Рет қаралды 66
ঢাকেশ্বরী মন্দির || বাংলাদেশের জাতীয় মন্দির || National Temple of Bangladesh
ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি হিন্দু মন্দির। এই মন্দিরটিকে বাংলাদেশের জাতীয় মন্দিরও বলা হয়। ঢাকেশ্বরী শব্দের অর্থ 'ঢাকার ঈশ্বরী' বা 'ঢাকা শহরের রক্ষাকর্ত্রী'। এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠ গুলির একটি। এখানে সতীর মুকুটের মণি পড়েছিল। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম মন্দির। অনেকের মতে, দেবী ঢাকেশ্বরীর নাম থেকেই ঢাকা নামের উৎপত্তি।
ঢাকেশ্বরী মন্দির সেন রাজবংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে প্রতিষ্ঠা করেন। বর্তমান মন্দির কমপ্লেক্সটির দীর্ঘ অস্তিত্বকালে পুননির্মাণ ও সংস্কারের দরুন বর্তমানে এর আদি স্থাপত্যিক বৈশিষ্ট্যের কোনো কিছুই স্পষ্টভাবে প্রকাশ পায় না। ১৯৪৮ সালে এই মন্দিরের দেবী ঢাকেশ্বরীর ৮০০ বছরের পুরোনো আসল মূল বিগ্রহটি দেশভাগ-পরবর্তী দাঙ্গার সময় আক্রমণ এবং লুন্ঠনের হাত থেকে রক্ষা করতে গোপনে এবং দ্রুততার সঙ্গে ঢাকা থেকে কলকাতার কুমারটুলি অঞ্চলে দুর্গাচারণ স্ট্রিটের শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে স্থানান্তর করা হয়।
#ঢাকেশ্বরী মন্দির কিভাবে যাব #ঢাকেশ্বরী মন্দিরের পূজার সময় #ঢাকেশ্বরী মন্দিরে থাকার ব্যবস্থা #ঢাকেশ্বরী মন্দিরে বিয়ের খরচ #ঢাকেশ্বরী মন্দিরের ছবি #ঢাকেশ্বরী মন্দিরের বয়স কত? #বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মন্দির কোনটি? #ঢাকেশ্বরী মন্দির #ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস #ঢাকেশ্বরী মন্দিরের অজানা ও অলৌকিক ইতিহাস
#dhakeshwari temple bangladesh #dhakeshwari temple #biggest hindu temple of bangladesh #dhakeshwari the old temple of dhaka #the ancient temple dhakeshwari #dhakeshwari #dhakeshwari mondir