Banglabanda hoye jete ki ki information jante hobe plz bolben? Banglabanda hoye amder sikim jawa onk kom somoy lagbe tai jodi bolten
@TravelBird_bdАй бұрын
বাংলাবান্ধা হয়ে যদি আপনার সহজ হয় আর সময় কম লাগে তাহলে আপনি বাংলাবান্ধা হয়েই যেতে পারেন। তবে খেয়াল রাখবেন, ভিসাতে যেনো বাংলাবান্ধা পোর্ট উল্লেখ থাকে। তা না হলে বাংলাবান্ধা হয়ে যেতে পারবেন না। আর নতুন ভিসা করার সময় আবেন পত্রে পোর্ট হিসেবে ফুলবাড়ি (বাংলাবান্ধার বিপরীতে ভারতীয় ইমিগ্রেশন) সিলেক্ট করবেন। ইমিগ্রেশন প্রসেস সব যায়গায় একই রকম। কাগজ পত্রও একই রকম লাগবে। তবে যে সকল পোর্টে যাত্রি বেশি সেখানে সময় বেশি লাগে, এই আরকি।
@abirmolla2692 ай бұрын
ভাই আমরা বাংলাদেশ থেকে এই মাসে মানে অক্টোবর এর ৯ তারিখে যেতে চাচ্ছি। গেলে স্মো ফল/বরফ পাব কি? একটু দয়া করে জানাবেন প্লিজ
@rashedhasan25963 ай бұрын
Amar visay dawki boarder multiple visa se khetre ami ki chengrabandha dea jate parbo?
@TravelBird_bd3 ай бұрын
ভিসায় চেংড়াবান্ধা পোর্ট উল্লেখ না থাকলে যেতে পারবেন না। তবে ভিসা যদি মাল্টিপল এন্ট্রি হয়া এবং ভিসার মেয়াদ অন্তত ৩মাস থাকলে আপনি চেংড়াবান্ধা পোর্ট এড করার জন্য আবেদন করবেন। পোর্ট এড করার জন্য IVAC এ কোন সিরিয়াল নিতে হবে না। সরাসরি IVAC তে চলে যাবেন, ফরম সংগ্রহ করে হাতে লিখে জমা দিবেন ৭ থেকে ১৫ কর্ম দিবসে পোর্ট এড হয়ে যাবে।
@MdSifat-ym3kq5 ай бұрын
ভাই এপ্রিল মাসের শুরুতে গেলে কি বরফ পাওয়া যাবে
@TravelBird_bd3 ай бұрын
ভাগ্য ভালো হলে পাওয়া যেতেও পারে। তবে মার্চ মাসের পর থেকে ঠান্ডা কমে যায়।
@SIGMA-SIGNAL4K3 ай бұрын
মে মাসে পাবেন
@himeldas57713 ай бұрын
India onk sundor country
@nafiziqbalrabby5 ай бұрын
অসাধারণ --!!!❤❤❤, ভাইয়া Best Of luck 😍🥰
@TravelBird_bd3 ай бұрын
অসংখ্য ধন্যবাদ
@HabiburRahman-fe6dgАй бұрын
kon device diye video korecehn?
@TravelBird_bdАй бұрын
Go Pro Hero 9
@AmraKhadoK124565 ай бұрын
ধন্যবাদ অনেক তথ্য দিলেন
@TravelBird_bd5 ай бұрын
আপনাকেও ধন্যবাদ
@susmitasarkerbristi5980Ай бұрын
সিকিমে স্নোফল পাওয়ার উপযুক্ত সময় কখন?
@TravelBird_bdАй бұрын
সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত সিকিম যাওয়ার সবচেয়ে আদর্শ সময়।
@mdazizulhakim2286 ай бұрын
আপনারা কত তারিখে ভ্রমন করেছিলেন?
@TravelBird_bd6 ай бұрын
এপ্রিল মাসে
@gmssujon68333 ай бұрын
Apni kon mase gechilen?
@TravelBird_bd3 ай бұрын
এপ্রিলের শুরুতে
@sharminaktar93575 ай бұрын
India asholei onnk shundor ❤️
@TravelBird_bd3 ай бұрын
👍
@Shaon20104 ай бұрын
Nice Presentation 🎉
@TravelBird_bd3 ай бұрын
Thank you. Stay Connected.
@abentertainment66706 ай бұрын
apply korar somoy NOC dichilam..ekhon ki eta abar lagbe vai??
@TravelBird_bd6 ай бұрын
জ্বি, বাংলাদেশ অংশে চায়। না থাকলে ঝামেলা করে।
@roadsidecatsbyakibАй бұрын
Vai apnara kon month e geslen?
@TravelBird_bdАй бұрын
April
@Munirzz4 ай бұрын
Joto bar dekhi toto bar abar jete echaa kore
@TravelBird_bd4 ай бұрын
ধন্যবাদ
@maxshohag30722 ай бұрын
পার পারসন কি রকম খরচ পরে
@TravelBird_bdАй бұрын
খরচ ডিপেন্ড করবে আপনি কত খরচ করবেন তার উপর। আমাদের পার পার্সন ২০ হাজার করে খরচ হয়েছে। আপনি চাইলে এর চাইতেও কম খরচে ট্যুর কমপ্লিট করতে পারবেন। আবার বেশিও খরচ করতে পারবেন।
@RuhulAmin-xc4wd2 ай бұрын
Assalamualaikum brother apnader per person cost 20k Rs naki 20k BDT.??
@TravelBird_bdАй бұрын
Walaikum As Salam. Per person cost 20k BDT.
@ripondas70825 ай бұрын
ভাই জুলাই মাসে কি এমন তুষার পাত দেখা যাবে
@TravelBird_bd5 ай бұрын
সম্ভাবনা কম। ভাগ্য ভালো থাকলে হয়তো কিছু বরফ পেতে পারেন, তবে তুষারপাত পাবেন না।
@tatsuyaplays43566 ай бұрын
Kon month e giyechen kindly janano jabe?
@TravelBird_bd6 ай бұрын
জ্বী, এপ্রিল মাসে
@reduanuzzaman5 ай бұрын
recommendation letter kothay pabo kindly janaben
@TravelBird_bd5 ай бұрын
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল/অধ্যক্ষ বরাবর কারন উল্লেখ করে আবেদন করবেন।
@surjokonna14925 ай бұрын
Ki karon ullekh korbo?mane ghurte jbo setao likhte hbe
@salmasultana1383 ай бұрын
ভাই আপনি যখন গিয়েছিলেন lachen bondo chilo ki??
@TravelBird_bd3 ай бұрын
সঠিক বলতে পারবো না। আমাদের ট্যুর প্ল্যান ছিলো লাচুং-ইয়ামথাং, তাই অন্যদিকের খবর নেয়া হয়নি।
@MdSharif-nu4xe5 ай бұрын
আমরা সেপ্টেম্বরের শেষে যাবো তখন কি ঠান্ডা থাকবে এবং বরফ দেখা যাবে কি?
@TravelBird_bd5 ай бұрын
জ্বী। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত সিকিম যাওয়ার সবচেয়ে আদর্শ সময়।
@farihaahamed86666 ай бұрын
Kon month geselen ? Month and date ta bolen
@TravelBird_bd6 ай бұрын
এপ্রিল মাসের শুরুর দিকে
@kazifarid-d5j6 ай бұрын
Please name of the Tour Agency and per head cost?
@TravelBird_bd6 ай бұрын
Per head cost approximate 20 thousand taka. If we had more members, our expenses could be reduced. The manager of Hotel Canon arranged our Gangtok-Yumthang Valley tour. Some of Tour Operators No. are given below ১। ইজি ট্যুরস এন্ড ট্র্যাকস = +919593267846 ২। হাই হিল ট্যুর এন্ড ট্রাভেলস = +919933310111 ৩। ট্রিপ সিকিম ট্যুর এন্ড ট্রাভেলস = +919933448360 ৪। ইস্ট হিমালয়ান ট্যুর এন্ড ট্রাভেলস = +919800058333 ৫। মাউন্টেন মাইলস্টোন ট্যুর এন্ড ট্রাভেলস = +919064185176
@MohammadSahakhawat6 ай бұрын
Bhai 3 din gangtok thakle total koto khoroc hote pare.
@TravelBird_bd5 ай бұрын
২ থেকে ৩ জন থাকা যায় এমন হোটেল ভাড়া প্রতিদিন সর্বনিম্ন ১০০০ রুপি, মোটামুটি মানের খাবার প্রতিবেলা জন প্রতি ১৫০ রুপি। এবার একটু হিসেব করে দেখেন ......
@batennahida4 ай бұрын
Total cost বলে দিলে ভালো হতো ভাইয়া.... আর কয়দিন লেগেছিলো আসা-আসা-যাওয়ায়?
@TravelBird_bd3 ай бұрын
আমাদের ট্যুর ছিলো ৪ দিনের। আমাদের জন প্রতি খরচ ছিলো ২০ হাজার টাকা।
@drsabbirhossain86272 ай бұрын
আমার ডাউকি নেওয়া আছে😪তাইলে তো সিক্কিম পারবো না?
@TravelBird_bd2 ай бұрын
ভিসা যদি মাল্টিপল এন্ট্রি হয়া এবং ভিসার মেয়াদ অন্তত ৩মাস থাকলে আপনি চেংড়াবান্ধা পোর্ট এড করার জন্য আবেদন করবেন।
@AmraKhadoK124565 ай бұрын
প্রতিষ্ঠানের রিকমেন্ডেশন পাবো কেমনে
@TravelBird_bd5 ай бұрын
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল/অধ্যক্ষ বরাবর কারন উল্লেখ করে আবেদন করবেন।
@AmraKhadoK124565 ай бұрын
@@TravelBird_bd আমাদের প্রতিষ্ঠানের স্যার ম্যাডামরা তেমন ভালো না আর কলেজে ক্লাসই হয় না🙂 এমন অবস্থায় ঘুরডে যাওয়ার পারমিশন নিতে চাইলে আরো বকাবকি করবে।এই কাগজ ছাড়া কি যাওয়া যায় না?
@surjokonna14925 ай бұрын
Kon month e jaoa vlo
@TravelBird_bd5 ай бұрын
ফেব্রুয়ারীর শেষ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত সিকিম যাওয়ার সবচেয়ে আদর্শ সময়।
@surjokonna14925 ай бұрын
@@TravelBird_bd ei smy gulo borof paoa jay
@TravelBird_bd5 ай бұрын
Yes mam
@Imran-rx4ql6 ай бұрын
ভাইয়া জিরু পয়েন্ট যেতে পেরেছিলেন, আর উত্তর সিকিমে গুরুডংমার লেক কি বাংলাদেশিরা যেতে পারবে,
@TravelBird_bd5 ай бұрын
আমাদের প্ল্যান ছিলো যদি ইয়াম্থাং ভ্যালিতে স্নো না পাই তাহলে জিরো পয়েন্ট যাবো। ইয়াম্থাং ভ্যালিতে স্নো পেয়ে যাওয়ায় আমরা আর জিরো পয়েন্ট যাইনি। তবে রাস্তা খোলা ছিলো, চাইলে যাওয়া যেতো। আর গুরুদোংমার লেক এই সময়ে বাংলাদেশিদের যেতে দেয় কিনা শিওর জানা নেই।
@MarufHossain-xs1ie3 ай бұрын
@@TravelBird_bd কয়েকটি প্রশ্ন আছে ভাই। ১। ইয়াম্থাং ভ্যালিতে যাবার জন্য সকালে কি লাচুং এর হোটেল থেকে চেক আউট করে বের হতে হয় একবারে? ২। ইয়াম্থাং ভ্যালি থেকে কি সরাসরি গ্যাংটক এর উদ্দ্যেশে গাড়ি ছেড়ে দেয়? ৩। ওখান থেকে জিরো পয়েন্টে গেলেও কি ওই দিনই গ্যাংটক যাওয়া যায়? ৮ ঘন্টার বেশি লাগবার কথা!
@asifkhan1234-qt7gt5 ай бұрын
ভাই মোট জিতের আসতে কত খরচ হয়েছিল আপনার
@TravelBird_bd5 ай бұрын
ভাইয়া, আমাদের জন প্রতি ২০ হাজার টাকা খরচ হয়েছিলো।
@SantaSalam-yu5xo4 ай бұрын
কবে গিয়েছেন
@RuhulAmin-zq2dq4 ай бұрын
Vai akhon gele ki borof dekhte parbo
@TravelBird_bd4 ай бұрын
নাহ। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। পাহাড় ধস হচ্ছে।
@nazrulislam74963 ай бұрын
Vai zero point jete paren nai ???
@TravelBird_bd3 ай бұрын
যেতে পারিনি না ঠিক, যাইনি। ইয়ামথাং ভ্যালিতেই পর্যাপ্ত আইস ছিলো, তাই জিরো পয়েন্ট যাইনি। কারন জিরো পয়েন্ট গেলে গাড়ি ভাড়া এক্সট্রা ৩.৫ হাজার রুপি দিতে হবে। তাছাড়া অধিক উচ্চতার কারনে আমার শ্বাসকষ্ট হচ্ছিলো। তাই ইয়াম্থাং থেকেই ঘুরে চলে আসছি।
@RuhulAmin-xc4wd2 ай бұрын
@@TravelBird_bd bhai amr o same problem sas kosto 🥹
@footsteps_travelling5 ай бұрын
Wonderful ❤
@TravelBird_bd5 ай бұрын
Thank you 😄
@malihabarsha84053 ай бұрын
৩/৪ বছরের বাচ্চার জন্যও কি জন্মসনদ লাগবে? নাকি শুধু পাসপোর্ট হলেই চলবে?
@TravelBird_bd3 ай бұрын
কারো কাছে যখন একটা পাসপোর্ট থাকে, তার মানে তার সব কাগজ পত্রই আছে। বাট এটা যখন বাংলাদেশ পাসপোর্ট থাকার পরও এন আই ডি, অথবা জন্ম সনদ দেখতে চাইবে। না থাকলে ইমিগ্রেশনে অযথা কথা প্যাচাবে। যতটুকু বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা তাতে এমনটাই দেখেছি। তাই সাথে নেওয়াই উত্তম। তা ছাড়া জন্ম সনদ ছাড়া তো আপনি পাসপোর্টও করতে পারেন নি বা পারবেন না।
@nasimmahmudtusher8375 ай бұрын
Drone neya jabe???
@TravelBird_bd5 ай бұрын
ভাইয়া বিদেশী নাগরীকদের জন্য ভারতে যে কোন ধরনের ক্যামেরা যুক্ত এয়ারক্রাফট (ওজন যাই হোক না কেনো) উড়ানো এক কথায় নিষিদ্ধ। এখন আপনি ইমিগ্রেশনের চোখ ফাকি দিয়ে যদি নিতে পারেন, তাহলে লুকিয়ে উড়াতে পারবেন।
@besttube12016 ай бұрын
Koto tarkh giyecln
@TravelBird_bd6 ай бұрын
এপ্রিলের শুরুতে
@md.eliashhossain90805 ай бұрын
vai travel visa lagbe ki????
@TravelBird_bd5 ай бұрын
ভিসা তো অবশ্যই লাগবে
@chyjamal18095 ай бұрын
মেডিকেল ভিসায় কি যেতে পারব
@TravelBird_bd4 ай бұрын
যেতে পারবেন।
@MHBlogs03 ай бұрын
বর্তমানে গেলে কি ভাল হবে?
@TravelBird_bd3 ай бұрын
জ্বী। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত সিকিম যাওয়ার সবচেয়ে আদর্শ সময়।
@shahingaming22875 ай бұрын
ভাই আমি মালয়েশিয়া থাকি আমি ৩ মাস পরে দেশে আসবো তো আমার সিকিম যাওয়া ইচ্ছা তো ভাই আমার তো কোন ব্যবসা ট্রেড লাইসেন্স, এন.ও.সি , জি.ও লেটার বা শিক্ষা প্রতিষ্ঠানের রিকমেন্ডেশন লেটার নাই আমি কি করতে পারি একটু যানাবেন দয়া করে ❤️🩹
@TravelBird_bd5 ай бұрын
যেহেতু আপনি প্রবাসী সেহেতু উপরোক্ত ডকুমেন্টস আপনার থাকার কথা না। আপনার পাসপোর্ট ই আপনার বড় পরিচয় এবং বড় এন.ও.সি। তবে মালয়েশিয়ায় যে প্রতিষ্ঠানে আপনি কর্মরত আছেন, দেশে ফেরার সময় সেখান থেকে সম্ভব হলে এন.ও.সি নিয়ে আসতে পারেন।
@ferraryhasan50213 ай бұрын
গ্যাংটকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কি বরফ থাকবে?
@TravelBird_bd3 ай бұрын
সাধারণত প্রচন্ড ঠান্ডা না পরলে গ্যাংটকে স্নোফল হয় না। গ্যাংটকে স্নোফল খুব রেয়ার। বরফ দেখতে হলে আপনাকে ইয়াম্থাং, জিরোপয়েন্ট যেতে হবে।
@livephotographyedit65513 ай бұрын
ভাই আপনি কোন মাসে গিয়েছেন।❤ ডিসেম্বর ২ তারিখ যেতে চাচ্ছি
@TravelBird_bd2 ай бұрын
এপ্রিল মাসে গিয়েছিলাম। ডিসেম্বরে যেতে পারেন। তবে সে সময় অনেক ঠান্ডা পরে। আদর্শ সময় সেপ্টেম্বর থেকে নভেম্বর।
@arishasmagiccraftgallery84344 ай бұрын
আপনি কোন মাসে সিকিম ভ্রমণ করেছেন?? 😊
@TravelBird_bd4 ай бұрын
এপ্রিল মাসে
@NazirSikder-t4wАй бұрын
যে পরিমান সমস্যা রাসতায় পদে পদে কাগজ পতরো জমা দেবার পেড়া তাতে ভ্রমন মাথায় উঠে যাচছে দরজার নেই যাবার।
@TravelBird_bdАй бұрын
সিকিম একটা সেনসিটিভ এলাকা। এখানে ভারতীয়দেরও অনেক নিয়ম মানতে হয়। কাগজ পত্রের প্যারায় আমারও বিরক্ত লাগছিলো। তবে সিকিমের সৌন্দর্য কাছে প্যারা কে আর প্যারা মনে হয় নাই।
@kathbirali-lz7ez3 ай бұрын
Amra september jabo
@mdsian39112 ай бұрын
কবে যাবেন?
@TravelBird_bd2 ай бұрын
সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত সিকিম যাওয়ার সবচেয়ে আদর্শ সময়।
@tanvirhussain56145 ай бұрын
❤
@TravelBird_bd3 ай бұрын
💖
@nahidaabid6579Ай бұрын
ei muslim hotel tar khabar j ki baje. Half boiled beef dey, tao abr halka moshlai pani te boil kora type.
@TravelBird_bdАй бұрын
দূর্ভাগ্যজনক। তবে আমরা ২বেলায় খাবারের মান ভালো পেয়েছি। সে জন্যই দর্শকদের রেকমেন্ড করেছি। তাছাড়া ওরা যেটা সরবরাহ করে সেটা গরুর মাংস নয়, মহিষের মাংস।