হালিম বিক্রি করে বদলে গেছে রাশেদের জীবন | latest news | news update | চুইঝাল হালিম রেসিপি

  Рет қаралды 4,204

Khulnar Khobor

Khulnar Khobor

Жыл бұрын

চুইঝালের খাসির হালিম বদলে দিয়েছে রাশেদের জীবন | latest news | news update
#chuijhal
#চুইঝাল
ডুমুরিয়া প্রতিনিধি || বৃহত্তর খুলনায় চুইঝাল দিয়ে রান্না গরু বা খাসির মাংস দেশজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছে। কিন্তু চুইঝাল দিয়ে খাসির হালিম সেটা হয়তো এখনো অনেকের অজানা।তেমনি এক অসাধারন হালিম রান্না পাওয়া যায় খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামে। যার একমাত্র কারিগর ঐ গ্রামের সন্তান রাশেদুল (৩৫)। তিনি প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকার হালিম বিক্রি করেন। তার দোকানে গেলেই দেখা যাবে ‘রাশেদের ঘুগনি অ্যান্ড খাসির নলার হালিম’। প্রতি বাটি হালিমের দাম ৬০ টাকা। তবে, নলার হালিমের দাম ৮০ টাকা।
রাশেদুল জানান, গ্রামে অল্প-স্বল্প লেখাপড়া করে চাকরির পেছনে না ছুটে বা অপরের কাছে কাজের জন্য না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলাম। প্রথমে ছোলা ঘুগনি দিয়ে ব্যবসা শুরু করি। তখন তিনি ছোলা ঘুগনির মধ্যে চুইঝাল দিতেন। ফলে এই খাবারও জনপ্রিয়তা পায় এবং ব্যবসায় লাভ হতে থাকে। এখনও তিনি চুইঝালের ঘুগনি বিক্রি করেন। এই অনুপ্রেরণায় তিনি চুইঝালের তৈরি হালিম শুরু করেন দুই বছর আগে। ইতোমধ্যে এই হালিম খেতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এমনকি যশোর থেকেও আসেন ভোজন রসিকরা। বিকেল ৪টা থেকে শুরু করে রাত ৮-৯টা পর্যন্ত এই হালিমের বিক্রি চলে। প্রতিদিন মোটামুটি এক হাজার থেকে এক হাজার ২০০ বাটি হালিম বিক্রি হয়।
চুইঝালের হালিম বিক্রেতা রাশেদুলের বাবার নাম আলতাফ গাজী। তিনি দিনমজুরের কাজ করতেন। রাশেদুলও শুরুতে সে কাজই করেছেন। প্রথমে ছোলা ঘুগনি দিয়ে ঘুরে দাঁড়ান এবং চুইঝালের হালিম দিয়ে সফল হওয়া। অল্প দিনের মধ্যে তার নামডাক ছড়িয়ে পড়ে খুলনাসহ বৃহত্তর খুলনা জেলা ও যশোর জেলায়। তার সঙ্গে কাজ করে আরও কয়েকজন নারী-পুরুষ জীবিকা নির্বাহ করছেন।
রাশেদুল বিবাহিত এবং তাদের ঘরে এক সন্তান রয়েছে। হালিম বিক্রি করেই তিনি জমি কিনে বাড়ি করেছেন।
সরজমিনে বিকেল সাড়ে চারটার দিকে তার দোকানে গিয়ে দেখা যায়, রাশেদুলের দোকানের সামনে চেয়ারগুলোতে বসার জায়গা নেই। আশপাশের জেলাসহ খুলনার নানা জায়গা থেকে এসে আগেই হালিমের অর্ডার দিয়েছেন ক্রেতারা। কেউ খাচ্ছেন, কেউ পার্সেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন।
রাশেদ বলেন, ‘আামার হালিমকে অন্য হালিম থেকে পার্থক্য করে চুইঝাল ও বিভিন্ন রকম মসলার মিশ্রণ। যেহেতু হালিম খেতে দূরদূরান্ত থেকে হিন্দু, মসুলমান সবাই আসেন তাই শুধু খাসি দিয়ে হালিম তৈরি করি।

Пікірлер: 1
@Razibulislamrazib777
@Razibulislamrazib777 3 ай бұрын
আসসালামুয়ালাইকুম কেমন আছেন? আমি ঢাকা মোহাম্মদপুর থেকে দেখছি। আমি খেতে চাই রাশেদ ভাইয়ের চুইঝাল দিয়ে খাসির গোশতের তৈরি বিখ্যাত এই হালিম।
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 84 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 44 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 84 МЛН