গানটা এতই সুন্দর যে সেটা প্রশংসা করে শেষ করা যাবে না৷সেই 15বছর থেকে শুনে আসছি,ছোটবেলার অনেক স্মৃৃৃৃৃতি মিশে আছে এই গানটাই৷
@mhmishu57252 жыл бұрын
Same ✌️✌️✌️
@readulislam4354 Жыл бұрын
Love u brother
@zubaer66 Жыл бұрын
Same
@hasanparvez8259 Жыл бұрын
সেইম আমিও
@FaridUddin-c4u10 ай бұрын
@shahrulhasansohel17187 жыл бұрын
হাসান ভাই,অনেকেই আসলো আবার গেলো কিন্তু আপনি একই ভাবে রয়ে গেলেন হৃদয়ে।সেই ৯৯ থেকে শুরু এখনো শুনছি আপনার গানগুলো।আশা করি নতুন কিছু পাবো,সেই অপেক্ষায়ই আছি............
@mdrafiqulislam50595 жыл бұрын
হাসান ভাই নতুন এলবাম কবে পাব
@mdshahrulhasansohelrana91435 жыл бұрын
@@mdrafiqulislam5059 আমিও জানিনা ভাই।কিন্তু উনি আবার আর্কের সকল সদস্য মিলে কাজ করছে,আশা করি দ্রুত কিছু পাওয়া যাবে।
@neversaylie55654 жыл бұрын
Ami ow sei aasay aachi akono....
@RojaKhan-qc8cl6 ай бұрын
❤️❤️❤️
@muhammadmaruf5087 Жыл бұрын
তোমার মতো একজন শিল্পী হারিয়েছি সত্যি আমাদের রুচির চিন্তা বড়'ই খারাপ,,তোমার মতো শিল্পী আর তৈরি হবে না,,মিস ইউ আমার প্রিয় ব্যন্ড আর্ক,,
@ruhulgaming032 жыл бұрын
৯০ দশকের হাসান কে ২২ সালে এসে খুব মিস করি💙
@MdHridoy-cx5xx4 жыл бұрын
এ যুগের হয়েও, আমি হাসান ভাই এর গান অনেক ভালোবাসি।
@rubelhasan423 Жыл бұрын
ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে, পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ.. কেন জানি গানটা শুনলে বুকের ভিতরটা হু হু করে ওঠে।কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে হয়ত আবার গানটা শোনা হবে।আবার অতীতের কথা মনে পরে হারিয়ে যাব সোনালী অতীতে। রুবেল হাসান সলংগা,সিরাজগঞ্জ ২০২৩।
@arkashik588 Жыл бұрын
Love you vai❤️❤️❤️❤️😥😥
@delowerhossain9571 Жыл бұрын
❤
@AsrafulIslam-nj4kk Жыл бұрын
Aber o akber guto dilam, from Malaysia 22 oct 2023 03:46am
@mdkamrulhasan55429 ай бұрын
❤❤❤❤
@utpolroy76734 ай бұрын
❤❤❤❤
@farhanvaiyya98382 жыл бұрын
সেই ছোট্টবেলা থেকে হাসান ভাই, আইয়ুব বাচ্চু, জেমস্ এসব গুরুদের গান শুনেই বড় হয়েছি। এখনো এই গানগুলো শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এখনকার এই চুতিয়া জেনারেশন কখনো হাসান ভাইয়ের গলা ফাটিয়ে গাওয়া "চন্দ্রিমা এখনো তোমায়, তোমাকেই ভালোবাসি" এই লাইনগুলোর গভীরতা, আবেগ এবং মর্মার্থ বুঝে ওঠার মতো মগজ ও বোধশক্তি ওদের মধ্যে জন্মায়নি। খুব গর্ব বোধ করি ৯০ দশকে জন্মে। নাহয় এসব গুরুদের মিস করে যেতাম। কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম। কোনো একদিন আমি না থাকলেও যাতে আমার এই কমেন্ট টা থেকে যায়। আপনার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো প্রিয় "হাসান ভাই"।
অসাধারণ রহস্যময় একটা কন্ঠ, বাংলাদেশের মাইকেল জ্যাকসন, যার বয়েজ কাভার করার দুঃসাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি।❤❤❤
@iAm1Shawon4 ай бұрын
Sohag er voice to alada e kora jayena.
@ShuvoDebnath-m7h26 күн бұрын
100%, right
@khaledmamun8351 Жыл бұрын
তখন যেমন জনপ্রিয় ছিল এখনো এইসব গানগুলো সমান জনপ্রিয়। অথচ এখনকার গান গুলো একমাস পর আর কেউ মনে রাখে না।
@arkashik588 Жыл бұрын
Akdom r8 kotha vai❤❤ amr boyos 20 ami aro 6 bosor age theke Hasan ar bokto tar gan suni always,, love u hasan❣️❣️😘 Ark Ashik, Dhaka 2023
@xr.Aronno2 жыл бұрын
মনে পড়ে ভালোবাসা দিবসে সকাল প্রথম পরিচয় সেই ক্ষণে দু'টি মন বিনিময় হয়ে যায় গোপনে পড়ে মনে সেই থেকে শুরু এক মহাকাল পাশে থাকার প্রতিশ্রুতি দু'জনের সেই স্বপন ভেঙে যায় কি কারণে? চন্দ্রিমা, এখনও তোমায় তোমাকেই ভালোবাসি (ভালোবাসি) চন্দ্রিমা, আমার চোখে জল তোমার ওই মুখে হাসি কেন আজ এই হৃদয় বর্ষণ? কেন এই বিরহের আলাপন? কোন সে মোহ, কি সে প্রলোভন আমাকে ভুলে নাও সে জীবন? আমাকে ভুলে ডাকলে যাকে তার মাঝে বলো কি পেলে এমন? চন্দ্রিমা, এখনও তোমায় তোমাকেই ভালোবাসি (ভালোবাসি) চন্দ্রিমা, আমার চোখে জল তোমার ওই মুখে হাসি কেন আজ এ জীবনে পরাজয়? তাহলে কি কেউ কারও নয়? কি করে ভুলে গেছো পরিচয়? রেখেছিলে মনে কি সংশয়? আমাকে ভুলে ডাকলে যাকে তার মাঝে বলো কি পেলে এমন? চন্দ্রিমা, এখনও তোমায় তোমাকেই ভালোবাসি (ভালোবাসি) চন্দ্রিমা, আমার চোখে জল তোমার ওই মুখে হাসি মনে পড়ে ভালোবাসা দিবসে সকাল প্রথম পরিচয় সেই ক্ষণে দু'টি মন বিনিময় হয়ে যায় গোপনে পড়ে মনে সেই থেকে শুরু এক মহাকাল পাশে থাকার প্রতিশ্রুতি দু'জনের সেই স্বপন ভেঙে যায় কি কারণে? চন্দ্রিমা, এখনও তোমায় তোমাকেই ভালোবাসি (ভালোবাসি) চন্দ্রিমা, আমার চোখে জল তোমার ওই মুখে হাসি
@mostafijurrahman92095 жыл бұрын
আমি ক্লাস সিক্সে পড়ার সময় গানটা শুনতাম ২০০৩ এর দিকে স্কুলথেকে গিয়ে শুনতান কি দিন ছিল তখন,,,,,আসরাফুল,,, সেই খেলার মাঠ
@shahidulislam-fy2ko7 жыл бұрын
মগ্ধ হওয়ার মতো গান, সেই ছোট বেলায় যখন গান শুনি হাসান ভাইয়ে গান দিয়ে আমার গান শুনা, কিন্ত হাসান ভাইয়ে মতো অন্য কাওকে আজও পাইনি, গানের মাঝে অনেক অর্থ লুকিয়া থাকে, যা মনের মাঝে অনুভূতি জাগে
কোন অভিযোগ নেই! আর কখনো থাকবে না, আছে কিছু অভিমান, যা কোনদিন বলবো না!
@saddamhossainsaddamhossain36845 жыл бұрын
গান গুলো শুনলে নিজের অজান্তেই মনের মধ্যে একটা শিহরণ অনুভব করি ।
@mdfaizulislam495221 күн бұрын
সেই ১৯৯৭ থেকে ২০০৫, আহারে দিনগুলো, এখন শুধুই স্বপ্ন। বন্ধু বান্ধব, খেলাদুলা, স্বাধীনতা।এসব ভাবলে চোখে পানি চলে আসে।
@saifhasanrobin42267 жыл бұрын
১৯৯৫ ইং, থেকে আজ ২০১৭ আগস্টে এসে বলছি আজ পর্যন্ত আছি, থাকবো।চদ্রিমা থাক বা না থাক
@সুখনেইজীবনেপৃথিবীতে-ভ৩ঠ7 жыл бұрын
জাস্ট আই লাইক হাসান ভাইয়া
@vipermishu66976 жыл бұрын
Md Robin hasan vai aapni really hasan vai ar gaan valobasen ami jani vai please call me 0034631177665 Imo I'm living on Spain
@masumrahman17314 жыл бұрын
2020 Quarantine ???
@saifhasanrobin42264 жыл бұрын
@@vipermishu6697 অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালবাসা রইলো প্রিয়।
@smmahmud64915 жыл бұрын
৯০ দশকের 🇧🇩🇧🇩🇧🇩 হাসান বসের 🇧🇩🇧🇩🇧🇩 গান ২০১৯ আমাকে মাতাল করেছে হাজার সালম। যদিও এই গান গুলো আমার জন্মের বহু আগে।
@ronniebandl67852 жыл бұрын
জেমস ও হাসান ভাইয়ের "সারেগামা" এ্যালবামের একটা কপি এখনো আছে আমার সংগ্রহে। আহারে, দিনগুলোতে যদি আরেকবার ফেরা যেতো...
@imrannisho9895 жыл бұрын
2019/6/7 শুনছি। বেচে থাকলে বা ওই সময়ের প্রজন্মের কাছে ২১১৯ সালেও চলবে এই গান। ভালোবাসা হাসান ভাই।
@solomandawan69037 жыл бұрын
হাসান আর্ক বাংলার একজন জনপ্রিয় ব্যান্ড
@davirani35566 жыл бұрын
soloman dawan
@farsi.1996 Жыл бұрын
Jar cole jay sei buje valobasar manus ta kotota dami cilo.. Se hoy to janoto na je se cilo sorjo r ami cilam cad tar aloy ami alokito taktam.😅😊..
@rubelrana25733 жыл бұрын
আমার ভাগ্যভালো যে বাংলা ব্যান্ড এর ১৯৯০থেকে ২০১০ সেরা সময় টুকু পেয়েছি। আর এখনো তাই শুনছি।
@mahmudsabbir21155 жыл бұрын
বাংলার পর সম্রাট (হাসান) তোমাকে বড়ই মিস করি..,বড় ভালোবাসি,তোমার মাঝে খুঁজে পাই সেই ৯০ দশকের ফেলা আসে সেই দিন গুলি ,যা আর কোনদিন ফিরে পাবো নাহ..,এই দশকে তোমার গাঁওয়া নতুন গান দেখতে চাই ।
@diderhossain66473 жыл бұрын
বহু গান( Cover)করা যায় এবং যাবে কিন্তু হাসানের গান কভার করা এত সহজ নয়। একমাত্র হাই সাউন্ডের গান পরিবেশন করা হাসানের ধারাই সম্ভব, ছোট বেলায় যখন বুঝতে শিখেছি ঠিক তখন থেকে তার গান ভালো লাগে। আজ অবধি সেইম ভালো লাগা কাজ করে......!!!
@salmanark5460 Жыл бұрын
সহমত হাসান আর্ক একজনি
@mindhistorytv2023 Жыл бұрын
good❤❤
@MdAshik-sf2uy2 жыл бұрын
নিজের প্রেমিকার চেয়েও বেশি ভালো বাসতাম প্রিন্স মাহমুদ, হাসান আর ৯৭/৯৮/৯৯/২০০০ এর সেই সব সোনালী দিন গুলো কে।
@elyaskhan9592 Жыл бұрын
সেই বিংশ শতাব্দীর শিল্পীগুলোর সাথে তুলনা করার জন্যে বর্তমান কোন শিল্পীই দেখি না। বাংলা গানের স্বর্নযুগ বলা যায় ৯০-২০০৫।
@rockyqatar63253 жыл бұрын
ওপেন চ্যালেঞ্জ নোবেল কে এই গানগুলো চ্যালেঞ্জ করার মত কারো বুকের পাটা এখনো হয় নাই তাইতো এই গানগুলা কে অনেক ভালোবাসি
@sifatchowdhury93214 жыл бұрын
খুব পিচ্চিবেলায় শুনতাম চাচাতভাই ক্যাসেটে বাজাতো। ভাইয়া তখন ইয়াং। এখন ভাইয়ার ছেলে মেয়ে স্কুলে পড়ে। টেপ ক্যাসেট নাই। সময় নাই। গানগুলোও হারিয়ে যাচ্ছে। অনেক অনেকদিন পর গানটা শুনে পুরানো স্মৃতি মনে পড়লো😇😇😇
@RuhulSumaya11 күн бұрын
যতোই দিন যায় গানগুলো নতুনত্ব লাভ করছে♥️♥️♥️ হাসান♥️♥️♥️
@MohiuddinAhmed042 жыл бұрын
সেই ২০০৪/৫ থেকে শুনছি গান গুলো! সময়ের চেয়ে অনেক অনেক অনেক বেশী আধুনিক ছিলো এই গান গুলো!
@rezaulkabir5879 Жыл бұрын
আজও শুনছি : 26.04.23
@MohiuddinAhmed04Ай бұрын
@@rezaulkabir5879 কি স্বর্ণালি সময় টাই না ছিলো ১৯৯৯/০০/০১/০২/০৩/০৪ বা কাছাকাছি সময় পর্যন্ত!
@riyadhussain347711 ай бұрын
My first love 02.02.2004
@nurunnabi74419 күн бұрын
চন্দ্রিমা এখনো তোমায়, হাসান গান অসাধারণ ❤️❤️
@assuringfoodsafetysteps12213 жыл бұрын
Come back Hassan Vai. Give us back the golden childhood memories.
@BorhanUddin-hn5yz5 жыл бұрын
হাসান- আমার স্কুল জীবনের ভালোলাগা। সেই ২০০৩-২০০৪....থেকে শুরু। কিন্তু এখনো চিরসবুজ। ❤❤
এই গানটি আমি 101 বার শুনেছি। তারপরও প্রতিদিন আমি সময় পেলে 1 বরা হলেও শুনি। অসাধারণ।
@shohagmonsi89362 жыл бұрын
সারেগামা এ্যালবামটা ততকালিন সময়ে সাউন্ডটেক মুক্তি দেয়ার দুই দিন পর বাজারে চাড়েন, তখন ৩০/ টাকার এ্যালবাম ৭০ টাকা দিয়ে কিনেছি (অডিও ক্যাসেট) আজ ২০২২ সালের শেষের দিকে এসে গানটা আবারও সুনলাম, সেই আগের মতই মনোমুগ্ধকর। ধন্যবাদ আর্ক, হাসান ভাই, শফিক তুহিন, প্রিন্স মাহমুদ, সাউন্ডটেক।
@najmuldewan40149 ай бұрын
সেই ২০০৩ থেকে হাসানের ভক্ত। ব্যাতিক্রম সুরের জন্য বসকে ভালোবাসি
@golammosthofa95683 жыл бұрын
এই গান গুলোর সাথে অনেক সৃতি জড়ানো আছে যা আর ফিরে পাবো না
@bynazmul80647 жыл бұрын
ভাই আপনার এই গান টা আমার প্রথম ভালোবাসার অনুভূতি প্রকাশ এর মাধ্যম চিলো সেই ২০০২ সালে ক্লাস টেন এর কথা :)
@arshadfeni92535 жыл бұрын
আমারও একি অবস্থা আমি ১০ ছিলাম
@naturalliving86285 жыл бұрын
I was in class 8. Feeling Nostalgic...
@mdrusselkhan59605 жыл бұрын
আমি ও ক্লাস ১০ ছিলাম Golden era of life... Missing
@alaminsabuj57565 жыл бұрын
ভাই এলবাম টা কি ২০০২ এর নাকি ২০০৩/০০৪ এর??
@masumrahman17314 жыл бұрын
2005
@marufmujtahid78893 жыл бұрын
Another masterpiece from our legendary man, Hasan...
@SaddamAdil Жыл бұрын
২০২৩ সালের আগস্ট মাসে এসেও এই গান শুনছি। আর কে কে আছেন হাসানের ভক্ত?
@rabiulstation1874 жыл бұрын
হয়তো আমি একদিন থাকবো না কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম জানবে আমি হাসানকে ভালোবাসি।
@mdaceer8969 Жыл бұрын
অসাধারণ একটা গান ❤❤❤❤❤মূল্যহীন অভিযোগ গুলো নিজের কাছেই গোপন থাকা শ্রেয়!🌺🖤🔐🍒 ︵🌸💚 - কিছু মানুষ আমাদেরকে ভালোবাসে না তবে অসম্ভব মায়ায় ফেলে 🙂🥀💫🌈
@mohammadmaniruzzamankhan9415 Жыл бұрын
আবার যদি ফিরে আসতো সে দিনগুলো!!! আজো মনে পড়ে সেদিনের এ গানগুলো, খুব মনে পড়ে মহানায়ক সালমান শাহ'র সিনেমায় ব্যবহার করা কালজয়ী গানগুলোর কথা যেগুলোয় অধিকাংশতেই কন্ঠ দিয়েছেন আগুন ভাইয়া। খুব শুনতাম হাসান ভাইয়ের গান, আইয়ুব বাচ্চু, জেমস, শাফিন আহমেদ এর গানগুলো।
@RajibDas-mo7lm9 ай бұрын
❤❤❤
@jubayergaming56332 жыл бұрын
২০০৪ সালে যখন ক্লাস নাইনে পড়ি তখন তো প্রেম করতাম না এ গানটা কিভাবে এতো ভালো লাগছিলো, হুম এখনো আগের মতোই ভালো লাগে
@ArkJonaeid50055 ай бұрын
মনে পড়ে.. ভালোবাসা দিবসে সকাল প্রথম পরিচয় সেই ক্ষণে দু'টি মন... বিনিময় হয়ে যায় গোপনে পড়ে মনে... সেই থেকে শুরু এক মহাকাল পাশে থাকার প্রতিশ্রুতি দু'জনের... সেই স্বপন ভেঙে যায় কি কারণে?
@raselmondol23033 жыл бұрын
২০০৩ থেকে শুরু ২০২১সালেও শুনছি সমান তালে
@KarimKhan-pb9tyАй бұрын
তোমাকে পেয়ে গেলে হয়তো বা এত সুন্দর গান টা শোনা হত না প্রিয় 🥀🌹 স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গান টা শুনতে আসবে তখন কেউ লাইক বা কমেন্ট করলে নোটিফিকেশন পেয়ে আমি আবারও শুনতে আসবো প্রিয় গান টা 💔💔💔 Date: 09/23/2024🥺
@mohammadmehedi42156 ай бұрын
এই গান একসময় খুব শুনেছি😢 কত মায়া জরিয়ে রয়েছে শৈশব বেলার কুথায় যেন হারিয়ে গেলো দিন গুলো মিস করি অনেক 😢😢😢😢😢😢😢😢😢😢
@rashedhossen4791Ай бұрын
বিশ্বের আর কোথাও এমন ব্যান্ড সংগীত হবেনা
@rupshanewyork93076 жыл бұрын
এখন 2018অনেক শিল্পিকে চিনিনা,অভাব নেই৷
@md.tasikur6698Ай бұрын
আহরে সময় কিভাবে চলে গেল, এ গানটা শুনে আমি প্রেম করেছি।কত যে শুনেছি গানটা বলতে পারব না।❤❤❤❤❤❤
@AlmeDalbot6 ай бұрын
২০২৪ এসে শুনছি❤
@shimul3500 Жыл бұрын
২০০২-৩ সালের দিকে এই গান সুনেছিলাম হঠাৎ মনে পড়ে খুজতে এলাম
@moniruzzamanmonir53572 ай бұрын
27,08,2024 এ কে কে শুনছো , দেখতে চাই।
@farhadhossain-u7m7 ай бұрын
😊সেই ৭ বছর বয়স থেকে শুনতেছি এই সব গান এখনো শুনি তবে সবাই এই সব গানের মরমো বোঝেনা, শুধু চিল
@meherulhridoy90984 жыл бұрын
হাসান ভাই একটা জিনিস। অনুভবের বিষয়।
@MasudParvez-s3d6 ай бұрын
আাগের দিনগুলোতে ফিরে যেতে মন চাই। বাংলা ব্যান্ডের ৫ জন গায়কের মধ্যে হাসান ভাই একজন।
@Sirajulislam-ql9tp4 жыл бұрын
আমার কাছে অনেক ভালো লাগলো। মনে হচ্ছে 1915 এর দিন গুলোর কথা
@irfanalam8149 Жыл бұрын
আমার ৯০'s কৈশোর কেটেছে এই অসাধারণ গান/লিরিক গুলো শুনে।। আজও মনে হয় এই প্রথম শুনছি, আমি হারিয়ে যাই আমার কৈশোরে। (4/4/23)!! 90's kids!! thank u HASAN/ AB/ JAMES/ BIPLOB for making my childhood more beautiful ❤️ ...
@mdronikhan8255 жыл бұрын
সেই সময়ের কথা,,,বাপের পকেট মেরেছিলাম মাত্র ৩৫ টাকা ক্যাসেট কিনবো বলে,,,দুদিন পালিয়ে বেড়িয়েছি বাপের ভয়ে,,,শিউরে ওঠে সেদিনের কথা মনে হলে! তবে খুব'ই ভালো ছিলো সেই দিনগুলো!
@yousufmohammed79334 жыл бұрын
Right Bossssssss Same to Meeeeeee
@rakibsikder49033 жыл бұрын
Respect bro replay bro
@md.shakil23623 жыл бұрын
R এখন বাবার পকেট থেকে টাকা নিয়ে নেশা করে ভাই....
@imranahmednafis8600 Жыл бұрын
Right👍
@aburayyan3530 Жыл бұрын
সহমক
@atiqurrahmanimran40196 ай бұрын
অনেক ভালোলাগার স্মৃতি মনে পড়ে যায় ❤❤
@ritonbakshi800815 күн бұрын
হাসানের দহন তোমার জন্য এলবামটি এখনও আছে আমার কাছে।
@monirulislam43673 жыл бұрын
প্রিন্স মাহমুদ, শফিক তুহিন, হাসান মানেই জাদু।
@MdAshik-sf2uy2 жыл бұрын
ভাই, আপনার জন্ম কত সালে? আপনি কাদের সাথে কাকে মিলচ্ছেন? কোথায় প্রিন্স মাহমুদ - হাসান আর কোথায় শফিক তুহিন? শফিক তো সেদিনের বাচ্চা। তাছাড়া প্রিন্সের সাথে তার তুলনা করলে বলতে হয় কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় কলার কান্দী... Prince Mahmud is the boss of bosses. There would be no alternative to this great legend.
@monirulislam43672 жыл бұрын
@@MdAshik-sf2uy I didn’t tell they are same in merit.I told their combination is great.
@tareqmirza1702 Жыл бұрын
এই গান শুনলে খুব করে অতিত মনে পরে যায়
@Notoriousshobu3 жыл бұрын
গানগূলো আজো আমার কাছে নতুন ই রয়ে গেছে।ভালবাসা অভিরাম হাসান ভাইয়ের জন্য।
@moniruzzamanmonir53572 ай бұрын
ভালো থাকুক ,জীবন তছনছ করে দেয়া চন্দ্রিমা গুলো ।
@marzanabasit6409 Жыл бұрын
Cute Hasan and cute Krishno
@mazumdermedia3 жыл бұрын
শুধু এই গানগুলোতেই সেই শৈশবকাল খুঁজে পাই। লাভ ইউ হাসান ভাই।
@marzanabasit6409 Жыл бұрын
Nice Krishno and cute Hasan
@CustomerService-vy4klАй бұрын
অনেক সুন্দর একটা ভিডিও দারুণ অনুভূতি
@abdullaalmamun19905 ай бұрын
❤অবিস্মরণীয় গান ❤ আমার এখন পর্যন্ত সবচেয়ে প্রিয় গান
@dreamofpigeonhouse32512 жыл бұрын
২০২২ এসেও যারা গানটি শুনছেন তারা কোথায়
@nazmulcivil72114 ай бұрын
গানটার মায়ায় পড়ে গেলাম অনেক আবেগ শিল্পীর কন্ঠে শুধুমাত্র লিজেন্ড রাই পারবে এমন করে গান করতে
@imtiaz74053 ай бұрын
গানগুলো বারবার শুনতে আসি। যখনই মনে পড়বে তখনই এভাবে শুনতেই থাকবো।
@khurshedalam9973 Жыл бұрын
জীবনে কত বার শুনেছি গানটি, আজ অনেক দিন পরে শুনতেছি।
@shamimhossain7855 Жыл бұрын
২০২৩ কে কে শুনছে? সেইসব দিনের গান❤❤
@marzanabasit6409 Жыл бұрын
Creative Hasan Gummy bear Hara and Krishno
@jubayerahmed22892 жыл бұрын
হাসান ভাই মানেই সেরা কিছু 💔
@mdjobayer4338 Жыл бұрын
২৩-১০-২০২৩ সময় চলে জায় কিন্তু থেকে জায় প্রতিভা কেও লাইক দিলেই আবার গান টা শুন্তে পারব
@rashedkhan87766 жыл бұрын
এখনো পছন্দের গান, মুখ মিলিয়ে সেই ক্লাস ৫ এ ক্যাসেটের ফিতা, সেই সব দিনগুলো.... রোমন্থন করি এখনো.....
@akborali5405 Жыл бұрын
আপনি যদি এই গানের জন্য সার্চ করে এখানে এসে শুনে থাকেন,আপনার মিউজিক টেস্ট তাহলে চরম❤❤❤
@mahasan5635 ай бұрын
গানটা শুনতে এসে বন্ধু ইমরানের কথা খুব মনে পড়চে সে আজ পৃথিবীতে নেই গানটা ও খুব ভালবাসত
@monirzaman37834 жыл бұрын
চন্দ্রিমা এখনও তোমায়, তোমাকেই ভালবাসি।
@ArshadchyChowdhury4 ай бұрын
আমার চোখে জল 😢😢😢তুমার ও মুখে হাসি
@jibonershokh822911 ай бұрын
খুব মিস করি সেই দিনগুলি
@ashrafulislam6195Ай бұрын
যখনই ব্যান্ডের গান শুনি তখনই আমার বন্ধু সৌরভের কথা মনে পড়ে ❤
@Mohsin-khan-19846 ай бұрын
কত্তো কত্তো ফিতার ক্যাসেট আর সিডি আমার ঘরটা ভর্তি ছিল! বিশ বছর যাবৎ দেশের বাহিরে,তবে হাসান ভাইয়ের এলবাম গুলি অনেক মিস্ করি ❤❤❤
@biplabgomes8624 Жыл бұрын
আমি খুবই ভাগ্যবান, সেই সময় আমার একটা ক্যাসেট প্লেয়ার ছিল। এই গানগুলো অতীতের স্মৃতি মনে করিয়ে দেয়।
@mdalamin-sv8hq3 жыл бұрын
hasan bosser gan osadharon...ami soto belai sudhu hasaner gan suntam..ami skuleo hasaner golai gaitam chesta kortam chikon gola dear
@shakilhossain77233 жыл бұрын
আমার প্রিয় শিল্পী হলো জেমস স্যার আইয়ুব বাচ্চু স্যার আর হাসান স্যার। তিন জনের গান আমার খুব ভালো লাগে। বিশেষ করে হাসান স্যার এ গানটা অনেক ভালো লাগে
@henacu60373 жыл бұрын
চন্দ্রিমা থাক বা না থাক গুরু আপনি থাকবেন আমাদের অন্তরে সারাটিজীবন। গুরু ভালবাসি আপনাকে অনেক। ২০২১ এর মাঝামাঝি আপনার জন্য এই কমেন্ট টা করে গেলাম। বেঁচে থাকলে ভবিষ্যতে কোন একদিন আবার কমেন্ট পড়তে আসবো।
@mdmohsin205 жыл бұрын
গান গুলা থাকবে থাকবে অফুরন্ত ভালবাসা তোমার জন্য ভাল থাকবে সব সময় হাসান ভাই 🌼🌷🌿🍀💮🌸💝