Apni jokhon himu book upload den suni otherwise suni na
@MyAudioBook3 жыл бұрын
হিমুর বই শেষ হয়ে গেলে কি করবেন? অডিওবুক শোনা বন্ধ করে দিবেন?
@mdsahed8760 Жыл бұрын
সজল কে সব সময় হিমু ভাবা আমি।
@NurulAmin-us2ke10 ай бұрын
eaibabe bole dile. boiar kodor kome jabe bai r na.
@A.Rab73013 жыл бұрын
সতর্ক করতে, ভয় দেখাতে নয়। 💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺 আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসুলুল্লাহ (দঃ) ইরশাদ করেছেন, "তোমাদের এমন কোন লোক নেই যে, তার সাথে তার সংগী হিসেবে একজন জ্বিনকে (শয়তান)/খবিশ/কারিন জ্বিনকে নিযুক্ত করা হয়নি। সাহাবায়ে কেরাম (রাঃ) জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলাল্লাহ (সা.)! তাহলে কি আপনার সাথেও আছে? রাসুলুল্লাহ (সা.) বললেন- হ্যাঁ, আমার সাথেও আছে। তবে তার (শয়তানের) মোকাবেলায় আল্লাহ তা'আলা আমাকে সাহায্য করেছেন। ফলে সে মুসলমান হয়ে গেছে। এখন সে আমাকে কল্যাণের কথাই বলে।"সহীহ মুসলিম, 🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐 সকল মানুষের সাথে একটি করে শয়তান জিন থাকে। তাদের একমাত্র কাজ হলো, কেউ মুসলমান হলে তাকে দিয়ে পাপ করানো বা তাকে ঈমান হারা করে ফেলা। মানুষ মারা গেলে তার সাথে থাকা শয়তান জ্বিন/বদজ্বীন (খবীশ) মৃত মানুষের আত্মার বেশ ধরে নানা রকমের অপকর্ম করে। এই সব শয়তান জিনগুলো এমন সব অপকর্ম করে, যাতে মানুষের মধ্যে কিছু ইসলামের আকিদা বহিঃর্ভুত বিশ্বাস জন্মে যায়। এর ফলে মানুষ মনে করে সে ইসলামেই আছে, আসলে তার মধ্যে ইসলামের আকিদা বহিঃর্ভুত কুফরী বিশ্বাসও জন্মে গেছে। এইভাবেই শয়তান জিন মানুষকে জাহান্নামী বানিয়ে ফেলে। এই সব শয়তান জিনগুলো মানুষকে দিয়ে ব্লাক ম্যাজিকও করিয়ে থাকে। আর যারা ব্লাক ম্যাজিক করে তারা জাহান্নামী হবেই। মূলত মানুষ মারা গেলে, ভাল আত্মা ইল্যিয়িনে এবং খারাপ আত্মা সিজ্জিনে নেয়া হয়। সেখান থেকে আত্মা ভুত হয়ে পৃথিবীতে এসে ঘুরে বেড়াবে এটা সম্ভব নয়। কারণ আল্লাহ কারো মৃত্যু নিশ্চিত করলে তাকে আর পৃথিবীতে ফিরিয়ে দেন না। তাহলে এখন জিজ্ঞাসা করেতে পারেন ভুতুরে কান্ডগুলো আসলে কি ? উত্তরে সোজাভাবে বলা যায়, এগুলো হলো কখনো শয়তান জিনের/ বদজ্বীন(খবীশ) কাজ, কখনো দুষ্ট জিনের কাজ কখনো হিলুসিনেশন। আপনি সহজেই এই কথা বিশ্বাস করতে পারেন, জিন আপনার চড় মেরেছে। কিন্তু এটা বিশ্বাসযোগ্য নয় যে, আপনার পরিচিত কোন মৃতের আত্মা এসে আপনাকে চড় মেরেছে। এটা ইসলামের আকিদা বহিঃর্ভুত বিশ্বাস। আবার মুত্যু থেকে ফিরে আসার নানা রকমের অদ্ভুত সব গল্পও শোনা যায়। তারা তাদের পরিচিত মৃতের সাথে কথা বলেছে, নানা ধরণের মৃত্যুপরবর্তি অভিজ্ঞতার বর্ণনাও তারা দেয়। আসলে এটাও শয়তান জিনের কাজ। তারা এভাবেই মানুষের ইমান নষ্ট করে ফেলে। কেউ যখন মৃত্যুমুখে পতিত হয়, তখন শয়তান জিন তাদেরকে ঈমান হারা করে মারার জন্য নানা ধরণের ঘটনা ঘটায়। এই মানুষটি যখন বেঁচে যায় তখন ওই সব ঘটনারই বর্ণনা দেয়। কাজেই সাবধান। কখনো যদি খারাপ জীন (খবীশের) পাল্লায় পড়ে যান, তবে তা আপনার জন্য খুবই বিপদ। প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। কারণ বদজ্বীন/খবিশের একটি প্রজাতি রক্তচোষা ও মাংসাশী। তখন এক মনে জোরে জোরে সুরা ইখলাস বা আয়াতুল কুরসী পড়তে থাকুন। আল্লাহ্ এই কালামগুলোই তখন ওই ভয়ঙ্কর খবিশের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। রক্তচোষা, মাংসাশী, নরখাদক খবিশদের হাত থেকে রক্ষা পেতে মুখস্ত যে কোন দুয়া/সুরা পড়ুন। রাতে খোলা জায়গায় (নির্জন রাস্তা, মাঠ, জলাশয়, ছাদ) একা থাকবেন না। প্রয়োজনে একা বেরুতে হলে সুরা ইখলাস বা আয়াতুল কুরসি পড়তে থাকুন। এ দুটির একটিও মুখস্ত না থাকলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম - এই দুয়াটি বা অন্য যে কোন দুয়া, সুরা বা আল্লাহর গুণবাচক বাক্য পড়তে থাকুন। সংগ্রহিত 💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺 লিসনারদের বলছি গল্প শুনার সময় আল্লার জিকির করুন মনে মনে। আল্লাহুম মাগফিরলি বা আল্লাহু আকবার বা যে কোন জিকির, দুয়া, সুরা।