হ্যাঁ রোজ হয়। কোনো প্রবেশমূল্য নেই। আগে গেলে আগে বসার জায়গা পাবেন। security checking এর জন্য হাতে সময় নিয়ে যাবেন। সঙ্গে টাকার ব্যাগ আর মোবাইল রাখবেন, বেশি বড় ব্যাগ এবং তারমধ্যে খাবার, ধারালো আর দাহ্য কোনো বস্তু নেবেন না। শীতকাল আর গরমকাল নির্বিশেষে অনুষ্ঠানের সময় পরিবর্তন হয়। নাচগানের অনুষ্ঠান বিকাল ৩টে থেকে শুরু হয়। ভেতরে খাওয়ার জন্য আর কেনাকাটা করার জন্য প্রচুর দোকান আছে। আর beating retreat ceremony -র পরে চাইলে ওখানেই BSF Museum আছে, দেখে আসতে পারেন, প্রবেশমূল্য দশটাকা মাথাপিছু।
@sushamapaul31652 ай бұрын
Ekhane dhokar ticket er dam kto??
@amimalini20212 ай бұрын
আটারি-ওয়াঘা বর্ডারের কোনো প্রবেশমূল্য নেই। It's totally free for everyone. তবে ওখানে BSF এর একটি museum আছে যেটির প্রবেশমূল্য মাথাপিছু দশটাকা।