Рет қаралды 381
স্বামী মারা গেছে অনেক আগে। ছেলেও মারা গেছে বছর সাতেক আগে। আশির ঊর্ধ্বে বয়স তার। এ জগতে তাকে দেখার মতো আর কেউ নেই। দুটি লাঠিতে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেটে চলে বেড়ায় অনেক কষ্টে। না পায় বৃদ্ধভাতা, না পায় বিধবাভাতা। পাবে বা কি করে অফিসে যাওয়ার মত শারীরিক সামর্থ্যটুকু আর অবশিষ্ট নেই। অনেক কষ্টে দিন অতিবাহিত হয় তার।
আমার অফিসের পক্ষ থেকে ছোট্ট একটা প্রচেষ্টা তাকে তার প্রয়োজনীয় অধিকার গুলি ফিরিয়ে দিয়ে এই শেষ বয়সে মুখে হাসি ফুটিয়ে তোলার ;