বাংলাদেশের রাস্তার ক্যান্সার ট্রাফিক জ্যাম মোকাবেলার একমাত্র পথ হচ্ছে এই পাতাল মেট্রোরেল বা সাবওয়ে। তাই যত দ্রুত সম্ভব এই প্রকল্প বাস্তবায়ন করুন। জনগন কে যানজট থেকে রেহাই দিন।
@md.maksudurrahman65334 күн бұрын
আমারও তাই মনে হয়। এরচেয়ে এই টাকা দিয়ে ঢাকার সম্প্রসারণ বেশি জরুরি মমে করি সাথে দেশটাকে বিকেন্দ্রীকরণ করা খুব দরকার। অনেক সরকারি অফিস আছে যেগুলো ঢাকায় না হয়ে সংশ্লিষ্ট জেলায় হওয়া দরকার ছিলো।
@telescope38014 күн бұрын
আপনারা বার বার বিকেন্দ্রীকরণ কয়ার কথা বলেন। অথচ দেশকে ৫ টি প্রদেশে ভাগ করার কথা বললেই হই হই রই রই করে দেশ ভাগ হয়ে গেল বলে তেড়ে আসেন। এটাকে বলে ডাবল স্ট্যান্ডার্ড।
@md.maksudurrahman65334 күн бұрын
@telescope3801 ভাই আমাদের অলরেডি বিভাগ আছে। সো এইটাকেই প্রাধান্য দিয়েও বিকেন্দ্রীকরণ করা খুব সহজ। বাট আমাদের কোন সরকারই কেন জানি ভিষণ উদাসীন এই ব্যাপারে।
@Thelight-r14 күн бұрын
@@telescope3801প্রদেশে কেনো ভাগ করা হবে, এত ছোট একটা দেশকে। বিভাগ রয়েছে।উনি কোনো ডাবল স্ট্যান্ডিং করে নি, যে অফিসটি যেখানে দরকার সেখানো থাকা উচিত এটাই উনি বলেছেন।
@roykissanroy76154 күн бұрын
সংশ্লিষ্ট জেলা না হয়ে শাখা করা যেতে পারে।
@telescope38014 күн бұрын
@@md.maksudurrahman6533 প্রদেশের কাজ বিভাগ দিয়ে হয় না। বিভাগ সিস্টেম ফেইল করার কারণ হল, বিভাগ গুলো সব এক সরকারের আন্ডারে থাকে। ফলে যারা বিভাগে কাজ করে এরা স্বাধীন না। সব সময় উপর মহলের আদেশের অপেক্ষায় বসে থাকে। কিন্তু প্রদেশ বানালে সব প্রদেশে একটি করে স্বাধীন সরকার থাকে। ফলে প্রদেশের কাজ গুলো খুব দ্রুত এবং ডায়নামিক হয়। আর উপরের মহলের আদেশের অপেক্ষায় বসে থাকে না।
@disguisedgirl4 күн бұрын
এই প্রকল্প ঠিক আছে। ব্যয় বাড়লেও এটা অবশ্যই করতে হবে। কারণ ঢাকাতে রাস্তা বাড়ানোর কোন সুযোগ নেই। এখন মাটির নিচ দিয়ে যেতে হবে এবং পৃথিবীর অধিকাংশ দেশেই মাটির নিচ দিয়ে মেট্রোরেল গুলা যায়। ঢাকায় যে ১৪% রাস্তা থেকে ২৫% নিতে হলে মাটির নিচ দিয়ে মেট্রো রেলগুলো নিয়ে যেতে হবে। আর এটা ঢাকা শহরে মানুষের কর্ম ঘন্টা তে যত হাজার কোটি টাকা যায় এই প্রজেক্ট এর মাধ্যমে কত হাজার কোটি টাকা বেঁচে যাবে এবং সেটা দেখা যাবে এই ব্যয়ের প্রজেক্টের ব্যয় থেকে অনেক বেশি গুণ লাভ হচ্ছে। আর যারা বলছেন যে ঢাকা বিকেন্দ্রীকরণ করতে, কালিয়াকরে আইটি পার্ক করা হয়েছিল জুনায়েদ পলক করেছিল, কিন্তু সেইখানে হাজার কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু কেউ যায়নি। কালিয়াকরে স্টেশন করা হয়েছে। সেখানে নাকি এখন ট্রেন থামেনা। যশোরের সেরকম আইটি পার্ক করা হয়েছিল। সব টাকা চলে গেছে। পূর্বাচল তৈরি করা হয়েছে 30 বছর আগে থেকে এখনো সেখানে মানুষজন যায় নাই। সবকিছু রেডি তারপরে মানুষজন সেখানে যায় না। ঠিক সে রকম কর্ণফুলীর ওপারে টানেল করেও economics zone করেও চট্টগ্রামবাসীকে সেখানে সরানো যায়নি। সুতরাং যারা বিকেন্দ্রীকরণের কথা বলে সরকারকে দোষ দেন আসলে তাদেরকে আগে দায়ী করে দেওয়ার দরকার। কারণ তারা সুযোগ পেলে ঢাকায় permanent হওয়ার চিন্তা করেন। সরকার বিকেন্দ্রীকরণের অনেক সদিচ্ছা থাকলেও ২০-৩০ হাজার কোটি টাকা খরচ করেও বিকেন্দ্রীকরণ করা যায়নি। এই মেট্রোরেল করতে ৫০-৬০ হাজার কোটি টাকা খরচ গেলেও সেটা লোকসানের কোন সম্ভাবনা নেই বরং পুরোটাই লাভ। এই মেট্রোরেল কমপক্ষে 10 থেকে 12 লাখ মানুষের দৈনন্দিন চাহিদা মেটাবে। এবং এটা উত্তরার মতিঝিল মেট্রোলের থেকেও বেশি লাভ হবে কারণ এখানে যাত্রী অনেক বেশি। এই মেট্রোরেল হলে পূর্বাচলের মত একটা ব্যাপক ডেভলপ জায়গাতে 10+ লাখ মানুষ সরানো যাবে।
@mdshohelranaakondo54794 күн бұрын
আমি আপনার সাথে একমত
@nahidraihan26774 күн бұрын
একদম মনের কথা এবং ঢাকা থেকে যত হাস্পাতাল আছে একটা সর্বোচ্চ লিমিট পর্যন্ত রেখে জেলাভিত্তিক নতুন আধুনিক বাড়তি যত সুযোগ সুবিধা রোগীর বেড ২০০০ হাজার শয্যা করে বাড়ানো আর নতুন নিয়োগ সকল ডাক্তার বাড়ানোর করা এতে ঢাকা শহরের চাপ আরো কমবে ।
@labibahmed545673 күн бұрын
টাইম মেশিন নাকি
@funsiumbd83953 күн бұрын
পাতাল রেলের অক্সিজেন সরবরাহ, ড্রেনেজ ব্যাবস্থা, লাইটিং খরচ, ঢাকার মাটির গঠন অনুসারে পাতাল রেল বাংলাদেশের জন্য লাভজন নয়।
@biplobkhan2324 күн бұрын
অপরিকল্পিত উন্নয়ন করা মানেই লুটপাটের কৌশল।
@snipersaikat54224 күн бұрын
পাতাল ট্রেনই ঠিক হবে। এতে করে উপরে জায়গা কম লাগবে। উড়াল ট্রেনে জায়গার দরকার হয় বেশি, এতে রাস্তা কমে যায়, যা অপরিকল্পিত। পাতাল ট্রেনের সুবিধা সবাই পাবে বাসযাত্রীরাও জানজট কম পাবে।
@mohammadrezoan53244 күн бұрын
কেন উরাল ট্রেনে যানজট হয় নাকি, উরাল রেলে তুলনায় পাতাল রেল ৪-৫ গুন বেশি পরিচালনা খরচ এটা কে দিবে।
@ratulsarkar65312 күн бұрын
@@mohammadrezoan5324দেশের মানুষের কথাও মাথায় রাখতে হবে,,,,,রাস্তা কমে গেলে যে লাউ সেই কদু।
@HackerdotJoker4 күн бұрын
যাত্রী না থাকুক মানে, মেট্রো রেলে প্রতিদিন যে ভিড় হয়।
@secretoftube76024 күн бұрын
বিশ্বের ফ্রাই অধিকাংশ মেট্রো রেলই মাটির নিচ দিয়ে করা...! মাটির উপরের মেট্রোরেলে অধিক জায়গার অপচয় হয়..!
@ayeshaTarannum5964 күн бұрын
কর্ণফুলী টানেল আমাদের জন্য বড় শিক্ষা...
@MDYUSUF-il4dq4 күн бұрын
1:21 আজগুবি কথা যাত্রী থাকবে না কেন রে ভাই?? মেট্রোলাইন -৫ এ দেখে না এরা?? কি পরিমাণ যাত্রী হচ্ছে।। ঢাকা শহরে দ্রুত যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে মেট্রোরেলই সবচেয়ে কার্যকরী উপায়।।।
@Trh_859_-_-_tt4 күн бұрын
স্বাধীন দেশে মেট্রোর প্রয়োজন নেই
@nusharjamil59783 күн бұрын
ভাই আজগুবি কথা না , বিষয়টা হল সাংবাদিক খুচরা খুচরা কথা মিলায়া নিউজ বানায় দিসে। মেট্রো পাতালে করলে খরচ বেশি হবে , চালানো খরচ বেশি হবে , লাভ কম হবে টিকেট এর দাম বেশি হবে, ঝুঁকি বাড়বে , তাদের কথা হচ্ছে এত গেঞ্জাম করার তো দরকার নাই , মাটির উপরে করলে এসবের অতিরিক্ত খরচ নাই। মাঝরাতে ট্রেন চলুক আর না চলুক ভেন্টিলেশন , লাইটিং এগুলা রাখতে হবে , বিষাক্ত গ্যাস, কোন কেমিক্যাল ইফেক্ট বা ড্রেনেজ লিকেজ এগুলার রিস্ক তো আছেই
@CrushTaken3 күн бұрын
Apni kotha bujhen. Bolse je jatri jodi na o chole tao oikhane onek khoroch kortei thakte hobe protiniyoto .
@PeekingTorpedo3 күн бұрын
আমিও সেটাই কমেন্ট করতে এলাম
@arstoons41542 күн бұрын
@MDYUSUF-il4dq Bhai okhane bujhaise je din er jei shomoi manush kom thakbe tokhon o station chalu rakhte onek khoroch choloman thakbe Jemon MRT jeita ase okhane diner bela temon light ventilation lage nah. Ekdom olpo. R drainage er beparo kom proyojon. Kintu matir niche egular proyojon shobsomoi thakbe and onek beshi thakbe
@tauhidurrahman43404 күн бұрын
এটা বাদ দিয়ে মেট্রোরেল করাই যুক্তি যুক্ত
@mymail23684 күн бұрын
Subway mane ki age seta janen..
@mdshohelranaakondo54794 күн бұрын
এটা কি অন্যকিছু? এটাও তো মেট্রোরেল
@Ajk-ch1rd4 күн бұрын
সাবওয়ে বা পাতাল রেল আর মেট্রোরেল এক না@@mdshohelranaakondo5479
@Ajk-ch1rd4 күн бұрын
@@mymail2368জানা লাগবে না গো কারণ এই দেশে ভুমিকম্পন হলে সব শেষ এটা ভুমিকম্প প্রবণ দেশ
@banglaanimeproject90364 күн бұрын
বাংলাদেশের জনগনের জ্ঞান বলতে এতটুকুই। এরা এটাও জানে না যে মেট্রোরেল আর সাবওয়ে একই জিনিস শুধু রুপ ভিন্ন। কিন্তু নিজেদের আবার এই হাতুরি মার্কা ঠুংকো জ্ঞান নিয়ে রাজনীতি ও ক্রিকেট বিষয়ে আবার নিজেদের বোদ্ধা মনে করে lol এরা কোন দিনও মানুষ হবে না।
@WeLoveBangladesh49612 күн бұрын
সবধরনের প্রকল্পের খরচ, প্রয়োজনীয়তা এবং উপযোগিতা পুণর্মূল্যায়ন করা প্রয়োজন
@talbetal82224 күн бұрын
দুই পাশের বিল্ডিং ভেংগে রাস্তা চওড়া করা হোক বিশেষ করে গাজিপুর থেকে যাত্রাবাড়ী পযন্ত 😎😎
@alauddinnoakhali57534 күн бұрын
প্রকৌশলী সাহেবের ভালো জ্ঞান আছে আলহামদুলিল্লাহ উনার কথা শোনা দরকার
@mymail23684 күн бұрын
Tar sunar gan ache.. se sunar Engineer
@MdAkon-g4g3 күн бұрын
@@mymail2368কোকা নাকি ঢাকা শহর ভূমিকম্প ঝুঁকি তে আছে সবচেয়ে৷ এই কথা কি মাথায় আছে। পাতাল রেল এ কম্পন হবে ফলে বিল্ডিং গুলো ঝুঁকিতে থাকবে।
@limonrahman5606Күн бұрын
এইসব প্রোজেক্ট নিয়ে বাংলাদেশকে আর ঋণের ফাদে ফেলবেননা! 😢
@md.osmanali32574 күн бұрын
এর থেকে বিমানবন্দর থেকে কমলাপুর রেললাইন এর সংখ্যা বাড়িয়ে লোকাল ট্রেন পরিচালনা করুন
@rabiulislam98794 күн бұрын
Soho mot
@mohammednasimalhuda73144 күн бұрын
কমলাপুর থেকে বিমানবন্দর ব্যয়বহুল পাতালরেলের আপাততঃ প্রয়োজন নাই,কমলাপুর টু টঙ্গি চারলেন রেল পথ দ্রুত চালু হলে ত্রিশ মিনিটে যায়ায়াত করা সম্ভব
@princetariqul28754 күн бұрын
rastay je jam dubol hbe..mathay kj goo?
@Kk891194 күн бұрын
Ato budhhi niya ghuman kemne 😂😂😂😂😂😂😂
@MdsaidKhan-u9g3 күн бұрын
তৃতীয় লাইন চালু হলে রেলগেট পাঁচ মিনিট পর পর ফেলতে হবে ঢাকা যানজট আরো বাড়বে
@seyamsayedalam4 күн бұрын
উত্তরা - কমলাপুর এর যাত্রীর তিনগুণ যাত্রী এই বিশ্বরোড - কমলাপুর সাবওয়ে (পাতাল রেলে) যাতায়াত করবে। এখানে ঘনবসতি বেশি, মানুষ বেশি। তাছাড়া সড়কের উপরে প্রশস্ত জায়গাও নাই মেট্রো করার ও স্টেশন করার। করতে গেলে অনেক বেশি চেপে যাবে। খরচ হচ্ছে ঠিকই কিন্তু লাভও হবে বরাবর। কারণ প্রচুর যাত্রী হবে।
কর্ণফুলী টার্নেলের ডিজাইনও করা হয়েছিলো লাভ সহ নানা সুবিধার কথা বলা হলেও তা হয় নি।এখন এইটা ভালো ভাবে দরকার হয় পুনরায় যাচাই করা উচিত।
@mdminhazulabedin463 күн бұрын
না জেনে কথা বলেন কেনো?
@Md.SultanMahmud-c4v4 күн бұрын
মাটির নীচ দিয়ে না করে মাটির উপর দিয়ে রেললাইন করা উত্তম। মাটির নীচ দিয়ে রেললাইন যেহেতু ব্যয়বহুল ও মাটির অনেক গভীর দিয়ে রেললাইন করতে হবে, সেই সাথে জন নিরাপত্তা জড়িত, তাই রেললাইন মাটির নীচ দিয়ে না করে,মাটির উপর দিয়ে করাই উত্তম,নিরাপদ ও কম ব্যয়বহুল।
@mymail23684 күн бұрын
Hhhhh.. subway mane ki age seta bujo.. murkho jati
@khalidhasanasif26194 күн бұрын
নেগেটিভ নিউজ মানুষ খায় বেশি, তাই জোড় করে নেগেটিভ জিনিস আনতে হবে। শহরের ভিতরে এলিভেটেড মেট্রো খুবি বাজে ডিজাইন।
@sfhimu78834 күн бұрын
😂😂😂😂
@MDYUSUF-il4dq4 күн бұрын
😂😂😂 Sir plz explain your opinion 😂😂😂
@কাল্পনিকজীবন-ধ৯ড3 күн бұрын
তাহলে ভালো কোনটা ?
@zahidhossain91663 күн бұрын
এই কাজের যোগ্যতা সবার নেই , শেখ হাসিনা পেরেছিলেন , ভবিষ্যতেও পারতেন , আশা করি তিনি আবার ফিরবেন ও সফল হবেন ইন শা আল্লাহ
@shahidashahida49984 күн бұрын
মাটির নীচে রেললাইন বানানো অনেক ব্যায়বহুল। কর্নফুলি টানেলে আয়ের চেয়ে ব্যায় বেশী হচ্ছে। উপরেই রেল লাইন করা হোক।
@toufiqulemon60664 күн бұрын
ভূমিকম্প হলে ঢাকার অবস্থা কি হবে কে জানে এর মধ্যে আবার মাটির নিচে রেল লাইন
@mymail23684 күн бұрын
@@toufiqulemon6066 tw????
@mdjakirhosan60254 күн бұрын
আগের সরকার তো দুর্নীতি নিয়ে বাজেট করছে আপনারা এখন নতুন করে বাজেট করুন আগের বাজেট সামনে রাইখা এখন আপনার দুর্নীতি করার চেষ্টা করতেছেন
@Alif-x7b4 күн бұрын
আমাদের রাজধানী পরিবর্তন করতে হবে। আর না হলে মন্ত্রণালয়ের বড় বড় সরকারি অফিস গুলু এবং সকল সরকারি অফিস গুলো ঢাকার বাইরে হতে হবে এটাই চাই আমরা।।। কে একমত???❤
@munarashid36014 күн бұрын
লোকটার নিজের বাস আছে নিশ্চই । মানুষের শান্তি থেকে তার নিজের শারথো বেশী important.
@RohanMollikOtul63 күн бұрын
আমাদের দেশ উন্নয়ন হবে এবং ধনীও হবে শুধু সময়ের অপেক্ষা
@sufisha15894 күн бұрын
মরার আগেই কবরে যেতে চাই না,,,,, মেট্রোরেল ই বাংলাদেশের জন্য ভালো মনে করি,,,,,,পাতাল রেল বাতিল করলেই মঙ্গল
@mymail23684 күн бұрын
Patal r metro mane ki age seta bujo..
@arafathshuvo1474 күн бұрын
একই গপ্পো তো মেট্ররেল আর এলিভেটেড এর আগেও দিছিলো।
@Islamic.educationBD4 күн бұрын
এগুলো না করে, ঢাকা শহরে সরকারি অফিস গুলা জেলাতে নেওয়া হোক, বা জেলা শহর গুলাতে কর্মসংস্থান এর ব্যবস্থা করা হোক
@mostakchowdhury2663 күн бұрын
সঠিক
@MdArshadAli-ex5wz4 күн бұрын
এই সব পাতাল টৈনের চিন্তা মনে হয় বাদ দেওয়া ভালো
@manik.gamaing.official.4 күн бұрын
কেন
@funnybuzz64494 күн бұрын
কৃত্রিম অক্সিজেন সরবরাহ থাকা লাগবে সব সময় যা প্রচন্ড ব্যয়বহুল।
@damodaran26294 күн бұрын
@@funnybuzz6449কলকাতায় 60 km মেট্রোর ভিতর 30 km ই পাতালে। আরো 40 km পাতাল মেট্রো তৈরি হচ্ছে। তাহলে ঢাকায় অসুবিধা কোথায়।
আগের সরকার দুর্নীতি করছে বলেই দাম বাড়ছে বর্তমানে দাম কেন বাড়বে ? দাম বাড়ানো উচিত হবে না।
@sheronamcomes4 күн бұрын
প্রকল্পটি বাতিলের জোর দাবি জানাই
@BHD-GTZ3 күн бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@shamim9324 күн бұрын
কর্ণফুলী টালেন দিয়ে দিনে ৩৭ লক্ষ লোকসান হচ্ছে! পাতাল রেল কোন ভাবেই, উপযুক্ত নয়!
@aliehsan64993 күн бұрын
মাটির নিচেই করতে হবে এটা তো কোন দৈব বানী নয় যদি জটিল হয় তাহলে ও খরচ হয় তাহলে নতুন ভাবে চিন্তা করতে হবে এলিভেটেড করে করতে হবে কমলাপুর হতে মুগদা হয়ে পেছন দিয়ে এলিভেটেড পদ্ধতিতে করা যায় কারন তাতে যেমন ঐসব এলাকা উন্নত হবে তেমনি খরচও বাঁচবে।
@SumonAhmad-d9i3 күн бұрын
এত গুলো কমেন্ট দেখলাম,কেউ বল্লো না এত টাকা খরচ করে করার পর এবং এত ব্যয়বহুল মেনটেনেন্স এর পর এর ভাড়া কত বেশি হবে!আর এত ঝুঁকি পুরন প্রকল্প পরবর্তীতে বাতিল হলে এর দায় কে নেবে?
@JamshedAlam-cy3jy3 күн бұрын
আমি বার বার বলার চেষ্টা করছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে টা জনসাধারণের জন্য উন্মুক্ত ফ্রী করে দিন যানজট কমে যাবে
@sadrulanamchowdhury.63384 күн бұрын
পাতাল রেলই উত্তম।এসব বিশেষজ্ঞদের কথা শুনলে কিছুই হবেনা।আগের সরকার যে প্ল্যান দিয়ে গেছে, সে অনুযায়ী কাজ করতে হবে।আগের সরকারের সবকিছু খারাপ না।
@SEAFORESTJUNGLE4 күн бұрын
আমার মনে হয় পাতাল ট্রেনের চেয়ে উপর দিয়ে মেট্রোরেলের রাস্তা তৈরি করাটাই উত্তম।
@MdRuhul-f7p3 күн бұрын
বাস ভাড়া 50 টাকা হলে যেন আমরা 120 টাকার ভিতরে সেই জায়গায় পৌঁছাতে পারি
@rakibhossain39094 күн бұрын
পাতাল রেল করাটা অতীব যুক্তিযুক্ত কারণ যুদ্ধকালীন সময় এটা বাংকার হিসেবে ব্যবহার করা যায় তাই আমি মনে করি এটা করা জরুরী
@rayedbinrobbany4 күн бұрын
উপর দিয়ে করলে খরচ কম হতো কিন্তু রাস্তার একটা অংশ অকোপাইড হতো। যেটা শুরু হয়েছে সেটা এগিয়ে নিতে ভালো পরামর্শ দেওয়া উচিত । এখন চ্যালেঞ্জে/ নেতিবাচক বলার সুযোগ নেই। ধন্যবাদ।
@sayedrasal22653 күн бұрын
দুঃখের বিষয় হচ্ছে এই সমস্ত প্রকল্পের পরিচালক যারা তারা হচ্ছে অনভিজ্ঞ তারা দলীয় মধুতে এবং চাতুকারিতা কারণে দায়িত্ব পেয়ে থাকে বিশ্লেষক এবং প্রকল্প পরিচালকের কথায় অনেক গরমিল আছে।
@Anidealfarmhouse4 күн бұрын
এই ৫৪ হাজার কোটি টাকা দিয়ে ঢাকার আশপাশের রাস্তা, কালভাট, ব্রিজ, গ্যাস, বিদ্যুৎ, স্কল, কলেজ, ভারসিটি হসপিটাল করলে ঢাকার আয়তন আরো দ্বিগুণ হবে...😊
@tahminalipi2544 күн бұрын
কমলাপুর থেকে বিমানবন্দর রেল রয়েছে এই রুটে বিশেষ ট্রেন এর ব্যবস্থা করলেই হয় এত টাকা খরচ/অপচয় করার প্রয়োজন কি?
@SyedAhmedSakif4 күн бұрын
right
@zahidulhasan70144 күн бұрын
You are right
@mustafakamal53183 күн бұрын
এই অর্থে রাজধানী স্থানান্তর করে পদ্মাসেতু সংলগ্ন কোন এলাকায় নিয়ে গেলে ঢাকা শহরে জানজট ৫০% কমে যাবে। ভারত করেছে,পাকিস্থান করেছে,ইন্দোনেশিয়া করেছে বাংলাদেশেরও করা উচিৎ।
@MdSumon-b7p8r3 күн бұрын
কর্ণফুলী টানেল আমাদের জন্য বড় শিক্ষা এইটা এখন আয়েরসে ব্যয় বেশি
@nazmussakib93473 күн бұрын
মাটির নিচেই করতে হবে। Bombay আরো অপরিকল্পিত সেখানেও মাটির নিচে মেট্রো
@robiulhossan74904 күн бұрын
আমি বুঝিনা সব কিসু ঢাকায় ই কেনো করতে হবে । এমনেই এইখানে জনসংখ্যা যেই পরিমান বাড়ছে এর সঠিক পরিকল্পনা না করলে ভবিষ্যতে এই শহর বসবাসের অযোগ্য হয়ে উঠবে।
@uniquecreator24-r3 күн бұрын
পাতাল সড়ক বা পাতাল রেলের কি পরিমাণ রক্ষণাবেক্ষণ খরচ তা আমরা কর্ণফুলী টানেল থেকে বুঝতে পারছি,,, তাই পাতাল রেল না করে সড়কের উপরে মেট্রোরেল করা উচিত। এতে ঝুঁকে যেমন কমবে খরচ কমবে এবং রক্ষণাবেক্ষণ খরচ ওয়ঠিক তেমন কমবে।
@studycaresr38903 күн бұрын
রাজধানীর সরানো উচিত
@soft-tube2083 күн бұрын
বাদ দেওয়া উচিত এই প্রকল্প।
@RuhulAmin-zm7me4 күн бұрын
একে একে এরকম আরো অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড বন্ধ করার অপেক্ষায় আমরা সাধারণ জনগণ। আর কোন উন্নয়ন আগামীতে কেউ দেখবে না এটাই মনে হচ্ছে ।
@monoara28624 күн бұрын
এইটা নিরাপদ নয় এইটা বাতিল করা হোক
@MdAkash-o4m3 күн бұрын
আমার মতে ঢাকার সকল রোডের উপর মেট্রোরেল বসানো দরকার। এতে যানজট কমানোর উপায়।
@zaifparvez15694 күн бұрын
কমেন্টে ইঞ্জিনিয়ার অনেক বিশিষ্ট ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছি
@funnybuzz64494 күн бұрын
কৃত্রিম অক্সিজেন সরবরাহ থাকা লাগবে সব সময় যা প্রচন্ড ব্যয়বহুল।
@moazzemhossainmamun-yz2wz4 күн бұрын
এইসব বহুল প্রজেক্ট না করে, রাস্তার মধ্যে রেল লাইন করে দাও যানজট থাকবে না।
@mdalaminhossin94153 күн бұрын
সবদিক বিবেচনা করে পরিকল্পনা করতে হবে এলিভেটেড এক্সপ্রেস সবথেকে করাই ভালো হবে এবং এলিভেটর এক্সপ্রেস এর ওঠা নামার পয়েন্ট খুবই কম
@mdtaher52464 күн бұрын
লোস প্রজেক্ট। বন্ধ করা উচিত।
@disguisedgirl4 күн бұрын
tui nishchoi dhakay thakos na
@manik.gamaing.official.4 күн бұрын
গাদা নাকি
@mdjohon81313 күн бұрын
ভাই এমনিতেই অনেক বেশি ঘনবসতি ঢাকা শহরে। তার উপর বাংলাদেশ নিচু এলাকা। মাটির উপরে মেট্রোই বেশি কার্যকর হবে বলে মনে করি।
@mdbachu51593 күн бұрын
মোটা চাকার অটোরিকশা গুলো কে বৈধতা দেওয়া হোক চিকন চাকার ব্যাটারি চালিত অটোরিকশা গুলো কে নিষিদ্ধ করা উচিত চিকন চাকার রিকশা গুলো ব্রেকিং সিস্টেম মাঝে 20 দামের ব্রেকিং সিস্টেম 😂
@mdriyadhasan61893 күн бұрын
রাস্তা আরো চোয়ড়া করেন এবং ইন্টারসিটি বাস গুলো ঠিক করেন। নয়তো এইসব প্রজেক্ট কমপ্লিট হতে হতে অনেক বছর সময় লাগবে এবং মানুষের দুর্ভোগ পোহাতেই হবে। বাস সিস্টেম ইন্টারসিটি বাহিরের দেশের মতো করেন।
@skmominur19064 күн бұрын
অনুমোদন বাতিল করা হোক😊
@ratuls213 күн бұрын
আন্ডারগ্রাউন্ড টানেল এর মেইন্টেনেন্স হাতি পোষার মতো ব্যাপার, যেটা চট্টগ্রাম এর নদীর টার্মিনালে দেখা যাচ্ছে। অক্সিজেন সরবরাহ আর লাইটে যে খরচ আসে তাতে প্রকল্পের পরিচালনা ব্যায় উঠেনা
@md.jamalmiah16504 күн бұрын
দেশের মানুষ ভাত পায় না খাইতো। জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এইসব প্রকল্প বাতিল করা দরকার।
@mdal-mamun40764 күн бұрын
শামসুল হক এপ্রযন্ত কোন প্রকল্প কোন ইতিবাচক বক্তব্য দেয় না
@কাল্পনিকজীবন-ধ৯ড3 күн бұрын
রাইট। এ লোককে কোনদিন একটা ইতিবাচক কথা শুনতে দেখি নাই। ফালতু একটা লোক। এক এক সময় এক এক কথা বলে।
@whenthathappen99584 күн бұрын
এইটা বাদ দিয়ে নতুন শহরের পরিকল্পনা করতে হবে।
@abdurrahimsm91773 күн бұрын
এইসব টাকা দিয়ে ফ্ল্যাট বাড়ি বানিয়ে ভাড়া দেওয়া হোক আরো বেশি টাকা আয় হবে।
@maverick-cm6od3 күн бұрын
It's better we shift Dhaka Rail station to Tongi permanently. You recover huge amount of land, avoid traffic congestion thereby. For facilitating people to go up to rail station you provide shuttle bus, dedicated elevated expressway. In all good metropolis, airport and public transport stations are established at the outskirts.
@freedomofspeech93774 күн бұрын
কঠিন হলেও করা সম্ভব আর যদি বেশি সমস্যা হয় তাহলে উপর দিয়ে যাবে কোন সমস্যা নাই
@milonbiswas87814 күн бұрын
এতো নিচে দিয়ে যাবে?? ইউরোপে দেখেছি. অল্প গোভির
@GalibSarkar-e6p4 күн бұрын
মাটির নিচে বানাতে ভূমি অধিগ্রহণ করতে হবে কেন?
@MdMijan-j8p3 күн бұрын
মেট্রোরেল কতটা জনপ্রিয় সেটা তো বুঝাই যাচ্ছে
@sakhaowatsakhaowat11204 күн бұрын
এই প্রকল্প নিশ্চিত লস প্রজেক্ট হবে। আর একটা কর্ণফুলী টানেল যার আয়ের চেয়ে ব্যয় বেশি হবে।
@funnybuzz64494 күн бұрын
কৃত্রিম অক্সিজেন সরবরাহ থাকা লাগবে সব সময় যা প্রচন্ড ব্যয়বহুল।
@akborhossainbabu4702 сағат бұрын
অযোগ উপদেষ্টাদের দ্বারা ব্যায় বাড়ছে
@MDRipon-js6pd4 күн бұрын
এই প্রকল্প বন্ধ করা হক
@BHD-GTZ3 күн бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@mostufashoid19419 сағат бұрын
এমন ব্যয়বহুল প্রকল্প না করাই ভাল
@monirhossainkhan85993 күн бұрын
রাস্তার যানজট কমাতে হলে রেলের বিকল্প নাই
@birbangali013 күн бұрын
আগের ব্যয় তো ধরা হয়েছিল টাকা মারার ধান্দা সহো, তাহলে আরো বাড়বে কেন?, এই প্রকল্পর বাজেট নিয়ে আবার নাড়াচাড়া করার জন্য অনুরোধ জানাচ্ছি
@abmk7774 күн бұрын
কলকাতা এবং ঢাকার মাটি একই রকম ,কলকাতার গিঞ্জির মধ্যে পাতাল রেল বানাইছে ১৯৮৪ সালে , এখন আমাদের বিশেষজ্ঞরা আইছে " মাটির নিচে রেল অবকাঠামো নির্মাণ জটিল' কাহিনি নিয়া, সারা ঢাকা শহর পাতাল রেল বানানো উচিত।
@nurmohammadifty67864 күн бұрын
কাজ বন্ধ করে নতুন প্রকল্প নেওয়ার ধান্দা । চিল্লায় মার্কেট পাওয়ার শর্টকাট 😅
@mohosinmiah79334 күн бұрын
গতকাল ছিল শুক্রবার ছুটির দিন আমি মিরপুর 10 নাম্বার থেকে মতিঝিল মতিঝিল যাব কিন্তু প্ল্যাটফর্ম দেখতে পেলাম অপেক্ষমান 1000 প্যাসেঞ্জার হবে বারবার মেশিন হ্যাং হচ্ছে বারবার মেশিন হ্যাং হচ্ছে মেশিন টাকা নিচ্ছে না টিকেট খাটতে অনেক সময় লাগছে এতে যাত্রীদের ভোগান্তি ও সময় দুটি নষ্ট হচ্ছে এ নিয়ে প্রতিবেদন চাই,
@BodruzzamanChowdhury-p5b4 күн бұрын
ঢাকা থেকে রাজধানী সরালে ভালো হয়
@hasnatabir85484 күн бұрын
Kolkatai kamne chole taile???
@saptarshimondal90284 күн бұрын
Karon Kolkata r loker talent ache plus serokom affordable technology o ache. Hooghly river r niche diye o Chole.
@mdashikurrahmananik33644 күн бұрын
@@saptarshimondal9028ভাই প্রকল্প কাজ শেষ হলে ট্যালেন্টেড লোক তৈরি হয়ে যাবে😊। এই প্রকল্পটা যে এই রামপুরা বাড্ডা যমুনার এই রাস্তায় কতটা জরুরী সেটা আপনি এই রাস্তা দিয়ে না গেলে বুঝতে পারবেন না। আর উড়াল করলে যে ধরনের যানজট হবে তা এই তিন মাসে এই রাস্তা দিয়ে ভালোই বুঝতে পারছি।
@কাল্পনিকজীবন-ধ৯ড3 күн бұрын
@@saptarshimondal9028 এটা একটা বালখিল্য কথা হয়ে গেলনা ? কোলকাতার লোকের ট্যানেন্ট আর টেকনোলজী কি জাপান থেকে বেশি হয়ে গেল নাকি ? আমাদের টা তো জাপান করছে । তাছাড়া আপনাদের ভারতের মেট্রোর মূল ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিও বাইরেরই।
@AbuAhmed-qh1xn4 күн бұрын
বাংলাদেশের যে অবস্থা বিশেষ করে ঢাকা শহর উনি বলতেছে মাটির নিচ দিয়ে পাতাল রেল দিনের সমস্যা তাহলে ছাদের উপর দিয়ে নিন😂
@1.0-196ift3 күн бұрын
এখানে অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে। গত সরকার যত প্রকল্প ই হাতে নিয়েছে তার সবগুলোর অবস্থা একই। অতএব এ প্রকল্প নিয়ে নতুন ভাবে ভাবা উচিত
@farhadlaviv82953 күн бұрын
আপনি কানে কম শুনেন প্রকল্প পরিচালক বলছে খরচ আরো বাড়তে পারে আর আপনি বলছেন অতিরিক্ত ব্যয় আগের সরকারের বাজেটও হবে না
@azmainyousuf51724 күн бұрын
There is nothing wrong with this project. Underground metros/ subways are very common all around the world and there have not been any major accidents since they have been started. London literally opened a new underground line for the london tube in the past two years. Please do thorough research. Having a subway will be significantly better, people won't have to face the challenges that we did have to face for MRT6 construction, it will be a lot quieter too for the neighborhoods it will be going through, which is much needed in an already too loud dhaka. Subways are the way to go. Yes it might have more maintenance costs but it is high time to make dhaka a planned city in terms of water and waste management at the very least centering around this project and the other MRT projects.
@mahbubulhasan75713 күн бұрын
ঢাকা কে বাদ দিয়ে অন্য বিভাগ গুলোর দিকে নজর দেওয়া উচিত।
@ataurrahman58053 күн бұрын
পূর্বাচল থেকে মেট্রোরেল আন্ডারগ্রাউন্ড করলে ৩০০ ফুট রাস্তা টা কাঁটা কাটি থেকে বেঁচে যেত।
@miahmiah64414 күн бұрын
পাতাল না করে মেট্রো করেন। অন্য দেশে এটি যেহেতু এখন আর করা হয়না।
@aklimakhaton44483 күн бұрын
এ প্রজেক্ট বাদ দিয়া মেট্রোরেল করাটাই উত্তম
@siddblogs21864 күн бұрын
কি বিশেষজ্ঞ উনি
@khandkerrahman40764 күн бұрын
এই প্রকল্পটা ভাই বাদ দেওয়া উচিৎ।
@ahmedlablu73394 күн бұрын
এই সমস্ত প্রজেক্ট শেখ হাসিনা ছাড়া সম্ভব না বাংলাদেশের যেদিকে তাকাবেন শুধু শেখ হাসিনার হাতের ছোঁয়ায় উন্নয়ন আর উন্নয়ন
@mohdnurealamsiddique88544 күн бұрын
it very difficult to make underground train. The soil quality of Dhaka is good, but the underground different lines ( water line sewerage line, telephone cables) might be the main problem for dhaka city underground train line.
@tanveerrahman73304 күн бұрын
পাতাল রেল প্রকল্প বাতিল করা দরকার
@harunorroshid3 күн бұрын
উপরেই ভালো হবে। খরচ কম হবে। পরিকল্পিত শহর না ঢাকা শহর
@samaunhosenshaun82654 күн бұрын
মাটির নিচে যেকোনও রাস্তা করলে তার ব্যয় আকাশচুম্বী হবে, তার চেয়ে ভালো মেট্রোরেল আরও বারান, তাহলেই জ্যাম কমবে।
@tanbirhossainsourav34034 күн бұрын
এটির চেয়ে উপর দিয়ে লাইন করতে হবে । এটি অনেক খরচ । এটি বন্ধ করতে হবে।