আজ থেকে চল্লিশ বছর আগে পাশের বাড়ির দালানে বড় রেকর্ড দিয়ে কলের গান চলত।বেশীরভাগ গান ছিল ফিরোজা বেগমের কন্ঠে নজরুল গীতি।অসাধারণ গলা ,হৃদয়ের গভীরে প্রবেশ করে হৃদয় কে দোলা দিয়ে যায়। আজ ও ফিরোজ বেগমের গান শোনার জন্য হৃদয় আকুল হয়ে ওঠে।ফিরোজাদিকে আমার হৃদয়ের শতকোটি নমস্কার। ❤❤❤❤❤❤❤❤
@shjitsinha75028 ай бұрын
সবটাই সঠিক, নজরুল গীতি ফিরোজা ছাড়া চিন্তাই করার জায়গাতেই নেই ❤❤❤❤❤
@parimalsarkar1789 Жыл бұрын
নজরুলের গান শুধু ফিরোজা বেগমের কণ্ঠেই পূর্ণতা পায়। শুনলে মন প্রাণ ভরে যায়। আমার প্রণাম দুই মহান শিল্পীকে 🙏🙏
@subhasisroy4942 жыл бұрын
নজরুল গীতি আর ফিরোজ আ বেগম কন্ঠস্বর---সারদাকনঠ একাকার। এতো মিষ্টি সুরের মিশ্রন। আনন্দ দেয় ও দুঃখ কষ্ট ভোলায়। আসুন আমরা সবাই তাঁর গান গেয়ে ও শুনে---সমৃদধ হয়ে : খুশি তে দিন কাটাই। ফিরে দেখি নজরুল ইসলামের কথা ও সুরের মাধুরী।।।।
@GodsMyths2 жыл бұрын
অসাধারণ,, অমায়িক।।।। অতীব সুন্দর সংগীত
@muktaswarroy45714 жыл бұрын
আমি আমার ছোটবেলা থেকেই ওনার কণ্ঠ ভালোবাসি,কেমন যেন অন্য জগতে চলে যাই। এমন আবেগিক ,সুমধুর ও মনপ্রাণ ছোঁয়া কণ্ঠ আর হবেনা।
@samiranchakrabarti20664 жыл бұрын
ঠিক বলেছেন
@akmkarim13 жыл бұрын
সহমত!
@biplabdastidar20182 жыл бұрын
@@samiranchakrabarti2066 No
@arunbanerjee6172 жыл бұрын
@@akmkarim1p Pp l
@sankarpal86152 жыл бұрын
I feel and agree with your observation.
@sadhanabanerjee57844 жыл бұрын
নজরুলের গান জীবনের লুকিয়ে থাকা এক রোমাঞ্চকর স্মৃতির ভাণ্ডার💝পরিপূর্ণ।
@tapatibanerjee63 жыл бұрын
🙏
@tapatibanerjee63 жыл бұрын
Anjoliloh mor
@biswojitghosh59752 жыл бұрын
@@tapatibanerjee6 co
@altafhossain1278 Жыл бұрын
নজরুলের রচিত গান,গজল, কবিতা বা গল্প উপন্যাস নভেল নাটক গভীর ভাবে চিন্তা ভাবনা করে দেখুন তবেই বুঝতে পারবেন যে নজরুল কোন স্তরের একজন মহা মানব যার তুলনা সে নিজেই বা তার তুল্য কেউই নেই।এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার স্পর্শ নেই যা কল্পনাতীত শিহরণ জাগায় বরং আত্মার শান্তি ও সমৃদ্ধি এবং সঠিক উত্তর পাবেন যদিও আমরা তাকে এখন অব্দি চিনতে পারছিনা বা মূল্যায়ন করতে পারিনি যা আমাদের ঘাটতি/দুর্বলতা/অপারগতা অক্ষমতা বা বন্ধ্যাত্ব যে একজন ছাত্র যিনি কেবল নবম শ্রেণীর ছাত্র ছিলেন অথচ ৬/৭টা ভাষার উপর প্রভাব প্রতিপত্তি ও দখল কত প্রখর ও অনুকরণীয় দৃষ্টান্ত হলেও তা নিয়ে আলোচনা করা হয় না বা তার সামগ্রিক পরিচয় উদ্ধারের জন্য প্রচেষ্টা নেই। বরং অভিশপ্ত ও হতভাগ্য এবং প্রত্যাখাত ঘৃণিত ভিন দেশের রবিকে নিয়ে কত বাগাড়ম্বর ও আতিশয্য এমনকি নজরুলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও নিবেদনের অনুষ্ঠানে রবি ঠাকুরের গান বা কবিতা শুনতে হয় এর চেয়ে দুর্ভাগ্যজনক ও লজ্জা জনক আর কি হতে পারে কিন্তু সে দিকে খেয়াল করার সময় ওদের নেই। নজরুলের রচিত গান গজল কবিতা বলতে গেলে কোরআনের বাংলা অনুবাদ তাইতো ওরা অভিশপ্ত হয়ে এড়িয়ে চলে।
@ashitchatterjee1651 Жыл бұрын
Jaamakeprod in Chlarpathkejeboneralordisa
@urmighosh63633 жыл бұрын
লা জবাব... নজরুলের সৃষ্টি আর ফিরোজা বেগমের পরিবেশনা দুয়ে মিলেমিশে এক স্বর্গীয় অনুভূতি জাগিয়ে তোলে। ওঁনাদের আমার সশ্রদ্ধ প্রণাম।
@altafhossain1278 Жыл бұрын
এই ম্যাসেজ টা ঐশ্বরিক দান যা সকলের জন্য উন্মুক্ত ও সার্বজনীন ভাবে প্রযোজ্য নয় বরং আশীর্বাদ প্রাপ্ত ও সংরক্ষিত শুধু মাত্র নির্ধারিত আত্মা বা রুহানির জন্য ।❤
@shibsankarbanik3323 Жыл бұрын
@@altafhossain1278 ঞঙঙঙঙঙঙণণঞ😊
@masudakhatun2809 Жыл бұрын
@@altafhossain1278 😮 😊ঘউ৷ ❤ এক্সফ😊😂😂৷
@mitadey1545 Жыл бұрын
@@shibsankarbanik3323self
@subhassingh9771 Жыл бұрын
@@altafhossain1278❤
@sukdevsardar8649 Жыл бұрын
Apurbo....choto bela theke sunchi..tbu jeno mone hay jeno natun sunchi....thanks..India
@MeenakshiSarkar-z5y Жыл бұрын
নজরুল গীত আমার খুপ প্রিয় কবিকে কোটি কোটি প্রণাম জানাই
@shyamalkumarrong67642 жыл бұрын
কাজী সাহেবের স্নেহধন্য শিল্পী ফিরোজা বেগমের কণ্ঠমাধুর্য ছাড়া নজরুল গীতি অসস্পূর্ণ । শিল্পীর গাওয়া গান শ্রোতাদের হ্নদয়ে প্রতিধ্বনিত হয়। শিল্পী কে চোখে দেখার সৌভাগ্য হয়নি। প্রতিটি শ্রোতার অন্তরে। 🙏🌹🙏🌹↪️🌹↪️🌹🙏
@samiranchakrabarti20664 жыл бұрын
কাজী নজরুলের গানের ভাষা প্রানবন্ত যেমন ঠিক তেমন আবেগভরা কন্ঠে সৌন্দর্যমন্ডিত করেছেন ফিরোজা বেগম। ওনার গান শুনে নজরুল ইসলামের মনের অনুভূতি উপলব্ধি করি।
@dr.moniza76123 жыл бұрын
তথ
@akmkarim13 жыл бұрын
সহমত!
@nahidakter27172 жыл бұрын
শ্রদ্ধা ভরে স্মরণ করছি,,্্ কিংবদন্তি নজরুল গানের একনিষ্ঠ বলিষ্ঠ সুরেলা বিনয় ভরা মিষ্টি মধুর কোকিল কন্ঠী প্রিয় সুদর্শিনী সুরের ঝর্ণ আবেদন মুখরিত শিল্পী সবার প্রিয় ফিরোজা বেগম কে, সেই ছোটবেলা থেকে আর গান শুনে শুনে আসছি , যখনই শুনছি তখনই মনে হয় নতুন যতদিন পৃথিবীর আলো বাতাস বয়ে চলবে রয়ে যাবে তার অমর কন্ঠে বিখ্যাত সব কাল জয়ী নজরুলের গান ভক্তদের হৃদয় স্পন্দনে আত্মার শান্তি কামনা করছি।
নজরুলের এই গানগুলোর শিল্পী হিসেবে ফিরোজা বেগমের বিকল্প নাই। এতো দারুণ গায়কী, আহা...!
@BhairabMondal-ev2rz Жыл бұрын
We can not imagine beloved eminent singer Firoja Begam without Nazrul geeti. She is the synonyms of Nazrul. She is one of the legends of the pre-golden era of Bengal.I am bewildered whenever I listen her enchanting voice. As a great singer we can not trap her in a place her fame has spread far and wide. She will be always remembered so long as the world exits. May her soul rest in peace and happiness!
@pritilataguha571 Жыл бұрын
অসাধারণ সব গান। তেমনই ফিরোজা বেগমের গলা।আহা!
@samirchakraborty24804 жыл бұрын
বাংলা ও বাঙালির অপূর্ব কন্ঠ সম্পদ ফিরোজা বেগমকে প্রণাম জানাই।
@swapankumarbose35142 жыл бұрын
Long playing record এ এই গান গুলো ৩০ বছর আগে যখন শুনতাম আর আজ আবার গানগুলো শুনে সেই একইরকম মুগ্ধ হলাম। ফিরোজা বেগম নিজেই নিজের তুলনা। আপনার প্রতি স্রদ্যায় মাথা অবনত হয়ে যায়।
@ilahiri603 жыл бұрын
অনেক সময়ে এই সব গান কে সামনে আনা হয়না। তাই অনেকের জন্য অজানা হয়ে রয়ে যায় এই সব গান।
@shyamakumarbanerjee72572 жыл бұрын
These songs never become old.
@badalchandradey70716 жыл бұрын
Nazrul Songs are reflected all emotions in Bangla by the Greatest Singer Firoza Begum. We Bangladesh Peoples are proud of her in presentation and delivery of the the Art of Nazrul Songs. We will remember her ever in life being loving songs. Many Many thanks to her for all exercises and efforts on The Nazrul Songs. Love to all Nazrul Lovers.
@pannalalmahapatra54722 жыл бұрын
Ei gan guli swargiyo gala diye pathiechhen ei shilpike.
@junnunaktar985 Жыл бұрын
ভ
@junnunaktar985 Жыл бұрын
ভিভ
@junnunaktar985 Жыл бұрын
ব্বভবভ0জব্য
@junnunaktar985 Жыл бұрын
@@pannalalmahapatra5472 ব্যজ
@soharabkhan87272 жыл бұрын
Firoza Begum,my beloved Nazrul Geeti singer,will remain evergreen in my mind. She is a ........Legend !!!
@abulkhayer11563 жыл бұрын
নজরুল ইসলামের গান গুলির কথা সুর ছন্দ অনবদ্য। আমার প্রিয় গান
@arifabegum9544 Жыл бұрын
এই গান যুগ যুগ ধরে বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।এ গানের মৃত্যু নেই। আমি আমার শিশু বয়স থেকে শুনছি আর আজও শুনছি।যত শুনছি ততই হারিয়ে যাই গানের মাঝে।হৃদয় ছুঁয়ে যাওয়া গান।
@profdrmahannan29773 жыл бұрын
Excellent, Extraordinary, Unparalleled rendition,FirozaJi.You are incomparable, invincible,immortal.you are the best Nazrul Geeti singer in the world forever.You are equally loved and famous to all Bangla speaking peoples of the world.I don’t know how many times for how many decades I have been hearing your melodies.You are the Grand Ambassador of our National Poet Kazi Nazrul Islam.May Allah grant you and Kazi Nazrul Islam eternal peace in heaven.
@dipalidevichoudhuri15294 жыл бұрын
Very unique voice with all beautiful songs by Kazi Nazrul .
@md.sharifulislamsharif700 Жыл бұрын
নজরুল সঙ্গীতের অদ্বিতীয় মোহাচ্ছন্ন সুর।
@sankarpal86152 жыл бұрын
Perhaps the best singer of Nazrul Geeti , without Firoja BegumJi Nazrul Sangeet is incomplete, My heartiest regards to her. I am from India.
@prabirsaha2660 Жыл бұрын
But there are more Respectable & Lovely Singers along with Firoja Begum.
@abbasuddinsyed34012 жыл бұрын
সুমধুর ও সুললিত কন্ঠে কাজী নজরুল ইসলামের এই কালজয়ী গান ও সুর কোন দিন ভূলতে পারা যাবে না
@ranabirmajumdar46783 жыл бұрын
ফিরোজা বেগমের কণ্ঠে নজরুলগীতি একটা আলাদা মাত্রা পায়। এই সংকলনটি মন ভরিয়ে দিল।
@sipraraychowdhury4633 жыл бұрын
Abar kialora badal
@prabirghosh44413 жыл бұрын
Respected KOBI NAJRUL, KAMAL DASGUPTA & FIROZA BEGUM IS BEST COMBINATION FOREVER.
@prabirsaha2660 Жыл бұрын
Justified, Sir.
@md.mominulislam1667 Жыл бұрын
আমি সেই ছোট্ট সময় থেকে শুনি অসাধারণ উপস্থাপন
@luthfunnahar95863 жыл бұрын
Legendary artist, you truly love the Nazrul's songs famous, may Allah grant you heist Jannah .
@luthfunnahar95863 жыл бұрын
Made Nazrul sangith famous all over the world.
@honestman58642 жыл бұрын
Song is haram
@shakhawathossainsajeeb27364 жыл бұрын
Ma'am, wherever you are I just want you to know how much we're graced having you as a bengali in this broad & wide world. You'll always be in our heart, always be revered with such respect & love. May Allah grant you Jannat.
I heard Nazrul Sangit sung by Firoza egum Aunti .She was an unparalleled singer. My best regards to her soul. She will be alive in the hearts of all people who speak in Bangla of both Bangladesh.
@mdsafiqulalam65023 жыл бұрын
নজরুল ইসলামের গান শুনি আর বিস্মিত হই - অনবদ্য, অপ্রতিদ্বন্দ্বী সুর সমৃদ্ধ সঙ্গীত সৃষ্টির জন্য। কবি, সুর-সঙ্গীত স্রষ্টা নজরুল সর্বকালের অপ্রতিদ্বন্দ্বী।
@mangalchandrasharma2802 жыл бұрын
Pppp tap to pause
@ramapmukherjee17 жыл бұрын
It has rightly said that " The legendary Firoza Begum and Nazrul Geeti have almost become two synonymous words." Unique voice. Excellent singing style.
@ratanroy55757 жыл бұрын
what a excellent song
@basudebroy56227 жыл бұрын
+Ratan Roy 9. .
@isidorehowlader21797 жыл бұрын
RAM A PRASAD MUKHERJEE
@tapas13447 жыл бұрын
RAMA PRASAD MUKHERJEE and
@dilipkumarsarkar76476 жыл бұрын
RAMA PRASAD MUKHERJEE
@reforcesign27782 жыл бұрын
নজরুল এর সংগিত এর মুক্তি ঘটিয়েছিলেন ফিরোজা বেগম, তাঁর কন্ঠ শুনে আবার নজরুলে ভাসলাম কত বছরের পর! আহা! 😃
@taniadhara96933 жыл бұрын
Khub bhalo laglo👍
@alokemajumder92684 жыл бұрын
I think she came in the earth to sing the song of great kaji najrul Islam. I salute her my heartiest. She is my ever icon.
@pablokunik65792 жыл бұрын
Beautiful music. Greetings from Buenos Aires, Argentina.
@parimalsarkar133 Жыл бұрын
We proud of Kazi Nazrul Islam and Feroza Begum.I respect both of them 🙏🙏
@kalyaniguha1955 Жыл бұрын
মন ভরে গেল,।
@bibhashranjanbhattacharjee31733 жыл бұрын
Amar khub valo lage Najrul giti
@dilipkumarsarkar24673 жыл бұрын
যতদুর মনে আছে প্রায় 30-35 বছর আগে কলামন্দির হলে বসে ওর গান শুনে ছিলাম ।সংগে ওর ছেলে ও ছিল ।ভাবলে মনটা ভরে যায। অসাধারণ ।
@tanvirahmed-rl4ml2 жыл бұрын
Our pride is Nazrul.. Feroza Begum just love ❤️
@sangitapatra31752 жыл бұрын
I am from India,,, my subject was najrulgeeti in diploma course exam,,He is Bengals poet and now two countries poet,,,
@MAHUADATTA80 Жыл бұрын
তারমানে? নজরুলের গান আর ফিরোজা বেগম আমাদেরও বড় প্রিয়। শিল্পীর ভাগাভাগি হয়, জানতাম না।
@nirmalmukhapodhyay71463 жыл бұрын
You are a queen of Nazrul geeti.
@sangitasahabanik62243 жыл бұрын
আহা এমন সৃষ্টি আর হবে না
@vlogsea69193 жыл бұрын
Wonderful....Ami gorbito Ami bangali....R ei gann gulo banglai hoyese
@jrjoyonto26303 жыл бұрын
Amio ghorbito ......ami bangali
@dr.meghnadghanti39082 жыл бұрын
মন প্রাণ সব জুড়িয়ে গেল।
@saswatidatta62023 жыл бұрын
This songs are never old, Feroza Begum is a legend
Surprised to see so many dislikes. Looks like, in this fast world, there are not many audience who are ready to accept such classic and melodious performance.
@swapanmajumder70763 жыл бұрын
Super, Super, Super.Life is short but ART isLong.It is a matter of sorrow that the number of audiences of these songs decrease day by day.Thanks.
@souvikprofile2 жыл бұрын
কত গুলো বলদ
@MAHUADATTA80 Жыл бұрын
@@souvikprofile, যা বলেছেন।
@সময়েরপ্রয়োজনে-ঝ৫ব10 ай бұрын
নজরুল সঙ্গীত উনার কণ্ঠে যেন নতুন মাত্রা যোগ করেছে❤️🇧🇩
@bollywoodsongs97643 жыл бұрын
*Whoever reads this comment prays that you will find your loved one and be happy for the rest of your life 🧡💔*
@angelicroses282 Жыл бұрын
One and only Firoza Begum! Unique for Nazrul Songs!
@anilmallick14924 жыл бұрын
ফিরোজা বেগমের গান ও কণ্ঠস্বর আমার খুবই প্রিয়।
@michaelgomes93535 жыл бұрын
Such a legendary family....Legendary parents and legendary children as well....
@sisirranjanchakraborty72232 жыл бұрын
The legend never dies aami emon sumadhur onar sirela kanthet fan. Feroza begum never dies, itihase nijer sthan kore rekhechen, onar aasan sunnayi theke jabe.
@princeofalxtigerhllabhcaso8508 Жыл бұрын
Mon chuye jaoa Sangeet 👌.
@keshabchandramaity7125 жыл бұрын
নজরুল গীতির জগতে একটি অবিস্মরনীয় নাম ফিরোজা বেগম। তাঁর গান শ্রুতিমধুর, মনোমুগ্ধকর ও অননুকরণীয়। সার্থক জীবন।
@debangsudhali15533 жыл бұрын
Firoza Begum is the One and only one who moves us with her melancholic tune in the field of Najrulgiti.
Songs of Nazrul have very in depth meaning with rich wording so to be enjoyed minutely & patiently.All these are now the proudly assets of our literature & culture.