সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুব চমৎকার কথা যত শুনি ততই ঈমানের খোরাক জোগায় আমিন সকল সুন্নি আলেমেদিন ও সকল সুন্নি মুসলমান এক হয়ে যান খুবই ভালো হবে আমিন। আমার পান পিয় হুজুর আললামা মো হাসা নুর রহমান হোসাইন নকসেবনদি হুজুর জিন্দাবাদ
আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য এবং দরুদ ও ছালাম আমার হাবিবের উপর।আমি কমেন্টে লেখা দেখলাম। লিখেছেন আমার রাকিবুল ভাই। তিনি শপ্নে কাবাঘর জিয়রত করেছেন এবং বলেছেন কে আছ আমার মত ভাই আপনি অতান্ত ভাগ্যবান মানুষ তাই আপনার সপ্নটা ভাল।আমি হজ্ব করতে গিয়েছিলাম এর সুবাদে ডাইরেক্ট আমি কাবাঘর তয়াফ করেছি এবং আমার হাবিবের রওজা শরীফ জেয়ারত করেছি। জেয়ারতের সময় আমার হাবিবের সঙ্গে সাক্ষাৎ নছিব হয়েছে এবং বলেছেন তোমার সাথীদের সহ খোমার ঘোষণা দিলাম আমার সাথী ছিল দুই শত শোল জন। তবুও আমি বলার সাহস পাইনি জে আমার মত কে আছ।আল্লাহর জমিনে যেমন আমার হাবিবের দুষমন আছে তেমনি আমার হাবিবের আশেকও আছে কিন্তু কাহারও সাথে কাহারও পরিচয় নাই আল্লাহ সকলকে হেফাজত করুন আমিন ।