আনুমানিক ৩৫ বছর আগের থেকে খাওয়া শুরু করছি। আমার বাবা এবং ফুপা ঢাকা থেকে নিয়ে আসতো। হয়তো পরবর্তী ১০ বছর মাঝেমধ্য খেয়েছি। খেতে খুব ভালো লাগতো।ধন্যবাদ আলাউদ্দিন সুইটমিট কে।পরে আর কখনও খাওয়া হয় নাই। আমার বাবা এবং ফুপা কেউ বেচে নেই। মহান আল্লাহ্ যেন তাদের জান্নাত দান করেন-আমিন।
@saf3276 ай бұрын
আলাউদ্দিন আবার ছড়িয়ে পড়বে / দেশ ছাড়িয়ে সকল মিষ্টি প্রেমির অন্তরে। আমি আছি। কবির আনোয়ার। বিজয়ী, আলাউদ্দিন মিষ্টি কার্টুন ক্যাপশন প্রতিযোগিতা।