Рет қаралды 72,657
চাঁদপুরে সাভিস দিচ্ছে আধুনিক অনেক গুলো লঞ্চ। ময়ুর সিরিজ, ইমাম হাসান, বোগদাদিয়া, সোনারতরী, রফরফ, দেশান্তরসহ মোট ২০টির ও বেশি লঞ্চ। ঈগল সিরিজ চাঁদপুরের কিং। বহু আগে থেকেই এরা চাঁদপুরের রাজা ও রাজত্ব এখনো তাদের কাছে। লামিয়া, লিলি , ঝান্ডা নামের নৌযানগুলো অনেক আগে থেকেই চাঁদপুরে চলাচল করে।
চাঁদপুরের মোহনার গভীরতা প্রায় ৫৫০ ফুট। এখানে নদী স্রোত খুবই ভয়ংকর। এখন নতুন ঘাটে নৌযান ঘাট দেয়। শাহ আহমদ চাঁদ নামে একজন যাজকের নাম অনুসারে এর নাম হয় চাঁদপুর।
ভিডিওতে উল্লেখিত তথ্য সমূহ বিভিন্ন সূত্র, পেইজ, মালিক ও স্টাফগনের কাছ থেকে সংগৃীত। আমরা চেষ্টা করি সর্দা সঠিক তথ্য তুলে ধরবার। তারপরও যদি কোন ভুল থাকে তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেইজে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও আপনার সুন্দর মতামত গুলো কমেন্টস করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।