আপাতত যে 43 জন ডিজলাইক বাটন ক্লিক করেছে তারা মনে হয় গানের সম্পর্কে যৎসামান্য জ্ঞান নেই।।।। গানটার মধ্যে অসাধারণ এক অনুভূতি লুকিয়ে আছে ...❤️❤️❤️ তোমার কণ্ঠস্বর অপূর্ব। গানটা অন্য একটা জগতে চলে গেছে!!!❤️❤️
@aditichakraborty59783 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ sir 🙏🙏🙏
@shajahanyounusshajahanmahm22822 жыл бұрын
অসাধারণ এবং অনবদ্য সুরের মূর্ছনায় অমৃত ধারা মনকে ছুঁয়ে গেছে। আমি মুগ্ধ কবি গুরু রবীন্দ্রনাথের অসাধারণ সৃষ্টি। এবং যথার্থ সার্ৎক ভাবে গাইছেন শিল্পী অদিতি চক্রবর্তী।
আহঃ কি অপূর্ব মুগ্ধকর কন্ঠশৈলী! অদিতির গান যতই শুনি কোথায় যেনো মন হারিয়ে যায়, সত্যি কবি গুরুর এই সংগীত হ্রীদয়ে দুলা দিয়ে গেলো। অনেক অনেক শুভ কামনা তোমাকে।🎤🎵🎶🎧🎹
@rayhan64373 жыл бұрын
হাজার ব্যস্ততার মধ্যে থাকলেও একটু বিনোদনের সময় বের করেই অদিতির গান শুনি,,,,,, খুব বেশি ভালো লাগে,,,,যেমন কন্ঠে তেমন তার দুটি চোখ,,,,,আমি যতক্ষন তার গান শুনি ততক্ষন তার মনোমগ্ধকর দুটি আঁখির দিকে তাকিয়ে থাকি,,, হারিয়ে যায় অন্য একটা পৃথীবিতে
@sohinim903 жыл бұрын
School এ গাইতাম মনে পরে গেল সত্যিই কি আমরা আবার করে বাঁচতে পারবো এই বিশ্বে ,covid এ আক্রান্ত কবী গুরু রবিঠাকুরের siswyo , পুরো পরিবার টাই আক্রান্ত মানুষের। জীবন টা খুব ছোটো সকলে ভালো থাকো ঠাকুর সবার মঙ্গল করুন 🙏🙏🙏🙏🙏
@subimalh2 жыл бұрын
আমার মনে হচ্ছ, এই গানটা (হে নূতন, দেখা দিক আর-বার) এত সুন্দর আর এত দরদ দিয়ে আগে কোন শিল্পীই গাইতে পারেন নি। সবাইকে ছাপিয়ে গেছ তুমি। ভগবান তোমার মঙ্গল করুন।
@ashitdas58123 жыл бұрын
অপূর্ব সুন্দর অসাধারণ কন্ঠস্বর দিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছো। কমেন্টে এর উত্তর দিও। শুভকামনা রইলো অদিতি।❤️❤️👌👌 বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩
@ujanichakrabarty41723 жыл бұрын
৩০/০৫/২০২১ থেকে শুনছি । যত শুনছি ততই মনটা ভরে যাচ্ছে। মনে হচ্ছে আগে কেন দেখতে পাইনি ।
ধন্য আমরা শ্রোতারা আপনার মতো এমন সুরের অধিষ্ঠাত্রী দেবী কে পেয়েছি এমন অত্যাধুনিক যুগে।। আপনার সুরের মোহোয় মায়া ছন্ন আমিও।।
@pritoshsarkar94333 жыл бұрын
⚘কোটি কোটি প্রণাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর । তোমার কন্ঠে গানটি শুনে আমি মুগ্ধ ⚘
@shajahanyounusshajahanmahm22822 жыл бұрын
অভূতপূর্ব অনুভূতি এবং সুরের ইন্দ্রজাল ছাপিয়ে মন কে ছুঁয়ে গেলো এই শিল্পীর কন্ঠের সুরের অমৃত ধারা। আমি মুগ্ধ এবং অভিভূত।
@abhijitbhunia5873 жыл бұрын
দিদিভাই আমি দক্ষিনেশ্বর থেকে বলছি। সত্যিই তোমার কন্ঠের সুর খুব সুন্দর। তোমার কন্ঠে আগমনি সুরের গান গুলো খুব ভালো লাগে।
@bimankarmakar71583 жыл бұрын
সুর আর গলা দুটোই হৃদয়ের গহনে অলঙ্কার হিসেবে প্রবেশ করে মনটাকে তরতাজা করে চলেছে।
@SouravBanik3 жыл бұрын
Kobi-guru birochito "Anushthanik" porjay er songeet. So clear, so prompt and so distinct pronunciation. God gifted voice. Waiting for more song from Kobi-Guru. Kobi-Pronam janai 🙏🙏🙏
@trishnamam38463 жыл бұрын
Heavenly voice u hv... God gifted.. All rabindrasangeet we want to hear ❤❤❤
@prasanjitmondal97883 жыл бұрын
সত্যই অপূর্ব কন্ঠ তোমার। এই ধরনের কঠিন ও শক্ত রবীন্দ্রসঙ্গীত এত সুন্দরভাবে, সুরেলাকন্ঠে খুব কম কন্ঠেই শুনেছি তাছাড়াও গানটি খুব স্পষ্ট উচ্চারণের সহিত শ্বাসপ্রশ্বাসকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে পরিবেশন করেছো। তুমি সত্যিই সরস্বতীর মানষ কন্যা। তোমার প্রতিটি গানই অপূর্ব, অতুলনীয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার সম্মুখগামী চলার পথ যেন আরো সুগম ও মসৃণ হয়। ভালো থাকবে এই ভয়ংকর মারণব্যধি ভাইরাসের মধ্যে।
@aditichakraborty59783 жыл бұрын
কি বলে আপনাকে ধন্যবাদ দেবো জানিনা...আপনিও ভালো থাকবেন 🙏🙏🙏🙏
@prasanjitmondal97883 жыл бұрын
Need not any thank. Its ok. You have to be carried on your song on the mountain-top. God bless you.
@jayantinandi6543 жыл бұрын
অপুর্ব গলা। তোমার গান শুনে খুব শান্তি পাই।
@diptadas22343 жыл бұрын
তোমার একনিষ্ঠ ভক্ত হয়ে গেছি। বার বার শুনি
@khargp9603 жыл бұрын
উচচারন একদম পরিষ্কার, শ্বাসপ্রশ্বাস শব্দ ও অনেক কম খুব ভালো, অপেক্ষায় থাকি কখন নতুন নতুন কালজয়ী গান আসবে
@debjyotipolley20043 жыл бұрын
অনবদ্য উপস্হাপনা। রাবীন্দ্রিক ভাব খুব সুস্পষ্ট। অভিনন্দন জানাই।🙂🙂🙂
@bishalsingha41933 жыл бұрын
এক টা গান শুনেই সাবস্ক্রাইব করেছিলাম , সেটা আমার স্বার্থক হয়েছে । অসাধারণ
@ayandas96343 жыл бұрын
আমি আপনার সব গান গুলি শুনেছি.....অসধারন আপনার গানের গলা.... যেমন সুন্দর গানের গলা আপনার তেমন সুন্দর দেখতে আপনাকে.......মা সরস্বতীর আশির্বাদে আপনি আরো এগিয়ে যান, এই কামনাই করি.... একটা গান এর Request রইলো....."ও শ্যাম যখন তখন, খেলো না খেলা এমন".........Please do it....
আবারও একটা গান শুনলাম সত্যি খুব ভালো লাগলো অদিতি দি।আরো অনেক গান শুনতে চাই তোমার থেকে।
@latifbepary87383 жыл бұрын
তোমার কন্ঠ সব সময়েই আমাকে মুগ্ধ করে । নতুন কিছু শুনার অপেক্ষায় জার্মানী থেকে
@ankhi32 Жыл бұрын
কী ভীষণ স্নিগ্ধতা শুভ্রতা,,,, হৃদয় শান্তকারি❤❤❤❤
@anjankumarsinha22883 жыл бұрын
ভাষাই প্রকাশ করার মত কথা নেই , গানের সুরে মন হারিয়ে যাই অজানাতে । শুভ কামনা রইল আগামীতে আগত সকল গানের জন্য ।
@malaymandal57163 жыл бұрын
অনির্বচনীয়। কত সহজে গাইলেন আপনি। মন ছুঁয়ে গেল। অনেক ভালোবাসা।
@Shyam71Raj28 күн бұрын
এত মধুর ! এখন কেন ? সুযোগ পেলেই শুনি।
@i.d4323 ай бұрын
Khub bhalo laglo ... Rabindrik-accurate yet modern, and poignant
@sisirkantibanerjee19543 жыл бұрын
অদিতির গলায় সুর সাজানো আছে। গানটাই ওর মন, প্রাণ। কোনও ড্রামাবাজি নেই।
@JayantaMondal3 жыл бұрын
এখন অনেকে গান গাই তাদের যেনো গলা থেকে আওয়াজ বেরোই না আর তোমার গলা সত্যি অপূর্ব, অসাধারণ❤️
@md.mamunquader55153 жыл бұрын
Excellent rendition by Aditi Chakrabarty Mind Blowing Commendable Very best Wishes.
@s.chandram98833 жыл бұрын
Amar priyo gaan aj apnar kanthe aro priyo hoe gelo..apnar modhye apurbo ak snigdho satyer subas ache, eta chirokal evabe nourish Korben asa rakhi...aro boro hon..nutan er gaan er sathe apnake o swagatam! Dhonyobad Aditi..khub Valo thakun
@noyandas55133 жыл бұрын
আবার হবে তো দেখা এ দেখা শেষ দেখা নয়।আপনার কন্ঠে এই গানটি হবে কি দিদিভাই।আপনার গানের কন্ঠ সত্যিই অসাধারণ। বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@mahabbatalimondal5762 жыл бұрын
অতুলনীয়🙏💕 কন্ঠস্বর। spellbound
@amarganerdaali3 жыл бұрын
Tomar gaan ta ashadharon hoyechhe. Khub bhalo lagloo Aditi. Iswar tomake onek ashirbaad korun.
@ChutysGoldenEye2 жыл бұрын
গভীর রাতে অন্ধকার ঘরে বসে আকাশ দেখতে দেখতে এই গানটা হৃদয়ঙ্গম করার মত সুখ আর হতে পারেনা। ভালোবাসা রইলো
সত্যিই বিস্ময়কর পরিবেশনা।দারুণ হয়েছে।শুভ কামনা তোমার জন্য।
@arnabmondal28463 жыл бұрын
Osadharon.... Koto ber j gaan ta sunlam.... Tar kono tik nie....
@alpanatalukdar71633 жыл бұрын
opekhay thaki tmr gaan..sob gaanber mto etao asadharon
@munnidas335910 ай бұрын
Khub sundor gaan ta mam shubho kamona kori
@swapandhar26273 жыл бұрын
এই গানটি স্বাগতালক্ষ্মীর গলায় অসাধারণ। আজ তোমার কন্ঠে শুনলাম নিরাস করলে না।
@tarapadakarmakar17243 жыл бұрын
দিদি "ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে"গানটি শুনতে চাই।।।🙏🙏🙏
@pradiproy96693 жыл бұрын
তোমার কণ্ঠ খুব মধুর। গায়কি ভঙ্গী ও খুব ভালো।শুভেচ্ছা রইল।
@ahad-uz-zaman7466 Жыл бұрын
সুর তো নয় যেন স্বর্গের চিলে কোঠা দিয়ে নিঃসৃত প্রাণ হরনি লহরী। দীর্ঘ দিন বেঁচে থাকুন, সবার জন্য……………………!
@smarajitsengupta8168 Жыл бұрын
Khub sundor bhasae likhechen
@dibyenduhaldar82822 жыл бұрын
অসাধারণ লাগলো বোন। আশা করি ভবিষ্যতেও এই রকম গান শুনবো।
@samaranirban35047 ай бұрын
আহা.... মন ছুঁয়ে রইল ❤️ অনেক শুভেচ্ছা 🌿
@biswajitkhatua83923 жыл бұрын
মা স্বরসতীর অসীম কৃপা তোমার উপরে ❤️
@bidhandas3153 жыл бұрын
তুমি তো আমার প্রিয় শিল্পীদের একজন-সুতরাং গান নিয়ে কিছু বলার থাকতেই পারে না। শুধু একরাশ শুভেচ্ছা রইলো...আর পরবর্তী গানের অপেক্ষায় রইলাম...
@soumyajit39313 жыл бұрын
আমি সারাদিন তোমার গানের অপেক্ষায় ছিলাম, এতক্ষণে অপেক্ষা সার্থক হোল 😊 বহুত ওয়েট করালে 😄
@nibirbiswas70863 жыл бұрын
গানটা শুনলে এক অন্য জগতে হারিয়ে যায়।😊😇
@sukanyamaity61483 жыл бұрын
তোমার কন্ঠে সরস্বতী আছে। তোমার এমন গান শুনলে সব কষ্ট যেন শেষ হয়ে যায়। ❤❤❤👌👌👌
@muhammedjashimuddinkhan23923 жыл бұрын
বাহ চমৎকার! মন প্রাণ ভরে গেলো।
@firedekha43753 жыл бұрын
অপূর্ব কন্ঠ ...মন ভরে গেলো..
@suchetaroy41233 жыл бұрын
খুব সুন্দর হয়েছে। শুভ রবীন্দ্র জয়ন্তী। ❤💖❤
@samaranirban3504 Жыл бұрын
হে নুতন . . . . . . . খুব মন ছুঁয়ে গেলো
@ALOKEDASGUPTA-ev2et Жыл бұрын
মন ভরে গেল তোমার মিষ্টি সুরেলা কন্ঠের গান শুনে।
@indranilrakshit25943 жыл бұрын
খুব সুন্দর শ্রুতি মধুর কন্ঠ 🙏🌹🌹👌
@siddharthabandyopadhyay16963 жыл бұрын
ভীষণ ভীষণ সুন্দর ও নিখুঁত❤! তোমার অনেক ভালো হোক অদিতি!
@samareshbiswas39253 жыл бұрын
তোমাকে অসংখ্য ধন্যবাদ।। তোমার জন্য অশেষ শুভকামনা।। তোমার গানগুলো না শুনলে আমার দিন কাটে না। ।।।।বিশেষ করে,,, তোমার মনে পড়ে,, গানটা দিনে কম করে 20 বার শুনি,,,, তোমার গানের স্বরের প্রতি আমি আসক্ত 😍😍
@feelthevoice53523 жыл бұрын
Excellent.
@রিয়াজুলরাজাখালী-ফ১খ3 жыл бұрын
আমি শুনি --- কত গান হারালাম।
@swadeshkundu54323 жыл бұрын
অপূর্ব সুন্দর আরো গান শোনাবে গান আমার সব থেকে প্রিয় তোমার গান খুব সুন্দর হচ্ছে ।
@tapanjyotibhattacharya4329 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ জানায় তোমায়। খুব ভালো লাগলো তোমার পরিবেশনা।
@biswajitbar403 жыл бұрын
I am totally speechless....... outstanding Aditi...keep it up.and go ahead..love from. Kolkata( thakurpukur)
@universalideal80223 жыл бұрын
অসাধারণ । নতুন ভাবে ছুঁয়ে গেল ধন্যবাদ
@sudiptasardar3423 жыл бұрын
Melodious voice..superb.
@jyotirmoybanerji3 жыл бұрын
চমৎকার গায়ন। অনেক ধন্যবাদ।
@kakonlocalculture21493 жыл бұрын
অসাধারণ সুন্দর হয়ছে দিদি গানটি অনেক ভালোবাসা রইল ❤💙💖💙❤💚💞💙❤💚💖💙
@rajnitibangla96303 жыл бұрын
Aditi you are mind blowing.keep up....👍🙏🙏
@jaharlaldas23493 жыл бұрын
খুব শুদ্ধ উচ্চারণে গানটি গাওয়া হয়েছে, অনবদ্য পরিবেশনা। আমার প্রতিক্ষার অবসান হলো গানটি শুনে, আরও নতুন নতুন গানের অপেক্ষায় রইলাম।
@palashmaity67723 жыл бұрын
Just fatafati voice....apurba...❤️❤️❤️
@musicwithaditi19822 жыл бұрын
অপূর্ব অপূর্ব বোন। অনেক বড়ো হয়ে ওঠো তুমি এই আশীর্বাদ করি
@SwapnoSandhani3 жыл бұрын
এই কন্ঠে অসাধারণ উপলব্ধি পেলাম।।
@pulinbiharinayek39732 жыл бұрын
Very very nice and sweet voice. This song brings back all my memories. Really it's appreciable too much.
@amitsamanta65953 жыл бұрын
Beautiful girl with very beautiful voice 🙏🙏🙏 very nice song yar...👍
@LoveCreation993 жыл бұрын
খুব ভালো লাগে তোমার গানগুলো.... খুব খুব বড় ফ্যান তোমার আমি 😊
@brajendradas73882 жыл бұрын
আহা রে খুব সুন্দর পরিষ্কার স্বর, রবি ঠাকুরের গান
@samsherali-cw6tv3 жыл бұрын
Incredible singing very nice voice quality. Excellent presentation.
@ujjalmondal1463 жыл бұрын
অপূর্ব.... ❤️আগামীর পথ চলার অনেক শুভেচ্ছা রইলো.... 💐💐💐
@banalatachaki45393 жыл бұрын
অসাধারণ গায়কী ভঙ্গিমা ও মিষ্টি কন্ঠস্বর । রবীন্দ্র সঙ্গীত ও পুরনো দিনের আরো অনেক গান শোনার অপেক্ষায় রইলাম ।