Рет қаралды 2,525
সিকিম
সিকিম (Sikkim) আয়তনের দিক দিয়ে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হলেও প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন শহর। ভারতের উত্তর পূর্বে অবস্থিত সিকিমকে ঘিরে আছে পশ্চিমবঙ্গ, ভূটান, নেপাল এবং তিব্বত। ৭০০০ বর্গ কিলোমিটার আয়তনের সিকিমের মোট জনসংখ্যার পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখ। সিকিমের বৃহত্তম শহর এবং রাজধানীর নাম গ্যাংটক। বাংলাদেশ থেকে সহজে ও কম খরচে ভ্রমণ করা যায় বলে পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে সিকিমের অবস্থান।
উত্তর সিকিম, পূর্ব সিকিম, দক্ষিণ সিকিম এবং পশ্চিম সিকিম এই চার জেলার সমন্বয়ে গঠিত সিকিম চমৎকার পাহাড়ি ঝর্ণা, গভীর উপত্যকা, ঔষধি গাছের বন এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিপূর্ণ। আলপাইন চারণভূমি, পাহাড়, হিমবাহ ও হাজারো বুনো ফুলে ভরা সিকিমের গ্যাংটক ও লাচুংয়ের মতো উপশহরের প্রতিটা জায়গা পর্যটকদের মুগ্ধ করে। আর পুর্ব সিকিমের অপার সৌন্দর্যের ধারক সাঙ্গু লেক এই শহরের আরেক বিশেষ আকর্ষণ।
AS TRAVEL GROUP (ASTG)
+880 1707-111282 - Sujon Datta
Follow Us On Facebook -
rb.gy/mkmwt4
Subscribe on You KZbin - / @sariyansadia
For Any Contact-
sariyansadia@gmail.com
Keywords :-
Sadia, Shamoli, NR, ঢাকা থেকে শিলিগুড়ি, dhaka to siliguri by road, dhaka to india, bus ticket price, ac chair, dhaka to New Jalpaiguri, india visa, india immigration, train journey, dhaka to india by Road, couple vlog, travel vlog, dhaka to Gangtok, dhaka to sikkim, by road, Sariyan Sadia, bangla vlog,
North Sikkim, North Sikkim tour, North Sikkim tour plan, North Sikkim tour guide, উত্তর সিকিম ভ্রমণ, উত্তর সিকিম, উত্তর সিকিম টুর গাইড, উত্তর সিকিম টুর প্ল্যান, yumthang, yumthang valley, zero point, yumesamdong,Tsomgo lake, kala patthar, kalapatthar, chopta, chopta valley, mangan, chungthang, vajra taxi stand, gangtok, lachung, lachen,
চ্যাংড়াবান্ধা🇮🇳 সীমান্ত হয়ে সিকিম ভ্রমণের যাবতীয় আপডেট, Dhaka to Sikkim by Road, Burimari-Changrabandha Immigration Process, Dhaka to Gangtok, নতুন নিয়মে ঢাকা থেকে সিকিম, Dhaka to Pelling, Sikkim Ep.1, Sariyan, চ্যাংড়াবান্ধা সীমান্ত হয়ে সিকিম/দার্জিলিং ভ্রমণের আপডেট গাইডলাইন, Low Budget Sikkim Trip, Sikkim Trip Guideline, Sikkim Trip from Bangladesh, Burimari-Changrabandha Border, Sariyan &,Sariyan & Sadia