আর আসবো না বলে - আল মাহমুদ (Slightly Modified) আর আসবো না বলে দুধের ওপরে ভাসা সর চামোচে নিংড়ে নিয়ে চেয়ে আছি। বাইরে বৃষ্টির ধোঁয়া যেন সাদা স্বপ্নের চাদর বিছিয়েছে পৃথিবীতে। কেন এতো বুক দোলে? আমি আর আসবো না বলে? যদিও কাঁপছে হাত তবু ঠিক অভ্যেসের বশে লিখছি অসংখ্য নাম চেনাজানা সব কিছুর। প্রতিটি নামের শেষে, আসবো না। পাখি, আমি আসবো না। নদী, আমি আসবো না। নারী, আমি আসবো না। আর আসবো না বলেই মিছিলের প্রথম পতাকা তুলে নিই হাতে। আর আসবো না বলেই জাগিয়ে তুলি মানুষের ভেতরে মানুষ, কথার ভেতরে কথা, গেঁথে দেওয়া, কেন? আসবো না বলেই। সুখ, আমি আসবো না। দুঃখ, আমি আসবো না। প্রেম, হে কাম, হে কবিতা আমার আমি আর আসবো না। আজ বিদায়ের বিষণ্ণ রুমালে কে তোলে অক্ষর কালো আসবো না। নদী, আমি আসবো না। পাখি, আমি আসবো না। সুখ, আমি আসবো না। দুঃখ, আমি আসবো না। (২) ঝরুক সন্ধ্যা কদম্বতলে - মুয়ীয মাহফুয (Slightly Modified) এ শহর দেয়নি কিছুই ফুলদানি ছাড়া, নেই সুবাসিত গোলাপ অথবা কোনো স্নিগ্ধ জলের ধারা, তবুও ফের ফিরে আসে সেইসব দুপুর, দুটি কিশোরীর হাতে তিনটি কুকুর! আমাদের চারপাশের নানা ভীড়ে ফিরেছে কত মানুষ তাড়া নিয়ে, জলে নুয়ে পড়া বৃক্ষতলে দুজনার ছিলনা কোন তাড়া, এ শহর আমাকে দেয়নি কিছুই শুধু তোমাকে ছাড়া! (২) আধার ছিন্ন করে তুমি মেলে দিলে দুহাত কি করে আমি বলো যাবো তোমার কাছে? যেভাবে পরগাছা জন্মায় সুউচ্চ বৃক্ষ চূড়ায়? তবুও ভালোবেসে পরগাছাকে কেউই বলেনি বৃক্ষ, অনেক কষ্ট অভিমান নিয়ে তুমিও চলে যাবে জানি। দুহাতে চোখ মুছে রৌদ্রের কাছে আমি রাখিনি কোন চাওয়া, এ শহর পারবেনা ঠেকাতে জানি তোমার চলে যাওয়া। (২) এ শহর আমাকে দেয়নি কিছুই শুধু তোমাকে ছাড়া। (৪)
@naseeffaruqueamin51992 жыл бұрын
Slightly Modified না লেখে ঈষৎ পরিবর্তিত বা Slightly Changed লেখা গেলে ভাল।
@sumon29792 жыл бұрын
I love you've been
@ishanshurov4835 Жыл бұрын
❣
@jahidhasansobuj007 Жыл бұрын
Keep it up ❤️
@TasdidRahmanSaron Жыл бұрын
Okkk
@rahadulislam75458 ай бұрын
গত তিন বছর প্রেম করার পর সিদ্ধান্ত নিলাম আমরা দুজনে বিয়ে করবো। বাসা ছেড়ে চাকরির উদ্দেশ্যে ঢাকায় আসলাম। অনেকদিন পেরিয়ে গেল বিয়ে হবে বলে বলে প্রায় একটা বছর চলে গেল। আমাদের মধ্যে মাঝেমধ্যে টুকটাক ঝগড়া হতই হুট করে একদিন ঝগড়া করে আমাকে ব্লক করে দেয়। পর আমি ৩-৪ দিন পর টেক্স করছি বাট কোন রিপ্লে ছিল না। আমি ওর রিপ্লে না পেয়ে অতটাও চিন্তিত ছিলাম না, কারণ আমি জানতাম ও যখনই অনলাইনে আসবে সবার আগে আমার মেসেজের রিপ্লে করবে। একটা দিন চলে গেল পরের দিন আমার বাইক এক্সিডেন্ট হয় আমি পাই খুব ব্যথা পাই আমার ফ্রেন্ডরা আমাকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে থাকতে সকালবেলা ওর বোনকে আমি টেক্স করি ওর বোনের থেকে শুনতে পাই ওর বিয়ে হয়ে গেছে গতকাল মানে আমি যেদিনকার এক্সিডেন্ট হয়।😅 অতঃপর আমি বুঝলাম এ শহর আমাকে কিছুই দেয়নি, তোমাকেও না। 🙂
@MakkaZ-g9u7 ай бұрын
😢😢
@md.ashrafulislam80567 ай бұрын
নিয়ে তো আসছেন গ্রামে থেকে। এ শহর কিভাবে তাকে দিবে?
@Choto-Sakib7 ай бұрын
কিছুই করার নেই ভাই ২ বছর সম্পর্ক ছিল এর ভিতর কত ছেলের সাথে ও সম্পর্কে জড়িয়েছে ,তাও সব কাটিয়ে আমি ওকে নিয়ে থাকতে চেয়েছিলাম কিন্তু ও থাকতে চায়নি একের পর এক সম্পর্কে জড়িয়েই যাচ্ছিল আবার আমাকেও ছাড়তে চাইতোনা ,পরে একদিন সে নিজে থেকেই বলে আর তার এই সম্পর্কে দম বন্ধ হয়ে আসে পরে তাকে মুক্তি দিয়ে দেই আমি নিজেই ,😅কত সৃতি এই শহরে আমার আর ওর একসাথে পথহাটা রিকশায় হাত চেপে বসে থাকা কিভাবে যে ভুলে গেল 😅💔
@BinotDas-z3b3 ай бұрын
ভাই গল্পটা যেমন তেমন দুঃখটা গভীর 🤍
@TamimzzzАй бұрын
🤍
@sadiaashrafi6000 Жыл бұрын
ইউনিভার্সিটি এডমিশন দিচ্ছিলাম। একদিন কথা হচ্ছিল ঢাবিতে চান্স পেলে আর এক শহরে থাকা হবেনা। ছেলেটা তখনই গাইলো, "এ শহর আমাকে দেয়নি কিছুই,শুধু তোমাকে ছাড়া"। চান্স পেয়ে গেছি, এখন আমি তার দিকে তাকিয়ে গাই, " এ শহর আমাকে দেয়নি কিছুই, শুধু তোমাকে ছাড়া"। এতো খারাপ সময় গেছে তবুও মানুষটা এতো আদরে ধরে রেখেছিল, শহর আলাদা হলেও আমরা যেন কখনো আলাদা না হই🙃
@shakibahammed964 Жыл бұрын
শুভকামনা 💚
@MdSiam-bu6js Жыл бұрын
মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না..!🙂🌸
@sajidurrahman4177 Жыл бұрын
Dekhsen apnar prem koto drubol.just sohor change hole nki manush k bhule jaite hoi.koi oneker partner bidesh jai,ora to vhule na!! Aii generation r prem durbol...
@ithimphotography7758 Жыл бұрын
তাকে এতো কাছে চেয়েছি যে আমি আমার সব কিছু তার নামে করে দিয়েছি,যেমন এই জিমেইল এর নাম, উল্টো করলে তার নামের প্রথম অংশ আসে।তারপর পাসওয়ার্ড 😢
@NJEva-rh6so Жыл бұрын
আপনার শহর তাকেই দিক বার বার আপনাকে! ভালো থাকুক তারা সবাই যারা ভালোবাসে আর যারা ভালোবাসা পায় না।
@PujaDas-py8di Жыл бұрын
এডমিশনের প্রিপারেশ নিচ্ছিলাম। ফেবু স্ক্রল করতে করতে কোথাও একটা পেয়েছিলাম"দুহাতে চোখ মুছে রৌদ্রের কাছে আমি রাখিনি কোনো চাওয়া, এ শহর ঠেকাতে পারবেনা জানি তোমার চলে যাওয়া" লাইনটা নোটবুকে টুকে রেখে পাশে লিখে রেখেছিলাম মনে রেখো আমি, তথাকথিত সর্বোচ্চ বিদ্যাপিঠ কিংবা স্বনামধন্য ভার্সিটিতে চান্স না পেলে এটাই হবে! কেউ ঠেকাতে পারবেনা,এই শহর ও না! আজ আর কোনো চাওয়া নেই রৌদ্রের কাছে ,আর কোনো আকুতি নেই এ শহর এ মায়ার শহরের কাছে🌻
@MehediHassanPatowaryАй бұрын
চান্স পেয়েছিলেন কি?
@mohammadmehedihasanbhuiyan675029 күн бұрын
ঘরে কি ফিরেছে সে?
@sakibesp99102 жыл бұрын
আমার কাছের এক বন্ধুর বাবা সে রাতে বিষ খেলো। পারিবারিক issue। উনাকে নিয়েই সারা রাত দৌড়াদৌড়ি। ডক্টর মুটামুটি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে আর বাঁচবে না।৪৮ % টক্সিন রক্তে মিশে গেছে।বাসায় এসে দেখি নতুন এই গান। শুনা শুরু করলাম। প্রতিটি লাইনই যেন আমাকে হাসপাতালের সেই ৮ তলায় খোলা জানালায় নিয়ে যায়। যেখানে মৃদু বাতাস বয় আর কাউকে বিদায় জানানোর জন্য কান্নার রোল ভেসে বেড়ায়।আমি নিজেই যেনো আংকেলের জায়গায় । এইতো আরেকটু পর লাশ হয়ে যাবো।আমি আর আসবো না। আচ্ছা ওপারের দুনিয়ায় গিয়েও কি কখনো মায়া আসবে এই দুনিয়ার প্রতি।আর কি ফিরে আসতে ইচ্ছা হবে না এই শহরে? একটুও না? [আলহামুলিল্লাহ আংকেল এখন ঠিক আছেন।উনার জ্ঞান ফিরেছে কাল রাতে।সবাই দুআ রাখবেন। আল্লাহ উনাকে হেদায়ত দিন]
@peoplediary87886 ай бұрын
akhon ki obosta?
@sarwarkamal152 Жыл бұрын
সদ্য এইচএসসি শেষ করে এডমিশনে মনযোগ দেওয়ার চেষ্টায় ছিলাম হঠাৎ একদিন শুনতে পেলাম আমার শখের মানুষটা এই স্মৃতির শহর ছেড়ে অন্য কারো সাথে সংসার বাধছে। সেদিন থেকে শহরের হাজারো অচেনা মানুষের ভীড়ে সেই চোখজোড়া খুজেছি আর কখনো তার দেখা পাইনি হয়তো পাবো না ও।তবু মনে থাকবে এই শহরে তুমি ছিলে বলে শহরটা আমার এত প্রিয় ছিল।এই শহরের পিচঢালা রাস্তায় হেঁটে যেতে যেতে মনে পড়বে এই শহরে আমার একটা তুমি ছিলে😢
@mdshahariaislam613611 ай бұрын
Allah will fix everything bro keep faith❤😢
@sarwarkamal15211 ай бұрын
@@mdshahariaislam6136 in sha allah brother 🥺❤️
@abdullahalltushar66198 ай бұрын
😢
@abunayem94672 ай бұрын
No one is born to be alone in this world. The world is a vast place. Remember.
@Shakil_ahmed741Ай бұрын
গত ২ অক্টোবরে দেশ ছেড়ে জার্মানী চলে আসি। এয়ারপোর্ট আসার পথে প্লে লিস্ট থেকে হালকা করে সাউন্ড দিয়ে গান ছাড়ি। বাজতে বাজতে যখন এই গানটা বেজে উঠল,'"সুখ.. আমি আসব না,দুঃখ.. আমি আসব না" সত্যি পরিবারের লোকগুলোর চোখে তাকানোর সাহস হয়নি আমার। বাবা,মা,ভাই-বোন,কাকা-কাকি সবার চোখের কোনে পানি। পাশে থেকে মা চোখের পানি মুছতেছে আমি টের পাচ্ছি কিন্তু সাহস দেয়ার শক্তি নেই। সবাইকে ছেড়ে চলে আসার কষ্টটা আমার একার যতটুকু তার থেকেও বেশি আমার পরিবারের লোকগুলো সেদিন পেয়েছিল। ভালো থাকুক তারা হাজার মাইল দূরে।
@Kajol-Biswas239 ай бұрын
এ শহর আমাকে দেয়নি কিছুই শুধু তোমাকে ছাড়া "মা"❤
@palkisharees13714 ай бұрын
এ শহর আমাকে দেয়নি কিছুই শুধু তোমাকে ছাড়া
@tofiqueelahi9719 Жыл бұрын
I was shuttered and my feelings were becoming numb. I took a rickshaw from Uttara to Mirpur under the new metro rail station road. It was a calm road and I took out my buds and played “Shohorer Duita Gaan”. It was the most beautiful 8 minutes 57 seconds of my life in this city. I cried, cried my eyes out, didn’t make a sound. My sound was heavy but I was screaming inside “Ei shohor parbe na thekate jani, tomar chole jawa” -1/2/23
@muntahatabassum588 Жыл бұрын
Hold on there man! It will be alright someday…
@ashinsabrina3872 Жыл бұрын
It will be okay. You will make everything okay. Okhe? Okhe.
@sydtahsin9190 Жыл бұрын
Same line, same effect. I guess different people have personal sentiments evoked by this line based on their unique life experiences. For me it evoked feelings from the inevitability of failed relationships. Wishing you all the best bud!
@sudiptoshahin7485 Жыл бұрын
Buddy U have a beautiful soul. Keep it that way.
@Jihadhossainmusic Жыл бұрын
my daily routine in a nutshell
@suninditachowra9862 жыл бұрын
শুনছি,গান না। গল্প। শহরের গল্প,আমাদের থিতু হয়ে যাওয়া বোবা অনুভুতির গল্প,খাতার ভিতর চ্যাপ্টা গোলাপ আর উবে যাওয়া ভালোবাসার গল্প। একটা গল্পকথকের কাছে,মন্ত্রমুগ্ধ হয়ে।সব নিশ্চুপ থাক,শুনি। শোনা দরকার। কারণ,আমাদেরও যে বলা দরকার।
@JakirHossain-yp6wx2 жыл бұрын
এতো সুন্দর কমেন্ট!
@MehediHasan_Mugdho2 жыл бұрын
Amazing feeling
@mdshamimalmamun79272 жыл бұрын
কারন আমাদের ও যে বলা দরকার ভালোবাসার অনুভূতির মায়ার চলে যাওয়া । এ শহর আমাকে দেইনি কিছুই শুধু তোমাকে ছাড়া আবার হারিয়ে ফেলার শহরও এইটাই।
@md.monirhosen11392 жыл бұрын
🥰
@brightenovi88622 жыл бұрын
বলো, আজ তুমি বলবে, আর আমি? শুধু তাকিয়ে রবো অপলক দৃষ্টি নিয়ে, শুধু তোমারি দিকে, তোমায় ছাড়া... 😊
@rayhansadik7807 Жыл бұрын
এগুলো ভাইরাল হওয়া উচিত নই,বিশ্বতত্ত্ব নষ্ট হবার ভয় থাকে! বিশেষ মানুষগুলোই বার বার শুনুক। ❤
@parveshosenridoy98115 ай бұрын
Ei niya 12 bar.... 😅❤
@afrose183 ай бұрын
আমার বাসা একটা মফস্বল এলাকায়।শহরের কলেজে ভর্তি হয়েছিলাম।কচিংএ ছেলেটার সাথে প্রথম পরিচয়,পরে জানতে পারি আমাদের কলেজ একই।আহা!সেই দিন গুলো।আমাদের শহর,আমি আর সেই ছেলেটা।আজ সেই শহরে আমি আর থাকি না,কিন্তু যখনই যাই আমাদের সেই চিরচেনা জায়গা,স্মৃতি আমাকে ঘিরে ধরে। আসলেই জীবন বড়ই অদ্ভুত! আজ অনেক বছর পরেও আমরা একসাথে আছি,বাকি জীবন টা পার করার স্বপ্ন দেখি ছেলেটার সাথে। এ শহর আমাকে দেয় নি কিছুই ,শুধু তোমাকে ছাড়া!
@mdalifahmedali2575 Жыл бұрын
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
@riazfatema28369 ай бұрын
Ha vai
@mahinsarrafoglu78949 ай бұрын
আপনার কথায় ঠিক KZbin siggest করেনি, সার্চ দিয়ে শুনছি❤
@WikiTubeবাংলা9 ай бұрын
KZbin amake ai gaan ta suggest kortese last dui din jabot ..
@FoysalKhan-uv9on8 ай бұрын
একদম মনের ভিতের লাগে লাইন গুলো love u vai এমন গান আমাদের উপহার দেওয়া জন্য যুগ যুগ ধরে এইসব গান থেকে যাবে
@arifbachchu15547 ай бұрын
হ্যা
@hasanchowdhury8573 Жыл бұрын
5:00 Masterpiece starts 🔥
@mdshahariaislam613611 ай бұрын
আজ এমন একজন মানুষের জন্মদিন যে শিখিয়েছে কিভাবে নিজেকে ভালোবাসতে হয় । শিখিয়েছে পরিবারের থেকে বড় কিছু হয় না। খুব কোমল একটা মন তার উদার আর ভালোবাসায় পরিপূর্ণ। বাচ্চা মানুষের মতো তার হাসি লেগে থাকুক তার মুখে আজীবন। শুভ জন্মদিন ❤
@zahidaman8988 Жыл бұрын
The hauntingly beauty of this song starting from "এ শহর আমাকে দেয়নি কিছুই শুধু তোমাকে ছাড়া" ending up with "এই শহর পারবেনা ঠেকাতে জানি তোমার চলে যাওয়া".
@MythosChroniclesofShoshi11 ай бұрын
Why do we have to face the bitter truth? গান টা "এ শহর আমাকে দেয়নি কিছু, শুধু তোমাকে ছাড়া" পর্যন্তই থেমে যেত পারতো! গল্পের শুরু ও শেষের পার্থক্য কেন হতেই হবে? কেন মানুষকে রুক্ষতার মধ্যে সৌন্দর্য খুঁজতে বাধ্য করা হয়?
@zahidaman898811 ай бұрын
@@MythosChroniclesofShoshi that is because this is reality, life isnt about happy endings. Its about moving on and always cherishing those precious memories
@MythosChroniclesofShoshi11 ай бұрын
@@zahidaman8988এজন্যই বলেছি রুক্ষতার মধ্যে সৌন্দর্য খুঁজতে হয়। আমরা মেনে নিই বলেই তো সৌন্দর্য খুঁজতে পারি। সুখীও হই আবার, নতুন করে!
@mohsinakash401511 ай бұрын
এটা যেন একটা রুটিন হয়ে গেছে , প্রতিদিন সকালে অফিসে এসে প্লে করে বসে ৮ মিনিট ৫৬ সেকেন্ড এর নিরবতা পালন করি, কিছু মানুষ এই অর্থ গুলো না বুঝক , নস্ট না হোক গানটা বিষন্নতায় এন্টিবায়োটিক হয়ে থাকুক 🌺
@teresagomes77772 жыл бұрын
ত্রিশ বছর ধরে প্রবাসী শহরে বসবাস। কিছুটা সময়ের জন্য আমার কৈশরের শহর ঢাকা ঘুরে এলাম। অনবদ্য সৃস্টি। অনেক ধন্যবাদ।🕊
@mmtanzim1927Ай бұрын
“তুমি আসবেনা জেনে উৎসবে বিচ্ছেদী সুর ভেসে আসে ভালবাসা নাই বা পেলাম তোমার পায়ের গন্ধ ঘাসে ঘাসে ভেসে আসে...”
@bablubasak1710 ай бұрын
"এ শহর পারবে না ঠেকাতে জানি তোমার চলে যাওয়া!"- এই লাইনটা আমার কলিজা স্পর্শ করে যায়😊
@hudaiarki50654 ай бұрын
mara khaile to lagboi
@starbee3083 ай бұрын
Apnr colija nei vai😂
@shahidullah2639 Жыл бұрын
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে আমার প্রথমে রাজশাহী যাওয়া! জীবনে প্রথম কারো প্রেমে পড়ি সেই শহরের। তাকে কখনো পাবো না জেনেও ভালোবেসেছি আর সবসময় ভালোবাসবো। এখনো এই শহরে আছি, তবে তার অপূর্ণতা হয়তো কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না।রাজশাহী শহরের সৌন্দর্য কখনো আমার মনে জায়গা করে নিতে পারে নি, যতটা সে পেরেছিল। পরিশেষে একটা কথায় বলবো" এই শহর আমাকে দেইনি কিছু, শুধু তোমার সাময়িক উপস্থিতি ছাড়া " আজো আমি সেই তোমার পথে চেয়ে আছি কিন্তু এই শহর ঠেকাতে পারেনি তোমার চলে যাওয়া
@hudaiarki50654 ай бұрын
huga mara khao
@anikasowat4811 Жыл бұрын
Who else thinks that the most saddening lines in this song are - আধার ছিন্ন করে তুমি মেলে দিলে দুহাত কি করে আমি বলো যাবো তোমার কাছে?
@Raiphobia2 ай бұрын
me, feels like an eternity
@isratjahannito9032 Жыл бұрын
''এ শহর পারবেনা ঠেকাতে জানি তোমার চলে যাওয়া''🤍
@mahzubatajrioyshi51146 ай бұрын
আমার এডমিশন চলে। এই গানগুলো বিষাদের তলে ছুঁয়ে যাওয়া নরম আদর যেন কেউ আমাকেই বলছে,যেন আমি তাকে বলছি এ মুহূর্তে বিশেষ কাউকে। কে যে আমাকে পাবে না, আর কাকে যে আমি পাব না কে জানে!! এ শহরের অদ্ভুত সব রীতিনীতি।ভালো থাকুক তবুও এ শহর,এ শহরে থাকা মানুষগুলো আর তুলে রাখলাম কিছু স্বপ্ন...
@antornautiyal2846 Жыл бұрын
এসব গান আন্ডাররেটেড থাকুক চিরকাল,আমাদের মতো কতিপয় উস্কুখুস্কু চুলের বিমর্ষ আত্না আসুক এ গানের স্বাদ গ্রহণ করতে!! সিগারেটের আগুনের তপ্ততার সাথে এ গানের শীতলতা মিশে যাক।🚬
@fahmidaislamProva-k9p7 ай бұрын
🙂😊
@ahmedevu30625 ай бұрын
Don’t cmnt dis type of shit either.
@Yi18856 Жыл бұрын
5:15 এরপর থেকে আর শোনার সাহস হয় না বুকের ভেতরটা কেমন জানি করে। কিন্তু এর পরের টুকুই আমার প্রিয়াংশ। ভালো থাকুক ভালোবাসা
@mehadihasan629 Жыл бұрын
এই শহর তোমাকেও দিতে পারেনি, তবুও এই শহরে আসতে না পারাটা দূর্ভাগ্য মনে হয়। আমার সমস্ত ব্যথা, সমস্ত গান, সমস্ত কবিতা নিয়ে বারবার তোমার বুকেই ছুটে আসি প্রিয় শহর।🖤
@Rup009 Жыл бұрын
কয়েকদিন পর পর শুনতে আসতে হয়। শেষ ১১ মাস যাবৎ এসে এসে গানটা শুনি। আজ মনে হলো বুড়ো বয়সে স্মৃতির জন্য একটা ছাপ দরকার। আর সেটারই আল্পনা রেখে গেলাম।
@blessynadeebala94607 ай бұрын
It was a full moon.We were on the rooftop. His friends sang this song for us & he kneeled down in front of me with a Noyontara. "I LOVE YOU" he said. Thought we'd end up together but now I'm listening to this song with tears in my eyes while remembering those moments.
@dewantahmid952 жыл бұрын
আল মাহমুদের এই কবিতাটা ভীষণ প্রিয়। আশংকা ছিল, হতাশ হবো কিনা, তাই শুনছিলাম না। এখন শুনলাম। ভালো লাগলো। নদী, আমি আসবো না; পাখি, আমি আসবো না- এসব বাক্যের আবেদন টের পেলাম। স্নিগ্ধ সুন্দর। ভালোবাসা। 🌼 মুয়িজ মাহফুজের কবিতাটা পড়া হয়নি আগে। কী সুন্দর এটাও! ♥
@sugmsss16358 ай бұрын
I won't come On the milk floats a thin skin, দুধের ওপরে ভাসা সর I scoop it up with a spoon and stare. চামোচে নিংড়ে নিয়ে চেয়ে আছি। Outside, the rain is a smoky haze, বাইরে বৃষ্টির ধোঁয়া Like a white dream-sheet যেন সাদা স্বপ্নের চাদর Spread over the earth. বিছিয়েছে পৃথিবীতে। Why does my heart beat so? কেন এতো বুক দোলে? I said I wouldn't come again. আমি আর আসবো না বলে? Though my hands are shaking, still out of habit যদিও কাঁপছে হাত তবু ঠিক অভ্যেসের বশে I write down countless familiar names লিখছি অসংখ্য নাম চেনাজানা Of everything. সব কিছুর। At the end of each name, I write: I won't come. প্রতিটি নামের শেষে, আসবো না। Bird, I won't come. পাখি, আমি আসবো না। River, I won't come. নদী, আমি আসবো না। Woman, I won't come. নারী, আমি আসবো না। Saying I won't come, I raise the first flag of the procession আর আসবো না বলেই মিছিলের প্রথম পতাকা In my hand. তুলে নিই হাতে। Saying I won't come, আর আসবো না বলেই I awaken the human within the human, জাগিয়ে তুলি মানুষের ভেতরে মানুষ, The word within the word, কথার ভেতরে কথা, Why are they intertwined? গেঁথে দেওয়া, কেন? Saying I won't come. আসবো না বলেই। Happiness, I won't come. সুখ, আমি আসবো না। Sorrow, I won't come. দুঃখ, আমি আসবো না। Love, O desire, O my poetry, প্রেম, হে কাম, হে কবিতা আমার I won't come again. আমি আর আসবো না। Today, on the black handkerchief of farewell, আজ বিদায়ের বিষণ্ণ রুমালে Who writes the word in black? কে তোলে অক্ষর কালো I won't come. আসবো না। River, I won't come. নদী, আমি আসবো না। Bird, I won't come. পাখি, আমি আসবো না। Happiness, I won't come. সুখ, আমি আসবো না। Sorrow, I won't come. দুঃখ, আমি আসবো না। (2) Let the Evening Fall Under the Kadamba Tree Muyeed Mahfuz This city has given me nothing but a vase, এ শহর দেয়নি কিছুই ফুলদানি ছাড়া, No fragrant roses or any stream of gentle water, নেই সুবাসিত গোলাপ অথবা কোনো স্নিগ্ধ জলের ধারা, Yet those afternoons return again and again, তবুও ফের ফিরে আসে সেইসব দুপুর, Three dogs in the hands of two teenage girls! i have no idea either the lyrics are translated right but i really loved this song and i don't even speak Bengali really loved it❤❤
@mdhamimalshuvo Жыл бұрын
যেভাবে পরগাছা জন্মায় সু-উচ্চ বৃক্ষ চুড়ায়...... তবুও ভালোবেসে পরগাছা কে কেউ বলেনা বৃক্ষ😅💔❤️🔥❤️🩹
@moharamalibappy2666Ай бұрын
শুরু হওয়ার আগে শেষ হওয়া গল্পগুলো কিন্তু অনেক বেশিই সুন্দর।সৃষ্টিকর্তা উপর থেকে পাঠিয়ে ছিল দুনিয়ার অপরুপ সৌন্দর্য উপভোগ,জ্ঞান অর্জন আর তার ইবাদত করার জন্য কিন্তু পৃথিবীটা দেখে পেয়ে গেলাম নিঃশর্ত পাপ আর বিষন্নতা যা আটকে গেছে পৃথিবীতে।আত্মহত্যা মহাপাপ বলে আজ এই শহরের অলিতে-গলিতে হাজারো জীবন্ত লাশ ঘুরে বেড়ায়। জানি,জীবন্ত লাশের ময়নাতদন্ত হয় না,ময়নাতদন্ত যদি হত প্রিয় মানুষটির ফাঁসি অবধারিত ছিল।তাই জগতের মধ্যেই সবচাইতে ভালো থাকুক ভালো থাকতে চাওয়া মনের মানুষগুলো💔🖤
@Fahim_Alam Жыл бұрын
রাত ১১:১৯। বাইরে বৃষ্টি, টেবিলে জীববিজ্ঞানের ব্যবহারিক খাতা এবং সাউন্ডবক্সে শহরের দুইটা গান। কত সহজেই কিছু রাত অসাধারণ হয়ে যায়।
@minuakter3036 Жыл бұрын
Hmmm😌😌
@starbee3083 ай бұрын
Vai, gaana na shune practical lekhen
@starbee3083 ай бұрын
@@minuakter3036Apni abr humm Koren ken?
@Fahim_Alam3 ай бұрын
@@starbee308 lekha to 1 bochor agei sesh bhai
@mithun1st7 ай бұрын
এই শহর পারবেনা ঠেকাতে জানি তোমার চলে যাওয়া। This line touches my heart ❤️
@arnabsen8992 жыл бұрын
বহুদিন এতো ভালো গান শুনি নি। দারুন কথা। এতো অপূর্ব সূর। অসাধারণ কম্পোজিশন। কয়েকটা জায়গায়তো একেবারে বুকে গিয়ে বাড়ি দেয়। সুর কমপ্লেক্স আছে কিছুটা কিন্তু এতো মুনশীয়ানার সাথে, ম্যাচুরিটির সাথে সামলেছেন! কুডোস টু ইউ গাইস! একটা কবিতা থেকে আরেকটাতে যাবার সময়ের মাঝখানটা কি সুন্দর! এতো মায়া নিয়ে গেয়েছেন পুরো গানটা। ঢাকা শহরের গান হয়েছে, কলকাতার না। স্মার্ট গান। সব অ্যামেচার আর অতি সিম্পল গদগদ সাধারণের মধ্যে দাঁড়িয়ে কি গান করেছেন তা আপনারাও বুঝতে পারছেন কিনা জানিনা। না বুঝতে পারলেই ভালো! চালিয়ে যান।
@zeeforhad Жыл бұрын
ইসলাম কি জানেন?? মুসলিমদের চেনেন?? যে ইসলামের আলো ধারণ করেছিলেন গাজি সালাউদ্দিন, জালালুদ্দিন রুমি, সুরকার এ আর রহমান। যে সৌন্দর্য থেকে তৈরি হয়েছে তাজমহল। সেই আলো দেখা এক কবি আল মাহমুদ এ গানের গীতিকার।"সব অ্যামেচার.........কি গান করেছেন তা আপনারাও বুঝতে পারছেন কিনা জানিনা" আপনার এই কমেন্ট এই গানের সঙ্গে যায়না।
@arnabsen899 Жыл бұрын
@@zeeforhad হা হা
@jrabdulazimaz2329 ай бұрын
এই পৃথিবীর সব থেকে কঠিন সত্য হলো এইটাই যে তাকে তুমি যতই ভালোবাসো সে তোমাকে ছেড়ে যাবেই,, তাকে ধরে রাখার জন্য তুমি যতই নির্লজ্জ হও না কেনো তাতেও কোনো কাজ হবে না,,, কথায় আছে অহংকার পতনের মূল,.. তাকে নিয়ে অহংকার করে বলতাম সে অন্যদের মত না,, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি,. ভালোবাসতে হলে মন থেকে ভালোবাসতে হয়,. পরিবার , সমাজ এইসব শুধুই একটা বাহানা মাত্র,.. মন থেকে চাইলে যদি সব ভুলে যাওয়া সম্ভব হয় তবে মন থেকে চাইলে কেনো থেকে যাওয়া যায় না ?.. একটা অজানা অচেনা মানুষকে আমরা কতটা ভালোবেসে ফেলি কিন্তু সেই মানুষটা আমাদের মূল্য বুঝতে চায় না.. তাকে ছাড়া যে আমরা ভালো নেই এইটা সে বুঝতে চায় না, তবে তাকে ভালোবাসবো সবসময়,🥀🙂
@mtmmustakim05187 ай бұрын
Khota golo onk vlo laglo via onk😅❤
@kaziatika45383 ай бұрын
পাঁচ বছর পর আজ হোস্টেলের শেষ দিন।এ শহরে ফিরবো জানি,তবে এভাবে আর ফিরা হবে না....জানি! অসম্ভব রকম মিস করবো আমি আমার ইরা কে.....নিজের সত্তাকে। এ শহর আজ পারবেনা ঠেকাতে জানি এই চলে যাওয়া....💔 আমার নিজের ব্যাক্তিসত্তা তোমাকে দান করে দিলাম প্রিয় শহর.....যত্নে রেখো🌻
@Kolpona_Bilashee6 күн бұрын
এই মায়াবী শহরকে আমি কিছুই দিতে পারি নি।আমাকে সবসময় চার দেয়ালে বন্দী হয়ে জীবনের ১৮ টা বছর পার করতে হয়েছে।এ শহরে অলিগলি সব আমি হাঁটতে চাই,শহরের প্রতিটি গাছ,পাখি,কুকুর আর হাজার হাজার মানুষ সবাইকে আমি দেখতে চাই।প্রিয় মায়াবী শহর তুমি প্লিজ আমাকে তোমার করে নাও।এ শহরের কোনো এক জায়গায় আমি কিছুক্ষণ নিরবে কাঁদতে চাই আবার অন্য এক জায়গায় আমি জোরে একটা চিৎকার করতে চাই...কোথাও বা একটু মায়া মমতা আর প্রেম পেতে চাই...আমার প্রায় ক্ষয়ে যাওয়া মস্তিষ্ক আর নির্জীব হৃদয়কে আমি প্রফুল্ল করতে চাই।
@fariasanem85122 жыл бұрын
নদী আমি আসবো না,পাখি আমি আসবো না...শুনে সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে গেলো সমুদ্র পাড়ি দিয়ে বাড়ি থেকে যে শহরে চলে আসলাম আর ফিরা হলো না...কান্না পেয়ে গেল শুনে।
@rohanamit88042 жыл бұрын
দেশ ছেড়ে যখন একাকীত্ব নিংড়ে মারে ঠিক সেই মূহুর্তে এই গান বাস্তবতার কথা শোনায়! পরিবার,বন্ধু,পরিচিত আড্ডা,পরিচিত টং,পরিচিত শহর সবাইকে যেনো বলছি "আমি আর আসবো না"!❣️
@Kamrulhasan-pi9bm Жыл бұрын
🖤
@RDhobbies-y1s2 жыл бұрын
তবুও ফের ফিরে আসে সেইসব দুপুর দুটি কিশোরীর হাতে তিনটি কুকুর আমাদের চারপাশে নানা ভিড়ে ফিরছে কত মানুষ তারা নিয়ে জলে নুয়ে পড়া বৃক্ষতলে দুজনার ছিলনা কোনো তাড়া ।।। লাইন গুলো ছুঁইয়ে যায় ❤️।। Oct 30 2022; এই শহর আমাকে দেয়নি কিছু শুধু তোমাকে ছাড়া🥀☺️🙂 ......
@susmitadas76443 ай бұрын
🤍💜🌫️🌌
@marjana14 Жыл бұрын
এ শহর আমাকে দেয়নি কিছুই!কোথাও ঘৃণা,অভিমান,ভালোবাসা নামক যাবতীয় অনুভূতির অস্তিত্ব নেই, মন ভারী হয়ে আসে। প্রতিটি নামের শেষে আর আসবো না!
@joydiptochakaraborty48972 ай бұрын
ঠিক একবছর আগে চিঠি দিবসের দিনেই তার সাথে আমার প্রথম কথা হয়! আর আজ একবছর পড় তাকে আমিই দুরে সড়িয়ে দিয়েছি হয়তো তাকে ভালো থাকতে দিবো বলে! ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে যেদিন না বলেছিলাম, আনি জানি কতবড় ভার বুঁকে ধারণ করেছিলাম। এ শহর সত্যিই তোমাকেই দিয়েছিলো আর এই শহর তোমার চলে যাওয়াও ঠেকাতে পাড়েনি! বিদায় বড় বিষাক্ত! কি করে তোমাকে ভুলবো? কী করে আর তোমার কাছেই বা যাব? বড্ড ঘেন্না হচ্ছে নিজের উপর। বড্ড ঘেন্না হচ্ছে।
@Raiphobia2 ай бұрын
ইচ্ছার বিরুদ্ধে ভালো কিছু হয়না, সুযোগ থাকলে ঘেন্না টা সরিয়ে কাছে যান।
@shanto36919 ай бұрын
গানটা আজকে ২০-২৫ বার শোনা হয়ে গেছে। এতো বার শোনার কারণ তারে মিস করতেছিলাম। গান শুনতেছিলাম আর তার ছবি দেখতেছিলাম। যে মস্তিষ্কে মিশে থাকে তাকে কখনো ভুলা যায় না।তারে শুধু ভালোবাসা যায় মিস করা যায় ঘৃণাটা আসে না। পরিশেষে আমিও বলতে চায় তুমি প্রাক্তন হলেও এ শহর দেয়নি কিছু আমাকে শুধু তোমাকে ছাড়া।
@starrysky19002 жыл бұрын
চোখের কোলে জল চলে আসলো, প্রার্থনা করি সে যেখানেই থাকুক ভালো থাকুক🌿
@erfansadik4673 Жыл бұрын
আজও বাইরে বৃষ্টি পড়ছে।আমার বুকে শ্যাওলা জন্মেছে।নিজের জীবনের সকল স্বপ্ন ভঙ্গের পর আর ব্যর্থতার সকল শহর হাঁটার পর ভিজেছিলাম একটু আগে।এখন অন্ধকার এই রুমে বসেই তারে বিদায় দিলাম এক কুলঙ্গার আমি।সব হারিয়ে,সব দায়িত্ব আর অনুভূতিকে খুন করে আমিই হয়তো এখন সবথেকে সুখী মানুষ।সে চলে যেতোই কাল বা কোনো ভবিষ্যতে। কেউ ঠেকাতে পারতো কি তার চলে যাওয়া?না হয় একটু আগেই চলে গেলো সব আমাকে ছেড়ে।এ শহরতো দিয়েছিলো শুধুই তাকে।এখন সেও আর নেই।এ শহরের ইট পাথরের ভীড়ে আমি একা।
@alimran1372 жыл бұрын
গান শুনছি আর Math করতেছি,,,,exm এর পর যদি কোনো এক সময় গানটা আবার শুনি স্মৃতি গুলো মনে পরবে!🖤
@LichurBaganАй бұрын
রত্না, যখন শেষ লাইনটা শুনি তখন মনে হয়, দিনাজপুর তোমাকে ছাড়া আমায় কিছু দেয়নি। জানি না তোমায় কখনো ফিরে পাবো কিনা। আজ ষোল বছর তোমায় দেখি না। হয়তো আর কখনো দেখতেও পাবো না। তবুও ভালো থেকো। ইতি অনিক
@memetempsby2038Ай бұрын
ami thakurgaon theke ekjon hariyechi...
@MehediHasan-hx7up2 жыл бұрын
এই শহর ছেড়ে যারা চলে যায় তারা আর ফেরে না, বা ফিরতে চাইলেও পারে না। আবার যারা থেকে যায় এই শহরে তারাই হয়তো প্রকৃত সুখী💗
@yasirhamim9300 Жыл бұрын
সে ছেড়ে গেল …. এই গান টা সেই প্রথম শুনিয়েছিল….. এ শহর তাকেও ঠেকাতে পারল না …… ঠিক গানের মতো সে আসবেনা ভাল সামনে তার বিয়ে ভাল থেকো লক্ষী
মন ভিজিয়ে দেয় যতবার, যখনই শুনি.. ভিজতে থাকুক মন, জীবনে আর আসবে না 'সেই পাখির ডানায় ভর করে চলা সময়'।
@emon_sar_ker Жыл бұрын
৭ বছরের সম্পর্ক আর সে কতো অবলীলায় বলে দিলো,"নান অফ মাই কনসার্ন। তুমি একজন টক্সিক মানুষ।"
@ruthhester95858 ай бұрын
🌿
@faishalrahman46272 жыл бұрын
সানি এমনি এমনি গান গায় না। একটা আবহ সৃষ্টি করে। অনুভূতির চরমে নিয়ে ছেড়ে দেয়। ভেসে বেড়াই তখন সেই অনুভূতির সাগরে। ভালোবাসা নিবেন আহমেদ হাসান সানি। গান করার মাধ্যমে আপনি যে কত ঋণী করে দেন। এই শহর আমাকে দেয় নি কিছু তোমাকে ছাড়া। 🤎
@pritom_nsr4802 жыл бұрын
ভাবছিলাম লিরিক্স না কবিতা। কেনো জানি মনে হয় গানটা কেউ লিখেছিলো চারন কবিতার মত করে। পরে সেটা হাতির পুলের কন্ঠতে পেয়েছে পুর্ণতা। কি দারুন কথা, কি দারুন অনুভুতি জড়ানো। কতটা আক্ষেপ। যেতে চাই কিন্তু যাবো না। কতটা অভিমান। আর কি ভালোবাসা।
@ariyanmj11462 жыл бұрын
al mahmud r muyiz mahfuz er kobita theke gaan ta kra hoyeche
@AminulIslam-nc3jh4 ай бұрын
বাড়ি আর আসবো না বলে চলছি অজানার পথ ধরে সময়ের গহ্বরে
@sorbojitpaul Жыл бұрын
কিছু গল্প গল্প হয়ে থাকে শহরের প্রতি কোণায়।যে গল্পে আমি পরগাছা হয়েই থেকে গেলাম
@ashrafulislam48513 ай бұрын
গত ৬ মাস থেকে এক ধারে শুনতেছি। তবুও গানটির প্রতি আকর্ষন বা টান কখনোই কমছে বা কমবে না।অক্টোবার ২০ এ হবে হারানোর ৩ বছর। আজ ১৭ আগস্ট ২০২৪ সব শেষে বলতে চাই এই শহর তোমাকে আমার হতে দেয় নি😢
@MahadiHasan-wp5or2 жыл бұрын
কবিতা থেকে এত সুন্দর কম্পোজিশন ❤️ সানি আগেও ছফার আর শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা দিয়ে গান বানিয়েছে জোস 🖤
@ALPHABET_WRONG5 ай бұрын
সে চলে গেছে এই নিয়ে ১ বছর।সে যাওয়ার ১ মাস শুধু এই গানটিই শুনেছি।এখন এই গানটা আর সয্য হয়না।মনে পড়ে যায় সব বিষাক্ত সুন্দর সৃতি!
@aniketkeo35652 жыл бұрын
আমার প্রাক্তন আপনাকে দিয়ে গিয়েছিলো সানি ভাই। আপনার গান গুলোতে সে কান্না হয়ে আসে, প্রার্থনা আপনার জন্যে।
@klein96055 ай бұрын
পরের বছর ফেব্রুয়ারিতে কোলকাতা ছাড়ছি....জার্মানিতে শিফট হবো, আমার হাইস্কুলের বন্ধুদের সাথেও এখন আর কন্ট্যাক্ট নেই। কলেজের শেষ কয়টা দিন কাটাচ্ছি, এখনো কিছু কিছু জায়গায় গেলে ২-৩ বছর আগে বন্ধুদের সাথে কাটিয়ে আসা স্মৃতিগুলো মনে পড়ে.... গানটা খুবই রিলেটেবল হয়ে যায় কিছু সময়ে
@রিয়াজউদ্দীনপলাশ2 жыл бұрын
এই শহর আমাকে দেয় নি কিছু শুধু তোমাকে ছাড়া... কি গান গাইলেন ভাই.. রেসপেক্ট ❤️
@mdnahidhasannirob05092 ай бұрын
সুবাসিত গোলাপ অথবা স্নিগ্ধ জলের ধারা। এ শহর আমাকে দেয়নি কিছুই ফুলদানি ছাড়া🥰। রংপুর💔
@NasirUddin-hn8ru Жыл бұрын
The world is 5 billion years old... Glad that this song and i are in the same timeline. ♥️
@shafiabid2522 Жыл бұрын
4.5* billion
@MarufAhmed-hp4sb2 күн бұрын
বিশেষ মানুষ বলে প্রতিদিন গানটি শোনা হয়❤😢
@munimhossain18972 жыл бұрын
এসব গান আন্ডাররেটেড ই থাকুক। এগুলোই আমাদের মত শ্রোতাদের মেবি আলাদা রাখে, গতানুগতিক লিসেনার দের থেকে। আহমেদ হাসান সানি ভাই🖤। ভালোবাসা নিবেন। খুব সুন্দর😅🖤
@subratg2 жыл бұрын
Underrated koi ?? 6d e 39k views
@munimhossain18972 жыл бұрын
Underrated বলিনি আমি। বলেছি যে underrated থাকাই ভালো। কারণ এই লাইনগুলোর মাহাত্ম্য সবাই অনুভব করতে পারে না। 🖤
@SrastoBhowmik6 ай бұрын
সত্যি ভালোবাসা পেলে হয়তো। এতো সুন্দর গান শোনা হতোনা।
@supo0739 ай бұрын
রাত এখন ৪:৩৭ হঠাৎ গানটা শুনতে ইচ্ছে হলো তাই এসে স্মৃতি রেখে গেলাম গানটির সাথে আমার এক বিশেষ সম্পর্ক আছে আমার উনি থাকে আমার থেকে ২০০ কিমি দূরে আমি তার সাথে দেখতে করতে যাই মানিকগঞ্জ থেকে ময়মনসিংহে তার শহর ছেড়ে আসার সময় প্রতিবারই তাকে বলি আমি "এ শহর আমাকে দেয়নি কিছুই শুধু তোমাকে ছাড়া" 🌼
@alhidayatulsipu11 ай бұрын
"এ শহর পারবে না ঠেকাতে জানি তোমার চলে যাওয়া"। 👌
@mir_irfat82972 ай бұрын
প্রেমে পড়লে মানুষ গান শুনতে শিখে, আর বিচ্ছেদ হলে গান বুঝতে শিখে!!💔🩹😅
@alhidayatulsipu11 ай бұрын
এ শহর পারবেনা ঠেকাতে জানি তোমার চলে যাওয়া!😊
@mubtasimahmedabir1478Ай бұрын
একটা তিক্ত শহর ও শুধু বিশেষ একটা মানুষের জন্য খুব আপন হয়ে যায়। কিন্তু সেই আপন শহর টাও তার মায়া হারায় ওই মানুষটার বিদায়ের সাথে।। কেউ তার পছন্দের মানুষকে না হারাক। পরিণতি পাক সকল ভালোবাসা.... 🌼
@tasbirulsiam53142 жыл бұрын
The most difficult part of this song is its arrangement simplicity. Every bit of this song is so soothing and mesmerizing. Loved the way the vocal changed his pitches and dived into the depth of the lyrics. Treat to the ears. Heartfelt thanks to Hatirpool. My heart is still smiling. :D ❤ 🌻
@mohaiminulislam7107Ай бұрын
ভালোবাসা বাঁধা থাকে অনুভবের সুতোয়; পৌষ মাসের রোদের আদরের মতো তীব্র একটা অনুভবে। রিকশায় উঠে একপাশে জায়গা খালি রাখা, ফুটপাত থেকে এক পাতা টিপ কিনে এনে বালিশের নিচে দীর্ঘদিন ফেলে রাখা, একলা ঘরে হুট করে তোমাকে আবিষ্কার করা- এগুলোই আমার কাছে ভালোবাসা। এই ভালোবাসায় ভীষণ রকম তৃপ্তি আছে। ভীষণ রকম কর্তৃত্ব আছে। তুমি জানবেই না, বিশাল আকাশের সমান অধিকার নিয়ে আমি কত যত্ন করে তোমাকে ভালোবাসি। মগজে কী পরিমাণ বিক্ষিপ্ত বিক্রিয়া ঘটিয়ে তোমার একটা পরিপূর্ণ চিত্র আঁকি। তুমি জানবেই না।
এ শহর আমাকে দেয় নি কিছুই শুধু তোমার স্মৃতি ছাড়া! এ শহর আমাকে দেয় নি কিছুই শুধু তোমার অবহেলা ছাড়া! এ শহর আমাকে দেয় নি কিছুই শুধু তোমার দেওয়া দুঃখ ছাড়া! অবশেষে এ শহর আমাকে দেয় নি কিছুই শুধু তোমাকে ছাড়া!
@blackboy2.0346Ай бұрын
ধরেন আপনার সে অভিমান করেছে .. আপনি তাকে বোঝাচ্ছেন যে আমি চলে গেলাম আর আসবো না .. তখন আপনার ফিলিংস আর তাকে দেখার মতো হবে ❤️
@samirchakrabarti23762 жыл бұрын
এই শহরকে ভালোবাসেন? এই গানটা শুনুন। উহু, ভুল বললাম! এই গল্পটা শুনুন। "আর আসবো না বলেই জাগিয়ে তুলি মানুষের ভেতরে মানুষ, কথার ভেতরে কথা" আর "আমাদের চারপাশের নানা ভীড়ে ফিরেছে কত মানুষ তাড়া নিয়ে, জলে নুয়ে পড়া বৃক্ষতলে দুজনার ছিলনা কোন তাড়া, এ শহর আমাকে দেয়নি কিছুই শুধু তোমাকে ছাড়া!" এই বোবা শহরের আবেগে ভিজতে শিখলে আপনি পাবেন গুপ্তধনের সন্ধান!
@Sabbir_Musfikur3 ай бұрын
It's been many years since I saw her at the final exam of school . The memories of her blowing over my heart . The first expression when she was entering the classroom & my eye sight goes to the infinity scenario which I never want to forget even after my life pass away near her graveward. Really, it's so tough to stay far from a person whom you love from your heart .. It's remain infinity..❤♾️
@hridoyhasan89422 жыл бұрын
এক সপ্তাহ টানা রিপিট এ শুনতেছি। এ কেমন গান। 💙 পুরোনোই হয় না 💜🌸
@susmitadas7644 Жыл бұрын
যখন পৃথিবীর সর্ব প্রান্ত ঘুরে হাপিয়ে উঠবেন একটু শান্তির ঘুমের জন্য তখন আপনি ঠিকই ফিরে আসবেন আপনার শান্তির নীরে...রাগ ভুলে কষ্ট ভুলে।...চিন্তা করবেন না..আমি আছি।
@nadiahossain48262 жыл бұрын
'এ শহর আমাকে দেয় নি কিছুই'.. গান টা 'আগুন পাখির গান' এর এক আয়োজনে প্রথম শোনা.. এর পর থেকে পুরো গান টা খুঁজছিলাম...। ধন্যবাদ ♥
@JEWEL-eg3cwАй бұрын
শত অপূর্ণতার এ শহরে কিছু মানুষের পূর্ণতার গল্প শোনে মনের মধ্যে শান্তি লাগে 🙂
@neptunechakma75492 жыл бұрын
এ শহর আমাকে দেইনি কিছুই শুধু তোমাকে ছাড়া, আহা কি lyrics, কি সুর 🖤
@abdullahalltushar66198 ай бұрын
২৫ বছর এই শহরে থাকছি সত্যি " এই শহর আমাকে দেয়নি কিছুই শুধু তোমাকে ছাড়া" ❣️🥀
@Travel-With.shuvo_011 Жыл бұрын
বার বার ফিরে এসে গান টি শুনি।
@thtonmoy86558 ай бұрын
এই গানটা অনেক বার শুনেছি। বেঁচে থাকলে হয়তো আরো বহুবার শোনা হবে। এমন গান আরো চাই।
@mahmudurrahman41112 жыл бұрын
3:06 this note. Owh my gosh!!!!
@heybatflack772 ай бұрын
It's 3:03
@RahatLevit3 ай бұрын
বিশেষ রূচিসম্পন্ন মানুষরায় এসব গান সার্চ করে শুনে🖤 শ্রদ্ধা জানায় তাদের রূচিকে❤️
@hirok_is_here Жыл бұрын
এ শহর পারবেনা ঠেকাতে জানি তোমার চলে যাওয়া 😊
@theknightmare4918 Жыл бұрын
কিন্তু এইশহর তো আমার থেকে কিছুই নেয় নি, শুধু তুমি ছাড়া✨
@tahmidurjahan82042 жыл бұрын
অসাধারণ গলা, মহিত কম্পোজিশন, দারুন বাজিয়েছেন সবাই। পুরো টিমকে ধন্যবাদ বাংলা গানকে সমৃদ্ধ করে মানুষকে আপন সংস্কৃতিমুখী করে তোলার জন্য।
@promit4516Ай бұрын
Ei shohor amake daeni kichui.. Shudhu tomake chara These two lines make a grown man cry within a second
@hdhridoy20912 жыл бұрын
সানি ভাই কিভাবে যে আপনি গানের কথার সাথে ভেসে গিয়ে হৃদয় ছুয়ে যান। আহ্ গভীর অনুভূতি শান্তি আজ মেখেছে হৃদয় 🖤 ভালোবাসা নিবেন সবাই
@tahsheq_hoque6 ай бұрын
গানটার মধ্যে একটা অদ্ভুত আবহ আছে। দুজন কবির অসাধারণ লেখনী, আহমেদ সানির মোহময় গায়কি আর সৃজনশীল সঙ্গীতায়োজন গানটাকে গত দুবছরে সবচেয়ে পরিপূর্ণ বাংলা গান গুলোর একটায় পরিণত করেছে। Hat's Off to all engaged with the song along with two very talented poets ❤❤
@sahedipg4587 Жыл бұрын
আমি ও এই হতাশা থেকে একদিন দীর্ঘশ্বাস নিভিয়ে আলোর প্রদীপ নিয়ে এই শহরে ফিরবো 🥰 15-01-23 6:29am ❤❤❤❤
@MahataRuhe3 ай бұрын
তোমার এই শহর ছেড়ে ফেরার সময়, তোমাকে একটিবার জড়িয়ে ধরার অতৃপ্তিতে আমার দুচোখ দিয়ে যে পানি পড়েছিল,এই পৃথিবীর কোনো সুখ আমার সে হাহাকারের প্রতিদান দিতে পারবে না 🙂 তোমার শুন্যতায় এই শহরের ইট পাথরের ভিড়ে আমি আজ একা বড্ড একা …😓 এ শহর আমাকে কিছুই দেয় নি শুধু তোমাকে ছাড়া॥🥲