সব দিক বিবেচনা করলে একটি ভালো জাত এর নাম বললে আনেক উপকার হত
@KrishiDigonto16 күн бұрын
বর্তমানে গোল বেগুনের জন্য লুনা ও বিগ বস বেশি ভালো, আর সবুজ লম্বা বেগুনের জন্য প্রীতম ভালো ।
@MdMijan-li9jx Жыл бұрын
বারি হাইব্রিড বেগুন 5 একটা ভিডিও বানাবেন দেখি কেমন ফলন
@KrishiDigonto Жыл бұрын
আপনি badc তে যোগাযোগ করতে পারেন, badc এসকল বীজ বিক্রয় করে থাকে।
@MdMijan-li9jx Жыл бұрын
ওকে।
@Mdali-sm6fk3 жыл бұрын
Nice
@KrishiDigonto3 жыл бұрын
Thank You
@ajoychakmachakma50052 жыл бұрын
প্রীতম বেগুন জাত কেমন হবে পৌষ মাস যদি রোপন করি প্লিজ একটু জানাবেন।
@KrishiDigonto2 жыл бұрын
যেকোনো জাতের বেগুন শীতকালে বেশি ফলন হয় গ্রীষ্মকালের থেকে, প্রীতমের ক্ষেত্রেও একই রকম। লাগাতে পারেন ফলন ভালো পাবেন ।
@mdzahidulislam5088 Жыл бұрын
বারি ১২ কোথায় পাবো
@robiulalam7343 Жыл бұрын
পীতম বিজ মালিক সিড কোথায় পাওয়া যায় একটু বলেন
@KrishiDigonto Жыл бұрын
মালিক সীড এর অনুমোদিত যে কোনো বীজ ডিলারের কাছেই তো পাবেন, ঢাকার সিদ্দিক বাজারে ও পাওয়া যায়। এছাড়াও সাকসেস ফার্ম এর কাছেও পাবেন, গুগল এ success farm লিখে সার্চ দিন।
জাত এর বৈশিষ্টঃ ১। জাতটির গাছ খাড়া আকৃতির। ২। গাছ প্রতি ফলের সংখ্যা ১০-১৫ টি। ৩। প্রতি ফলের ওজন ১২০-১৫০ গ্রাম। ৪। হেক্টরপ্রতি ফলন ৪০-৫০ টন। চাষাবাদ পদ্ধতিঃ ১ । বপনের সময় : সেপ্টেম্বর-অক্টোবর। ২ । মাড়াইয়ের সময় : চারা লাগানোর ২ মাসের মধ্যেই ফসল সংগ্রহ করা যায়। সাধারনত ফল ধারণের ২৫-২৭ দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়। এই জাতের বীজ কৃষি গবেষণা কেন্দ্র ও badc তে পেতে পারেন।
@reazhossain8279 Жыл бұрын
বারি বিটি ৪ বীজ কোথা থেকে সংগ্রহ করা যাবে?
@KrishiDigonto Жыл бұрын
নিকটস্থ BADC অনুমোদিত বীজ ডিলার এর কাছে পাবেন
@sujonali9964 Жыл бұрын
বৃষ্টি হওয়ার পরে এক থেকে দুই ঘন্টা পানি জমে থাকে এমন জমিতে বেগুন চাষ করা যাবে কী
@KrishiDigonto Жыл бұрын
যাবে, তবে বেগুনের বেড গুলো উচু করবেন এবং নালা ঢালু করবেন যাতে দ্রুত বৃষ্টির পানি দ্রুত নেমে যায় ।
@@KrishiDigonto ভাই আমি মালায়সিয়াতে লাগিয়েছি কিন্তু আমাকে যেই লোকে বিঝ দিছে সে বলছে শুরু তেকে শেষ পর্যন্ত ২০তেকে ২৫ কেজি তুলা যায়।
@KrishiDigonto2 жыл бұрын
এটা চাষাবাদের উপর নির্ভর করবে । তবে কোম্পানির দাবি ৮-১০ কেজি গাছ প্রতি । আর ২০-২৫ কেজি ফলন হওয়া সম্পর্কে আমার ধারণা নেই বা আমি দেখিনি ।
@razaurrahman49772 жыл бұрын
বিগ বস বেগুন কোনটাকে বলে,,যদি বলতেন।।।তাছাড়া বিগ বস বেগুনের বীজ কোন কম্পানী কি নামে বিক্রি করে,,,জানালে উককৃত হবো।
@KrishiDigonto2 жыл бұрын
এটি agro 1 কোম্পানির fb তে তাদের পেজ আছে
@saydulislam32152 жыл бұрын
ভাই বারী 12 এই জাতটি কোথায় পাব?
@KrishiDigonto2 жыл бұрын
এই জাতটি এখনও BARI কোন কোম্পানি কে বাজারজাত করার জন্য দেয়নি । তবে BADC তে যোগাযোগ করতে পারেন ।
@hantchad9213 жыл бұрын
Vai chara kinar kono line ace?
@KrishiDigonto3 жыл бұрын
জ্বি সেফ এন্ড গ্রীন agro এর সাথে যোগাযোগ করতে পারেন 01722358823
@PintuDas-fy7wb2 жыл бұрын
হাইব্রিড ঝিংগা বীজ কি আছে
@KrishiDigonto2 жыл бұрын
জ্বি না ভাই ঝিঙ্গার বীজ নেই
@robiulhasanshadik52222 жыл бұрын
গ্রীন বলে জাতের বেগুনের বীজ কোথায় পাওয়া যায়
@KrishiDigonto2 жыл бұрын
এটা এ আর মালিক সীড কোম্পানি লিমিটেড এর জাত , যেকোনো ভালো বীজের দোকানে এটা পেয়ে যাবেন । আর চারার জন্য যোগাযোগ করতে পারেন সেফ এন্ড গ্রীন এগ্রো এর সাথে ।
@mofijulislam9540 Жыл бұрын
আমার বাড়ি ইন্ডিয়া গ্রিন বল বেগুন দানা পাব কি করে বলবেন প্লিজ আমার আপনার বাংলাদেশের দানা লগবে
@KrishiDigonto Жыл бұрын
সীমান্ত এলাকা যশোর কিংবা বেনাপোলে আপনার কেউ পরিচিত থাকলে তার সঙ্গে যোগাযোগ করলে সহজে পাবেন , এছাড়া আর কোন উপায় দেখছি না।
@mostakinislam97182 жыл бұрын
বারি 12 কি বারো মাস হয় একটা গাসে মাসে কতো কেজি হয়
@KrishiDigonto2 жыл бұрын
কোনো গাছ ই মাস ধরা বেগুন দেয় না । বারি ১২ জাতটি শীতকালে বেশি ফলন দেয় তবে গ্রীষ্মকালে ও চাষ করা যায় । জীবন কালে সর্বোচ্চ ১৫ কেজি বেগুন পাওয়া যায় ।
@mostakinislam97182 жыл бұрын
ভাই 10 সতানসো জাগা মাসে কি পরি মান ফল পাবো আপনি আইদিয়া বলবেন ভাই
@KrishiDigonto2 жыл бұрын
প্রতি শতাংশে ৫৫-৬০ টি চারা রোপণ করতে হয় সেহিসেবে ১০ শতাংশে চারা থাকবে ৬০০ পিস গাছ প্রতি ১০ কেজি ফলন হলে আনুমানিক ৬ টন ফলন হতে পারে ।
@SohelKhan-o5bАй бұрын
ভাই আমার ডাব বেগুনের বীজ লাগবে দিতে পারবেন নাকি বলবেন।
@KrishiDigontoАй бұрын
ভাই আমি তো বীজের ব্যবসা করি না আপনি ফেস বুক এ seed bazar এ খোঁজ করতে পারেন।
@s.m.armanhossen44782 жыл бұрын
লাল তীরের বনানী নামের কোন বেগুন তো দেখি না।আপনার তথ্য কি সঠিক?
@KrishiDigonto2 жыл бұрын
জ্বি ভাই আমি কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো তথ্য দেই না, লাল তীর কোম্পানির ওয়েব সাইট টি বন্ধ দেখাচ্ছে, তাই তাদের ফেস বুক পেজ এর লিঙ্ক দিলাম ওখানে লিখা আছে, আপনি দেখতে পারেন। ধন্যবাদ facebook.com/Lalteer/photos/a.243614182355601/1461732193877121/?type=3&flite=scwspnss
@s.m.armanhossen44782 жыл бұрын
@@KrishiDigonto আপনাকে ধন্যবাদ। আপনার ভিডিও গুলো বেশ ভালো।আচ্ছা ভাই আপনি বলেছেন লাল তীরের বনানী বীজটা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারি পোকা প্রতিরোধী। এটা বীজের প্যাকেটের গায়ে লেখা আছে?যতদূর জানি বারি-৪ জাতের বেগুনে এই বিশেষ বৈশিষ্ট্য আছে।আপনাকে আগ্রীম ধন্যবাদ
@KrishiDigonto2 жыл бұрын
একমাত্র BT বেগুন, বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী মাজরা পোকা প্রতিরোধী জাত, এগুলো হলো BT বেগুন ১,২,৩,৪ তবে লাল তীর কোম্পানির দাবি যে তাদের ওই জাতটি ডগা ও ফল ছিদ্রকারী মাজরা পোকা প্রতিরোধী।
@s.m.armanhossen44782 жыл бұрын
@@KrishiDigonto আপনার কথাগুলো বাস্তব। বেশ ভালো লাগলো।আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি থেকে মাস্টার্স শেষ করছি।ভাবছি আমাদের ঘেরে বেশকিছু বেগুন গাছ লাগাবো।তাই এসব তথ্য নেওয়া।আপনি অনেককিছু জানেন।আপনার সাথে কথা বলার সুযোগ থাকলে জানাবেন।ধন্যবাদ।