Рет қаралды 2,136
"আহ্বান"
কথা: মল্লিক মাহমুদ
সুর: আবু সাআদাত লুলু
কন্ঠে: তারেক, ফারুক, রাকিব, তানভীর
শিল্পী: মাসুদ, ফুয়াদ, টিপু, সিফাত, শাহাব উদ্দিন, আব্দুর রহিম, কাউসার, সোহেল, নূর ইসলাম, তারেক।
সাউন্ড ডিজাইন: আহমেদ রাসেল
ক্যামেরা ও সিনেমাটোগ্রাফি: রাশেদুল ইসলাম
সার্বিক তত্বাবধানে: মু. হেদায়েত উল্যাহ মাসুদ, সাইফুর রসূল ফুয়াদ
কৃতজ্ঞতায়: আহমেদ তাওফিক, আবুযর গিফারী, মু. হেদায়েত উল্যাহ মাসুদ।
পরিচালনায়: আবচার তারেক
পরিবেশনায়: আল-আমিন শিল্পীগোষ্ঠী।
লিরিক্স-
হতাশার অমানিশা ধুয়ে মুছে আজ
আনতে ভোরের কলতান,
কোরানের ছায়াঢাকা এই কাফেলায়
তোমাকেও করি আহ্বান।।
আলেয়ার পথ ধরে হাজারো তরুণ
এখনো চলছে অবিরাম,
চিনেনিতো তারা আজো কোরানের আলো
সীরাতে রাসুলে আকরাম।
প্রীতির চাদরে এসো জড়িয়ে তাদের
জীবনের দেবো সন্ধান।।
আমাদের রাঙা এই ময়দান জুড়ে
এখনো হাঁটছে শত শহীদান,
কোমল আতর মেখে রঙিন জামায়
মৃদু হেসে যায় চির অম্লান।
তাদের সে পথে এসো দৃপ্ত শপথে
অবিরাম করে যাবো কাজ,
জীবনের বিনিময়ে করে সংগ্রাম
জান্নাত কিনে নেবো আজ।
যেখানে বেঁধেছে ঘর আলী হায়দার
ওমর,খালিদ,ওসমান।।