আমিই কি একমাত্র মেয়ে যে এই যুগের মেয়ে হয়েও পুরনো কে আঁকড়ে ধরে থাকতে চাই।আমার সমবয়সী সব মেয়েরা যখন কোরিয়ান, ইন্ডিয়ান নাটক নিয়ে ব্যস্ত সময় পার করে আমি তখন আমাদের বাংলাদেশের পুরনো সব সোনার খনি গুলো খুঁজে বেড়ায়।তার মাঝেই আনন্দ খুঁজে পায়।আহা কতই না সুন্দর,সুশীল আর সুমধুর ছিল আমাদের সংস্কৃতি।
@dorotheyeva17222 жыл бұрын
Apu ami achi.
@tilokbarua25922 жыл бұрын
আমি মেয়ে নই। কিন্তু আমিও আপনাদের মত পুরোনোতেই আমার আমিকে খুঁজে চলি।
@meherjabin12162 жыл бұрын
Amio old natok like Kori....new natok amr kasa vhalo laga na...
@roddromamudd29992 жыл бұрын
আপু আমিও আপনার নাম্বার দেওয়া যাবে
@mdlovelu26302 жыл бұрын
Jmm
@zahidahmed92432 жыл бұрын
বয়স বেশি না কিন্তু তারপরও ছোটবেলা এইসব নাটক দেখেই বড় হয়েছি বিশেষ করে হানিফ সংকেত স্যারের নাটক ছিল অন্যতম ঈদ আকর্ষণ, কুরবানির ঈদে তার নাটক দেখার জন্য মুখিয়ে থাকতাম তঁার নাটকের গল্প যেমন সুন্দর,মনের মত অভিনয়শিল্পী অভিনয় করতেন,আর টাইটেল সং ছিল কি বলব যেন পুরো নাটকের প্রান। এত সুন্দর টাইটেল সং থাকত তার নাটকে যেমন এই নাটকের টাইটেল সং জিবনে চলার পথে প্রতি দিনে প্রতি ক্ষনে কত কিছু ঘটে যায়, ঘটে যাওয়া ঘটনাতে কারও মুখে হাসি ফুটে কেঊ ভোগে হতাশায়।
@shahriaralamrami4663 жыл бұрын
সামাজিকতা যে কি সুন্দর জিনিস মানুষ তা কল্পনাও করতে পারেনা আজকাল। হানিফ সংকেত কি অসাধারণ ভাবে এই দিকটি ফুটিয়ে তুলেছেন।লোকটির চিন্তাশক্তি সত্যিই অসাধারণ।
@mmt8926 Жыл бұрын
হানিফ সংকেত সারের কি বলে ধন্যবাদ জানাবো আমার ভাষা জানা নেই। এমন সামাজিক নাটক এখন আর নেই। পরিচালকেরা ভুলে গিয়েছে সভ্য আর অসভ্য কি জিনিস। সারকে অসংখ্য সালাম ও ধন্যবাদ এমন নাটক তৈরি করায়।
@RajaunBillah7 ай бұрын
অনেক ভালো লাগছে এই নাটকটা। যদিও আমি আমেরিকা থাকি অনেক মিস করি বাংলাদেশকে। ২০০৬ সালে যখন আমি ক্লাস নাইনে ছিলাম তখন দেখেছিলাম। এখনো সময় পেলে স্মৃতির আড়ালে চলে যাওয়া দিনগুলো খুজে পেতে ইচ্ছা করে। ঈদের আগের দিন বন্ধুদের সঙ্গে সেই আড্ডা খুব মিস করি। সোনালী দিন ছিল সেগুলো যখন ইন্টারনেট ছিল না বন্ধু-বান্ধব অনেক আড্ডা দিতাম অনেক মজা করতাম। হানিফ সংকেত স্যার কে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। শুধু একটা মনের মত মানুষ পেলেই খুশি হব। এমন একটা মেয়ে যে আমাকে তার জীবনের চেয়েও ভালবাসবে। এই নাটকগুলো দেখলে মনে হয় আগের দিনগুলো কতটা সুন্দর ছিল এখন তো ফেসবুক ইউটিউব হয়ে কেউ কারো জন্য সময় নেই। কমেন্টস করে গেলাম হয়তো আমি একদিন এই পৃথিবীতে থাকবো না হয়তো আমার পোস্টটা অনেকেই পড়বে কমেন্টস করবে হয়তো তখন আমাকে অনেকেই মনে করবে। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার মনের মত একজন জীবনসঙ্গী পাই। ধন্যবাদ সবাইকে।
@nripanbiswas3992 Жыл бұрын
নাটক টা খুবই সুন্দর, সবচেয়ে ভালো লেগেছে শুরুতেই আমার প্রিয় শিল্পীর গান শুনতে পেরে, আমি ভারতে থাকি তবুও বাংলাদেশের নাটক দেখা আমার নেশা হয়ে গেছে, প্রতিদিন তিনটা করে নাটক দেখি,কোনো কারণে যদি একদিন দেখতে না পারি সে দিনটাই যেনো বৃথা হয়ে যায়।
@roadviewbd3 жыл бұрын
মনে পরে গেলো সেই দিনের কথা। আম্মুর কোলে বসে নাটক দেখেছিলাম। খুব মিস করি সেই দিন গুলো আর পরিবারের প্রিয় মানুষ গুলোকে।
@md.mahdihasan87593 жыл бұрын
সব নায়ক নায়িকার মেলা,অসাধারণ, না দেখলে খুব মিছ করবেন। আমি ২০২১ দেখলাম। এই ধরনের নাটক আমরা আরও চাই।❤❤❤❤
@zainchaim59373 жыл бұрын
InstaBlaster
@mimislam23573 жыл бұрын
Onek nice
@abirahaque-ib3wl5 ай бұрын
Jibonta amon hole valo e hoto, kintu amonta hoy na.
@S.A.Shakil.S Жыл бұрын
ধন্যবাদ। এসব নাটক বারবার দেখলেও বিরক্ত লাগেনা। আমি কমপক্ষে ১০/১২'র অধিক দেখেছি। হানিফ সংকেত স্যারের বেশকিছু নাটক ৮/১০ বার দেখেছি। তবুও বারবার দেখতে মন চাই। পুরোনো নাটকের তুলনা হয়না।
@followerofmuhammad32244 жыл бұрын
আহ কি সুন্দর নাটক! ফ্যামিলি র বন্ডিং দেখে ছোটবেলা র কথা মনে পড়ে গেলো।আর এখন নাটকের যা অবস্থা!অবশ্য দুনিয়া টা ও আগের মতো নেই
@ammima52374 жыл бұрын
Gutter
@ammima52374 жыл бұрын
) ll) ll)
@mangoflowermukul4033 жыл бұрын
কোথায় হারিয়ে গেলো সেই পুরনো দিনের নাটক গুলো।।।
@jaydeepchatterjee64712 жыл бұрын
GOLDEN ERA ❤️✨✨✨✨Old is Gold ❤️....gratitude from 🇮🇳RANCHI ❣️
@zamanshorpi4022 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢
@zamanshorpi4022 Жыл бұрын
SEI DINGULI R KONO DIN O FERE PABO NA😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@lailunnahar93654 жыл бұрын
দারুণ মজার নাটক, খুব ভালো লাগলো মাহফুজ তোমার মতো বাড়ি ওয়ালা হলে দারুণ মজা সব রকম সুবিধা হতো হানিফ সংকেত মানেই অসাধারণ কৌতুহল থাকবে এতে অবাক হবার কিছু নেই ধন্যবাদ
@sudiptostune18774 жыл бұрын
এখন খুব মিস করি এই নাটকগুলো,ধন্যবাদ স্যার
@smlikhon78883 жыл бұрын
এই সব নাটক দিন দিন হারিয়ে যাচ্ছে, এইসব নাটক ফ্যামিলি সবাই কে নিয়ে দেখা যায়, এই নাটকে অভিনয় প্রত্যেক টা অভিনেতা অভিনেত্রী এরা সবাই নাটক জগতের সেরা।
@ahnafulashfaquearnob64543 жыл бұрын
বাংলাদেশী আগেকার নাটকগুলো যে কত সুন্দর হতে পারে তা এই ধরনের নাটক দেখলেই বুঝা যায় | একান্নবর্তী পরিবারের মেলবন্ধন ও প্রতিবেশীর সাথে ভালোবাসার সম্পর্ক | সত্যিই মনোমুগ্ধকর নাটক
@shikhahalder12933 жыл бұрын
ভীষণ ভীষণ ভালো লাগলো অনেক দিন পর বাংলাদেশের এরকম একটি নাটক দেখে কি যে ভালো লাগছে সেই সকল পছন্দের সব নাট্যকার গণ আমার মনে হয় আমি বাংলাদেশে আছি সবাইকে অনেক ধন্যবাদ
@RajaunBillah7 ай бұрын
অনেক ভালো লাগছে এই নাটকটা। যদিও আমি আমেরিকা থাকি অনেক মিস করি বাংলাদেশকে। ২০০৬ সালে যখন আমি ক্লাস নাইনে ছিলাম তখন দেখেছিলাম। এখনো সময় পেলে স্মৃতির আড়ালে চলে যাওয়া দিনগুলো খুজে পেতে ইচ্ছা করে। ঈদের আগের দিন বন্ধুদের সঙ্গে সেই আড্ডা খুব মিস করি। সোনালী দিন ছিল সেগুলো যখন ইন্টারনেট ছিল না বন্ধু-বান্ধব অনেক আড্ডা দিতাম অনেক মজা করতাম। হানিফ সংকেত স্যার কে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। শুধু একটা মনের মত মানুষ পেলেই খুশি হব। এমন একটা মেয়ে যে আমাকে তার জীবনের চেয়েও ভালবাসবে।
@azimulhaque6475 ай бұрын
Fhggjgvh 😮😮
@rimakhan680311 ай бұрын
অনেক সুন্দর নাএক একবার দেখেছি আরেকবার দেখছি আসলে আমাদের বাংলাদেশের নাটকের স্ক্রিপ্ট আর অভিনেতারা এতো গুণী যে নাটকগুলো বারবার দেখতে ইচ্ছে করে বিশেষ করে ৯০ দশকের।
@RajaunBillah7 ай бұрын
আসলেই ওল্ড ইজ গোল্ড। আগে মনে করেছিলাম আমি পুরনো কে মনে রেখে চলছি কমেন্ট করতে এসে দেখলাম অনেকেই পুরনো দেখে। আসলেই হানিফ সংকেতের নাটক মানেই বিনোদন শিক্ষা। প্রথম একটা সিনেমা আমার সবচেয়ে ভালো লেগেছিল সেটা হঠাৎ বৃষ্টি যার মধ্যে ছিল নিঃস্বার্থ ভালোবাসা কোন কুত বুদ্ধি ভিলেন মারামারি কোন কিছুই ছিল না শুধু নিঃস্বার্থ ভালোবাসা যেখানে যৌবনের শরীরের কোন লেজ মাত্র ছিল না পবিত্র ভালোবাসা। তবে এটুকু বলতে পারি এসব নাটক যেসব মেয়ে দেখে তারা সত্যিই চরিত্রবান হবে রুচিসম্মত। ২০০৬ সাল তখন আমি ক্লাস নাইনে পড়ি পড়ার চাপে তখন দেখতে পারতাম না এখন দেখি হানিফ সংকেতের নাটক। তবে এটুকু বলতে পারি ২০২৪ সালে এসে যারা এই নাটক দেখছে সত্যি তারা রুচি সম্মত মানুষ। হয়তো আমি একদিন পৃথিবীতে থাকবো না আমার কমেন্টটা থেকে যাবে। মাহফুজ ভাইয়ের মত আমিও আমেরিকা থাকি। ইন্ডিয়ান কালচারের থেকে আমার বাংলাদেশের আগের নাটক গুলো অনেক ভালো লাগে। কারণ তখনকার সময় ছিল অনেক ভালো। আমরা ঈদে বন্ধুদের সঙ্গে অনেক আনন্দ আড্ডা করতাম আর হানিফ সংকেতের নাটক দেখা ছাড়তাম না। এইবারে আমেরিকা থেকে ফিরে এসে ঈদের মধ্যে দেখি সব বন্ধুবান্ধব স্কুল মাঠে আড্ডা দিচ্ছে তাদের হাতে শুধু মোবাইল ফোন আর ফেসবুক চালাচ্ছে কাউকে সময় দেওয়ার মত সময় নেই। আর তো কখনো শৈশবের ওই দিনগুলো ফিরে পাবো না এত ঈদের আমেজ। এই নাটকগুলো দেখলে পুরাতন স্মৃতি মনে পড়ে যায়। এরকম মিলেমিশে থাকার কথাগুলো মনে পড়ে যায়। আমি এখনো বিয়ে করিনি সবার কাছে দোয়া চাই ভালো মনের মত জীবনসঙ্গী যেন পাই যে ফেসবুক ইন্টারনেটের সময় কাটাবে না আমাকে অনেক ভালোবাসবে অনেক রোমান্টিক হবে দুজনে সুখে সারা জীবন কাটাতে পারব ঠিক এই নাটকের মত মিলেমিশে যে মেয়েটার দৃষ্টি শুধু থাকবে তার স্বামীর দিকে মানে আমার দিকে। অনেক বড় কমেন্ট করে ফেললাম এজন্য দুঃখিত। অনেক পুরাতন স্মৃতি মনে পড়ে গেছে তো। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া রইল। হানিফ সংকেত স্যারকে ধন্যবাদ অনেক নাটক উপহার দেওয়ার জন্য। হয়তো আমি একদিন থাকবো না এই কমেন্টটা করে গেলাম আমার কমেন্টটাতে যারা রিপ্লাই করবে হয়তো অনেকেই পড়বে আমার কথাও মনে পড়বে তাদের। যদিও দেশের বাহিরে থাকি আমেরিকাতে দেশকে অনেক মিস করি দেশের মানুষকে অনেক মিস করি আমার দেশকে আমি খুব ভালোবাসি। ❤️
@shariefhussain38934 жыл бұрын
সত্যি অসম্ভব সুন্দর নাটক ❤শ্পেশ্যাল থ্যাংস হানিফ সংকেত স্যার কে এতো সুন্দর একটা নাটক আমাদের উপহার দেয়ার জন্য।
@santiguha18683 жыл бұрын
lllllllllll
@mahmudhasan75503 жыл бұрын
কি বলবো বুঝতে পারছি না তবে,, এক কথায় অসাধারণ সুন্দর একটা নাটক দেখে মন জুড়িয়ে গেল অটোমেটিক ভাবে খুবই চমৎকার এবং রোমান্টিক হাসির ও ফ্যামিলি ড্রামাটিক ক্লাইমেক্সে ভরপুর ইত্যাদি-১৫/০৪/২১-বোয়ালমারী, ফরিদপুর।
@HeirHtv9 ай бұрын
খুঁজে খুজে এই নাটক দেখি এখন, ছোটবেলা পড়ার চাপে দেখতে পারিনি কিছু এখনকার নাটক ভালো লাগে না, তাই এগুলো দেখি সময় পেলে।
@lutforkhan24533 жыл бұрын
নাটক টা যতোই দেখছি মনের আনন্দ টা বেড়েই চলেছে।
@S.A.Shakil.S2 жыл бұрын
কমপক্ষে ১০বারেও অধিক দেখেছি নাটকটি। তবুও বিরক্ত লাগেনা। আগেকার দিনের নাটকের মতো এখন আর নাটক বানায় না। এখনকার নাটক মাত্র কয়েকজন আর্টিস্টেই সীমাবদ্ধ, তাও আবার সস্তা প্রেমের গল্প নিয়ে।
@MdSharif-lr2cj3 жыл бұрын
হানিফ সংকেত স্যার এর নাটক গুলি অনেক সুন্দর, বাস্তব জীবনের সাথে মিলে যায়।
@abdurrazzak76522 жыл бұрын
1
@apnanhasanhasan53532 жыл бұрын
হানিফ সংকেত এর নাটক যত দেখি তত মুগ্ধ হই
@josnabhuiya46753 жыл бұрын
এই সব নাটক দেখলে মন খারাপ থাকলে ভালো হয়ে যায় । ধন্যবাদ
@somachakraborty6462 жыл бұрын
আমি এ নাটকগুলোই দেখি।বারবার দেখি।
@arshiyajannatmisthi42703 жыл бұрын
হারিয়ে যাওয়া সোনালী অতীত,,,❤ আর সেই চিরচেনা মুখ গুলি যা আজকাল খুবই কম দেখা যায় ....😢 অনেক অনেক ধন্যবাদ জানাই এইসব নাটক গুলি আপলোড দেয়ার জন্য।।
@adnankhan4063 Жыл бұрын
Hello @arshiyajannatmisthi4270
@rajibmondal400 Жыл бұрын
এক অভিনেতা ও দুই অভিগ্য অভিনেত্রী কে একসাথে দেখে খুব ভালো লাগলো। বাকি সবার ই অভিনয় দারুন হয়েছে। সবাই কে একসাথে ধন্যবাদ রইল। সব মিলিয়ে শূন্য স্থান পূর্ণ হয়ে উঠল।
@mohiuddinraihan41176 жыл бұрын
হানিফ স্যার এর নাটক গুলো এক কথায় অসাধারন।
@mdnazmulhassan83763 жыл бұрын
মাহ্ফুজের মত অভিনেতা বাংলা নাটকে আর ২য়টি আর নেই।
@mdshuhelrana92225 жыл бұрын
হানিফ সংকেত স্যারের নাটকের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই বা থাকেনা হানিফ সংকেত স্যারের নাটক বাংলাদেশের সেরা নাটক ।
@MdJafor-se2tz2 жыл бұрын
দারুণ হয়েছে সত্যিই এখনকার আর আগের নাটকের কত তফাৎ।।
@md.mahdihasan87593 жыл бұрын
অসাধারণ সুন্দর হয়েছে,, খুব ভালো লেগেছে, ধন্যবাদ, সবাইকে❤💕💞💞❤
@mdasifhoque.3274 Жыл бұрын
ছোটোবেলার সবগুলো প্রিয় মুখ একসাথে।...💗 সত্যিই কিচ্ছুক্ষনের জন্য যেনো অতীতের অতল গহ্বরে তলিয়ে যাওয়া পিছনে ফেলে আসা সেই সোনালি অতীতে হারিয়ে গিয়েছিলাম।...💞 সেই সোনালি দিনগুলো আর কখনোই ফিরে পাবো নাহ্।...😅
@zamanshorpi4022 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️😢😢😢😢😢
@SumaakterSuma-k9b11 ай бұрын
আহারে 😥😥😥😥হারিয়ে যাওয়া দিন গুলো কতো সুন্দর ছিলো😥😥😥😥😥চোখে পানি চলে আসলো
@nupurakhter5830 Жыл бұрын
এধরনের নাটক থেকে কিছু শেখার আছে,, পুরানো নাটক আমার খুবই প্রিয়
@mehedihassan51235 ай бұрын
কিছুদিন হলো পুরাতন নাটক গুলো খুব দেখতে মন চাচ্ছিল তাই দেখা শুরু করলাম।
@sheaulyyeasmin75739 ай бұрын
অনেক অনেক সুন্দর নাটক, সবাই আমার অনেক অনেক প্রিয়।
@afrozakhan1153 жыл бұрын
Sobai khub posonder manus, I love all♥️❤️💓💞💙💜💖💝
@mojiburverynicesongrahman93933 жыл бұрын
দারোন নাটক অনেক সুনদর নাটক। সবার অভিনয় ভাল লাগল।সমাজের লোকেরা এই ভাবে মিলে মিসে চললে সমাজে কখন ও অশানতি হবে না।
@fayezahmedfahim28464 жыл бұрын
যারা এমন সুন্দর নাটকে ডিসলাইক দিতে পারে তাদের নিসন্দেহে রুচিতে সমস্যা আছে ।
@salamabdul72622 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে হানিফ সংকেত স্যার কে এত সুন্দর নাটক বানানো জন্য
@mallika64015 ай бұрын
Khub valo laglo natok ti. R khub mojar laglo. R finishing ta o darun laglo 😊😊❤❤
@MisMuslima-lx3rl9 ай бұрын
চমৎকার একটা নাটক খুব সুন্দর অসাধারণ হয়েছে ❤❤❤❤
@ashikurrahman1932 жыл бұрын
লুতুপুতু প্রেমের কাহিনী।।। But সেই সময়কাল.....২০০৬! Nostalgia
@SharminAkter-oj1gy5 ай бұрын
এই নাটক গুলো মন ছোঁয়ার মতো,,
@MdShahid-no2co24 күн бұрын
২০০০ - ২০১২ এই এক যুগের নাটক গুলো ছিলো ছিলো অসাধারণ।
@khorsedalam7073 Жыл бұрын
হানিফ সংকেত স্যার যেমন পরিচালনা তেমন উপস্থাপনা নাম্বার ওয়ান।
@rahmatanalysis89892 жыл бұрын
২০০৩ সালের নাটক, অসাধারণ লাগে ইত্যাদির নাটক গুলো, পুরনো দিনের সময় গুলো কে ফিল করা যায়।
@plataniamg9632 Жыл бұрын
❤
@anichurrahmanrobi4930 Жыл бұрын
মাহফুজ ভাইকে এবং তার অভিনয় খুব খুব ভালো লাগে।
@ZaraKhan-xl7fz Жыл бұрын
কি অসাধারণ নাটক আহ্!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mdanwarulislam95474 жыл бұрын
অসাধারন নাটক খুবই সুন্দর ও সামাজিক নাটক। অনেক ধন্যবাদ।
@mdsohelmahmudshohag6475 ай бұрын
তখন ক্লাস নাইনে পড়তাম হানিফ সংকেতের নাটক না দেখে নিজের কাছে ঈদ পরিপূর্ণ হতুনা। এখনও ৩১.০৭.২৪ আবার দেখলাম
@dipasarker6433 Жыл бұрын
ছোট বেলা থেকে যে নাটক গুলো দেখছি সে গুলোই ভালো লাগে। এখন ও দেখি।
@tamannaislam37472 жыл бұрын
এই এক্টা নাটক আমি এই পর্যন্ত ১০বার দেখছি যত দেখি ততই ভালো লাগে
@LitanKundu-z2g8 ай бұрын
২০২৪ সালের ৩০শে এপ্রিল নাটকগুলো দেখছি
@khan28505 жыл бұрын
2006 সালে আমি class 9 এর student ছিলাম, আমি নাটকটা তখনটা দেখেছিলাম...আজ আবার ২০১৯.... tnx youtube....
@NazrulIslam-ux4ue5 жыл бұрын
Ami o 2006 a dekhchi
@mdeyakub24203 жыл бұрын
আমিও 2006 সালে ক্লাস নাইন এ পড়তাম।কিন্তু নাটকটি দেখলাম 2021 সালে।
@adnankhan4063 Жыл бұрын
পুরনো নটকের সব গুলো লিজেন্ড কে একসাথে দেখে স্কুল জীবনের সোনা ঝরা দিন গুলোর কথা মনে পড়ে গেল
@afsanahossain2677 Жыл бұрын
না আমিও আছি
@merazulislammunna3025 Жыл бұрын
এ ধরনের গল্পের নাটক বর্তমানে কল্পনাও করা যায় না।
@mohsinuddintuhin13143 жыл бұрын
এই নাটক গুলুকে অনেক মিস করি ছোটবেলায় কত মাইর খাইছি এ নাটক গুলু দেখার জন্য
@mousumiaktar88023 жыл бұрын
Ami o😭😥
@জাইদুলহক-ঘ৮ঞ Жыл бұрын
এই পরজন্ত ৩বার দেখেছি সানিফ সংকরের জত নাটক আছে সবি সুন্দর মাহফুজ কিন্তূ দারুণ অবিনই করছে
@আরাম6 жыл бұрын
নাটক গুলো দেখলে মনে হয় বাংলা সংস্কৃতি প্রান ফিরে আসছে। হানিফ স্যারকে কি বলে ধন্যবাদ যে দেব বুঝতেই পারছিনা। I selut sir. আপনার জন্য অহংকার করে বলতে পারি আমি বাংলাদেশী।
@habibullahahira78102 жыл бұрын
সব লিজেন্ড প্রিয় অভিনেতা,অভিনেত্রী একসাথে 😍😍 শেষ মূহুর্তে লিটু আনামের আগমন পুরাই আগুন 🙀🙀
@mannancr72 жыл бұрын
অসাধারণ,,, এক নাটকে একঝাঁক তারকা,,সবগুলো পাক্কা অভিনেতা,,
এই নাটক গুলোর বৈচিত্র্য হলো এখানকার চরিত্র গুলোকে আমাদেরই সমাজের মানুষ মনে হয়।
@monjilaakter71855 жыл бұрын
ইসিতাকে আমার ছোট বেলা থেকে অনেক পছন্দখুব
@masudurrahmandipu49224 жыл бұрын
Pp0p0
@habibaela60213 жыл бұрын
@@masudurrahmandipu4922 aa
@brazilneymarjr10813 жыл бұрын
নতুন কুড়িতে সিলেক্ট হবার পর থেকেই ঈশিতাকে আমার খুব পছন্দ।
@mdsoraf79113 жыл бұрын
@@brazilneymarjr1081 এখন আর কি করবেন ইশিতাকে বিয়ে করে ফেলেন।
@rajibcomputer78813 жыл бұрын
ঈশিতা,মৌ আর শ্রাবন্তী আমার ছোটবেলার ক্রাশ।
@munimahmedjaygirdar26515 жыл бұрын
ছোটবেলায় দেখেছিলাম, আর এখন আবার দেখলাম। অসাধারণ
@djsaiful31324 жыл бұрын
আগের নাটক গুলা কতো সুন্দর ছিলো সবাই মিলে মিশে কাজ করতো এখন তো অহংকারে কেও বাচেই না সবার সাথে সবার হিংসা বিদ্দেশ লেগেই আছে
@tarapalma61973 жыл бұрын
হানিফ সংকেত এর সব গুলো নাটক শিক্ষণীয়, অসাধারণ। 🌹🌹
@zaforsadiq66673 жыл бұрын
Right ✅ ↔️ 👉
@mdnasiruddin39624 жыл бұрын
সত্যি অবাক করে নাটক ! আমি মুগ্ধ হয়েছি দেখি।
@farjanaselim54783 жыл бұрын
হানিফ সংকেত এর প্রতি টা নাটক সুন্দর এবং সামাজিক
@philanthropicpavel60813 жыл бұрын
2021 সালে এসে কে কে নাটক দেখতে আসলেন
@rakinsifullah68684 жыл бұрын
Ei natok 14 bochor aageo dekhechilam. Aj abar dekhe otit k jeno fiiree pelam. ❤❤
@nayondas70803 жыл бұрын
আমিও ভাই আপনার মতো ১৪ বছর আগে দেখেছিলাম। আজকে দেখে সেই ১৪ বছর আগের পুরনো স্মৃতি মনে পড়ে গেলো।।
@moushumimomo45673 жыл бұрын
অদ্ভুত সুন্দর নাটক । একেবারে বাস্তবিক গল্প ।
@MDParvez-ed7hd3 жыл бұрын
Ishitar Shobuj dress ta R Ishitaaa🥰❤️🥰 Lots of love 💖
@nilufakalpona8219 Жыл бұрын
নাটক টা দেখতে দেখতে সেই কলেজ দিন গুলোতে চলে গিয়েছিলাম।ভিষণ ভাল লাগছে।
@doordie6722 жыл бұрын
স্যার শহীদুজ্জামান সেলিম এর শেষ কথা অসাধারণ, "বিয়েটা কিন্তু বাড়িওয়ালা হাসানের বাড়িতে....." আর নির্মাতা, উপস্থাপক, পরিচালনা, গীতিকার কিংবা সুরকার হিসেবে হানিফ সংকেত স্যার সত্যি উনি একজন জীবন্ত কিংবদন্তী।
@nadian22546 жыл бұрын
এক কথায় অসাধারন অনেক...... অনেক ভালো লাগলো নাটক টার সাথে বাস্তব কিছু মিল আছে ধন্যবাদ হানিফ সংকেতকে
@MdShamim-jf2jj5 жыл бұрын
আসলে হানিফ সংকেতের নাটক বলে কথা! তবে বাস্তব চিত্র এত সুন্দর হওয়া খুব সহজ নয়।যেমন, অন্যের নামে সুনাম করা আমাদের পক্ষে খুব কঠিন কাজ।
@razzaitk78963 жыл бұрын
Khob sundor natok.... Hanif vai natok manei osha daron
@sifaaktarsifaaktar60353 жыл бұрын
Aha ki natok re vai..issh ager diner natok gulo kotoi na sundor cilo..r kono din pabo na ei rokom natok..
@oniketsoore77723 жыл бұрын
এমন মসৃণ সুখের কাহিনি ঈদ নাটকের জন্য মানানসই বটে। কারণ ঈদ মানেই তো খুশি (???)। কিন্তু সেই ঈদ তো এদেশের ৯০% মানুষের জীবনেই আসে না। এই যে আমি প্রায়ই না খেয়ে থাকি, বাসা ভাড়া দিতে পারি না, আমিও এই নাটক দেখলাম। এই নাটকের অর্ধেকেরও বেশি দর্শক নিশ্চয়ই আমার মতো। নাটকে অনেক ত্রুটি আছে। আরও আছে গোঁজামিল। অভিনেতা-অভিনেত্রীদের সংলাপ আওড়ানো, শরীরের ভাষা আর প্রকাশভঙ্গিতে আছে অতিরঞ্জন যা ভাঁড়ামির সীমায় পৌঁছে যায়। চাঁদাবাজরা তো এতো সহজেই ভালো হয়ে যায় না। বাড়ির মালিক বাড়ি খুঁজতে গিয়ে ওই বিগত দিনের চাঁদাবাজদেরই মুখোমুখি হলেন, ব্যাপারটা হাস্যকর ও গোঁজামিলযুক্ত। আরও আছে...
@vlogdairy-h7h5 жыл бұрын
আগের নাটক গুলা কেন জানিনা খুব ভাল লাগে,,, ১২ বছর আগে নাটক টা দেখেছিলাম আজ আবার দেখলাম
@S.A.Shakil.S Жыл бұрын
পুরোনো নাটকগুলো কতবার দেখেছি, তা হিসেব করে বলতে পারবোনা। এত এত ভালো লাগে❤ তা মুখের ভাষায়ও প্রকাশ করা যাবেনা।
@munsirakib82407 жыл бұрын
Hanif sonkatar sob gulo natok ami dakhi toba sob natok manuser jibonar sathe mil ace ajonno amar kace onek sundor lage
@joyasana416510 ай бұрын
বাস্তবতা ❤❤❤ তুলে ধরেছেন নাট্য কর
@bojlomiah23143 жыл бұрын
নাটকটি যেমন তেমন অভিনেতা গুলো সবাই ভালো সবার পছন্দের।
@zahidulislam29022 жыл бұрын
14-11-22 আজ নাটকটা দেখলাম, আহ সোনালি দিনগুলো,
@asadbinislam84317 жыл бұрын
নাটকের টাইটেলের সাথে কত সালে নির্মিত সেটা উল্লেখ করলে ভাল হয়। নাটক নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। হানিফ সংকেত সাহেবের নাটক সব সময় অসাধারণ।
@khan28505 жыл бұрын
2006
@zamanshorpi40225 жыл бұрын
Khan Investigation-Dhonnobad
@mohammedkabirkabir49683 жыл бұрын
2006 সালে বেরিয়েছে
@aratimunshi46692 жыл бұрын
শুধু মাহফুজের জন্য 👌👌👌👌👌👌👌👌👌👌
@khairulbasar95284 жыл бұрын
নাটকটি দেখে মনে হচ্ছে আমি আবার সেই সাদা কালো টিভিতে ফিরে যেতে পারতাম।
@farukmerchants73793 жыл бұрын
বা বেশি হয়ে গোলে তো
@balalmia82672 жыл бұрын
সত্যি অসাধারণ নাটক দেখে অনেক মজা পাইছি
@mohammadsharifhossain53984 жыл бұрын
Sir Hanif, you will remain ever fresh in our Mind.
@soniarehman13625 жыл бұрын
Khub e favourite akta natok Sei onk sotobelay dekhesi R KZbin er kollane ajke amr dekhte parlam Thank you Hanif songket sir ato sundor akta Natok amader upohar Dewar jonno