Hanuman Chalisa Bengali Version || বাংলা হনুমান চলিশা || Bangla Hanuman Chalisa Lyrics

  Рет қаралды 61,368

Dooars Devotional

Dooars Devotional

Күн бұрын

Song Credit:-
Singer:- , Rakesh Sutradhar
Lyrics:- Traditional
Music:- Rakesh Sutradhar
Tune:- Traditional
Flute:- Tapas Roy & Anjan Roy
Produced by:- Biswajit Barman
_____________________________________________
#BenglaHanumanChalisa
#হনুমানচলিশাবাংলা
#বাংলাহানুমাঁচালিসা
#hanumanchalisabengali
Shree, Sri, Shri, Lord, God, Bhagwan, Jai, Jay, Karma, Peace, Value, Sanskar, Hindu, Religion, Bhajan, Aarti, Song, Chalisa, Praise, Mantra,
Hanuman Chalisa Lyrics
Hanuman Chalisa Bengali
Bengali Hanuman Chalisa Meditation, Devotional, Guru, Guide, Force, Temple, Yoga, Dance, Pooja, Archana, Hare, Healing, Master, Teaching, Sanskrit, India, Culture, Daily, Life, Prayer, Ram, Sita, Shiva, Shankar, Ganesh, Ganpati, Krishna, Laxmi, Saraswati, Hanuman, Sai Baba, Kali, Durga, Ambe, Shreenathji, Maa, Hindi, Stotra, Vishnu, Mahalaxmi, Ramayan, Gayatri, Album, Sangraha,Guru, Guide, Divine, Force, Temple, Yoga, Dance, hanuman status,
hanuman 2022,
hanuman kab hai,
hanuman song,
hanuman dj song,
hanuman bhajan,
hanuman aarti,
hanuman april 2022,
hanuman amritwani,
hanuman bajrang dal,
hanuman banjara song,
hanuman chalisa,
hanuman fast,
hanuman full movie in telugu,
hanuman full song,
hanuman gana,
hanuman geet,
hanuman gani,
hanuman geeta,
hanuman katha,
hanuman chalisa,
hanuman hindi,
hanuman ji,
hanuman jhanki,
hanuman jai shri ram,
hanuman ka gana,
hanuman ke gane,
hanuman kab hai 2022,
hanuman ka bhajan,
hanuman ke bhajan
Pooja, Archana, Hare, Healing, Master, Teaching, Sanskrit, India, Culture, Daily, Life, Prayer, Ram, Sita, Shiva, Shankar, Ganesh, Ganpati, Krishna, Laxmi, Saraswati, Hanuman, Kali, Durga, Ambe, Shreenathji, Maa, Hindi, Stotra, Vishnu, Mahalaxmi, Ramayan, Gayatri, Free, Album, Sangraha, Madhav, Triditional, Cultural, Preyar, Sai Baba, Madhav Bhakti, Devotional Bhajan
শ্রী গুরু চরণ পদ্ম স্মরি মনে মনে ।
কোটি কোটি প্রনমিনু তাহার চরণে ।।
শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ ।
চতুর্বর্গ ফল যাহে লভি অনুক্ষণ ।।
বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার ।
ঘুচাও মনের যত ক্লেশ ও বিকার ।।
চলিশা
জয় হনুমান জ্ঞান গুনের সাগর ।
জয় হে কপীশ প্রভু কৃপার সাগর ।। ১
শ্রীরামের দুত অতুলিত বলধাম ।
অঞ্জনার পুত্র পবনসুত নাম ।। ২
মহাবীর বজ্ররঙ্গি তুমি হনুমান ।
কুমতি নাশিয়া কর সুমতি প্রদান ।। ৩
কাঞ্চন বরন তব তুমি হে সুরেশ ।
কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ ।। ৪
হাতে ব্জ্র তব আর ধজা বিরাজে ।
সুন্দর গদাটি কাঁধে তোমারি যে সাজে ।। ৫
অপরূপ বাহু তব পবন নন্দন ।
মহাতেজ ও প্রতাপ জগৎ বন্ধন ।। ৬
বিদ্যাবান গুনবান তুমি হে চতুর ।
শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর ।। ৭
সর্বদা রামের আজ্ঞা করিতে পালন ।
হৃদে রাখো সদা রাম সীতা ও লক্ষ্মণ ।। ৮
সূক্ষ্মরুপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ।
ধরিয়া বিকট রুপ লঙ্কা দগ্ধ কৈলে ।। ৯
ভীম রুপ ধরি তুমি অসুর সংহার।
শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কাজ কর ।। ১০
সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষ্মণ ।
রঘুবীর হন তাহে আনন্দিত মন ।। ১১
শ্রীরাম দিলেন তোমা আলিঙ্গন দান ।
কহিলেন তুমি ভাই ভরত সমান ।। ১২
সহস্র বদন তব গাবে যশ খ্যাতি ।
এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি ।। ১৩
সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগন ।
নারদ সারদ আদি দেব ঋষিগন ।। ১৪
যম ও কুবের আদি দিকপালগনে ।
কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে ।। ১৫
সুগ্রিবের উপকার তুমি হে করিলে ।
রামসহ মিলাইয়া রাজপদ দিলে ।। ১৬
তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল ।
লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল ।। ১৭
সহস্র যোজন উদ্ধে সূর্যদেবে দেখে ।
সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে ।। ১৮
জয় রাম বলি তুমি অসীম সাগর ।
পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর ।। ১৯
দুর্গম যতেক কাজ আছে ত্রিভুবনে ।
সুগম করিলে তুমি সব রাম গানে ।। ২০
চিরদ্বারী আছ তুমি শ্রীরামের দ্বারে ।
তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে ।। ২১
শরণ লইনু প্রভু আমি যে তোমারি ।
তুমিই রক্ষক মোর আর কারে ডরি ।। ২২
নিজ তেজ নিজে তুমি কর সম্বরন ।
তোমার হুংকারে দেখ কাঁপে ত্রিভুবন ।। ২৩
ভুত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে ।
মহাবীর তব নাম যেইজন স্মরে ।। ২৪
রোগ নাশ কর আর সর্ব পীড়া হর ।
মহাবীর নাম যেবা স্মরে নিরন্তর ।। ২৫
সঙ্কটেতে হনুমান উদ্ধার করিবে ।
তাঁহার চরণে যেবা মন প্রান দিবে ।। ২৬
সর্বপরি রামচন্দ্র তপস্বী ও রাজা ।
শ্রীরামের অরিগনে তুমি দিলে সাজা ।। ২৭
তোমার চরণে যেবা মন প্রান দিবে ।
এ জীবনে সেইজন সদা সুখ পাবে ।। ২৮
প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন ।
চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন ।। ২৯
সাধু সন্ন্যাসীরে রক্ষা কর মতিমান ।
শ্রীরামের প্রিয় তুমি অতি গুনবান ।। ৩০
অষ্টসিদ্ধি নবনিদ্ধি যাহা কিছু রয় ।
সকলই সিদ্ধ হয় তোমার কৃপায় ।। ৩১
রাম রামায়ন আছে তব নিকটেই ।
শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই ।। ৩২
তোমার ভজন কৈলে রামকে পাইবে ।
জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে ।। ৩৩
অন্তকালে পাবে সেই রামের চরণ ।
এই সার কথা সব শুন ভক্তগন ।। ৩৪
সব ছাড়ি বল সবে জয় হনুমান ।
হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান ।। ৩৫
সর্ব দুঃখ দূরে যাবে সঙ্কট কাটিবে ।
যেইজন হনুমন্ত স্মরণ করিবে ।। ৩৬
জয় জয় জয় জয় হনুমান গোঁসাই ।
তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই ।। ৩৭
যেইজন শতবার ইহা পাঠ করে ।
সকল অশান্তি তার চলে যায় দূরে ।। ৩৮
হনুমান চালীসা যে করেন পঠন ।
সর্বকায্যে সিদ্ধিলাভ করে সেইজন ।। ৩৯
তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস ।
মনের মন্দিরে প্রভু কর সদা বাস ।। ৪০
দোহা
পবন নন্দন সঙ্কট হরণ ।
মঙ্গল মুরতি রুপ ।।
শ্রীরাম লক্ষ্মণ জানকী রঞ্জন ।
তুমি হৃদয়ে ভুপ ।।
পবন নন্দন প্রবল বিক্রম ।
রাম অনুগত অতি ।।
চালিশা হেথায় সমাপন হয় ।
পদে থাকে যেন মতি ।।

Пікірлер: 58
ও্ম নমঃ শিবায়।  Om Nomo Shivai.#om nomo shivai.
16:09
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН