আমি ভারত থেকে দেখছি ভাই, চোঁখের জল আটকাতে পারলাম না। প্রত্যেক স্বাধীনতায় এভাবে রক্ত ঝরেছে ।। ভাবলেই গা শিউরে উঠে ।। বাংলাদেশের সব ভাইয়েরা খুব ভালো থাকবেন।। 🙏🙏🙏🙏🙏🙏 10-01-2021
@মগাপন্ডিতহাসিরচ্যানেল3 жыл бұрын
দন্যবাদ ভাই বাংলাদেশ থেকে
@aniruddharoy51673 жыл бұрын
@@মগাপন্ডিতহাসিরচ্যানেল 🙏🙏
@syedarehana70533 жыл бұрын
Apnara o valo thakben
@aniruddharoy51673 жыл бұрын
@@syedarehana7053🙏🙏
@aniruddharoy51673 жыл бұрын
@@gamingwithsafi1140 👍👍
@abdulahad07363 жыл бұрын
এমন সিনেমা, অভিনেতারা আর আসবেনা এদেশে! অনেক হলিউড, কোরিয়ান মুভি দেখেছি কিন্ত নিজের ভাষার চলচ্চিত্রে এক আলাদা তৃপ্তি থাকে।❤️ সবাই ভালো অভিনয় করেছেন। মাস্টারপিস🔥
@subhamskr6012 жыл бұрын
The only reason years experience ieeeeeee were pyyee
@subhamskr6012 жыл бұрын
Event e err e iirc I Ieyasu Ieyasu a tiyeii the yuiy I ever you need it in my the same the yuiy a you in my opinion universal city TX event years e the email I have to do this email is not available in e a I'vet a ire I ever get it tomorrow is fine but it it will IE it will yet y a you in iiieie with eye exam eiiy the only reason the same in iiieie yiiy I in a you receive the yuiy the iiieie a iii the only one that is iiieie to it iiiiieiuie in iiiu
@bishnupadadebnath818 Жыл бұрын
শ্যামলছায়া,আগুণের পরশমণি,পিতা,হাঙ্গর নদী গ্রেনেড,ওরা এগারো জন ❤❤
@gomezrahul20114 жыл бұрын
জানিনা , এই নতুন প্রজন্ম অন্তরে কতটুকু ধারণ করে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ আমার জীবনের বড় আদর্শ। এখনও মনে আছে ২০০৪ সালে স্টার সিনেপ্লেক্স'এ দেখানো হয়েছিলো তৌকির ভাইয়ার এই দুর্দান্ত সৃষ্টি !!! বাংলাদেশ চেনা যায় জয়যাত্রা দেখলে ।
@dirtybirds36223 жыл бұрын
শ্যুটিং করতে দেশ বিদেশ যাওয়া লাগে না একটা নৌকায় যথেষ্ট 😍😍😍 Hats off তৌকির আহম্মেদ 😍😍
@helloman9758 Жыл бұрын
আসলেই❤
@Snbithy272711 ай бұрын
হুমায়ুন স্যার হলেই সম্ভব
@afbad10 ай бұрын
শুটিং টা আমাদের গ্রামে হইসে।।
@farhanmahmudhimel140310 ай бұрын
এইটা ত হুমায়ুন আহমেদ এর না যেটা হুমায়ুন আহমেদ স্যার এর মুভি ওটা শ্যামল ছায়া@@Snbithy2727
@AtTa-ew7ee8 ай бұрын
এটা আমাদের গ্রাম বগুরা
@sanjaydasgupta105 жыл бұрын
অসাধারণ!! এমন চলচ্চিত্র আরো বেশী করে বানানো দরকার। নতুন প্রজন্ম জানুক সেই দিনগুলো ছিল কত দুর্বিষহ। কত রক্তের বিনিময়ে স্বাধীনতা। কত স্বজনহারা আর ত্যাগের বিনিময়ে স্বাধীনতা। বাংলার মানুষ যেন কোনদিন দালালের ক্ষমা না করেন।
@a.s84815 жыл бұрын
নতুন প্রজন্মকে সঠিক শিক্ষাই দিচ্ছে বাংলাদেশ। কিন্তু ভারত এই কয়েক বছর ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধর্ষণ করে নিজেদের নামে চালিয়ে দিচ্ছে আর নতুন প্রজন্মকেও বন্ধ্যা বানিয়ে ছারছে । এই জন্যই এদেরকে রেন্ডিয়া,জারজ বলি। 😡😡
2024 এসে যারা এই মুভি দেখছেন তাদের রুচির প্রশংসা করতে হয়
@muhammadasrafulislamshadin95285 ай бұрын
১২/০৮/২০২৪
@sharminmeherima53194 ай бұрын
Ami dekse r amar Amon move onak valo lage
@mhsunny2532 ай бұрын
11 November 2024 Ami sob purono movie gulu khuje khuje dheki...Khub kosto hoi movie gula dheke ar afsos lage ei generation er polapain khokono janbo na Ei Bangladesh 🇧🇩koto koster orjon😢Ei Desh amar 🇧🇩🥺
@GamingOvi-ve9ki27 күн бұрын
১২/১২/২০২৪
@mishtyjannat59416 күн бұрын
06.01.2025❤
@rupadebnath50783 жыл бұрын
দেশ স্বাধীন হবার পূর্বে কত যে কষ্ট পেয়েছেন এই স্বাধীনতা সংগ্রামীরা, মুক্তিযোদ্ধারা তা এই ছবি গুলো দেখে হয়তো বোঝা যাবে কিন্তু উপলব্ধি কতটা করতে পারব জানি না। অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক কষ্ট, অনেক ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা লাভ। সে সমস্ত মানুষ গুলোর প্রতি অসীম শ্রদ্ধা জানাই আর আমার প্রণাম জানাই। বাংলাদেশের সকল বন্ধুরা ভালো থাকবেন এই কামনা করি মহাদেবের কাছে 🕉🙏(কলকাতা)
@ditisen96693 жыл бұрын
ছবিটির শেষে, যখন জয়বাংলা স্লোগান দেওয়া হলো ঠিক তখন নিজের অজান্তেই দুচোখ বেয়ে অশ্রু ঝড়ে পড়ল 😢💞 আজ ১৬ ডিসেম্বর 💖স্বাধীনতার সুবর্ণজয়ন্তী💖 আমার জীবনে আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে । 💪💞জয় বাংলা💞💪 🙂
@bmia57902 жыл бұрын
সহমত আপু
@milanroy190 Жыл бұрын
একদম সত্যি
@AlhazHossain-f6x Жыл бұрын
Joy Bangla Joy Bangladesh
@mdArif-id9wz4 жыл бұрын
সত্যিই অসাধারণ ছবিটার গল্প। এই সিনেমার প্রায় 80 পার্সেন্ট আমাদের পার্শ্ববর্তী গ্রামে শুটিং হয়েছে কিন্তূ সিনেমাটা কখনো দেখা হয়নি আজকেই পুরো ছবিটা দেখলাম। অসাধারণ অনেক অনেক ধন্যবাদ ছবির পরিচালক তৌকির আহমেদ কে।
@emranrajofficial39863 жыл бұрын
কোন গ্রাম ভাই
@HridoyHasan-sf4dj2 жыл бұрын
@technologybd8265 কোন জেলা?
@syedtariqhossainjah24633 жыл бұрын
ছবিটা দেখে যুদ্ধের একটা গানের কথা মনে পড়লো... "আমি দাম দিয়ে কিনেছি বাংলা ✊ কারো দানে পাওয়া নয়" I Love U Bangladesh 🇧🇩
@RafiqulIslam-cz6dr8 ай бұрын
২০২৪ সালে এসে কারা এই অসাধারণ মুভিটা আবার ও দেখলেন,তারা লাইক দিয়ে জানান।সকল প্রিয় অভিনেতা অভিনেত্রী একসাথে ❤
@jarintasnim1006 Жыл бұрын
সিনেমার শেষে যখন জয় বাংলা বলল, তখন আর চোখের জল আটকে রাখা সম্ভব ছিল না। কত কষ্টের পর আমরা আজ আমাদের এই সোনার বাংলাকে পেয়েছি।
@জাহিদহাসান-জ১থ5 жыл бұрын
চোখ দিয়ে শুধু অঝরে পানি পড়েছে,,,কি আর বলবো,,,এটা ত অভিনয়,, আর বাস্তবতা না জানি কত নির্মম ছিল,,,মুক্তিযুদ্ধে সকল শহীদ বীর সেনানী এবং নির্যাযিত মা বোন দের শ্রদ্ধা,ভরে স্মরণ করছি,,বিন্রম শ্রদ্ধা,,
@MohammadJahir023 жыл бұрын
Amar baba ekjon muktijoddha chilen.ami gorvito
@justfor83 Жыл бұрын
আমার মা বাবা যুদ্ধ দেখেছে, গ্ৰামে কোন যুদ্ধ ই ছিল না ।
@jaygopalbiswas175 Жыл бұрын
ছোটো বেলায় ঠাকুমা,বাবা, জ্যাঠা,জ্যাঠি পিসি, কাকা, পাড়ার অনেকের কাছেই বাংলাদেশের মুক্তি যুদ্ধের কথা শুনেছি আর 71 এর লড়াইয়ের কথা আরও শুনতে ও জানতে কৌতূহলী ছিলাম।সেই ছোট বেলা থেকে বাংলাদেশের মুক্তযুদ্ধভিত্তিক বাংলা ফিল্ম দেখে কোথায় যেন হারিয়ে যেতাম যেনো আমি নিজে সেই ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়েছি এমন মনে হতো।মুক্তি যুদ্ধ বিষয়ক অনেক ফিল্ম আমার দেখা প্রিয় ফিল্ম ,আজকে এই ফিল্ম টি দেখে যেনো তৎকালীন সেই পরিস্থিতিকে অনুভব করতে পারলাম,আমার কৌতুহল অনেকটাই শান্ত হলো।এই ফিল্মের নাম সহ ব্যক্তিদের চরিত্র ,দৃশ্যপট সব কিছুই যেনো জীবন্ত। কতো ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে সকলকে যেতে হয়েছে,নিজের জন্মভূমি,জন্মভিটা ছাড়তে হয়েছে,কতজনকে হারাতে হয়েছে ভাবলে বুকটা কেঁপে ওঠে বুকটা ফেটে যায়।আমরা কি বলতে পারি কিকারণে এরকম নৃশংস গণহত্যা,নির্মম নির্যাতন/ অত্যাচার।আজ অনেকেই বেচেঁ নেই ,যারা লড়াই করেছেন তারা অমর হয়ে আছেন থাকবেন,যারা সম্মুখীন হয়েছেন তাদের সাহসিকতা স্যালুট আর যারা অন্যায়ের মদত করেছেন তাদের প্রতি ঘৃনা ভরা ধিক্কার।যারা এমন গণহত্যা চালালো তারা কি জানতো না যে একদিন কালের স্রোতে তারাও কোথায় হারিয়ে যাবেন,এরপরও একজন মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার ব্যভিচার করেছেন।আর গুটি কয়েক স্বার্থবাদী লোক হাতে গোনা কয়েকজন নেতা তারা লাখ লাখ অসহায় শিশু , নারী পুরুষ,বৃদ্ধদের উপর অত্যাচার করেছে অথচ তারা বেচেঁ থাকতে পারলো না। হাতে গোনা কয়েকজনের জন্য মাশুল দিতে হলো হাজার হাজার মানুষকে।ধিক্কার জানাই সেই সব মানসিকতা সম্পন্ন লোকদের উপর।বুক ফেটে যায় আবার রাগে গর্জে উঠতে ইচ্ছে করে।যারা এতো কষ্টের মধ্যে ছিলেন তাদের কোনো জাতির নাম দিয়ে নয় তাদের একটা মানবজাতির কষ্টের বাস্তবতা হিসাবে গণ্য করা উচিত। যাঁরা চলে গেছেন অলীক দেশে তাদের সবাইকে জানাই হৃদয়ভরা শ্রদ্ধার্ঘ্য এবং যারা এখনো বেঁচে আছেন তাদের প্রত্যেককে জানাই সালুট 🖖🖖🖖..... আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি 💚💚💚
@manofculture3103 Жыл бұрын
পাকিস্তানি সৈন্য দের মূল target ছিল হিন্দুরা। কোনও হিন্দু শেখ মুজিবুর কে সমর্থন করুক আর না করুক সে যদি খান সেনার হাতে ধরা পড়ত তার উপর পাশবিক অত্যাচার অবধারিত ছিল। কিন্তু কোনও বাঙালি মুসলিম যদি মুক্তি যোদ্ধাদের সাথে যুক্ত না হত তাহলে তাকে অনেক সময়ে ছেড়ে দেওয়া হত । নীচের কাপড় খুলে খান সেনারা দেখত কার কার খতনা করা নেই বা কে কলমা পড়তে পারছে না। মূল উদ্দেশ্য একটাই, সমস্ত হিন্দুকে খুঁজে বের করে নির্বিচারে পাশবিক অত্যাচার করে হত্যা করা কারণ পাকিস্তানের ধারণা ছিল যে মুক্তি বাহিনী হল অখণ্ড ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে হিন্দুসংখ্যাগরিষ্ঠ ভারতের একটি ষড়যন্ত্র
@haquebrothers29508 ай бұрын
Love you from assam barpeta
@romedaag25194 жыл бұрын
তৌকির আহমেদের অসাধারন প্রচেষ্টা ও এই বাংলার সকল কিংবদন্তী অভিনেতা - অভিনেত্রীদের অসাধারন অভিনয় সব মিলিয়ে বলার কোন ভাষা নেই , প্রশংসারও অনেক ওপরে।
@nishadahmed88233 жыл бұрын
লাল সবুজের পতাকা দেখে নিজের চোখের জ্বল থামাতে পারিনি...স্যালুট সেই সব বীর সেনাদের যাদের সাহসীকতার জন্য আমরা পেলাম স্বাধীন বাংলাদেশ✌️✌️
@thefinnsourav98203 жыл бұрын
এইসব ছবিগুলো কখনোই পুরোনো হবে না। দেশের মানুষ, দেশকে ভালোবাসার জন্য এমন ছবি প্রয়োজন । সত্যি প্রয়োজন।
@mdalaminarif2 жыл бұрын
যুদ্ধ সময়কার এটা খুবই ছোট্ট একটা দৃশ্য। এমন হাজারো কষ্ট, ক্লান্তি আর ত্যাগের কাহিনী দিয়ে গড়া আমাদের মহান মুক্তিযুদ্ধ।
@zahidhasan67526 жыл бұрын
অঝোরে ঝড়ছে চোখের পানি, কত কষ্ট করেছেন আমাদের পূর্ব প্রজন্ম। আমার জন্ম হলে আমি অবশ্যই যুদ্ধ করতাম। কোন আবেগের বশবর্তী হয়ে বলছি না, অন্তর থেকে বলছি
@mohammedjunayed80934 жыл бұрын
চোখের পানি ধরে রাখতে পারি নাই
@babelahmad46204 жыл бұрын
ঠিক বলেছেন ভাই।
@sheikhshoriful24253 жыл бұрын
তোমার খুঁজে পাওয়া যেতো না
@anikhider53033 жыл бұрын
@@sheikhshoriful2425 না ভাই অনেকে করতো। আমাদের দেশ কই গেলো আমার চোখ দিয়ে অজশ্র পানি পরে হাইরে বাংলাদেশ আমার প্রানের জন্মভুমি আজ দালালদের হাতে 🙂🙂
@sm__akash3 жыл бұрын
film dekhe nijer abeg prokash korsen? manush k aj jekono kisu cinema natok dia bujhano khub soja. duniya abeg dia cholle ekdinei duniya sesh hoye jeto. bastob kolpona r theke onk onk besi kothin
@nazmulkhan5474 Жыл бұрын
ছোটবেলায় বিটিভিতে এই ছবিগুলো দেখতাম ছবিটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার আমার মত ২০২৩ এ যারা এই মুভিটা দেখতেছেন সবাই একটা করে লাইক দিন ❤
@GetrkjJsg Жыл бұрын
আমি
@MuktaAkter-hm2di Жыл бұрын
Ami dekhci
@fariyatrisloviny591211 ай бұрын
ei sujoge ektu like vikkha cheye nilo 😂
@sujoysarker45559 ай бұрын
এটা বিটিভিতে দেখায় নি এন টিভি তে দেখানো হয়েছিল।
@jayashreesarkarsahajayashr64 жыл бұрын
চোখের জল ফেলছি,আর ভাবছি এতো সিনেমা না।সত্য ঘটনা । বাবা ঠাকুমা র কাহিনী।
@FarukAhmed-rl5zq3 жыл бұрын
এত কষ্ট মুভিটা না দেখলে হয়ত বুঝতেই পারতাম না, আমাদের পূর্বপুরুষেরা কত কষ্ট করে গেছে আল্লাহ তাদেরকে সবাইকে বেহেস্ত নসিব করেন।
@limaliton17923 жыл бұрын
Amin
@subhadipgoswami71342 жыл бұрын
😢😢😢
@MizanurRahman-sf1iw4 жыл бұрын
জয়যাত্রা আর শ্যামল ছায়া অসাধারণ দুটি চলচ্চিত্র ❤
@ridoyali24093 жыл бұрын
Both of are seen by me
@anzumitro3 жыл бұрын
আমার বন্ধু রাশেদ" দেখার অনুরোধ রইলো।
@mdtajulislam19043 жыл бұрын
Right bro
@Mdkhan-bz5lg3 жыл бұрын
আমার বন্ধু রাশেদ
@JannatulFerdous-wk3tr2 жыл бұрын
Amar bondho rased daklam onk valo movie
@rudro39583 жыл бұрын
কত ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেলাম!! কত মানুষ বাস্তুহারা হয়েছেন, তাদের প্রিয়জনকে হারিয়েছে, কত মানুষ অকালে মারা গেছে, কত মা-বোন ধর্ষিত হয়েছে আর কত মানুষ বিকলাঙ্গ হয়েছে, তার গুণে শেষ করা যাবে না।ভগবানের কাছে তাদের আত্মার শান্তি কামনা করি!! সাথে এই প্রার্থনাও করি, হে ভগবান আমি যেন আমার এই জন্মভূমিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি।
@TarikulIslam-ir3dj3 жыл бұрын
জয় বাংলা! 💪🇧🇩 তৌকির রহমান এর অসাধারণ সৃষ্টি। আপসোস এই অসাধারণ সৃষ্টিগুলা আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারছি না!
@november25623 жыл бұрын
আজ ২৬ মার্চ , স্বাধীনতা দিবস, গর্ব হয় তাঁদের জন্য যারা এই দেশটা কে নিজেদের জীবন দিয়ে স্বাধীন করেছেন
@osmanahamed94956 жыл бұрын
অসাধারণ! আমরা ঋণী আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে।আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি।
@osmanahamed94954 жыл бұрын
@@anirbankhan7879 ইডিট শুদ্ধ করে লিখুন!
@mostakahmedsimon13044 жыл бұрын
@Md. Mahmudul Hasan Osama Bin Laden vandalised twin tower and Pakistan aka terrorists had sucked the blood of Bengal and its people for about 24 years. Laden was a terrorist and Pakistan is too. You're so silly that you can't get. India helped because Pakistan continued accusing India of their own personal trouble.
@anirbankhan78794 жыл бұрын
হাসান সাহেব please এভাবে বলবেন না!
@sanjidatasnim82993 жыл бұрын
@Md. Mahmudul Hasan পৃথিবীর সব জায়গাতেই আসল ইতিহাস সবসময়ই চাপা পড়ে যায়। আর মিথলজির মতন কিছু ইতিহাস তৈরি হয় যেগুলোই পরবর্তী প্রজন্মের মনে আর বইপুস্তকে প্রতিষ্ঠিত হয়ে যায় ☹️ এসবই পলিটিকাল গেইম! তবে আসল ইতিহাস যা-ই হোক না কেনো সর্বযুগে সবসময় সাধারণ জনতাই মরে! রাজায় রাজায় লড়াই আর উলুখাগড়ার প্রাণান্ত!
@lifehacks0to9minutes933 жыл бұрын
@Md. Mahmudul Hasanআপনার লজিক ঠিক।মুক্তিযুদ্ধ টাই আমার কাছে ইলজিক্যাল মনে হয়েছে সব সময় তার কারন ও আছে।১৯৭১ যুদ্ধ হয়েছিল পাকিস্তান অখণ্ড পাকিস্তান চায় বলে,১৯৭১ সালের পর থেকে ভারত অখণ্ড ভারত চেয়ে আসতেছে বা করার ষড়যন্ত্রে লিপ্ত আছে , তাহলে আমরা মুক্ত হলাম কোথায়।আমরা ভাষার জন্য যুদ্ধ করলাম এটা একেবারেই ইলজিক্যাল,কারন এখন ত আমরা বাংলার পাশাপাশি অনেক ভাষাই প্র্যক্টিস করছি তাহলে ওই সময় শুধু বাংলাভাষার দোহাই দিয়ে এতোগুলো মানুষ যুদ্ধে প্রান দিয়ে ফেলল।আর পাকিস্তান কি শুধু ভাষার জন্য এতো নির্মম হয়েছিল? না। কারণ পাকিস্তান যুদ্ধ টা আমাদের সাথে করেনি,করেছে ভারতের সাথে যার জন্য পাকিস্তান ভারতের উপর অনেক বেশি জেদি হয়ে আমাদের সাথে বেশি নির্মম ও নৃশংস আচারণ করেছে, কারন তাদের কথা ছিল,তোরা মুসলিম হয়ে না বুঝে কেনো ভারতের কথায় নেমে পরবি।আর ভারত শেখ মুজিব টাইপের কিছু নেতাকে হাত করে নানান সুযোগ সুবিধা দিয়ে সহজ সরল সাধারণ মানুষকে হাতিয়ার বানিয়ে বাংলাদেশকে রুট বানিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করে গেছে,এর প্রমান একটা ছোট প্রমান হল পাকিস্তান কখনোই আমাদের কাছে ক্ষমা চায়নি কারন পাকিস্তান ত আমাদের সাথে যুদ্ধ করেনি।এখানে পাকিস্তানের একটা উভয় সংকট,পাকিস্তান আমাদের কাছে ক্ষমা চায়না আমাদের সাথে যুদ্ধ করেনি বলে আবার এইদিক দিয়ে স্বিকারও করেনা যে এই যুদ্ধটা হয়েছে ইন্ডিয়ার সাথে সেখানে একটা আন্তর্জাতিক ইস্যু /প্রেস্টিজ লুকিয়ে আছে।সবকিছু মিলিয়ে দুই দেশই তার স্বার্থ হাসিল করতে চেয়েছে আমাদের বলির পাঠা বানিয়ে, এক্ষেত্রে ভারত সফল হয়েছে আর পাকিস্তান ব্যর্থ হয়েছে এই আর কি আমাদের কপালের কিন্তু কোনো পরিবর্তন আসেনি। আসলে এই ভাষার জন্য যুদ্ধ করে জ করে আমরা আসলে কি পেয়েছি। আমি 100% শিউর দিতে পারি জন্য যদি আবার এরকম ভাষার জন্য একটা যুদ্ধ হয়,একজন মানুষও যুদ্ধে অংশগ্রহণ করবে না, আর সচেতন, শিক্ষিত মানুষ তো করবেই না। তাই যুদ্ধ লাগলেও এবার রাজনীতিবিদদের অন্য চিন্তা করতে হবে, অন্য কোনো ইস্যু সামনে আনতে হবে।তাই মুক্তিযুদ্ধ টাই ভুয়া বিদঘুটে একটা ইস্যু।
@khokanislam35172 жыл бұрын
ছবিটা আমাদের গ্রামে শ্যুটিং হয়েছিল । শ্যুটিং দেখতে গিয়েছিলাম কয়েকবার অনেক ভালো লেগেছিল। মনে পড়ে যায় সেদিনগুলোর কথা!!
@mdsakilislammdsakilislam26792 жыл бұрын
কোন গ্রামে হয়েছে
@litonacharjee34686 жыл бұрын
সকল বীর শহীদ দের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও বুক ভরা ভালোবাসা , ১৯৭১ এর বিভৎস দিন গুলোর কথা মনে পড়ে যায়, যদিওবা আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে মনে প্রানে অনুভব করি।। সবার অভিনয় অসাধারণ। মুভির শেষ অংশে অনেক কেঁদেছি। এ মুভির সকল কলা কৌশলীদের প্রতি রইলো হৃদয়ের গভীর ভালোবাসা।
@ixc9arnabroy2003 жыл бұрын
সত্যি, এতো মানবিক সিনেমা আমি আমার ৩২ বছরের জীবনে দেখিনি। জয় বাংলা!!!!
@mdabdulalim65516 жыл бұрын
অনেক রক্ত অনেক লাশের বিনিময়ে আজকের আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব এ ঘটনাটি তুলে ধরা হয়েছে।।। আমার মায়ের দেশ সোনার দেশ।
@shomendas4 жыл бұрын
আমরা যেন ৭১ ভূলে না যাই
@Ashik40023 жыл бұрын
@Md. Mahmudul Hasan তবে কি পাকিস্তান নিদ্ধোস? আপনি তো সেটাই বুজাইলেন 😠
@ayaat70943 жыл бұрын
@Md. Mahmudul Hasan hindhu raw mara giyeche India oder ei mnush der kn mrbe ajaira bhog deshdrohi kothakr
@iftekharrahman93963 жыл бұрын
@Md. Mahmudul Hasan স্বাধীনতা কি সেটা কাশ্মীর হারে হারে টের পাচ্ছে,, আপনার মতো মীরজাফর রাজাকার কখনো তা বুঝবেন না,,
@mahediira51203 жыл бұрын
@Md. Mahmudul Hasan অবৈধ শন্তান তরে হাতের সামনে পাইলে ইতিহাস, কাকে বলে তোরে শিখাইতাম,, অবৈধ শন্তানের বাচ্চা,, দেশ ভাগ হইসে ১৯৪৭ সালে যুদ্ধ হইসে ৭১সালে ২৪ বছরে এমন কী করলো পাকিস্তান,, যার জন্য বাংলার মানুষ স্বাধীননতাকামি হইলো? তোরে জুতা পেটা কইরা ইতিহাস শিখাইতাম,, দেখতাম তুই কতটা ইতিহাস জানোস,, হারামজাদা শান্তি কমিটির বংশধর,,,
@juimem44383 жыл бұрын
এমনিতেই দেশ কে অনেক ভালোবাসি। এই সিনেমার দৃশ্য দেখে আরো অনেক কিছু শিক্ষলাম । ঋণী অনেক ঋণী আমরা বাংলাদেশের কাছে দেশের মানুষের কাছে।
@tanvir016hussain45 жыл бұрын
মাহফুজ আহমেদ গ্রেট একটর।হুমায়ুন ফরিদী স্যার লিজেন্ডারি। তারিক আনাম,নাসিম ভাই,সাহেদ, ইনখাব দিনার সহ সবাই আউটস্ট্যান্ডিং। মাইফলক হিসেবে সারাজীবন থাকবে মুভিটা এগেইন স্যালুট মাহফুজ আহমেদ
@sadiasuhi83052 жыл бұрын
বর্তমানে আমরা যারা এখন একটু অসুবিধে তে বাংলাদেশকে নিয়ে অনেক বিরক্ত হয় তাদের একবার হলেও জয়যাত্রা দেখা উচিত। সে সময়কার মানুষ কি পরিমান কষ্ট করেছে আমাদের কোন ধারনা নেই। আমার এই দেশটা এত কষ্টের এত রক্তের বিনিময়ে এত চোখের পানির বিনিময়ে অথচ এই দেশটাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করি একটু কিছুতে!
@afidulislam40418 ай бұрын
R8
@obakkhan58567 ай бұрын
Tui ki ram sagol. তারা কষ্ট করছে রক্ত দিছে আমাদের স্বাধীনতার জন্য যেন আমরা ভালো থাকতে পারি, আমরা যদি অসুবিধাতে থাকি তবে তাদের কষ্ট আর রক্ত দিয়ে স্বাধীনতা দেওয়াটাই ব্যর্থ
@exclusivemehedidesign97805 жыл бұрын
কেন যে এত ভাল লাগে ছবিটা!! কিছু দিন পর পরই দেখা হয়।মনে হয় আমিই এই ছবিতে অভিনয় করছি।খুব খুব পছন্দের ছবি ❤❤❤❤❤
@manikhalder83362 жыл бұрын
কান্না চলে আসলো পতাকা দেখে। কত জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা। জয় বাংলা।
@archibhattacharya5 жыл бұрын
I am an Indian. ..I can't stop my tears. ..hats off to the director. ..
@hasibultopu31555 жыл бұрын
Respect to you
@md.nuruzzamanhowlader95914 жыл бұрын
Director Taukir ahmed is great
@MdAlamin-un4wk4 жыл бұрын
Thank u
@Abdullah-yj3wk4 жыл бұрын
Allahu akbar! Joy Bangla!
@Faysal_Vai4 жыл бұрын
You can watch this movie.movie name(amar bondhu rashed)It's so much beautiful history baby Freedom fighters.It's real history.
@nasrinbristy50123 жыл бұрын
এখন রাত ১ঃ৪৪ বাজে। এমন এক অসাধারণ মুভি দেখছি 🥀 মনে হচ্ছে, ইসসসসসস! কত কষ্ট,রক্ত ত্যাগের বিনিময়ে আমার এই দেশ🇧🇩 আর আজ আমরা রক্ত দিয়ে কেনা দেশের মানুষ হয়েও কতটা নির্মম আচরণ শিখেছি🙂স্বাধীনতা আজও রক্ষা করতে পারলাম না।🥀💔
@ahmedjubayel293511 ай бұрын
মুক্তিযুদ্ধ বিষয়ক অসাধারন একটা ছবি ❤
@Tughril_Bey4 жыл бұрын
মুক্তির ও মন্দির ও সোপনতলে কত প্রাণ হল বলিদান , লেখা আছে অশ্রু জ্বলে ...... ওগো মা ওগো বাংলা মা কত সন্তানের রক্ত আহুতির ত্যাগে তোমার মাটি হয়েছে মহিয়ান , বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি ৩০ লক্ষ শহীদ ও শত সহস্র অযুত মা বোন ভাই স্বজনদের ... জয় বাংলা জয় বঙ্গবন্ধু
@MdMehedi-kp5tb Жыл бұрын
এ ধরনের সামাজিক ও সুন্দর চলচিত্র এখন আর দেখা যায় না। পরিচালক ও অভিনেতা দের ধন্যবাদ। ❤️
@shahinmiah8664 жыл бұрын
১৭/১২/২০২০ এসে আাবরো চখের পানি ঝরালাম। আমার মত কেও থাকলে সারা দাও।
@nirobvai18563 ай бұрын
অসাধারণ কি যে লিখবো ভাষা হাড়িয়ে ফেলেছি কতোটা কষ্ট করে আমাদের এই স্বাধীনতা এনেছে পরিচালক কে অনেক ধন্যবাদ এতো সুন্দর ভাবে চিএটি ধরছে বলে বুঝাতে পারবো না এই ভিডিও সাবার জন্য দেখার অনুরোধ করছি
@souravbanerjee14145 жыл бұрын
আমার জীবনে এই প্রথম সব থেকে দামী মুভি দেখলাম। জয় বাংলা
@ranadiproy96944 жыл бұрын
@Md. Mahmudul Hasan জয় বাংলা, জয় বাংলা৷
@md.nayeem36163 жыл бұрын
@Md. Mahmudul Hasan জয় বাংলা স্লোগানে দেশ স্বাধীন হইল আর এখন জয় বাংলায় সমস্যা, হায়রে বাঙালি!
@morshed19759 ай бұрын
সীমাহীন ত্যাগ, কষ্ট আর বীরত্বের নাম মুক্তিযুদ্ধ। এটি শুধু সিনেমা নয়; আমাদের মুক্তিযুদ্ধের এক অনন্য দলিল। সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
@muradhossain87096 жыл бұрын
কত কষ্টে পেয়েছি এই সোনার দেশটা।। বিনম্র শ্রদ্ধা শহীদ মা ভাই বোনদের।।।
@desirebangladesh71154 жыл бұрын
@Md. Mahmudul Hasan Ind ki Sikkha paise.Ha.World er Top Devolpo country..Ok.Pakistan er moto vikkuk desh..na.J Mans underware vikkha nai.Chaina kase.
@mostakahmedsimon13044 жыл бұрын
@@desirebangladesh7115 vai oi lok ta prottek ta comment section e aisa ghew ghew kore comment box polluted kore dice otare report den. Pakistan ageo beggar cilo tai to 24 bocor blood chusche east Bengal e. Laden to cilo boro maper terrorist.
@Skyririhigh4 жыл бұрын
@Md. Mahmudul Hasan তোর জন্মে সমস্যা আছে পাকি জারজ..
@PSYCHO-jm4gs3 жыл бұрын
@@Skyririhigh or muk a laati maro
@rubinarubisdaily9 ай бұрын
ছোটবেলায় ও কেঁদেছি। এখনো কাঁদছি। ৫৩ বছরের স্বাধীনতা যারা উদযাপন করেন তারা কী মুক্তিযোদ্ধাদের লড়াইটা মনে রাখে?
@kamalhossainbabu29082 жыл бұрын
সত্যি কথা যখন জয় বাংলা বল্লো তখন শরীরের সব পশম গুলো দাড়িয়ে গেল,কতই না কষ্ট করছে আমাদের পূর্ব প্রজন্ম আমরা যুদ্ধ দেখি না তবে সিনেমা দেখে কিছুটা হলে অনুভব করি।
@mdsuzonsuzon36743 жыл бұрын
ছবিটি আমাদের গ্ৰামে সুটিং হয়েছিল , বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী তরনীহাটে, আমি খুব কাছে থেকে সুটিং দেখেছি,
@shimulmullah83763 жыл бұрын
বগুড়া এতো সুন্দর যায়গা আছে ভাই?
@mdmululislam51973 жыл бұрын
Nodir nam ki
@OmarfarukOmar1273 жыл бұрын
Bah,valo to
@faysalrabby29523 жыл бұрын
ভাই আমার বাড়িও বগুড়া।। শেরপুর এ
@SaifulIslam-tb8db2 жыл бұрын
আমি ও দেখেছি সুটিং তখন খুব ছোট
@ruhulaminsagor97335 жыл бұрын
তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে পেয়েছি এ দেশ। এ দেশ আমার, আপনার, আমাদের সকলের। এ দেশের কাছে আমরা সবাই ঋণী। এই ঋণ পরিশোধ করার ক্ষুদ্র প্রচেষ্টা করতে হবে। আসুন আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে দেশের প্রয়োজনে এগিয়ে আসি। একটা দেশ সবসময়ই সত্যিকারের দেশপ্রেমিকের প্রয়োজন অনুভব করে। আসুন সত্যিকারের দেশপ্রেমিক হওয়ার প্রতিজ্ঞা করি এক নতুন প্রত্যয়ে ♥️🇧🇩❤️🇧🇩🇧🇩🇧🇩
@zakirhossain84942 жыл бұрын
আমি মালদা পশ্চিমবঙ্গ থেকে ছবিটা দেখছি এবং মুক্তিযোদ্ধাদের কষ্ট উপলব্ধি করছি। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছি না! শহীদদের প্রতি জানাই অগণিত ভালোবাসা ও তাঁদের আত্মার মাগফেরত কামনা করি! আমীন।
@mojid19995 жыл бұрын
সব ধরনের মানুষ আছে। কেউ সন্তান হারা, কেউ সন্তান সম্ভবা, কেউ নব বিবাহিত, কেউ প্রেমিক, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিষ্টান, কেউ ব্যাংক ডাকাত, কেউ যক্ষা রোগী, কেউ মাঝি, আবার কেউবা দেশত্যাগি।
@aslamtomarphotolemon.593 жыл бұрын
Hmmm onak kostor movie
@sktazveyt36973 жыл бұрын
Hmm amar onek kanna chole asche
@ridoyali24093 жыл бұрын
Kew bidrohi birr
@ridoyali24093 жыл бұрын
Tobe humayon forid ar character ta long cilo mone hoi
@sarvathavicharsheel74873 жыл бұрын
But Mukti Bahni also killed lots of innocent non Bengalis(especially Biharis) that part is totally ignored
@Rakibsb372 жыл бұрын
এত ত্যাগের স্বাধীনতা অথচ আমরা দেশের প্রতি সৎ নই, নিবেদিত নই। ধন্যবাদ তৌকির আহমেদ।
@এএইচসাগর3 жыл бұрын
BTV তে যখন মুভিটা দেখানো হতো, খুব বিরক্ত হইতাম। আজ ২০২১ আইসা Utube এ সার্চ দিয়ে দেখি। 😘 তৌকির আহম্মেদ বাংলা চলচ্চিত্র কে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে ❤
@hiroko...8182 жыл бұрын
ভাই এই সিনেমাটিই বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল কোয়ালিটির মুভি।২০০৪সালে বাংলাদেশের অন্যান্য সিনেমাগুলো অত উন্নত ছিলনা এই সিনেমাটিই সর্বপ্রথম সিনেমা যেটি ছিল হলিউড প্রকৃতির।
ছবিটা দেখে চখে পানি চলে আসলো যারা আমাদেরকে এই স্বাধীন বাংলা উপহার দিয়েছে তাদের কে হাজারো ছালাম জয় বাংলা
@md.alaminhossein8933 Жыл бұрын
আহারে!যুদ্ধের সময় কতই না কষ্টের জীবন ছিল। এটা বোঝা গেল😢😢😢😢 ভালো বাসি দেশকে,,, যুদ্ধে যেসকল ভাই ও মা বোনেরা শহীদ হইছে তাদের কে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন আমিন।
@farzanaasha96672 жыл бұрын
বিপাশা হায়াতের বাচ্চা হারানোর দৃশ্যে একদম কান্না চলে আসছে🥺🥺🥺
@fahad21234 жыл бұрын
2021 সালে কে কে আসছেন লাইক দিন❤️
@ridoyali24093 жыл бұрын
মুক্তিযুদ্ধ বিষয়ক মুভি আমার প্রিয়। আমি প্রায় দেখি। অনেক দেখেছি কিন্তু এই মুভিটা যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছে। thanks to director and we don't forget our heroics sons who's lied their life for our beloved Bangladesh but now some burstard lead us illegal way.... Always respect our freedom fighters...
@akashislam58923 жыл бұрын
মুভিটা সেই ছোট বেলায় দেখেছি তখন যেমনটি প্রিয় ছিলো আজ ১৫ বছর পর ঠিক তেমনি ভালোলাগছে
@nowshinislam89933 жыл бұрын
আজকাল যারা অভিনয় করে তাদের কথা আর কি বলবো এ ছবি টা আমি খুব ছোট বয়সে দেখেছি একবার না অনেকবার। খুব কষ্ট পেতাম। প্রত্যেক জন এর অভিনয় বাস্তভিত্তিক। হুমায়ন ফরীদি তাকে আমার বরাবরই পছন্দ ❤️
@ronyrajnk55274 жыл бұрын
নিজের চোখে যুদ্ধ দেখেনি. কিন্তু ছবিটাতে দেখেছি😢 ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকা ❤🇧🇩❤ এক ইঞ্চি মাটি রক্ষায় প্রস্তুত থাকবে এ প্রাণ✌✊✊✊
@abrazzak32923 жыл бұрын
বিজয় এর মাস আসলে আমি মুক্তি যুদ্ধের মুভি গুলা দেখি। আমার শরীর এর রুম দারাইয়া যায়।
@CS_Sharma2 жыл бұрын
খুবই সুন্দর হইছে ছবিটা। অভিনয়ে প্রান খুঁজে পেয়েছি। এতোটাই ভালো লেগেছে যে এই নিয়ে ৩১ বার দেখা হয়েছে। ধন্যবাদ তৌকীর স্যার কে।
@milonhossainbepary83794 жыл бұрын
এত ত্যাগ, এত কষ্ট, এত কন্নার অর্জিত দেশটা কিছু পশুর কাছে জিম্মি হয়ে আছে। জানিনা কবে মুক্ত হবো আমরা।
@shawonabdulla91153 жыл бұрын
@Md. Mahmudul Hasan pinakir murid!! Kivabe koren ei deshe theke amon batpari lojja kore na? Arey haramzada jodi tor bap Pakistan ato valoi hoito tahole ki ek Mujib er kothay lokkho lokkho manush juddhe jhapay porto??
@fancywing4 ай бұрын
মুক্ত হইছে ভাই
@syedmushfiquehasan0072 жыл бұрын
আমি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। অসাধারণ লাগলো ভাই, খালি কান্না করলাম আর দেখলাম। অসাধারণ ভাই
এই মুভিটা আমার অসম্ভব ভালো লাগে। কি সাবলীল অভিনয় সবার। আর পরিচালনার কথা নতুন করে কি বলবো, অদ্ভুত! ধন্যবাদ তৌকির স্যারকে এতো সুন্দর করে আমাদের মহান মুক্তিযুদ্ধের এক টুকরো চিত্র আমাদের সামনে তুলে ধরার জন্য।
@sanjaysonju6376 жыл бұрын
এই ধরনের সিনেমা আমরা আরও বেশি বেশি চাই ধন্যবাদ এই সিনেমার কলাকুশলীদের
@mohammadaziz2537 Жыл бұрын
এই মুভি টা দেখে. দুই চোখের পানি আর দরে রাখতে পারি নাই.. আমাদের জন্য আমাদের পূর্ব প্রজন্ম কত কষ্টই না করেছে.. মহান ভাষা দিবস উপলক্ষে তাদের কে জানাই হাজারো সালাম
@afsanaafrin63764 жыл бұрын
কিছুদিন আগে প্রথম দেখেছিলাম এতটাই ভালো লেগেছে যে আজকে আবার দেখতে আসলাম😍😍 অসাধারণ কাজ ধন্যবাদ পরিচালক এবং অভিনয় করা সমস্ত শিল্পীদের😊
@MdRayhan-xy9iv13 күн бұрын
Ktobar je dekhlam hisab nai❤❤
@MdAbuIshaqe0073 жыл бұрын
আমি অনেক কান্না করছি 🥺 কতোই না কষ্ট ফসল আমাদের এই মাতৃভূমি। অনেক অনেক অঝোরে চোখ দিয়ে পানি পরছে 🥺🥺🥺
@shafiqahmed49632 жыл бұрын
R rajakar der thekeo voyonkor lok akhono amader deshe ace r tarai abar desh premik seje joy bangla slogan dey.apsosh boroi apsos have.
@helloman9758 Жыл бұрын
জয়যাত্রায় ছিল একটা নৌকা,আর শ্যামল ছায়ায় ছিল একটা ইন্জিন চালিত নৌকা।দুটাই সেরা, দুইটার মধ্যে কিছু মিল আছে,দুইটাই মাস্টারপিস। ❤❤
@saymaahamedsetu93352 жыл бұрын
মুভিটা দেখে আমার সোনার বাংলাদেশের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে গেল,
@mdalaminislam95223 жыл бұрын
চোখের পানি ধরে রাখতে পারলাম না।কত শহিদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ ।
@চাতকপাখি-হ৩স5 жыл бұрын
আমার দেখা মুক্তিযুদ্ধের সেরা সিনেমা এইটা। আহ্ কত কষ্ট করে বাংলার হিন্দু মুসলমান! কত কষ্ট করে দেশটা স্বাধীন করলো!!! এক সাগর রক্তের বিনিময়ে,বাংলার স্বাধীনতা আনলে যারাআমরা তোমাদের ভুলব না
@younusmia96965 жыл бұрын
আজ ক্ষমতায় টিকে থাকার জন্য দেশ টা কে আবার বিক্রি করে দিচ্ছি।আমরা বড়ো নিমকহারাম জাতি।
@bintezaman23533 жыл бұрын
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমাগুলা এত জীবন্ত মনে হয় যেন ১৯৭১-এ আছি।প্রতিটা মুহূর্ত অনুভব করতে পারি।আহারে আমার বাংলাদেশ।
@rakeshnag75384 жыл бұрын
হিন্দু মুসলমান এর মধ্যে কি সুন্দর মিল ছিলো তখন..
@isratlaila2012 Жыл бұрын
এইতো আমাদের বাংলাদেশ ❤️গৌরবের এক অনন্য ইতিহাস আমাদের স্বাধীনতার সংগ্রাম।প্রিয় লেখকের এক অনবদ্য সৃষ্টি জয়যাত্রা।ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি এদেশের মানুষকে।জয় বাংলা❤️❤️❤️
2024 সালে এসেও যারা মুভি টি দেখতে আসছেন তারা নিঃসন্দেহে রুচিশীল ব্যক্তি। ❤🎉😢
@tajberislam90073 жыл бұрын
মুক্তি যুদ্ধ দেখিনি তাই যুদ্ধের মুভিগুলো দেখি আর অনুভব করি যুদ্ধের সময় গুলো অসাধারণ একটি ছবি সবাই খুব ভালো অভিনয় করেছেন
@SakibHasan-tc4zu2 жыл бұрын
সকল শহিদদের প্রতি রইলো শ্রদ্ধা, আল্লাহ যেন সকলকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তাদের জীবন উৎসর্গের বিনিময়ে আমরা নতুন প্রজন্ম আলোর মুখ দেখেছি ❤️❤️ ১-০৮-২০২২
16/11/22এ ছবিটি দেখে আবেগে ভেঙ্গে পড়লাম।এই দেশের জন্য কত মানুষের ত্যাগ,চোখের জল,স্বজন হারানোর ব্যাথা।আসলে স্বজন না হারালে বোঝা যায় না।
@hiroko...8182 жыл бұрын
সকল দেশের রাণী সে যে আমার জন্ম ভূমি এই সুরটি শুনলে বুক গর্ভে ভরে যায় আর চোখ দিয়ে জল পড়ে।
@spottersaki2 жыл бұрын
অসাধারণ একটা মুভি। একটা মুভিকে জীবন দান করতে যেসব অভিনেতাদের প্রয়োজন বাংলার সে-সকল অভিনেতারা এই মুভিতে অভিনয় করেছেন। বাংলার মানুষের স্বাধীনতা অর্জনের যেই আত্মত্যাগ তা এই প্রজন্ম, এই জাতি কখনো ভুলতে পারবে না। হাজার সালাম সেইসকল শহীদ ও আত্মত্যাগী মানুষের প্রতি🖤💔
@jpnour44573 жыл бұрын
১ আগে দেখে কমেন্ট করেছিলাম আবার দেখে কমেন্ট করে গেলাম 🥰 সত্যি পবাসে এসে দেশের মুভি গুলো দেখলে বুঝা যায় মনটা যে দেশটাকে কত ভালবাসে 😒😒😒
@mdenamulhaque71142 жыл бұрын
সিনেমার শেষে যখন "জয় বাংলা" বলা হল তখন শরীরটা শিউরে উঠলো,যখন লাল সবুজের পতাকা দেখানো হলো ভেতরটা যেন পুলকিত হয়ে উঠলো। কত প্রাণের বিনিময়ে অর্জিত আমার সোনার বাংলাদেশ। কি অসাধার নির্মাণ, এ যেন ৭১ এর এক জীবন্ত বাস্তব!
@SaifulIslam-xi5cl5 жыл бұрын
অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা স্যালুট সকল স্বাধীনতা সংগ্রামিদের, যাদের আত্ব-ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি।
@thisissafran775710 ай бұрын
😢বাংলার মানুষ দের কে এই মুভি গুলা দেখানো দরকার।। মানুষ এর মন থেকে দেশ প্রেম হারিয়ে যাচ্ছে দিন দিন।।😢
@RakibBroTM4 жыл бұрын
মুভিটা দেখে কি লিখবো কিছুই মাথায় আসছে না।।এত সুন্দর মুভি দেখে চোখের পানি এমনি চলে আসে।।প্রতিদিন একবার করে দেখি।।আহা কি সৃষ্টি।।
@fahadhridoy012 жыл бұрын
আমার দেখা সেরা বাংলা ছবি❤️ গল্প, অভিনয় ও নির্মাণ সব মিলিয়ে অসাধারণ। এমন মাস্টারপিস কেবল তৌকির আহমেদ দ্বারাই সম্ভব😍
@JannatulFerdous-wk3tr2 жыл бұрын
এই রকম সিনেমা বাংলাদেশে আর হবেনা । ছোট সময় বিটিভিতে এই সিনেমা দিলে দেখতাম না বুঝতাম না কিন্তু বোঝার পর এই সিনেমা গুলো আমার সবচেয়ে প্রিয় হয়ে গেছে!!!!
@surujahmed15555 жыл бұрын
মুক্তিযুদ্ধের গল্প ও কাহিনী শুনলে চোখে পানি চলে আসে !!!
@habibamahbuba39503 жыл бұрын
@Md. Mahmudul Hasan ekdom Thik ktha bolesen
@iftekharrahman93963 жыл бұрын
@@habibamahbuba3950 দোষ না থাকলে পাকিস্তানে চলে যান,, অন্তত পক্ষে এই দেশের চেয়ে ভালো থাকতে পারবেন বলে মনে হচ্ছে
@TuhinAhmed-k4l16 күн бұрын
এমন ছবি হাজার টা পেলে আমি হাজার টাই দেখতাম। ধন্যবাদ জানাই হুমায়ূন আহমেদ স্যার কে। আল্লাহ তালা যেন তাকে জান্নাত নসিব করেন। আমীন
@kamalmahmud75053 жыл бұрын
আহ আমার সোনার বাংলা কতো রক্ত দিয়ে এই দেশটা কেনা😭😭😭 আজ এই দেশটা হায়নাদের কবলে 😥😥 স্বাধীন বাংলা আজ পরাধীন হয়ে আছে😥😥
@peakyboinders48473 жыл бұрын
It's 2021, july 01. Finished watching ut for the 2nd time. Couldn't hold my tears. I don't know how today's MP, Police are corrupted even after the blood shed of 1971. May allah give jannat to all the martyrs who sacrificed themselves for BANGLADESH. Joy Bangla
@debeshchakraborty44304 жыл бұрын
I am from India, just now watched it , awesome movie...
@Apurva_Das4 ай бұрын
অসাধারণ একটা চলচ্চিত্র। মনে হয় সতবার এই চলচ্চিত্র টার দেখি। মহান মুক্তিযুদ্ধের আমার অনেক শ্রদ্ধা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু 🇧🇩
@valobasitomay.35715 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা জানাই সেইসব বীর বাঙালিদের যাদের কারনে আজ আমরা স্বাধীন। সেই ৭১ এর সিনেমা এখনো আমাদের শিক্ষা দিয়ে যায়। যদি বেচেই না থাকেন তো কি করবেন সুটকেস ভর্তি ৫০০ আর ১০০ টাকার কড়কড়ে নোট দিয়ে। সেই সাথে ধন্যবাদ জানাই জি-সিরিজ কে ও______অন্যান্য ঐতিহাসিক ছবিগুলোর ও HD ফরমেটের আশায় রইলাম।