Рет қаралды 136
আগের দিন বিকেল বেলা সব সবজি ধুয়ে সিদ্ধ করে রেখে দিলাম। পরের দিন সকাল থেকে রান্নাঘরের কাজ শেষ করে কাপড় পরিষ্কার করে নিলাম। সকালের নাস্তা দুধ চা দিয়ে শেষ করে দুপুরে গাছগুলো ছাদে নিয়ে গেলাম। ধরার জন্য রান্না করতে ইচ্ছে করলো না আলু ভর্তা শাক ভাজি ডিম ভাজি দিয়ে দুপুরে ভাত খাইলাম। সন্ধ্যায় পাতাকপির পাকোড়া বানালাম। হেল্পিং হ্যান্ড ছাড়া সব কাজ করে নিলাম। সারাদিন পানিতে থাকলাম। সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে। #vlog #vlogger #new #sharing #simple #lifestyle #bangla #dailyvlog #bangladesh