খুব একটা ভ্লগ দেখতে ভালোবাসি না। কিন্তু আমার মা ভীষন ভাবে দেখেন। কানে আপনার Narration শুনে দৌড়ে এলাম। ব্যাস আর কি? আটকে গেলাম টিভির সামনে। সত্যি অসাধারণ বললেও কম হবে। টিভির এপারে বসে যেনো মনে হলো আপনাদের টিমেরই এক সদস্য আমি, আপনাদের সঙ্গেই ওখানে আছি। গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা রইলো দাদা।❤
@MeghpeonerVlog5 ай бұрын
অনেক বড় পাওয়া আমার ভাই 😊 ভালোবাসা নিয়❤️ কাকিমাকে আমার প্রণাম জানিও 😊আর সময় পেলে অ্যাটলিস্ট আমার ভ্লগ দেখ? এবং জানিও কেমন হচ্ছে?
@Iman_Chandra5 ай бұрын
@@MeghpeonerVlog অসংখ্য ধন্যবাদ দাদা।❤️ আরো এমন ভালো ভালো ভ্লোগ আমাদের উপহার দিয়ো। আর এখন থেকে তোমার ভ্লোগ গুলো নিশ্চই দেখবো। 😊
@MeghpeonerVlog5 ай бұрын
@@Iman_Chandra ❤️❤️❤️😊😊😊
@prasantapal51965 ай бұрын
Beautiful 💙 💜 blog and the place also so nice. Wish to visit one time..
@santudutta50504 ай бұрын
ভিডিও খুবই ভালো লাগলো আমার সান্দাকফু আর আলে আমার যাওয়া হয়নি ভীষণ বরফ পরে ছিল তাই টুংলু এবং নেপালের কিছু জায়গায় ঘুরে ছিলাম আর শুধু তাই নয় টুংলু থেকে পায়ে হেটে মানেভঞ্জন নেমেছি কারন এতো বরফ পরেছিলো যে কোনো গাড়ি আসতে পারেনি হাটুর কাছাকাছি বরফ পরে ছিল সাথে স্নোনফ্লস। তবে তোমার ভিডিও দেখে আবার ইচ্ছে করছে সান্দাকফু ও আলে যাওয়ার। আর তোমার ভিডিওটা আর একটু পরিস্কার হলে ভালো হতো। best of luck 🙋♂️👍
@debrajtheyoutuber32085 ай бұрын
এত শ্রুতি মধুর উপস্থাপনা আমি অন্তত তেমন কোনো ইউটিউবারের কাছে পাইনি।
আমরা কিছু দিন আগে ই গত মাসে সানদাকফু গেছিলাম, আপনার ভিডিও টা দেখে আবার চোখের সামনে সব ভেসে উঠলো মন হল আবার সেখানে পৌঁছে গেছি, আপনার উপস্থাপনা আর আপনার খুঁজে পাওয়া বন্ধু দুটো ই অপূর্ব, ভালো থাকবেন
@MeghpeonerVlog5 ай бұрын
❤️❤️❤️❤️ thank you so much😊😊🙏🏻
@souradippramanik976 ай бұрын
Onek din por karor vlog na skip kore dekhlam. Darun Chaliye jeyo.
@MeghpeonerVlog6 ай бұрын
Means a lot ❤️ thank you so much ❤️ chesta korchi, aro valo content anar😊🙏🏻 keep this support please❤️
@anathbandhuhalder99275 ай бұрын
আমি যদিও ওখানে গেছিলাম কিন্তু আপনার মতো দৃশ্য গুলো ক্যামেরা বন্দী করতে পারিনি।আজ থেকে আপনার ফ্যান হয়ে গেলাম। আপনার দৃশ্য বর্ণনা কথপোকথন কন্ঠস্বর আমার খুব খুব ভালো লেগেছে। ধন্যবাদ।
@MeghpeonerVlog5 ай бұрын
Thank you so much dada❤️❤️😊
@mitasenbose44052 ай бұрын
এতো ভালো সফর করলাম ভাই তোমার সাথে যে কমেন্ট না করে পারলাম না ,এক কথায় অসাধারন। বহু বছর আগে পড়া সমরেশ মজুমদারের লেখায় সান্দকফু, ফালুট, মানেভঞ্জন এর যা বর্ণনা পেয়েছিলাম,তাতে মননে করেছিলাম প্রথম ভ্রমণ আর আজ তোমাদের সাথে ভার্চুয়াল ভ্রমণ করলাম। বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ভাই ভালো থেকো। আর একটা কথা না বললেই নয় পেমবা কে বেশ ভালো লেগেছে, সশরীরে যখন যাব ওই রাস্তায় পেমবা হবে আমাদের সারথী।
@MeghpeonerVlog2 ай бұрын
Onek onek boro paoa didi❤️😊😊🙏🏻🙏🏻 thank you so much for
@narenmukherjee23896 ай бұрын
এইসব দৃশ্য দেখার পর তোমাদের কি ভাবে ধন্যবাদ জানাব সেই ভাষা আমার জানা নেই। " অনেককে ভগবান দেখেছ কিনা জিজ্ঞাসা করলে বলবে---- না দেখিনি। মিথ্যা কথা। কারণ তোমাদের এই অনিন্দ্য সুন্দর vlog দেখার পর ভগবান নেই একথা বলাও মিথ্যা। খুব খুব সুন্দর ভিডিও এগিয়ে যাও ভগবান তোমাদের পাশে আছেন।
@MeghpeonerVlog6 ай бұрын
আপনাকে যে কী বলি! আমার ভ্লগ যে আপনার এতটা ভালো লাগছে🙏🏻 এটা আমার অনেক অনেক বড় প্রাপ্তি❤️ প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন , পাশে থাকবেন❤️😊
Fantastic view & beautiful coverage . Apnar video khub sundor hoeache ..we are enjoying the full video .Thank you .
@MeghpeonerVlog6 ай бұрын
Thank you so much❤️ means a lot🙏🏻 pashe thakben kintu😊🙏🏻
@monotoshchoudhury66643 ай бұрын
1983 সালে পায়ে হেঁটে উঠেছিলাম,2024 এ তোমার সাথে ভার্চুয়ালি ঘুরে এলাম।তোমার অসাধারণ ভাষ্যের সুবাদে কখনই ক্লান্তিকর মনে হয় নি।চালিও যাও ভাই। শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
@MeghpeonerVlog3 ай бұрын
Thank you🙏🏻❤️❤️
@arunadak96 ай бұрын
অসাধারণ۔۔۔۔জায়গা টা কত টা সুন্দর জানিনা তবে আপনার বলার ধরণ উপস্থাপনা সত্যি খুব সুন্দর মনে হচ্ছিলো যেনো রেডিও শুনছি আর বার বার সানডে সাসপেন্স এর কথা মনে হচ্ছিলো۔۔۔এক কথায় অসাধারণ ❤❤❤
@MeghpeonerVlog6 ай бұрын
অনেক বড় পাওয়া আমার❤️ ভালোবাসা নেবেন🙏🏻 তবে বিশ্বাস করুন, যা যা বর্ণনা করেছি, বলেছি, কোনোটাই মেকি নয় বানিয়ে বলা নয় ! সবটাই আমার অনুভূতি থেকে বলা , জায়গা টা সত্যিই অসাধারণ !!!
অসাধারণ বললেও কম বলা হয়। আজ প্রথম বার তোমাদের ব্লগ দেখলাম।তোমাদের চোখে সান্দাকফু চাক্ষুস করলাম।এত সুন্দর জায়গায় আমি যেতে না পারলেও আক্ষেপ থাকবে না।
@MeghpeonerVlog2 ай бұрын
Thank you so much😊❤️❤️
@nasimaaktar28474 ай бұрын
Storytelling is an art. Apni khub guchiye storytelling korei puro journey tar sathe dorshok der dhore rakhte perechen. Khub sundor laglo.😊
@MeghpeonerVlog4 ай бұрын
Thank you❤️❤️ means a lot
@bimalkarmakar6284Ай бұрын
just osadharon. Ei thanda r moddhe o eto ta effort debar jonno thanks. But ekta kotha na bollei noi apnar voice ta just fatafati. Ami 2025 e jachhi Dhotrey hoe sandhakafu.
@MeghpeonerVlogАй бұрын
Thank you❤😊 jan khub enjoy korben
@মিলু-ঠ৯শ5 ай бұрын
আজকেই প্রথম আপনার ভিডিও দেখলাম, পরপর দুইটা, যেমন ভালো দৃশ্য তেমন আপনার বর্ণনা। যাবো কোনো একদিন। 🤍 from Bangladesh
@MeghpeonerVlog5 ай бұрын
Thank you ❤️❤️ valobasa janalam❤️ pashe thakben🙏🏻
@sudarsandas49175 ай бұрын
অসাধারণ উপস্থাপনা .... বার বার দেখি আর হারিয়ে যাই,, এ পথে বেশ কয়েক বার ট্রেক করছি
@MeghpeonerVlog5 ай бұрын
Thank you so much❤️❤️🙏🏻🙏🏻
@arupkumarbhattacharyya28116 ай бұрын
আজ প্রথম আপনার ভিডিও দেখলাম, শুধু দেখলাম বললে কম বলা হবে, বরং দেখার সৌভাগ্য হল বলবো। অসাধারণ চিত্র গ্রহণ, আর অনবদ্য ধারাভাষ্য। কন্ঠস্বর টা সত্যিই শ্রুতিনন্দন। তাই আজ থেকে আপনার ইউটিউব চ্যানেলে র একজন সদস্য হয়ে গেলাম। আগামী দিনে এইরকম সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও দেখার অপেক্ষায় থাকব। শুভকামনা রইল🙏।
@MeghpeonerVlog6 ай бұрын
অনেক ধন্যবাদ দাদা❤️🙏🏻 অনেক বড় পাওয়া 😊 আপনাদের ভালো লাগলেই সব পরিশ্রম সার্থক মনে হয়❤️ পাশে থাকবেন 🙏🏻
@rajupalcob2 ай бұрын
অনির্বচনীয়
@lahirisomankar3 ай бұрын
প্রতিটা ভ্লগে আপনার ধারা ভাষ্য এতটাই সুন্দর হয় যে মুগ্ধ হয়ে যাই। যত ভালো দৃশ্য ততটাই ভালো তার বিবরণ। সফল হোক আপনার ভ্লগ। ভালো থাকুন আপনারা সবাই। নমস্কার।
@MeghpeonerVlog3 ай бұрын
Pronam janai ❤️🙏🏻🙏🏻🙏🏻
@Magnum_rupam6 ай бұрын
Darun Laglo Video ta 😃😃 Next porber opekkhai roilam❤❤
@MeghpeonerVlog6 ай бұрын
Thank you so much❤️ next porbo kothy guess korte parlen ki?
@KoushikMondal-rg7dl2 ай бұрын
তোমার কথা শুনতে শুনতে কখন যে সময় পেরিয়ে গেলো, সেটা টেরও পেলাম না.... অপূর্ব উপস্থাপনা, আর সাথে অপূর্ব বাচনভঙ্গি তোমার দাদা.... মুগ্ধ হয়ে গেলাম.... তোমার এই ভিডিও দেখে, আমরাও পরিকল্পনায় বসলাম ❤️❤️
@MeghpeonerVlog2 ай бұрын
Thank you so much❤️😊
@dorjechang67773 ай бұрын
80% vlogers makes 3 part video for a short tour 3/4 ND at length of 90 to 100 minutes.. while 30 minutes smart video is enough for Sandakphu tour. nice video. 💙💙💙💙
@MeghpeonerVlog3 ай бұрын
Thank you❤️😊
@muktishsilamaitiАй бұрын
Darun video. Sundor tomar presentation and the experience you are giving
@MeghpeonerVlogАй бұрын
Thank you so much❤️😊😊
@MasterDaPinnacle6 ай бұрын
আপনি থাকছেন স্যার❤ বাংলা আবার একজন ভালো vlogger কে পেলো।আরো চাই।
@MeghpeonerVlog6 ай бұрын
Means a lot ❤️❤️ pashe thakben sudhu😊 sobe poth chola suru onek ta poth jete hbe 😊🙏🏻
@payeldey27923 ай бұрын
অসাধারণ গলার আওয়াজ। পুরো যাত্রাপথ টা দেখাও বলে আরও ভালো লাগে। খুব সুন্দর ভিডিওগ্রাফি। আমার খুব ভালোলাগলো। এরম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসো। তুমি অনেক দূর এগিয়ে যাবে । এই শুভকামনা রইলো।
@MeghpeonerVlog3 ай бұрын
Thank you❤️😊
@kinjalsarkar357615 күн бұрын
সব কিছুর উর্দ্ধে আপনার বচন ভঙ্গী,যেটা সকলকে মুগ্ধ করছে।এর সাথে আছে অসাধারণ ক্যামেরা বন্দী সফর।খুব সুন্দর।
@MeghpeonerVlog14 күн бұрын
Thank you so much❤️
@bahnishikhadebnathАй бұрын
খুব সুন্দর, মন ভরে গেল, মনে হচ্ছে আমি ওখানেই চলে গেছি
@MeghpeonerVlogАй бұрын
Dhonyobad❤️😊🙏🏻
@ashishroy44332 ай бұрын
কি সুন্দর উপস্থাপনা, মনে হচ্ছিল সানডে সাসপেন্স শুনছি এক মুহূর্তের জন্যও ব্লগ থেকে চোখ সরাতে পারিনি। আরো এগিয়ে যাও দাদা শুভকামনা রইল। ❤
@MeghpeonerVlog2 ай бұрын
Thank you😊❤️🙏🏻
@sandeepsanpui96452 ай бұрын
Tomar ai video taa khub sundor legeche, R tomar kotha gulo sunte khub bhalo laglo.
@MeghpeonerVlog2 ай бұрын
Thank you❤️😊
@shrutichakraborty046 ай бұрын
Darun laglo... Vorer darjeeling er view ta just osadharon ❤❤
@MeghpeonerVlog6 ай бұрын
ধন্যবাদ ম্যাডাম❤️
@anirbanneogi72232 ай бұрын
আবারও হলাম বিনা পয়সায় সফরসঙ্গী 😊 আমরা বন্ধুরা মানেভঞ্জন থেকে একজন গাইড নিয়ে ট্রেক করে গিয়েছিলাম সান্দাকফু, ভোরবেলা বেরিয়ে প্রথম রাত ছিলাম গৈরীবাস এর ট্রেকিং hut এ , পরদিন দুপুর নাগাদ সান্দাকফু পৌঁছাই। পরদিন ভোরে দারুন সানরাইজ পেয়েছিলাম... The great sleeping Buddha 🙏 আবারও এই vlog এ স্মৃতি রোমন্থন করে নিলাম । Thank you so much again ❤
@MeghpeonerVlog2 ай бұрын
Tomader jnnoi to sofor kora!!! Thank you😊❤️🙏🏻
@mujahidakhatun43732 ай бұрын
Just wow ..ato vlo vlogers ami age dekhina ..khb sundor. .apnar video gulo dekhe amar o jete icha korche ..
@MeghpeonerVlogАй бұрын
Chole jan!! Darun lagbe
@tanmoydas29255 ай бұрын
etar videography darun. bola to tomar sundor i. mone hoy meghla weather r jonyo dooars er video r oujollo kom chilo..... thanx for this beautiful vlog.
@MeghpeonerVlog5 ай бұрын
@arunavachatterjee56432 ай бұрын
Osadharon ekta blog, thanks to all of u❤
@MeghpeonerVlog2 ай бұрын
Thank you❤️
@swastikapaul71116 ай бұрын
May এর last week এ Tumling to Sandakphu trek করে এসেছি, তবু পরিবেশনার গুনে বেশ ভালো লাগলো, অনেক ক্ষেত্রেই নিজেদের মনোভাব এর সাথে মিল পেলাম
@MeghpeonerVlog6 ай бұрын
ধন্যবাদ 😊 আসলে একটু সময় হাতে থাকলে আমরাও ট্রেক করতাম, ট্রেকের মজাই আলাদা।আমার নেপাল রুটে চিন্তাফু ট্রেক টা করেছিলাম, পারলে কখনও ওই ট্রেক টাও করবেন, মাইপোখারি থেকে মাইমজুয়া, গড়ওয়ালে ভঞ্জন হয়ে চিন্তাফু! চিন্তাফু টপ থেকে আমার দেখা আমার জীবনের সেরা দৃশ্য দেখেছি! আছে ভিডিও চ্যানেল এ দেখতে পারেন আশা করি ভালো লাগবে 😊🙏🏻
@nabab.sarkar07863 ай бұрын
Tomar dooars er video ar ahal er video gulo sompurno dekhlm khub valo laglo, khub sundor presentation ❤
@MeghpeonerVlog3 ай бұрын
Thank you❤️😊
@Joyplanet4 ай бұрын
মনোমুগ্ধ হয়ে শুনলাম। অসাধারন বাচনভঙ্গি। অত ভালো ভ্লগ খুব কম দেখেছি।
@MeghpeonerVlog4 ай бұрын
Thank you so much❤️❤️🙏🏻 means a lot
@ceciliabanerjee27074 ай бұрын
Ek kothai Darun..... Once again Thank you very much 🙂
@MeghpeonerVlog4 ай бұрын
Thank you abaro❤️🙏🏻
@sumanmunian94574 ай бұрын
Same traveller er sathei gachilm may 24 e ... Aahl er same homestay tei chilm first floor a ... দারুন এক্সপেরিমেন্ট/ অভিজ্ঞতা 😊 ওদের আতিথিওটা দারুন ❤
@jajaborjonty5503Ай бұрын
Dads tomar voice ta sune tomar protgek ta video bhalo lagche.
@MeghpeonerVlogАй бұрын
Thank you😊❤️
@Sayem13205 ай бұрын
প্রকৃতির নয়নাভিরাম চিত্র ধারনের সাথে সাথে এত সুন্দর কথার মালা গাঁথা এক কথায় অনবদ্য। অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য। আর একটা কথা, বহুদিন আগে পাঠ করা সমরেশ মজুমদার এর উপন্যাস গর্ভধারিণীর বেশ কিছু কাহিনী নতুন করে কল্পনার চোখে এসে ধরা দিল।
@MeghpeonerVlog5 ай бұрын
❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻 thank you so much 😊😊😊
@soumimukherjee1019Ай бұрын
Ki valo ghorale... ❤❤thank you🥰...
@MeghpeonerVlogАй бұрын
😊❤️😊 welcome and thank you
@PujaPaul-v7z2 ай бұрын
অসাধারণ সুন্দর উপস্থাপনা ❤
@MeghpeonerVlog2 ай бұрын
Thank you😊
@barunchakraborty5 ай бұрын
Khub sundar video korechen. Apner description khub clear. Apner tone khub parishkar. Word selection flawless .
@MeghpeonerVlog5 ай бұрын
Thank you so much❤️❤️🙏🏻
@SouravDas-ur7tx5 ай бұрын
KZbin ghat te ghat te hotat e chokh atke galo. Ki osadharon story telling. Mone hochhe barbar ami nije tomar sathe travel korchi. Safar khubsurat hai manzil se bhi. Aro erom video chai. Valo theko, evabei egiye cholo. Onek valobasa❤️
@MeghpeonerVlog5 ай бұрын
Thank you so much ❤️❤️❤️🙏🏻 vlobasa nio 😊 ami chesta korchi, anar aro onek onek video
@gautammukherjee39232 ай бұрын
The best presentation undoubtwdlt. I shall go on 31.10.2024
@MeghpeonerVlog2 ай бұрын
❤️😊 khub valo hok journey
@gautammukherjee3923Ай бұрын
Thanks
@adityachatterjy80354 ай бұрын
গত বছর পুজোয় গিয়েছিলাম সান্দাক-ফু। আলের সূর্যাস্ত দেখবার জন্যই গিয়েছিলাম মূলত। যে দৃশ্য দেখেছিলাম সেটা আমৃত্যু ভুলতে পারবো না। অনবদ্য অভিজ্ঞতা হয়েছিল।
@MeghpeonerVlog3 ай бұрын
❤️
@somakanjilal70575 ай бұрын
আমি Meghpeoner Vlog নতুন সদস্য। কি লিখি? যাই লিখবো ভাবি,দেখি আমার আগে কেউ না কেউ সে কথাই লিখে রেখেছেন। মনে হল আমার মতো সবাই একই রকম মন্ত্র মুগ্ধ। তাই অফুরন্ত শুভেচ্ছা,ভালোবাসা,অভিনন্দন আর যা যা হয় সব সব জানালাম ভাই। ❤❤❤❤❤❤
@MeghpeonerVlog5 ай бұрын
Thank you so much didi❤️ means a lot🙏🏻🙏🏻🙏🏻 valo thakben, pashe thakben❤️😊😊 amar valobasa neben😊
@pranabkayal25884 ай бұрын
ভাই অসাধারন, আমি পুরুষ হয়েও তোমার কথা বলার স্টাইলের প্রেমে পড়ে গেলাম, আমি নিজে সারা ভারত ও বাইরের দেশে ও গেছি একাধিক বার গেছি, কিন্তু তোমার ব্লগ সত্যিই সুন্দর, ভালো থেকো ভাই
@MeghpeonerVlog4 ай бұрын
Means a lot❤️❤️ thank you😊😊
@TabsouraD3 ай бұрын
Landscape + storytelling..... sorgo ❤
@MeghpeonerVlog3 ай бұрын
❤️❤️😊🙏🏻 thank you
@tapaskumarmondal17042 ай бұрын
বন্ধুর প্রতি ভালোবাসা খুব ভালো লাগলো 💚💚
@MeghpeonerVlog2 ай бұрын
Apuu na thakle khub khub dhakka khetam ami ar amar ei channel
@dipudas8043Ай бұрын
❤ যত দেখছি ততোই মুগ্ধ হয়ে যাচ্ছি
@MeghpeonerVlogАй бұрын
Thank you so much😊❤️
@mahaswetachakraborty4712Ай бұрын
Tomar blog sabe dekhte suru korechi daohill ar ar ekta, dutotei uncanny feeling s e bhora. Khoob bhalo lage tomar blog
@MeghpeonerVlogАй бұрын
Thank you❤️😊🙏🏻🙏🏻
@monicahazra6813Ай бұрын
লাইক এবং কমেন্ট না করে থাকা অসম্ভব। দারুন লাগছে তোমার ভিডিও দেখতে 👌🏻
Thank you so much❤️🙏🏻 somoy bki gulo o dekhben, asa kori valo lagbe, ar kemon lagche janaben 😊 pashe thakte hbe kintu
@NeverusedPattern4 ай бұрын
Osadharon story telling, mesmerizing ❤
@MeghpeonerVlog4 ай бұрын
Thank you 😊❤️
@mobilephotofan855 ай бұрын
অসাধারণ লাগলো। দুটো ভিডিওই দেখলাম। মনে হলো যেন আমিও ঘুরে এলাম।
@MeghpeonerVlog5 ай бұрын
Thank you ❤️❤️ vlobasa nio😊
@rinkusaha21466 ай бұрын
আমরা 20yrs আগে গিয়েছি,,,, রাস্তা অনেক ভালো হয়েছে,,,,আপনার বলা আর উপস্থাপনা,,,,খুবই মনোগ্রাহী,,,,,❤ Charoibeti
@MeghpeonerVlog6 ай бұрын
Hyaa ami vabchi, 20 bochor age na jani aro koto sundor chilo❤️😊
@debrajtheyoutuber32085 ай бұрын
আপনার ধরা ভাষ্য শুনতে শুনতে বার বার মনে হচ্ছে রেডিওর FM এ কোনো show শুনছি। খুব খুব ভালো লাগলো
@MeghpeonerVlog5 ай бұрын
Means a lot dada❤️❤️❤️
@prantickdey64406 ай бұрын
presentation and storytelling e sb theke valo laglo.. bangla e onek travell vlogger ache but presentation wise apni ar Anindya's travelogue ar Trip and tour guide er avishek da sera.
@MeghpeonerVlog6 ай бұрын
Means a lot❤️ atto boro boro channel ache tr modhyeo apnar je amy one of the best mone holo eta onek boro paoa amr kache❤️ chesta korbo ei vorshar morjada dite🙏🏻🙏🏻😊😊 pashe thakben
@eshitaroy33272 ай бұрын
Duto video-e khub bhalo, daroon.. Ar ami jokhn apnar kotha gulo shunchilam mone hochilo Sunday suspense shunchi monehoy!😇
@MeghpeonerVlog2 ай бұрын
Thank you so much😊❤️❤️
@madhumitabhattacharya19336 ай бұрын
খুব খুব ভালো লাগল পুরো জার্নি, আর তোমার ভাষ্যও ভীষণ ভীষণ ভালো,,, কিছুদিন আগেই সান্দাকফু ভ্রমন করেছি বলে খুবই চেনা গন্ধ আবার বলি খুব সুন্দর
@MeghpeonerVlog6 ай бұрын
আমি আপ্লুত! পাশে থাকবেন🙏🏻❤️
@subzerogg55062 ай бұрын
Dada video ❤ dekhe mon bhore gelo ❤
@MeghpeonerVlog2 ай бұрын
Thank you😊❤️
@arupsarkar53735 ай бұрын
আপনাদের সফর আমাকে চল্লিশ বছর আগের স্মৃতিকে মনে করিয়ে দেয়। আমরা বন্ধুরা মিলে তিন বার সান্দাকফু ও ফালুট ঘুরে এসেছি। আপনাদের সঙ্গে শুধু একটাই পার্থক্য এই যে আমরা মানেভঞঝন থেকে সান্দাকফু হয়ে ফালুট পর্যন্ত এবং ফেরার সময় তুমলিঙ হয়ে মানেভঞঝন ফিরেছিলাম। তবুও স্মৃতিকে ফিরে পেতে কার না ভালো লাগে।আজ শারীরিক সক্ষমতা না থাকলেও মনের সক্ষমতা তো শেষ হয়ে যাইনি। ধন্যবাদ আপনাদের। জয় হিন্দ ❤
@MeghpeonerVlog5 ай бұрын
Ahaaa❤️❤️❤️ apnara je oviggota tokhon korechilen ota pure oviggota!!! Sei oviggota akhon ar kora jabe bole mone hoyna!!
@kalyandas15112 ай бұрын
Darun voice, setar jannoi aro besi kore subscribe korlam. Erom vabei chaliye jao agamidine onk boro hbe asa korchi.
@MeghpeonerVlog2 ай бұрын
Dhonyobad😊❤️❤️
@ADsocrates00106 ай бұрын
দুর্দান্ত ভাষ্য। অসাধারন ভয়েস ওভার।
@MeghpeonerVlog6 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ🙏🏻❤️ পাশে থাকবেন 😊
@IndraLifestyleFitness5 ай бұрын
আমি বহুবার চেষ্টা করেছি যাবার কিন্তু হয়নি । কিন্তু আমি বহু ট্রেক করেছি । আপনার volg দেখে আবার ইচ্ছা হলো । অসাধারণ আপনার voice
@MeghpeonerVlog5 ай бұрын
Thank you so much❤️ akta jinis dada jibon theke bujhechi, somoyer age kono kichui hoyna😊 dekhben thik somoy hole pouche gechen
@mitusworld33452 ай бұрын
Dada apnar katha bolar dhoron ei vlog k onno level e niye giyeche..Prakritik soundorjo jotota dekhe onuvob korchi thik totota e shune onuvob korchi ..apnar jonne onek shubho kamona..
@MeghpeonerVlog2 ай бұрын
Thank you so much😊❤️❤️🙏🏻
@kpjrahin6554 ай бұрын
খুব ভালো লাগলো মানস ভ্রমণ দারুন উপভোগ করলাম
@MeghpeonerVlog3 ай бұрын
Thank you❤️
@Txypt.vqw-h7y3 ай бұрын
BEAUTIFUL PRESENTATION... AND LOVELY VOICE..FROM BARRACKPORE.. KEEP IT UP
@MeghpeonerVlog3 ай бұрын
Thanks a lot
@amitkarmakarmua90966 ай бұрын
আমি দুবার সান্দাকফু ঘুরেছি কিন্তু আপনার চোখ দিয়ে সান্দাকফু কে আরো নতুনভাবে দেখলাম। আর একটা কথা না বললেই নয় আপনার ভয়েস ওভার এতটাই সুন্দর যে আমার মনে হয় আপনি যদি আমাদেরকে ভূতের গল্প বা গোয়েন্দা গল্প বলে শোনান তাহলেও সেটা মন্দ হয় না।❤
@MeghpeonerVlog6 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ দাদা❤️🙏🏻 গল্প ও সুযোগ পেলে নিশ্চয় শোনাব❤️ পাশে থাকবেন❤️
@bohemian_TheFreeSoul6 ай бұрын
আবারো মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম । খুব সুন্দর ছিল এই জার্নি ।
@MeghpeonerVlog6 ай бұрын
Thank you so much❤️❤️🙏🏻 next trip kothy guess korte parlen?
@bohemian_TheFreeSoul6 ай бұрын
@@MeghpeonerVlog পরের ট্রিপ দার্জিলিং এ নাকি? বর্ষার সময় আমারও প্ল্যান আছে দার্জিলিং। বৃষ্টিভেজা দার্জিলিং দেখার ইচ্ছা বহুদিনের।
@MeghpeonerVlog6 ай бұрын
@@bohemian_TheFreeSoul khub e kache gecho❤️ but sotti e pahari bristir byapar tai alada
@biswajitmunda61554 ай бұрын
Ture tar sathe toma kotha gulo sunte sunte hariye jawa Jay Khub sundar
Jayga ta sunechi onek sundor bt jawa hoy ni.dekheo khub valo laglo
@romeobis2 ай бұрын
খুব সুন্দর উপস্থাপনা। আপনার কণ্ঠ স্বর ও বলার ভঙ্গিমা ও দারুন। মনে হলো যেন সানডে সাসপেন্স এর মীরের গলা শুনছি। You earned a subscriber today. Keep going.
@MeghpeonerVlog2 ай бұрын
Thank you so much❤️😊
@pritamsarkar65335 ай бұрын
Tomar duto video ei tour er khub sundor hoyeche, awesome
@MeghpeonerVlog5 ай бұрын
Thank you so much❤️❤️😊
@arjamakhasnobis59944 ай бұрын
Sobkota episode khub valo..❤❤
@MeghpeonerVlog4 ай бұрын
Thank you😊😊❤️
@somadas80695 ай бұрын
Khub bhalo.osadharon presentation.
@MeghpeonerVlog5 ай бұрын
Thank you so much❤️😊
@ShibabrataChakraborty6 ай бұрын
অসাধারণ অপনার ফটোগ্রাফিক সেন্স - দৃশবলীর বর্ণনা , যেনো দর্শক রাও আপনার সহযাত্রী। খুব ভালো লাগলো । অপুর প্রতি আপনার। কৃতজ্ঞতা প্রকাশের অংশ টা বুঝিয়ে দেয় - এখনো অনেক ভাল মানুষ আছেন, আমারও যেনো ওর মত হেল্পফুল হতে পারি ।🎉
@MeghpeonerVlog6 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে❤️ আপনার এতো ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আমার প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন যেন এরকম কাজ আরও অনেক করতে পারি🙏🏻 আর সত্যিই অপুর মতন মানুষ খুব বিরল 😊❤️
অসামান্য রে রাজা।। আমি আর ছেলে মেয়ে মুগ্ধ হয়ে দেখেছি রে।। এগিয়ে যা ভাই।।
@MeghpeonerVlog6 ай бұрын
Ki ar boli tomader notun kore❤️❤️ valobasa ar pronam nio❤️🙏🏻
@debjitdeb6125 ай бұрын
দুর্দান্ত Vlog আমরাও আল এর এই হোমেস্ট তে ছিলাম
@MeghpeonerVlog5 ай бұрын
Thank you so much❤️ homestays location ta kintu besh valo, taina?
@debjitdeb6125 ай бұрын
@@MeghpeonerVlog hain besh vlo❤ Amra khub vlo view peyechilam Sunset, sunrise dutoi uporontu paona chilo laxmi purnima
@GaaneGaaneBhubane3 ай бұрын
তোমার উপস্থ্যাপানা র ভিও অসাধারণ ।
@MeghpeonerVlog3 ай бұрын
Ali Ansari
@pyne75Ай бұрын
অসাধারণ পরিবেশন, অসাধারণ narration, voice. এই প্রথমবার আমি একই ভিডিও একাধিকবার দেখতে বাধ্য হলাম. চালিয়ে যাও ভাই, খুব ভাল ভালো জায়গায় ঘুরে বেড়াও আর আমাদের মানস ভ্রমণ করিও
@MeghpeonerVlogАй бұрын
Means a lot❤️😊 thank you so much😊❤️
@avishekghosh32543 ай бұрын
দাদা আপনার বাচন ভঙ্গি অসাধারণ ....খুব ভালো গল্প বলতে পারেন ....বাংলায় অনেক ট্রাভেল ব্লগ দেখেছি ....কিন্তু আপনার মতোন উপস্থাপনা পাই নি ..খুব প্রশংসার দাবি রাখে .....সান্দাকফু ঘুরে এলাম আগের বছরে ডিসেম্বর মাসে ...বেশ স্মৃতি রোমন্থন হল বেশ ....এবার কোনো দিন গেলে ফালুট,মোলে,চান্দু, চাররাতে আর সামানদিন দেখতে ভুলবেন না ..
@MeghpeonerVlog3 ай бұрын
Thank you so much❤️❤️😊😊 porer bar ogulo jaboi!!
@somaghosh33154 ай бұрын
অসম্ভব সুন্দর আপনার উপস্থাপনা তার সাথে আপনের ভয়েস অসাধারণ,,,
@MeghpeonerVlog4 ай бұрын
Thank you so much didi❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
@deepsikhaduttabir93824 ай бұрын
Khub ekta blog a comment kori na. Ajkal sobai blog banache . Onk popular manusjin achen. Hotath aj apnar Sandakphu r blog ta chocke porlo. Sunlam. Prothom bar sune mone hochillo Sunday Suspense r kono romanchokor ekta golpo sunchi. Khub subdor apnar upostanpna. Khub bhalo laglo. Ei bhabei chaliye jan. onk subhecha roilo apnar janno r apnar channel r janno. Bhalo thakben.
@MeghpeonerVlog4 ай бұрын
Onek onek boro paoa❤️😊 evabei pashe thakben🙏🏻🙏🏻 ar khub khub valo thakben😊😊
@upasanaroy11972 ай бұрын
Nice voice and nice presentation
@MeghpeonerVlog2 ай бұрын
Thank you❤️😊
@ritisharajchaitalipaul684 ай бұрын
Tomar vlog dekhar sathe sathe tomar kotha bolar j magical form seta just awesome......darun lage Tomar vlog gulo, just atke jai
@MeghpeonerVlog4 ай бұрын
Thank you so much❤️ means a lot
@subratachakraborty19902 ай бұрын
Asadharan sundar ekti blog
@MeghpeonerVlog2 ай бұрын
Thank you😊❤️🙏🏻
@parthasen32235 ай бұрын
গত বছর ধত্রে-টংলু trek করে গিয়েছিলাম। রাজু HS তেই ছিলাম। ওখান থেকে মেঘমা পর্যন্ত ট্রেক করেছিলাম। অসাধারণ দৃশ্য। দারুণ লেগেছিল। আপনার ভিডিও টা দারুণ লাগলো। 1° থেকে 35° তে ফিরে আসা। ওটাই খুব কষ্টকর।
@MeghpeonerVlog5 ай бұрын
Thank you so much❤️❤️❤️ ar hya sotti e vison chaper 1 theke 35 na tokhon almost 37-38
@rajkuila91645 ай бұрын
Mone hoi Sunday suspense sunchi,back ground audio sathe video just wow
@MeghpeonerVlog5 ай бұрын
Means a lot dada❤️❤️🙏🏻 thank you
@suryadey8361Ай бұрын
Darun laglo tomar video concept. Ai vabye agiye jao ......♥