Рет қаралды 14
ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর: নদীপথের মনোমুগ্ধকর লঞ্চ ভ্রমণ || Dhaka Sadarghat to Chandpur|| River #sadarghat #news #BCACP Picnic # Chandpur#travelvlog
ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর পর্যন্ত লঞ্চ ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা, যা যাত্রীদের জন্য সুন্দর ও স্বস্তিদায়ক এক যাত্রার সুযোগ করে দেয়। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যাত্রা শুরু করে লঞ্চগুলো বুড়িগঙ্গা নদী পেরিয়ে মেঘনা নদীর বিশাল জলরাশির দিকে এগিয়ে যায়।
যাত্রাপথে চারপাশে দেখা যায় সবুজ গ্রাম, মাছ ধরার নৌকা, ও নদীর তীরে ব্যস্ত জেলেদের জীবন। দিনের বেলায় সূর্যের আলো পানিতে চিকচিক করে, আর সন্ধ্যার সময় নদীর বুক জুড়ে নেমে আসে এক মনোমুগ্ধকর সৌন্দর্য।
লঞ্চগুলোর ডেক থেকে বাতাসের ছোঁয়া নিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করা যায়, আর কেবিনে বসে আরামদায়কভাবে যাত্রা করা যায়। পথে মুন্সীগঞ্জ, মেঘনা সেতুর নিকটবর্তী অঞ্চল ও চাঁদপুরের ইলিশের সুগন্ধ যেন ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তোলে।
প্রায় ৩-৪ ঘণ্টার এই লঞ্চ যাত্রা শুধু একটা ভ্রমণ নয়, বরং এটি এক অনন্য অভিজ্ঞতা, যা নদী ও বাংলার প্রকৃতির অপার সৌন্দর্যকে উপভোগ করার সুযোগ দেয়। 🌊🚢