এই বুঝি স্বামী বিবেকানন্দ , কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর , নেতাজীর সুভাষ বসুর শিক্ষা ! আবৃত্তি বাইরের হলে অসুবিধা কি ? জানেন আবৃত্তি যিনি করলেন তিনি কতো বড় মানবতাবাদী অভিনেতা, আবৃত্তিকার এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ?
@ShivamNandi20233 жыл бұрын
@@anitadatta1303 দুঃখিত,আপনার বোধহয় ভুল হচ্ছে। আমি সেরকম ভাবে কোনও রকম কোনো মানে তৈরি করতে চাইনি। আসলে এই চ্যানেলটি তে কোন নির্দিষ্ট আবৃত্তিশিল্পী আবৃত্তি করেন না। কখনো ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি পোস্ট করা হয়, কখনো মেধা বন্দোপাধ্যায়, কখনো বা অন্য কেউ, একবার শুনেছিলাম নাকি এই চ্যানেল থেকে প্রখ্যাত নন যে শিল্পীরা তাদেরও আবৃত্তি নেওয়া হয়। তাই জন্যই জিজ্ঞাসা। এর থেকে বেশি কিছু নয়। দ্বিতীয় কথা স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ, নেতাজির শিক্ষা সব জায়গায় পালিত হলে আজ দেশের অবস্থা এই হতো না। ধন্যবাদ,ভালো থাকবেন।