Рет қаралды 2,667
বিবর্তনের সাথে অনেক কিছুর বদল হয়, হচ্ছে, আর ভবিষ্যতেও এর অন্যথা হবে না যুগের হাওয়ার সাথে তাল মিলিয়ে আমার জাগতিক পরিবর্তন হয়েছে, আবার অনেক কিছু হারিয়ে গেছে কালের অতলে, যতো উন্নত হয়েছে মানুষের মন থেকে হারিয়ে গেছে আবেগ হারিয়েছে ভালোবাসা, হারিয়ে গেছে মান অভিমান, বেড়েছে অনেক খানি অবহেলা। আমিও তোমাদের মতোই আধুনিক হতে চেয়েছিলাম। যেমন তোমাদের সময়ের সাথে নিজেদের আরও আধুনিক করে তুলতে চাও, আমিও চেয়েছিলাম। সেই উন্নতির লক্ষেই বিবর্তনের হাত ধরে অধুনিক সমাজ থেকে দীর্ঘ ১০০ বছরের খাঁড়াই উতরাই পথ হাঁটতে হাঁটতে আজ আমি ২১২৪ সালের প্রাকৃতিক শ্বসানে পরিনত হওয়া এক অত্যাধুনিক ক্লান্ত কিতৃম পৃথিবী। শোনাবো এমন একটি কাহিনী যেটা তোমাদের শিহরিত করতে পারে। আবার করতে পারে বিষ্মিত, শিহরিত বা বিষ্মিত হওয়া অবশ্য শ্রোতার মনোস্তত্বের ওপরেই নির্ভর করে।
বিভিন্ন চরিত্রে:
গল্পপাঠ - স্নেহাদ্রি
কায়া - বর্নিশা
কায়ার বান্ধবী - বর্ষা
অ্যাডম - প্রদীপ্ত
কায়ার মা - মৌমিতা
কায়ার বাবা - বুবাই
ডাক্তার - মলয়
ড্রাইভার - প্রদীপ্ত
চেয়ারম্যান - নীল
স্টাফ ১- মলয়
স্টাফ ২ - দেবায়ন
ম্যানেজার - রৌনাক
হয়তো আরও ১০০ বছর পর | সৌভিক ঘোষ | Bengali Audio Story | suspense | adventure #addabuzz
Sound Design : Subhojit Batabyal
Keyword: গল্প, galpo, Fiction Novel, Bengali Audio Story, Addabuzz, Radio Milan, Horrorscope, Mir, biva cafe, detective, suspense, Sherlock, byomkesh