আমি আমার ছোট বোনের কাছে প্রথমে আপনার ভিডিও গুলোর কথা বলার পর আমাকে বকা দেয়. তারপর আমি বলছি আচ্ছা তুই দেখ. তারপর সে দেখার পর বলছে যে আপনি যা বলছেন সব না কি সঠিক বলছেন। ইসলামে জিহাদ এবং কোথায় দান করা উত্তম এ বিষয়ে একটা ভিডিও করবেন আশা করছি.
@selimreza74009 ай бұрын
🎉
@FatimaAkter-fn5hi7 ай бұрын
ভাইয়া , খুব জরুরি একটা বিষয় জানার ছিল। এটা আমরা মুসলিমদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আপনার, আমার,আমরা মুসলিম উম্মাহ সবার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। দয়া করে রিপ্লাই করবেন
@mdmoazzem59769 ай бұрын
আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্, সজল ভাই আপনি এতো কষ্ট না করে সৌদি আরবে আসেন এবং ইসলামের দাওয়াতের কাজ করেন। অনেক ভালো হবে।
@alefsharif91099 ай бұрын
সরল ভাষায় বোধগম্য করে ইসলামের বিভিন্ন বিষয় গুলো বিশ্লেষন ভিত্তিক আলোচনা করাতে সাধারণ মানুষ সত্যিটা বুঝতে পারছে। প্রচলিত ধ্যান ধারণা থেকে মানুষ সত্যটা বেছে নিচ্ছে মনে হয়। এ রকম জ্ঞানিগুনিরা যদি এগিয়ে আসে মানুষ প্রকৃত টা জানতে পারবে। আল্লাহ্ আপনাদের জ্ঞানের দ্বার খুলে দিন।
@NazrulIslam-pt7bz9 ай бұрын
সজল সাহেব এবং হাসান মাহবুব স্যারের প্রতি আমার ধন্যবাদ।
@LoneWolf-l2g9 ай бұрын
মাহবুব নয় মাহমুদ
@ShamimAhamed-o7o7 ай бұрын
Excellent
@monowarkhandaker15789 ай бұрын
হাদীসের জন্য কোরআন নয়। কোরআনের জন্যে হাদীস।সিম্পল
@mdhossain29389 ай бұрын
প্রাঞ্জল ভাষায় জটিল বিষয়গুলোর জ্ঞানগর্ভ আলোচনা। অনেক ধন্যবাদ সজল রোশন ভাইয়া
@earnesteffort81159 ай бұрын
জাজাকাল্লাহু খাইরন! অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে। অভিনন্দন ❤️
@RishiRoshan-g5x9 ай бұрын
অগ্রিম ধন্যবাদ রামমন্দির বাবরি মসজিদ নিয়ে আলোচনার জন্য।আশা রাখছি তথ্য পেয়ে সমৃদ্ধ হব।❤
@rifadzifad90179 ай бұрын
রামের মন্দির আল্লাহর নয়।বাবরি মসজিদও আল্লাহর ঘর নয়।অতএব বাবা বুজেনাও।
@ShahidKhan-lj6bv9 ай бұрын
আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন আমিন ধন্যবাদ আপনাকে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন
@logisticrangpur83259 ай бұрын
অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে। অভিনন্দন ❤
@ALAmin-n5o8t9 ай бұрын
আপনার লেকচার শোনার পর থেকে আজ সকলের কাছে শত্রু। তবুও আপনার লেকচার শুনছি ও মানি।
@md.yasirkamal35489 ай бұрын
কোরআন মানেন।
@md.helaluddin80579 ай бұрын
যারা শত্রু মনে করে এরা ঘোড়ার ডিমও জানে না।
@SouthasianLubricantsLtd9 ай бұрын
pl
@ashrafulhridoy13359 ай бұрын
Vai amio❤
@atowarhoque22579 ай бұрын
আমার ও একই অবস্থা ভাই
@onlyentertainments22269 ай бұрын
যৌক্তিক সুন্দর আলোচনা ধন্যবাদ আপনাদের।
@shammitanjina22155 ай бұрын
Jajakallah from London ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sunaruddinshiakh65029 ай бұрын
ভাল আলোচনা সকলকে শুনার জন্য আহ্বান জানাই
@MahbubAli-nc8sk9 ай бұрын
এরকম জ্ঞানগর্ভ আলোচনা আরও বেশি করে শুনতে চায়।
@zilhurainjaigirdar23709 ай бұрын
দু রকম হাদিসের কথা বললেন। কিন্তু, যে বা যারা ইমাম বুখারী ( উদাহরণ) কাছে হাদিস বলেছেন তিনি তো প্রফেটের জীবিতাবস্থায় জন্ম নেন নি। সেই ক্ষেত্রে, এ ধরনের হাদিসের " কেটাগরি" কি হবে ?
@shahidachoudhury69259 ай бұрын
She Khetre Apnake Hazrat Bukhari (RA) Niti Ta Jante Hobe Je Kun Poddhoti / Kun Formula Bebohar Korechilen Hadith Collection Korte Gea . Neshchota Decchi Apni Jokhon Ata Bujte /Jante Perben , Ak Bakke Bolben Bukhari is the best one for collecting Hadith + Apni Jodi Qur’an Pak Nea Boshen Bujte Chesta Koren Allah Ki Bolchen Keno Bolchen , Tahole Nejey Bujte Parben Hadith er Validity. Age Bukhari (RA) Jeboni Janar Chesta Koren . Those Hadith Scholars are the best Muslim after the era of Khalief e Rashedin .
@shahidachoudhury69259 ай бұрын
Chain , from one person to another one it’s goes back to the Sahabi’s.
@NishatAfrin-ub1bv9 ай бұрын
Jatir jonna je nirdes kollankor, ja manob jatike susto vabe bach te sekhay karo khoti na kore, kau choto na kau boro na, mohan allah ek r oditio atai sotti. Je sorol pothe cholbe sai sofol, soja kotha. Valo mondo bojar khomota asakori amader ache kintu amra amitto jahir korte giya joto bipotti. Mohan Allah amader sothik vabe bojar toufik dan korun.. Amin
@alamtex18729 ай бұрын
আপনার কারনে অনেক গুরুত্বপূর্ণ কিছু জানতে পারলাম, ধন্যবাদ জানাই সেই মহান আল্লাহর দরবারে।
@MrRaazsyl9 ай бұрын
আপনাদের দুজনকেই অনেক শ্রদ্ধা ও ধন্যবাদ!
@ruhulibramsrijon35237 ай бұрын
Sir apnake salam abong sroddha janai sir. Allah apnake Ihokalin abong porokalin jibone Kollan dan korun sir.
@Hozoborol_3608 ай бұрын
রাসুল (সা:) বিদায় হজে ২টা জিনিস আকড়ে ধরার জন্য বলেছেন।১আল কোরআন ও রাসুল (সা:) এর ইতরাত বা আহলে বায়েত আ)।👍
@sujoymondal81859 ай бұрын
আপনি অনেক সুন্দর কথা বলেন। আসিফ মহিউদ্দীন ভাইয়ের সাথে আপনার লাইভ দেখতে চাই।
@timeresearcherbd9 ай бұрын
ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হয়ে বিশ্বে ধর্মের ধর্মীয় কুসংস্কারের বিষয়ে মানুষ অধিক সচেতন হবে৷ অতীতের ভুলগুলো শুধরে দেওয়ার প্রবণতা দেখা যাবে৷ তবে অনেকে কঠোরভাবে অস্বীকৃতি জানাবে। ভবিষ্যৎ বাণী " ২৭ জানুয়ারি এর ভবিষ্যৎবানীতে বলা হয়েছিল" Time researcher
@asifbd599 ай бұрын
হাদিসের বিতর্ক অবসানে এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।
@marufalhasan75409 ай бұрын
Excellent information thanks a lot sogal Bhai Go Ahead.
@mahamudaakter47599 ай бұрын
আসলে মোট কথা কুরআনের সাথে মিল নেই এমন হাদিসগুলো বাদ দেওয়া যায় কি ভাবে তা নিয়ে কাজ করেন এতে বহু মানুষ বেঁচে যাবে।
@wahidakhatun48757 ай бұрын
সত্যিটা মানুষের সামনে আরোও প্রকট হোক।
@mmmmoni30447 ай бұрын
আপনার কথাগুলো আমি মন দিয়ে শুনি ভালো লাগে
@জানাঅজানা-ন৭র9 ай бұрын
কিছু দিন থেকে আসি অসুস্থ তাই আপনাদের সাথে আলোচনায় যোগ দিতে পারিনা। আমার জন্য দুয়া চাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আলোচনা দেখতে পারি আবার
@NurMuhammad-rn9gh9 ай бұрын
Tahole sunnat k ki abohela kora holonato?
@MD.AbdurRazzak-j9c8 ай бұрын
কোরআনের সাথে মিল রেখে যে হাদিস গুলো পাওয়া যায় সেই হাদিস গুলো দিয়ে কুরআনের ব্যাখ্যা নামক একটি বই লিখুন। আপনার কাছে অনুরোধ।
@jamalhossain43689 ай бұрын
ভাই। সালামুন আলাইকুম। আজকে যে আলোচনা করতেছেন এই রকম আলোচনা যুগে যুগে হয়ে আসছে নিজস্ব উপমা দিয়ে বুঝাতে গিয়ে আজ মানুষ বিভ্রান্ত হচ্ছে আর ও হবে কারণ উপমা যার ই ভালো লাগলো সেই ঐ টা সবার কাছে প্রচার করতে থাকে। এক সময় মুল কোরআন এর প্রচার হুবহু অনুবাদ থেকে মানুষ সরে পড়ে। মানব রচিত অসার কথা শুনে মগ্ন হয়ে আল্লাহর কাছ থেকে আসা উপদেশ, আদেশ, নিষেধ আর শুনতে, বুজতে চায় না। হাদীস নামে কথা গুলো বেশি মনোযোগ দেওয়া তে সব সময় সব যুগে মানবজাতি পথভ্রষ্ট। সৃষ্টি কর্তা তাই মহর ভেধে দিয়েছেন। এই মহর খোলতে হলে একক সৃষ্টি কর্তার কাছে খমা চেয়ে নতুন জীবন শুরু করে একমাত্র কোরআন মেনে চললে মানবজাতি মুক্তি পাবে।এর বাইরে আর কিছু ই না।
@jerinazad49169 ай бұрын
সজল ভাই এগিয়ে চলুন সত্ত প্রচারে আল্লাহ আছেন আপনার সাথে l
@mahiasef99117 ай бұрын
You are really talent, pls solve the real problem. Allah bless you!
স্যার, দয়া করে সূরা নিসা আয়াত ৩৪,৩৫ নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাটা খুবই জরুরি।
@bazlulmunir30939 ай бұрын
কেন জরূরী?
@ferdaousara51198 ай бұрын
এই আয়াতে আছে নারীরা কথা না শুনলে প্রহার করা যাবে। উভয়ের মধ্যে মীমাংসার নিয়ম ইত্যাদি।
@SaifulIslam-ld2tq9 ай бұрын
অনেক সুন্দর আলোচনা
@sharifulislam66599 ай бұрын
আল্লাহ কুরআন খুলে দিয়েছেন, এখন তথাকথিত হাদিসের কবর রচনা শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ হাদিসের কবর রচনা হবেই হবে।
@HarunorRashid-g8e9 ай бұрын
প্রিয় আলোচক বিদায় হজের ভাষনে নবি খলিফা হজরত আলীর কথা বলবার পরে কেন মানা হলো না দয়া করে আলোচনা করবেন
@SahilKhan-f9k3g9 ай бұрын
কারোর দয়ায় আলীর আলোচনা আসবে এমনটা নয়। আলী হল মুসলমানদের জন্য অপরিহার্য, যাকে আলী (আঃ)ছেড়ে দেবে তার আর কিছুই বাকি থাকবে না। আর এটা জানতে হবে এমনটা নয় মানতে হবে।
@SahilKhan-f9k3g9 ай бұрын
আলী আলাইহিস সালাম এর আলোচনা কারোর দয়ায় উঠে আসবে এমনটা নয়। আলী আলাইহিস সালাম হলো (মুসলমানের জন্য) অপরিহার্য, মুমিন হতে গেলে। আলী আলাইহিস সালাম যাকে ছেড়ে দেবে তার আর কিছুই বাকি থাকবে না। আলী আলাইহিস সালামকে শুধুই জানাটা জরুরি নয়। জরুরী হলো, অপরিহার্য হলো মানা।
@ssnetworks22368 ай бұрын
সারোয়ার, কুষ্টিয়া। শুভকামনা
@saditarianshapin56179 ай бұрын
সজল ভাই তুমি দিনের কাজ চালিয়ে যাও, যে বুঝবে সে উপদেশ নেবে, যে বঝবেনা সে কেমন করে নিবে
@imamchowdhury4447 ай бұрын
Allah r sristi ai pritibi khubi sundor o tatporjomoy
@mdtofazzalhossan96056 ай бұрын
Bhai gadi Dekho mere ko no kichui bole na. Seta to bdai hoz ar update news silo.... please explain gadirakom. Or please advise link if u already discussed...I will be awaiting for that.
@NazmulIslam-nu5wu9 ай бұрын
সকল নবি রাসুলের সুন্নাহ ছিল আল্লাহর বাণী প্রচার করা। তাই মুহাম্মদ সাঃ এর সুন্নাহ হলো কোরাণ। রাসুলগণ যদি আল্লাহর কিতাবের বাহিরে কিছু প্রচার করতেন তাহলে অন্যান্য রাসুলের হাদিস কোথায়?
@mdhannankhan62709 ай бұрын
বর্তমানে ইসলামের দায়ী হিসেবে আপনাদের কবুল করুন।শায়খুল হাদীস দারিরা নিপাক যাক।
@AsaduzzamanSaymon9 ай бұрын
নবীজী আমাদের জন্যে দুটি বৃহৎ বস্তু রেখে গেছেন একটা হলো কুরআন আরেকটা হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত, এটাই সত্য ধন্যবাদ
@MdRabby-uz8nn9 ай бұрын
Sundor alochona
@MdIsmail-h8z5x9 ай бұрын
সজল ভাই এবং হাসান মাহমুদ ভাই দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।সত্যকে খুব সুন্দর ভাবে তুলেধরার জন্য। আমি আপনাদের সব আলোচনা সুনি এবং সোনার চেস্টা করি। সজল ভাইয়ের লেখা বইগুলি আমার দরকার কিভাবে সংগ্রহ করাজাবে দয়াকরে একটু জানাবেন।
@SajjadHossain-hq3oj9 ай бұрын
বই ফেরীর ওয়েবসাইটে গিয়ে সার্চ দেন রিলিজিয়াস মাইন্ডসেট বিশ্বাসের ঢেকি গেলা লিখে
@surma_ganger_naiya9 ай бұрын
দয়া করে রাসুল(সা:) এর সাথে দুনিয়ার কোন মানুষের সাথে তুলনা করবেন না।
@asaduzzamandaria87318 ай бұрын
অনেক সত্য বের হচ্ছে তবে রেফারেন্স আরো নিখুত করা দরকার যেমন সহীহ মুসলিম ৫৯২২ যদি হয় সেটা মিলছে না | ইবনু মাজাহ ৩০৭৪ এ একটি জিনিস বলা আছে দেখলাম |
@SkRejahul-ru2mk8 ай бұрын
Ek ekta pokasoni ek ekta no thake...
@asaduzzamandaria87318 ай бұрын
@@SkRejahul-ru2mk কেন এরকম নম্বর দেয় ? মূল গ্রন্থে কি কোন নম্বর দেয়া নাই যে মনমত নম্বর দেয়?
@SaifulIslam-n4t3h9 ай бұрын
আললাহর কিতাব আলি( রা:) কারন তখন কোন বাইনডিং কোরআান ছিলো না। যাকে আমি যার মওলা আলি তার মাওলা বলতে পারে সেখানে কেনো আলি( রা:) কিতাব হতে পারবে না? কোরআান কিতাবের ভিতর সংরখখিত থাকে।তাইতো আলি ( রা:) কোরআনের সাথি।কোরআন আলি( রা:) সাথি।
@adv.ataurrahman85378 ай бұрын
Pls go ahead with spirit and courageous because Muslim might know the reality of our religion.
@awlad-zi8rf9 ай бұрын
Boss SO MUCH thanks for your Right voice of Islamic religious.
@mufazzilchoudhury24278 ай бұрын
বিদায়ী হলের ভাসনটাই হাদিস ,তাও কী আল্লাহর নবীর হাদিস না।
@eibnakaesh3259 ай бұрын
অসাধারণ আলোচনা আপনাদের । আমার একটা আবেদন যে, সুন্নাতে খৎনা কি আল কোরআনের কোথাও আছে। এটা কি একটা শিশুর জন্য কতটা উপকারী যখন অনেক সময় কিছু শিশুর মৃত্যুর কারণ হয়ে দাড়ায়।েআমাদের খৎনা করা আদৗ কি উচিৎ। মহান আল্লাহ তায়ালা কি বলেন আলকোরআনে? এ সম্পর্কে আলোচনা আগামীতে দেখতে চাই
@nahidsultana33259 ай бұрын
কিছু শিশু কোথায় মারা গেছে? খৎনা করালে শিশু মারা যায়? শিশু মারা গেছে জেনারেল এনেস্থেসিয়া করার জন্য। লোকাল এনেস্থেসিয়া করলে মারা যায় না।
@MasudFahim-h2i9 ай бұрын
Old testament acche katana Kotha
@nasermahmud18909 ай бұрын
Old testament is Tawrat.
@misbahchowdury46099 ай бұрын
Beneficial. Extra skin is cut out in Katna. Otherwise Phimosis and Paraphimosis disturb daily life. But এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। (আমাদের দোকান খোলা আছে। আমাদের পেট.... যে মোল্লার কবলে পড়েছে সেই সবচেয়ে হতভাগ্য। কেননা কেউ তাকে বাচাতে পারবে না এবং সে না মানুষ, না পশু, না ভূত - এমন কিম্ভূতকিমাকার অবস্থায় অন্যদেরও বিভ্রান্ত করবে। কেননা এরা কোরআন এর কোন জ্ঞান রাখে না। শুধু হাদিস মুখস্ত করে।
@giashahmed76199 ай бұрын
কোরআন এবং সুননা একটা বসতু । কারন কোরআনে আললাহ নবী সাঃ এর সুননা অনুসরন করবার জন্য নির্দেশ দিয়েছেন। অতএব কোরআন এবং আহলে বাইত দুটি আলাদা বসতু। নবী সাঃ বলেছন, আমার উমমত ৭৩ ফেকরায় বিভক্ত হবে। সকল পথভ্রষ্ট দলই বলে আমরা কুরআন এবং সুননা অনুসরন করি। যদিও তারা পথভ্রষ্ট। কোরআন সুননা এবং আহলে বাইত যারা অনুসরন করে তারাই সঠিক দলের। যেমন কারবালায় ইয়াজিদের বাহিনীও বলেছে আমরা কোরআন এবং সুননা অনুসরন করি। কিনতু সেখানে আহলে বাইত নেই। অন্যদিকে বেহেসতর সরদার ইমাম হোসেইন আঃ এর দলে কোরআন সুননা এবং আহলে বাইত ছিল। তারাই সঠিক দলের।
@kohenurakther3909 ай бұрын
সুন্দর আলোচনা
@MdArif-sc7yp9 ай бұрын
ভাই আসসালামু আলাইকুম, আপনার লেখা বইগুলো দেশ বিদেশ পাওয়া যায় তার ব্যবস্থা করা যায় কি না বিষয়টা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।
@safiarrahman49379 ай бұрын
Listening from Rangpur Bangladesh. Wishing you a good success. Fiamanillah.
@Md.Baizid6559 ай бұрын
মহানবী গাদীরে খুমে যে ভাষণ টা দিয়েছিল সেই সময় কি কুরআন বাইন্ডিং আকারে লিখিত আকারে ছিল? অবশ্যই ছিল না তাহলে মহানবী যে বললেন কুরআন রেখে যাচ্ছি সেটা কোন কুরআন একটু গবেষণা করবেন আশা করি
রাসুলুল্লাহ্ সাঃ বলেছেন যে ‘তোমরা হাদিস লিপিবদ্ধ করো না’ এ কথাটি ও স্বয়ং হাদিস !
@siamchy9 ай бұрын
🎉🎉🎉
@KhorshedAlam-cg2ic9 ай бұрын
Please don't waste your time studying this so-called Hadith. It is not worthy. You guys are very intelligent and capable of doing much beneficial things,( real study and understanding of the Quran). Please do a favor for you and for humanity.
@MdJahangir-l1m6 ай бұрын
গাদিরা খুমের ঘটনা কয়েক দিন আগে জেনেছি।আজ ১ মে ২০২৪ এ বিষয়ে বিস্তারিত জানলাম।
@knthome67969 ай бұрын
মুস্তাদরাক আল হাকিম (আরবি: مستدرك الحاكم) হল পাঁচ খন্ডের একটি প্রসিদ্ধ হাদিস সংকলন গ্রন্থ। গ্রন্থটির প্রকৃত নাম হল আল মুস্তাদরাক আলাস সাহিহাইন (আরবি: المستدرك على الصحيحين)। ইসলামি পণ্ডিত প্রসিদ্ধ সুন্নি মুহাদ্দিস হাকিম নিশাপুরী (নিশাপুর ইরানে অবস্থিত) এটি রচনা করেন।
@AzmBhuiyan-cf6yc9 ай бұрын
Wonderful discussion. Summary is we must follow Quran letter by letter. Allah promised Mohammad sm. That HE is revealing signs and HE will keep these signs in his memory as it is and HE will reveal explanation of revealed signs. In the Hadith Rasulullah explained meaning of many signs or explained many Islamic Shariyah laws or process of performing an Islamic action or procedure of performing. If blindly we reject Hadith of Rasulullah we will place us in the middle of hell.
@forkanchowdhury87999 ай бұрын
Thanks for knowledgeable information.
@mohaiminulislam71119 ай бұрын
পাকিস্তান নিয়ে আপনাদের আরেকটি এপিসোড করার কথা ছিল বাট খুব সম্ভবত করা হয় নাই। ওইটা কাইন্ডলি করলে ভালো হয়।
@balchal55559 ай бұрын
❤🎉❤
@fuzlulhoquesiddiqi9 ай бұрын
Carry on bro 💕💕
@MdRashed-rj1wu9 ай бұрын
ভাই অনেক সুন্দর আলচনা
@RafiqulIslam-j1i1i9 ай бұрын
দুজনকেই আন্তরিক সালাম ও শুভেচ্ছা
@nasimmahmud5659 ай бұрын
ভাই, গান বাজনা নিয়ে হাসান মাহমুদ স্যারের সাথে একটা ইপিসোড করলে ভালো হত।
@MdRazzak-d3e3 ай бұрын
গান বাজনা নিয়ে আলোচনা করা আছে ভাই দেখেন
@munirulislam14049 ай бұрын
যুক্তিক আলোচনা
@MuhammadZ_Iqbal8 ай бұрын
For everyone, to establish peaceful environment the most practical speeches alhadis, political party of Muhammad s is the best for ninety percent people,guarantee
@jalilmiah92399 ай бұрын
Good & Nice
@dr.aliakbarkhan6939 ай бұрын
পবিত্র কোরআন ঘোষণা করে কোরআন এর ব্যাখ্যা কোরআন নিজে । এবং কোরআন ঘোষণা করে কোরআন কোরআন ছাড়া অন্য কিতাব যারা অনূসণ ও বিঢার ফয়সালা করে তাদের কাফের ইত্যাদি নামে অভিহিত করেছেন। অথচ আমরা আল্লাহ র নিদেশ উপেক্ষা করে নিজেদের স্বার্থে অন্য ইলাহ অনুসরণে ব্যাসত।
@MohammadMoinulIslamRihan9 ай бұрын
এই লোক হাদীসের পরিভাষা সম্পর্কে ও সনদের বিশ্লেষণ সম্পর্কে অজ্ঞ । বিশেষভাবে মুসতাদরাক সম্পর্কে তার আলোচনা একেবারেই অগ্রহণযোগ্য
@স্টুডিওছায়ারং9 ай бұрын
ভাই, কোরান তো চরম সত্য জ্ঞান, এটা নিয়ে প্রশ্ন নাই। আমরা যেনো ভুল হাদিসকে ধর্ম মনে করে, অন্যের উপর চাপিয়ে না দেই। তাই হাদিস থেকে জ্ঞান আহরণ করবো। কিন্তু পালন করবো কোরানের আইন,,,
@Gorfan-dd6yl9 ай бұрын
সালামুন আলাইকুম খুব সুন্দর আলোচনা ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mazharulhassan25739 ай бұрын
Opekkhay roilam.❤
@nizamuddinsaleh73919 ай бұрын
Go ahead ❤❤❤❤
@sakibhosainshohag70749 ай бұрын
ভাই এই কথা গুলো পরিবেশি অনেক দুর।পরিবারে লোকজনকে বললে রাগ করে।।।। এই দ্বায়িত্ব রাষ্ট্রীয় ভাবে,বা হুজুর গণের নিতে হবে।।