28.11.2024 তারিখ এ, আমি এই ভিডিও টা দেখছি। হয়তোবা আজ থেকে ১০০ বছর পরে এই দুনিয়ায় আমি থাকবনা। কিন্ত এই ভিডিও টা থাকবে, তখন এই ভিডিও টা যারা দেখবেন যদি আমার এই লেখা টুকু পড়ে থাকেন, তাহলে আমার জন্য দোয়া করবেন। যেন আল্লাহ আমাকে সহ সকল উম্মতকে জান্নাত বাসি করেন। 🤲🤲 আমিন 🤲 সবাইকে কালেমার দাওয়াত দিয়ে গেলাম দয়া করে সবাই পড়েন🙏 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ☺️🥀
প্রশ্ন আছে আমার একটা❌❌😶😶 আমি একজন মুসলিম । আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি এবং আমি চাই আমার ঈমান আরও শক্ত হউক। আমার একটা question আছে আদম এবং হওয়া (আ:) দুনিয়া এর প্রথম মানুষ। তাদের আগে কেও দুনিয়াতে আসে নাই। তারা প্রথম যখন দুনিয়াতে আসে তাদের অবশ্যই কোনো ভাষা ছিল। এবং যতটুকু জানি তারা মিলিত হন মক্কাতে এসে। যদি এই দুইজন মানুষই দুনিয়াতে তাদের ভাষাও এক হওয়ার কথা। ধরে নিলাম তাদের ভাষা আরবী। মাতৃ ভাষা হিসাবে দুনিয়া এর সবার ভাষাও তো আরবী হওয়ার কথা। যদি তাই হয় তাহলে দুনিয়াতে এখন এত ভাষা কেনো। প্লিজ এইটা একটু জানাবেন। আর যদি তাদের ভাষা আরবী না হয় তাহলে কি ভাষা ছিল তাদের? এতগুলো ভাষা কোথা থেকে আসলো?
@Mehedihasan-ek2zg3 ай бұрын
অনেক ভালো প্রশ্ন।
@md.siamahmed96372 ай бұрын
সমস্ত ভাষা ই আল্লাহর সৃষ্টি।
@firozahommed5865 Жыл бұрын
❤❤
@MdAli-tt2us Жыл бұрын
আমিন
@MdAli-tt2us Жыл бұрын
🇧🇩
@MdAli-tt2us Жыл бұрын
🇧🇩
@ruditrafi22373 ай бұрын
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
@ruditrafi22373 ай бұрын
আল্লাহু আকবার
@niyamulsiam4711 Жыл бұрын
Alhamdulliah ❤
@salauddin7902 Жыл бұрын
হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল
@sagor8682 жыл бұрын
👌👌👌👌
@অন্যমনষ্ক-খ১য2 жыл бұрын
🖤🖤🖤
@rabbimrs82182 жыл бұрын
😍😍😍
@literatureofagoodboy52007 ай бұрын
++উপহার++ মক্কা ছেড়ে মদিনায় আইলো নবীজী খুশিতে মাতোয়ারা মদিনাবাসী পূর্ণিমা চাঁদ এল মদিনার আকাশে লক্ষ ফুলের ঘ্রাণ ছড়ালো মদীনার বাতাসে ঘরবাড়ি ছেড়ে সবাই বাহিরে আসিয়া দেখিল নবীজীরে প্রাণো ভরিয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ সালাম তোমায় রাসূল সালাম তোমায় সালাম তোমায় হাবীব সালাম তোমায় শুকরিয়া জানাই আমরা শুকরিয়া জানাই পূর্ণিমা চাঁদ উদিত হলো আজ মদীনার আকাশে জ্বলবে প্রতিদিন দিনে ও রাতে মুসলিম যতদিন থাকবে দুনিয়ায় ভুলে যাবে না তারা কখনো তোমায় সালাম তোমায় রাসূল সালাম তোমায় সালাম তোমায় হাবীব সালাম তোমায় শুকরিয়া জানাই আমরা শুকরিয়া জানাই সকল সৃষ্টির স্রষ্টা যিনি আমাদের কাছে তোমা পাঠালেন তিনি নিয়ে এসেছ তুমি তারই বাণী তুমি এসেছ তাই সম্মানিত মোরা সারা দুনিয়ায় সালাম তোমায় রাসূল সালাম তোমায় সালাম তোমায় হাবীব সালাম তোমায় শুকরিয়া জানাই আমরা শুকরিয়া জানাই আকাশের ঐ তারার মাঝে সবার সেরা তারা তুমি ফুটন্ত সব ফুলের মাঝে সবার প্রিয় ফুল তুমি তোমার ঘ্রাণে মুখরিত সুবাসিত প্লাবিত আনন্দিত ধরণী আনন্দিত ধরণী শুকরিয়া জানাই আমরা শুকরিয়া জানাই সালাম তোমায় রাসূল সালাম তোমায় সালাম তোমায় হাবীব সালাম তোমায় আল্লার প্রিয় হাবীব তুমি পূর্ণ চাঁদের আলো দেখলে তোমায় মন ভরে যায় মন হয়ে যায় ভালো তোমার মিষ্টি কথায় ভুলি সকল ব্যাথা তোমার লাগি বিশ্ববাসী হইলো দিওয়ানা তোমার অনুসারী হয়ে যেন মরি আমরা সবাই সালাম তোমায় রাসূল সালাম তোমায় সালাম তোমায় হাবীব সালাম তোমায় শুকরিয়া জানাই আমরা শুকরিয়া জানাই আমরা ছিলাম মর্যাদাহীন অবহেলায় আমরা ছিলাম পথহারা বড়ো অসোহায় তুমি এসে ছড়াই দিলে আল কুরানের আলো তুমি এসে পথ দেখালে তাড়ালে অন্যায় সালাম তোমায় রাসূল সালাম তোমায় সালাম তোমায় হাবীব সালাম তোমায় শুকরিয়া জানাই আমরা শুকরিয়া জানাই সৃষ্টির সেরা তুমি ভালোবাসা তুমি হৃদয়ে আছো তুমি তুমি রহমাতাল্লিল আলামীন শাফিউল মুঝনাবিন সাইয়িদুল কাওনাইন ইমামাল মুরসালিন খতামুন্নাবিইয়িন খিতামার রাসূল তোমারি প্রেমে সবাই ব্যাকুল হে রাসূল সালাম তোমায় রাসূল সালাম তোমায় সালাম তোমায় হাবীব সালাম তোমায় শুকরিয়া জানাই আমরা শুকরিয়া জানাই হে বিপ্লবী সংগ্রামী সর্বশ্রেষ্ঠ মাটির সন্তান দীন ইসলামের জন্য তুমি করিয়াছ সংগ্রাম তোমার স্মৃতি চিরদিন রয়ে যাবে অম্লান সকল সৃষ্টির সাথে আল্লাহ মহান তোমার জন্য পড়ে দরুদ ও সালাম তোমার কথা মেনে চলতে নাহি পারি হয়ে যায় শত ভুল আমাদের দোষ এুটি ক্ষমা করে দিও যতটুকু পারো ভুলে যেও না কখনো তোমার স্মৃতি পড়ে কান্নায় ভেঙ্গে পড়ে ভেঙ্গে যায় সকল হৃদয় ভালোবাসার ফুল ফুটে তায় সইতে পারি না হায় সালাম তোমায় রাসূল সালাম তোমায় সালাম তোমায় হাবীব সালাম তোমায় শুকরিয়া জানাই আমরা শুকরিয়া জানাই
@ibrahimkabir226 Жыл бұрын
ফী আমানিল্লাহ্
@mdarip89482 жыл бұрын
সাইদুল ভাই
@tasnimrafia702710 ай бұрын
Beneficial, but I thought this was going to be a detailed story telling of the Islamic history. However, the title is misdirected.
@mdarip89482 жыл бұрын
পিকগুলো দাও
@TasbirAs26 күн бұрын
আপনিই শিকার করলেন খিজির আঃ নূর দিয়ে দেখেছেন।তাহলে আমার নবী কিভাবে গায়েব জানতেন না।