হাজার দুয়ারি জমিদার বাড়ি | Hazar duari Jomidar Bari

  Рет қаралды 42

dcedu

dcedu

Күн бұрын

রাজশাহীর বাগমারার পূর্বের সবশেষ ইউনিয়ন যোগিপাড়া। এই ইউনিয়ন ঘেঁষে নাটোরের নলডাঙ্গা ও নওগাঁর আত্রাই উপজেলা। যোগিপাড়া ইউনিয়নের শেষ প্রা‌ন্তের গ্রামটির নাম বীরকুৎসা। এখানে রয়েছে হাজার দুয়ারি জমিদারবাড়ি। সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এই জমিদারবাড়ির অনেক কিছুই বেহাত হয়ে গেছে।
জমিদারবাড়ির পাশেই রয়েছে বীরকুৎসা রেলস্টেশন। ট্রেনে উঠে এই স্টেশনে নেমে ১০-১২ মিনিট হেঁটে অথবা অটোভ্যানে করে আসা যাবে এখানে। এই স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি নেই। নওগাঁর আত্রাই বা নাটোরের মাধনগর স্টেশনে নেমেও অন্য বাহনে করে পৌঁছানো যাবে আধঘণ্টার মধ্যে। এ ছাড়া বাসে করেও আসা যাবে। উপজেলা সদর ভবানীগঞ্জে নেমে অটোভ্যানে করে সরাসরি বীরকুৎসা হাজার দুয়ারি জমিদারবাড়িতে যাওয়ারও ব্যবস্থা রয়েছে।
ইতিহাস থেকে জানা যায়, জমিদারিপ্রথা চালু থাকাকালীন বীরকুৎসা ছিল একটি পরগনা। এর জমিদার ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ওরফে বিরুবাবু। পার্শ্ববর্তী আত্রাই উপজেলার আমরুল ডিহি বিশার রাজা ছিলেন গোপাল ধাম। প্রভাতী বালা নামে তাঁর এক রূপসী কন্যা ছিলেন। রাজজামাতা হওয়ার সুবাদে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ও কন্যা প্রভাতী বালার নামে বীরকুৎসা পরগনা হস্তান্তর করেন রাজা গোপাল ধাম। প্রভাতী বালা ছিলেন খুবই শৌখিন। তাঁর পছন্দমতো স্বামী বিরুবাবু বীরকুৎসায় গড়ে তোলেন একটি সুরম্য অট্টালিকা। এর ছিল এক হাজারটি দুয়ার। এ কারণেই এটি হাজার দুয়ারি জমিদারবাড়ি নামে পরিচিত।
পুরোনো ইটের গাঁথুনি, সুচারু কারুকাজ, খসে পড়া পলেস্তারা ও শেওলাগজানো দেয়াল চোখে পড়বে। ওপরে ও নিচে দেখা যাবে অসংখ্য দরজা। এখনো আছে সেগুনকাঠের কারুকার্যখচিত দরজা। দরজাগুলো তিন স্তরে আবৃত ছিল। প্রথম স্তর কাঠে, দ্বিতীয় স্তর লোহার গ্রিলে ও শেষ স্তর দামি কাচে আবৃত ছিল। এখন কাচের দরজা আর নেই। এর চিহ্ন দেখা যাবে শুধু।
এ ছাড়া এই অট্টালিকার পুরো মেঝে ছিল শ্বেতপাথরে ঢাকা। তবে বেশির ভাগ শ্বেতপাথর চুরি হয়ে গেছে। প্রাসাদের সামনের ফুলের বাগানে জমিদার পরিবার বিকেলটা কাটাত। এখন সেই বাগান নেই। ফুলের বাগানের পরিবর্তে সেখানে দোকানপাট। স্থানীয় প্রভাবশালীরা বাগান দখল করে দোকানপাট বানিয়ে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
প্রাসাদের ভেতরের জলসাঘরে কলকাতা ভোলানাথ অপেরা এসে গানবাজনা করে যেত। পূর্ব দিকের দেউড়ির ২ দিকে ৬ জন করে ১২ জন বরকন্দাজ থাকতেন। দেউড়ির পাশে ছিল মালখানা ও এর কিছুদূরে ছিল মহাফেজখানা। এর চিহ্ন দেখা যাবে। এ ছাড়া প্রাসাদটির পাশে রয়েছে আরেকটি ছোট প্রাসাদ। সেখানে বসে খাজনা আদায় করা হতো। সেখানে এখন ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম চলে।
দেশভাগের পর ১৯৫০ সালে রেন্ট রোল অ্যাক্টের বলে জমিদারিপ্রথা বিলুপ্ত হলে বিশাল অট্টালিকা, জমিজমা, মূল্যবান জিনিসপত্র ফেলে বিরুবাবু সপরিবার ভারতে চলে যান। বিরুবাবুর ঘনিষ্ঠ সহচর বয়োবৃদ্ধ কালিপদ সরকার এখনো বীরকুৎসাতেই আছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, এই হাজার দুয়ারি রাজবাড়ি প্রত্নতত্ত্ব বিভাগ তার নিয়ন্ত্রণে নিয়েছে। গত ১৬ আগস্ট, ২০১৯ তারিখ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

Пікірлер
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 14 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 44 МЛН
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 125 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
The Haunting of the Hawthorne House
20:51
Haunting Stories
Рет қаралды 20
saki saki • Nightcore| DavidloverE 🫦
2:49
Cocinando con Taylor Swift y Shakira
Рет қаралды 56 М.
Wyoming City Council Meeting August 19, 2024
23:45
Wyoming Ohio
Рет қаралды 20
Day 77 2024 SOBO Appalachian Trail Thru Hike
9:23
infinitehikingloop
Рет қаралды 175
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 14 МЛН