Рет қаралды 4,303
হিন্দুসহ অন্যান্য ধর্মের লোকেরা কেন চন্দ্রপাড়ায় যায়?
ফরিদপুরের একটি পবিত্র স্থানের নাম চন্দ্রপাড়া পাক দরবার শরীফ। আত্মার বিশুদ্ধতা অর্জন, জীবনকে নতুনভাবে জাগ্রত করা, নামাজের মধ্যে মগ্নতা অর্জন (সালাত ই হুজুরি) এবং আধ্যাত্মিক জ্ঞানলাভের উদ্দেশ্যে সুফিবাদের আদর্শে প্রতিষ্ঠিত এইস্থানে লাখ লাখ ভক্তরা এসে থাকেন।
হযরত শাহ্ চন্দ্রপুরী বলেন নামাজ ছাড়া কেউ সহজে জাহান্নাতে যেতে পারবে না নামাজ খারাপ কাজ থেকে ফেরার সাবার আগে আল্লাহ পরে নবী তার পরে বাবা মা তার পরে পীর! কেউ ভড পীরে হাতে হাত দিলে দুইজনেই জাহান্নামী তাই পীর চিনিয়া হাত দিবেন! কেউ আল্লাহর অলিকে নিয়ে কোনো বাজে কথা বলবে না আল কুরান
কালের শ্রেষ্ঠমানব ও সংস্কারক, ভক্তদের মধ্যমণি, সিরাজুমমুনিরার বাহক, সুলতানুল আউলিয়া (সকল আধ্যাত্মিক নেতাদের নেতা) হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ (রঃ) চন্দ্রপুরী নকশাবন্দি মোজাদ্দেদ্দির পবিত্র দরবার (আদালত) হচ্ছে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ। এখানে ভক্তরা মেডিটেশন এবং নামাজের বিভিন্ন আধ্যাত্মিক এবং বাস্তবিক কলাকৌশলের শিক্ষা নিয়ে থাকেন।
★নামাজের ভিতরে জাহেরা শরীয়ত ও মারেফত উভয়ই রহিয়াছে। যে হুজুরী দেল ভিন্ন নামাজ শুদ্ধ হইবে না সেই হুজুরী দেলের শিক্ষা খালেছ নিয়তের শিক্ষা ও রিপু দমনের বা দূর করার শিক্ষা মারেফতের ভিতরে রহিয়াছে। কোরআন ও হাদীসের মূল শিক্ষা তাছাওফের ভিতরে রহিয়াছে অর্থাৎ কোরআন ও হাদীসের বাতেন ও মূল তত্ব বুঝিতে হইলে এলমে তাছাওফ অত্যাবশ্যক।
---জামানার মোজাদ্দেদ হযরত শাহ্ চন্দ্রপুরী (রহঃ)।
@chondroparapak
#চন্দ্রপাড়া
#cpds
#সব
#was
#mizanur_rahman_azhari
#কান্নার_ওয়াজ_বাংলা
#ওয়াজ
#ওয়াজ_মাহফিল
#কান্নার_ওয়াজ