আমার প্রিয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়,,,,, একটা কথা বলতেই হয়, হেমন্ত বাবু যতটা সম্মান পেয়েছিলেন, মান্না দে ততটা সম্মান কিন্তু পাইনি শেষ জীবনে, কিন্তু দুজনেই অসাধারণ গাইতেন
@goutamsamanta1483 жыл бұрын
হেমন্ত বাবু তাঁর উপার্জিত অর্থের একটা অংশ দিতেন বেশ কিছু মানুষকে নিয়ম করে। অনেক বড় মাপের শিল্পী তো তিঁনি ছিলেনই, ছিলেন বড় মনের মানুষ।
@anup7703 жыл бұрын
খুব সুন্দর উপস্থাপনা। অনেক মজার গল্প শুনলাম আমার দুই প্রিয় শিল্পী সম্পর্কে।♥️
@piyalbanerjee95572 жыл бұрын
I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Thank you for uploading this beautiful presentation. Amar baba bolten, "Amar gitikar jibaner dui stambha Hemanta Mukherjee ar Manna Dey". Video te amar babar chhabi dekhe khub bhalo laglo.
@amitmondal8237 Жыл бұрын
❤ আপনার কমেন্ট দেখে খুব ভালো লাগলো, নমস্কার নেবেন 🙏 সে যুগে আপনার বাবার অবদানও গানের জগতে কম নয়!গানে তিনার কথা না থাকলে মান্না হেমন্তের সহ সকল শিল্পীদের গান এত মধুরময় হত কিনা সন্ধ্যেয় আছে! একের পর এক -"কতদিন পরে এলে একটু বসো ..","কে প্রথম কাছে এসেছি কে প্রথম ..","নিঝুম ও সন্ধ্যায় ..","সব খেলার সেরা বাঙালি ফুটবল..","আমার একটু জায়গা দাও মায়ের বসি.." ইত্যাদি । -আপনি গান করেন? দুখ্যিত যদি কিছু না মনে করেন,আপনার পিতার অকালপ্রয়াণ রহস্যটা কি আমরা জানতে পারি? 🙏
@piyalbanerjee9557 Жыл бұрын
@@amitmondal8237 🙏🙏🙏
@souravdev88253 жыл бұрын
Hemanta Mukherjee, the greatest singer ever ❤️!
@kalyanmaity49853 жыл бұрын
Khub Sundar upasthapana.mugdha holam.
@asitkumarsasmal53473 жыл бұрын
অসাধারণ....❤️! লাইক দিয়ে আপনার ভিডিও দেখা শুরু করি।
@gamereviewandfoodvlogs84913 жыл бұрын
Hemanta mukherjee, owner of the golden voice!!!!🙏🙏🙏
@AlanGoswami-nz9lg Жыл бұрын
In other words, according to your comment, Manna Dey is Platinum voice as well as Diamond Mine !!
@debprosadchatterjee44103 жыл бұрын
এত ভালো উপস্থাপনা খুব কম দেখা যায়। আপনার চ্যানেলের আরো শ্রী বৃদ্ধি কামনা করি।
@dipakiamfromindia98613 жыл бұрын
Dho gony khub ashadanor silpi
@devdasghosh52152 жыл бұрын
রবীন্দ্র সংগীতকে জনপ্রিয় করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। একটি ভিডিও ফুটেজে দেখেছি, শ্রদ্ধেয় দেবব্রত বিশ্বাস নিজে এইকথা বলেছেন।
@alokeghosh56613 жыл бұрын
ধন্যবাদ দাদা খুব ভালো লাগলো, অনেক সমৃদ্ধ হোলাম।
@meenakshimitra70332 жыл бұрын
আমার ভীষণ প্রিয় শিল্পী মান্না দে। তিনি মানুষ হিসাবে ও ভালো ছিলেন। তার জন্য শেষ জীবন বড়ই কষ্টের মধ্যে গেছে।
@sujoyaich48833 жыл бұрын
আমি বারবার ফিরতে চাই ঐ সোনালি দিনে । খুব ভালো লাগলো দাদার উপস্থাপনা।
@indranimandal79052 жыл бұрын
Hemanta is Hemanta . Excellent Singer & Musician. Manna Dey is also good.
@subrataindra50532 жыл бұрын
আমি এই দুই শিল্পী কে জানাই অসংখ্য প্রণাম 🙏🙏
@sikhapandey45033 жыл бұрын
খুব সুন্দর। ধন্যবাদ শেয়ার করার জন্য।
@subhajit0 Жыл бұрын
চমৎকার ! খুবই ভাল লাগল। আপনি ও আমার অনুমান এ একজন ভাল শিল্পি । অনেক অনেক ধন্যবাদ। নমস্কার ।
@sukritisarkar85163 жыл бұрын
খুব খুব খুব ভালো লাগলো।মুগ্ধ হয়ে গেলাম। আরো শুনতে ইচ্ছে করছিল। ধন্যবাদ।
@sankarbose59282 жыл бұрын
ও দাদা প্রোগ্রামটি অনবদ্য, অনেক ধন্যবাদ
@sumanagasti-philosophyandp473 жыл бұрын
শ্রদ্ধেয় দুই শিল্পীর চরণে অনন্ত শ্রদ্ধা!
@anjanabiswas76883 жыл бұрын
We
@syedabedin21412 жыл бұрын
হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে তো শুধুমাত্র গায়ক ও সুরকারই ছিলেননা, বরং তাঁরা দুজনেই ছিলেন দুটি ইন্সটিটিউশন।
@dinabandhubiswas22582 жыл бұрын
1966 সালের 10 ই ফেব্রুয়ারি রানাঘাটের একটি জলসার জন্য হেমন্ত মুখোপাধ্যায় এর পারিশ্রমিক ঠিক হয়েছিল 4100/- টাকা । অনুষ্ঠানটি ছিল ক্লাবের উন্নতির জন্য তহবিল সংগ্রহ । আমার বয়স তখন 17 বছর । রেডিও এবং শীতের জলসা-ই তখন প্রধান আকর্ষণ । সেবার, অন্যান্য অনেক জলসা-আসরের মতো তিনিই ছিলেন শেষতম শিল্পী ।এবং যতদূর নয়নে পড়ে , তৎকালীন কলকাতার প্রায় সব নামী গায়ক-গায়িকারাই সেখানে গেয়েছিলেন । মোট 19 জন । মান্না-সন্ধ্যা সহ । একসময়ে হেমন্ত ক্লাবের প্রোগ্রাম/ কর্মসূচি ( অনুষ্ঠানের কর্মসূচি নয় ), চেয়ে নিলেন । দু'বার পড়লেন । 11 ই সকাল 5 টাতে অনুষ্ঠান শেষে বাকি দু'হাজার তিনি নেননি । মঞ্চে ওঠার আগেও চাননি । ক্লাবকে দান করে এসেছিলেন ! তার পরেও হেমন্ত মুখোপাধ্যায় কয়েকবার রানাঘাট এসেছিল জলসা অনুষ্ঠানে । অসাধারণ কন্ঠ । সুরকার , সংগীত পরিচালক । অনেক শিল্পীর-ই বেড়ে ওঠা এবং বিখ্যাত হওয়ার পিছনে তাঁর অবদান কল্পনাতীত । পরিচালক- প্রযোজক , কি ছিলেন না তিনি !! 🎂
@anantachowdhury80303 жыл бұрын
খুব ভালো লাগলো অপূর্ব
@subratasiddhanta72343 жыл бұрын
ভালো লাগলো, ভালো তো লাগেই। অপূর্ব উপ স্থাপনা।
@sonalysarkar27373 жыл бұрын
Khub bhalo laglo,share korlam.
@devdasghosh52152 жыл бұрын
আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে বলেন। খুব ভালো লাগে শুনতে। শ্রদ্ধেয় মান্না দে এবং শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় দুই কিংবদন্তি শিল্পী। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন ঈশ্বর দত্ত প্রতিভার অধিকারী। আর মান্না দে ছিলেন সাধক শিল্পী।
@kajaldutta90963 жыл бұрын
সংগীত জগতের দুই মহাতারকার সম্বন্ধে সঠিক বিশ্লেষণের জন্য অশেষ ধন্যবাদ।সত্যি বিশ্লেষণটি আমার কাছে মনোজ্ঞ লেগেছে। বিষয়টির উপস্থাপনাটিও খুব ভালো হয়েছে।একটি জায়গায় আপনার কথা কেটেগেছে। তাছাড়া সম্পূর্ণ উপস্থাপনা দুর্দান্ত হয়েছে।
@manabmazumdar2873 жыл бұрын
খুব ভালো লাগলো আপনার অসাধারণ উপস্থাপনায়।আরো অনেক কিছু শোনার অপেক্ষায় রইলাম 😘😘
@dilipkumarmondal439015 күн бұрын
খুব সুন্দর উপস্থাপনা ।
@sumitray17723 жыл бұрын
অনেক তথ্য জানতে পারলাম। ধন্যবাদ।
@subhasmondal37043 жыл бұрын
Excellent bolechen Dada👍👍👍
@rinachatterjee25143 жыл бұрын
দারুণ লাগল অতুলনীয়।
@mansurakhatun40203 жыл бұрын
Khub valo laglo
@triptidas47313 жыл бұрын
অসাধারণ দাদা।
@ratnapanja46223 жыл бұрын
খুব ভালো লাগল ।মন ভরে গেল ।
@adityasarkar84543 жыл бұрын
খুব ভালো লাগলো
@gopalroy51033 жыл бұрын
Good
@gopalroy51033 жыл бұрын
Good presentation
@Muhib_recitation Жыл бұрын
আপনার প্রতিটি আলোচনা খুবই তথ্যবহুল। ভালো থাকবেন সবসময়। আপনার জন্য শুভকামনা থাকলো।
@mnislam95012 жыл бұрын
Excellent Dada.Opare tomra bhalo theko.
@amaleshpathak9763 жыл бұрын
দুই কিংবদন্তি শিল্পী। বাঙ্গালী হিসাবে খুব গর্বঅনুভব করি।।
@bibhascreations3 жыл бұрын
Khub sundor presentation.
@rajibhazra56533 жыл бұрын
খুব ভালো লাগলো।👌 চিত্র পরিচালক দীনেন গুপ্ত কে নিয়ে একটা এপিসোড বানালে ভালো লাগবে । ধন্যবাদ
Very good information and discuss... Md Aziz sab ke niye akta video banan
@ramenchakrabarti40283 жыл бұрын
Nice and enjoyable story.
@kalloldhank62243 жыл бұрын
Manna de amar priyo... Hemanta aneker priyo..
@kitchenofjamuna3 жыл бұрын
Excellent sharing.
@amitavabhattacharjee063 жыл бұрын
খুব ভালো আলোচনা। ৮০ র দশকে আমার এই দুই কিংবদন্তি গায়কেরই লাইভ অনুষ্ঠান শোনার সৌভাগ্য হয়েছিল পৃথকভাবে। আপনি ঠিকই বলেছেন। আমার মনে আছে, মান্না দে উপর্যুপরি ২৬ টি বাংলা ও হিন্দী গান গেয়েছিলেন। তার মধ্যে শ্রোতাদের অনুরোধের অনেক গান ছিল। হেমন্তবাবু অত গান একসাথে গাইতেন না।
@duniyanizamahmeddina65342 жыл бұрын
অসাধারণ ওয়াও ওয়াওওওওও দারুণ 🙏🙏 🇧🇩🇧🇩
@kutubuddinahmed65233 жыл бұрын
খুবই সুন্দর উপসহাপনা
@manjiramitter4963 жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ।
@parthibgoswami11023 жыл бұрын
Duijon e bhogoban 🙏🙏🙏
@happyprithibi67223 жыл бұрын
Khub sondar
@debasisdas68312 жыл бұрын
এই দুই মহান শিল্পীর নাম ভারতবর্ষের ইতিহাসে ও বাঙালির হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে 🙏❤️🙏❤️🙏
@deepansbmw99653 жыл бұрын
সেইসব দিন কোথায় গেল!? ছোটবেলা থেকেই পুরানো গান শোনার অভ্যাস। চব্বিশ টা বসন্ত পার করে, কথাটি বারবার মনে হয়, দু-একজন ছাড়া, বাংলা, হিন্দি সব চলচ্চিত্র সঙ্গীতেরই কৃষ্টি লোপ পাচ্ছে। এখন অধিকাংশই "হাত পা ছোঁড়া বাজারে" গান। হায় রে! যদি কোনভাবে সেই স্বর্ণযুগে যেতে পারতাম 😢
@subhankarmitra5922 Жыл бұрын
কেন তোমাদের ওঙ্কিতা তো হাত পা ছুড়ে ভালো গায়।
@kpbiswas32383 жыл бұрын
খুব খুব আনন্দ পেলাম আপনার তথ্যের জন্য আমি ধন্য
@avijitchakraborty55032 жыл бұрын
Khub sundor janar valo bashar kahey ni donobad apnake thunku so mach dada
Excellent video . Never seen before . Nirmal bhattacharya
@scrutiny10003 жыл бұрын
অসাধারণ , পুরণ দিনের অবিস্মরণীয় সব ঘটনা
@kaushikmitra94303 жыл бұрын
Sir excellent
@advayatales3 жыл бұрын
Darun
@mottakinurrahmanwasek4096 Жыл бұрын
খুবই ভালো লাগলো, অনেক অজানা তথ্য জানলাম। তবে তাদেরকে বার বার শুধুই বাংলার বা বাংগালীর প্রিয় মানুষ হিসেবে বলছিলেন। কিন্তু তাঁরা দুজনেই তো ছিলেন সর্ব ভারতীয় তথা দক্ষিণ এশিয়ার সংগীতাংগনের পাইওনিয়ার। হিন্দি চলচ্চিত্রের গানকে এঁরাই এগিয়ে নিয়েছিলেন অনন্য উচ্চতায়।
@md.enamulquaderkhan79293 жыл бұрын
অসাধারণ।
@kabyashreemukherjee68363 жыл бұрын
Ajana kotha jena valo laglo. Dui janka pronam
@sibrambhattacharya72472 жыл бұрын
Hemanta, The God of Indian Song.
@amitabhachatterjee26362 жыл бұрын
Beautiful presentation.
@avisarika3 жыл бұрын
দুই জনই বাংলা তথা ভারতীয় সংগীতকে সম্বৃদ্ধ করেছেন
@kalloldhank62243 жыл бұрын
Asadharn..
@dhrubajyotibhattacharya97653 жыл бұрын
Asadharon...Hoyeche..
@karaninternational22483 жыл бұрын
SIR APNI ATO BISOY JANAN KI BHABA.AMIO ALADA BHABA AY BISOY GULO JANTA CHI.BOOK LIST PAUA JABA SIR.APNER SATHA CONTACT KARAR UPAY KI?
@thegalposalpo3 жыл бұрын
একটু পড়াশুনা করলেই জানা যায়। মানুষের হাতে এখন পড়াশোনার সময় নেই। তারা পড়াশোনার বদলে এখন শুনতে চায় ,দেখতে চায়। আমি সেজন্যে যা পড়ি , তা দর্শকবন্ধুদের জানানোর জন্য ভিডিও করে শেয়ার করি। বিষয়টা এটা ছাড়া আর কিছুই নয়।
@karaninternational22483 жыл бұрын
@@thegalposalpo ok sir tobu kitchu book list din na.
@hirakgupta40243 жыл бұрын
Manna Dey anek besi versatile singer chilen. Anek kathin ragpradhan gan tini anaeshei geyechen. Hemanta Mukhopadhayer God gifted voice thakleo sab tharaner gan gaoer khetre tini Manna Deyer theke pichie chilen.
@amitsanyal35242 жыл бұрын
Hirak gupta আপনি সঠিক কথা বলেছেন আপনার সাথে আমি একমত । এইজন্য তো কিংবদন্তী লতা মঙ্গেশকর বলেছিলেন কিশোর দা বা রফি সাহেব এর গান মান্না দা অনায়াসে গাইতে পারবে । কিন্তু এই দুই শিল্পী মান্না দের গাওয়া গান গাইতে পারবে না ।
@grk55242 жыл бұрын
মান্না দে সব ধরনের গান সমান দক্ষতায় গাইতে পারেন নি। যেমন রবীন্দ্র সঙ্গীত, বাউল বা কীর্তন , ইত্যাদি। আর হেমন্ত মুখোপাধ্যায় সব ধরনের গান না গাইলেও সুর দিয়েছেন প্রায় সব ধরনের গানে। তবে যে কোনো ধরনের গান গাওয়ার চেষ্টাও করেন নি হেমন্ত বাবু। কারণ হেমন্ত মুখোপাধ্যায় বেশিরভাগ ফিল্মের গানে সুর দিয়েছেন। সেখানে সিচুয়েশন অনুযায়ী সুর এবং কণ্ঠ দিতে হয়। আর একটা বিষয় আপনি হয়ত জানেন না যে মান্না দে কাকার হাত ধরে ১৯৪২ সালে বম্বে যান এবং শচীন দেব বর্মণ সাহেবের এ্যাসিস্ট্যন্ট হয়ে সঙ্গীত জীবন শুরু করেন কাকার সাহায্যে। ওঁর কাজ ছিল রেকর্ডিং এ্যারেঞ্জ করা। এর অনেক পরে ১৯৫১ সালে একা বম্বে গিয়ে হেমন্ত মুখোপাধ্যায় শচীন দেব বর্মন সাহেবের সুরে একের পর এক হিট গান রেকর্ড করেন যার মধ্যে বেশ কিছু গানের রেকর্ডিং এ্যারেঞ্জ করেছেন স্বয়ং মান্না দে। কাজেই, তুলনা করার আগে অনেক কিছু জেনে নিতে হয়। হেমন্ত মুখোপাধ্যায় কে সঙ্গীত জগতের অনেক মানুষ যে ঈর্ষা করতেন ওঁর আকাশচুম্বী জনপ্রিয়তার জন্য এটা অনেকেই স্বীকার করেছেন।
@osayanda20982 жыл бұрын
সত্যিই হেমন্তবাবুর এক ব্যাপক ধরনের আকাশচুম্বী জনপ্রিয়তার জন্য কিছু কিছু লোকের মাথা খারাপ হয়ে যায়। আর হেমন্তবাবু প্রায় সব ধরনের গান গেয়েছেন অনায়াসে। আমরা বহু লোকই শুনেছি। ইউটিউবেই সহজে পাওয়া যায়। তাই যে কীটগুলো মিথ্যার আশ্রয় নিয়ে লেখে 'সব গাইতে পারেন না', 'পিছিয়ে আছেন'; তাঁরা হেমন্তবাবুর কথা না ভেবে নিজেরা জীবনে কী পারছে না সেসব দেখুক।
@supportingfromhemantkumar4278 Жыл бұрын
Ajo bishesh kore Hemanta Mukherjeer Janmadine Akashbani dinbhar tanr bibidho bohu dharar nijer gaoya o suraropito gaan samprochar kare. Ei itihas ar kar achhe?
@supportingfromhemantkumar4278 Жыл бұрын
Je bolbe Hemanta Babu sob dharoner gaan gaite parten na se ek bachhor mon diye Hemanta Babuke shune jeno montobyo kare. Karon Hemanta Babur mato bohu dharar o gaayakir gaan Banglar itihase ar karo nei. Tabe Manna Deyo sob dharoner gaane dakkho chhilen.
@TANMOY-fs9jn3 жыл бұрын
Osadharan
@pradyotraha28523 жыл бұрын
Excellent expression.
@deepansbmw99653 жыл бұрын
এনাদের গান শুনেই মনে হয় কি বলবো আমরা!?--"কিংবদন্তি!?" অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ভিডিও বানানোর জন্য। তবে "উৎকর্ষের সীমা নাই" আর সঙ্গীত সম্পর্কিত অনুষ্ঠানে বাচনভঙ্গি আরো একটু "শিল্পীসুলভ" চাই।
@radhakantaganguly13343 жыл бұрын
Asadharan
@mithudey18793 жыл бұрын
অসাধারণ
@gopaldutta71183 жыл бұрын
This type of programme should be made more and more to show the present generation what the Bengalis were.
@subratabhattacharya795 Жыл бұрын
Dasant like that your story
@kothopokothon_by_sudipta Жыл бұрын
হাসি কান্না মান্না ❤ আমার জীবনের সবচেয়ে স্মরনীয় ঘটনা গুলোর সাথে মান্না দে র গান গুলি জড়িয়ে আছে ❤
@tahsinzaman74172 жыл бұрын
তাদের গান বাজনা, শিল্পী জীবন বাদেও আরেকটি বড় কথা হলো তাঁরা দুজনেই অনেক বড় মনের মানুষ এবং সহজ-সরল মানুষ ছিলেন । একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন ।
@subratabhattacharjee86413 жыл бұрын
Both singer was great versatile and extraoradnery
@surajitmazumder48372 жыл бұрын
Dui silpi ke pronam 🙏🙏
@gopalroy51033 жыл бұрын
Good presentation
@sukumarmukherjee55502 жыл бұрын
Hemanta babu gyan a o sure anek agiye.
@tahsinzaman74172 жыл бұрын
হেমন্তের কন্ঠ সত্যিই অপূর্ব, অসাধারণ । খুবই মিষ্টি, খোলা আর দরাজ । আমার নিজেরও খুবই ভালো লাগে হেমন্তের গান । হেমন্তের সত্যিই ঈশ্বর কন্ঠ ছিল । হেমন্তের ওরকম কন্ঠ সরাসরি ছিল বলে সে গাইতে পারতো । কিন্তু এটাও একটা ব্যাপার যে হেমন্ত গলা খেলিয়ে গান করতে পারতেন না যা মান্না দে পারতেন । মান্না দের হয়তো হেমন্তের মতো ঈশ্বর কন্ঠ সরাসরি ছিল না । তাই সে সরাসরি ওই কন্ঠে গাইতে পারতো না । কিন্তু তার উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম থাকায় সে তার classical based গলাকে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে খেলিয়ে একটা কঠিন গানকেও অনেকটা সুরেলা, melodious, সহজ করতে পারতেন । যা হেমন্ত মোটেই পারতেন না । মান্না দের গানের ভাব, অনুভূতিই হেমন্তের থেকে সম্পূর্ণ আলাদা, উচ্চ স্তরের । মান্না দেই সব রকমের গান করতে পারতেন । মান্না দেই সব চেয়ে বেশি গান stage এ করতে পারতেন । তাই Manna Dey is the greatest singer ever ♥!
@thegalposalpo2 жыл бұрын
Thanks for the comment
@osayanda20982 жыл бұрын
আপনি হেমন্তবাবুর গলা খেলিয়ে গান শোনেননি সেটা স্বীকার করুন, অযথা বাজে না বকে।
Bi-polar জুটি হিসাবে উত্তম - সুচিত্রা নয়, হবে উত্তম - সৌমিত্র!
@shachinchakraborty37622 жыл бұрын
ANIRUDDHA BAGCHI আপনি ১০০% সঠিক ও সত্য কথা বলেছেন। উত্তম সুচিত্রা Bi polar নয়, - বরং ( একে অন্যের) পরিপূরক, - অনুঘটক ,- একাকার ।
@saikatsengupta50223 жыл бұрын
চরণ ধরিতে ,,,, কার গলা ? এই মহীরুহ দের সমন্ধে আলোচনায় পুরো চোনা পড়ে গেল 😭
@thegalposalpo3 жыл бұрын
ভিডিওতে গানটি যে গেয়েছে, সে আমার বন্ধু। ভিডিওর descriptionএ বলেছি, আমার এই বন্ধুটি জীবনে কোনদিন গান শেখেনি। কিন্তু শুনে শুনেই অসাধারণ গান করতে পারে। ভিডিওতে সে ভাল করেই গানটি তুলতে পেরেছে। আপনার মন্তব্যটি খুবই দুঃখজনক।
@jhumakansabanik72343 жыл бұрын
Mr. Saikat sengupta- We don't entertain your slum -dictum. You have no basic sense of music and civility.
@ranjitbarua95262 жыл бұрын
১০০% সঠিক কথা। তাঁদের গান যতই শুনি খুবই ভাল লাগে। তাঁদের তুলনা একমাত্র তাঁরাই।
@GautamKar-ve6qe3 жыл бұрын
একজন শিল্পীর প্রধান বিচার্য যদি কন্ঠ হয় তবে হেমন্ত মুখোপাধ্যায়ের এর মতো কন্ঠ এই উপমহাদেশে আর একটি ও নেই। কথাটা আমার নয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী মেহেদি হাসানের।হেমন্ত মুখোপাধ্যায় অসাধারণ শিল্পী নয় তিনি ছিলেন স্বনামধন্য সংগীত পরিচালক।এখানে তিনি মান্না দে ছাপিয়ে গেছেন।
@anantadebnath28833 жыл бұрын
দুজনেই কিংবদন্তি। তবে,একটি বিষয়। হিন্দি গানের ক্ষেত্রে হেমন্ত বাবুর চেয়ে মান্না বাবুর গান গুলো বেশি সমৃদ্ধ,সব ধরনের হিন্দি গানই সমান ভাবে ফুটে উঠতো মান্না দের কণ্ঠে।
@ds864963 жыл бұрын
@@anantadebnath2883 tobe music director hisebe j kaaj hemant kumar hindi gaan eo kre gechen.. sei ta bichar krte gele hemant kumar onek upore.. nagin, kohra, khamoshi, anupama r moton masterpiece album er music composition er jonno take naushad ba madan mohan r pasapasi e rakha uchit.. bangla e 150 ti album r hindi te 55 ti album r composer ekjon genius e hte paren hemanta babu r moton..
@osayanda20982 жыл бұрын
@@anantadebnath2883 হেমন্তবাবুর কণ্ঠেও অনেক ধরনের হিন্দি গান আছে ও দুজনেই সমান জনপ্রিয়। না শুনলে শুনে নেবেন, কিন্তু বাজে কিছু লিখবেন না।
@debashishseal1982 Жыл бұрын
মেহেদি হাসান কিন্তু এ কথাও বলেছিলেন ভারত উপমহাদেশে "সব সে বড়া গুণী" হলেন মান্না দে। সুরের যাদুকর শচীন দেব বর্মন তাঁর সব থেকে প্রিয়, বিস্ময়কর প্রতিভাধর, জনপ্রিয়তার শীর্ষে আসীন গায়ক কিশোর কুমার, শ্রেষ্ঠ রোমান্টিক, মধুর শিল্পী মহম্মদ রফি সাহেবের কথা মাথায় রেখে বলেছিলেন যে লতা মঙ্গেশকর ও মান্না দের মত আর কেউ হতে পারবে না। সঙ্গীতের আর এক বিস্ময়কর সুরকার সলিল চৌধুরী বলেছিলেন ভগবানের কাছে থেকে গানের সব শিখে মান্না দে খেলা করতেন।। কিংবদন্তি আশা ভোঁসলে বলেছিলেন যে এমন কোন মহিলা গায়িকা ছিলে না যিনি মান্না দের সাথে ডুয়েট গাইতে ভয় পেতেন না।। সঙ্গীত সম্রাজ্ঞী , ভারতীয় সঙ্গীতের বুলবুল লতা মঙ্গেশকর অনেক বেশী রিহার্স করতেন মান্না দের সাথে ডুয়েট গাইতে।
@pratibaaderbhaashaa12224 күн бұрын
@@debashishseal1982 Bhaalo to, Bangalee dui Gaayakei eto beshi mugdho chhilen Mehdi Hassan. Muurkhoraa tulonaa korbe. Tabe aami aapni o aaro sabaai jara muurkho naa, sabaai Banglaar ei dujoner jonyo Bangalee hisaabe gorbito habe.
@bloomingbud16152 жыл бұрын
মান্না দে একজন জাত শিল্পী । টাকা পয়সা বা সময়ের বাঁধনে তাকে বাঁধা যায় না
@osayanda2098 Жыл бұрын
তেমন হলে পেশাদারিত্বটাও ওনাকে বর্জন করতে হত
@mousumipatra3946 Жыл бұрын
❤❤❤❤❤❤
@mihirbasu50193 жыл бұрын
Dada leave Hemanta and Manna aside but frankly speaking I am greatly amazed by your way of delever with a never ending smiling facial look during the entire show I bid my heartfelt thanks plz accept.
@debamitabhatta78222 жыл бұрын
As a man hemat Kumar my most favourite artist is and was unparelalal we never forget him. My pronam