সমসাময়িক যত ইউটিউবার বা ব্লগার আছেন যারা ট্রাভেল কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের মধ্যে আমার কাছে সবার সেরা হচ্ছেন জিয়াউল হক ভাই। ভাইয়ার ভিডিওর কন্টেন্ট, স্ট্যান্ডার্ড, পরিশীলিত মার্জিত সুন্দর ভাষা, চমৎকার উপস্থাপনা সব মিলিয়ে জিয়া ভাই দেশের ট্রাভেল ভ্লগে সবার সেরা। আমার পরিবারের সবাই জিয়া ভাইয়ের প্রচন্ড ভক্ত। আপনার এক একটা ভিডিও রিপিট করে টিভিতে চালিয়ে রেখে দেখে আমার বাসার সবাই। আরো নতুন কিছু চাই ভাইয়া। এগিয়ে যান ভাই। সাথেই আছি।
@bdtravellers4 жыл бұрын
অশেষ কৃতজ্ঞতা
@mdkiron59024 жыл бұрын
সঠিক
@mdkiron59024 жыл бұрын
১০০% সঠিক
@PriyoKotha4 жыл бұрын
অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আশা করি ভবিষ্যতে ভ্রমণে ভালো কাজে লাগবে
@bdjuwel4 жыл бұрын
আপনার উপস্থাপনা, উচ্চারন, ভিডিও এডিটিং খুব সুন্দর। মনে হয় টিভিতে কোন প্রামাণ্য অনুষ্ঠান দেখছি। আপনার জন্য শুভকামনা।
@shaifulislam16094 жыл бұрын
আপনার কথা গুলো গুছালো খুব সুন্দর ভালো লেগেছে ধন্যবাদ জিয়া ভাই
@rejaulbari44154 жыл бұрын
ভিডিওটা দেখে অনেক নতুন কিছু জানতে পারলাম,, ধন্যবাদ জিয়াউল ভাই,,, 😍
@itudasgupta76634 жыл бұрын
Khub informative video ,valo laglo 👌👌👌
@spsabbirbd4 жыл бұрын
অপেক্ষা করছিলাম এই ভিডিওর জন্য ধধন্যবাদ জিয়াউল হক ভাই ❤🌺❤
@sharifulahsan17354 жыл бұрын
বাহ... ধন্যবাদ! কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য...
@ranabaidaya4 жыл бұрын
ভাই, বাংলাতে এত উচ্চমানের গুরুত্বপূর্ণ ভ্লগ রিভিউ পাব ভাবতেই পারিনি। অসাধারন আপনার উপস্থাপনা। সাবস্ক্রাইব না করে পারলাম না। এগিয়ে যান। আপনার ও পরিবারের জন্য শুভকামনা রইল 😍😍 ধন্যবাদ
@bdtravellers4 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ
@MohammadAli-fx9vy4 жыл бұрын
বেশ তথ্যবহুল এবং উপকারী। ভিডিওটির জন্য আপনাকে ধন্যবাদ 👍
@amirhossain82484 жыл бұрын
thank u vai. launge sumprokke ami aj jante parlam video dekhe
@shakirswadhin89834 жыл бұрын
অনেক ধন্যবাদ। আপনার ভিডিও সবসময় ভালো লাগে কারণ আপনি অনেক ইনফরমেশন দিয়ে থাকেন
@Sunny_Subhan4 жыл бұрын
ধন্যবাদ, আপনাকে।👏🌺💮🍥 সুন্দর একটি অভিজ্ঞতা ভালো করে ফুটিয়ে তোলার জন্য। বিনীত অনুরোধ করছি, এর দ্বিতীয় খন্ড তৈরীর। আরও বেশি কিছু বিস্তারিত তথ্য তুলে ধরবেন। _অবশ্য আপনি সাথে কোন প্রতিষ্ঠানকে স্পন্সর করে নিতে পারেন_
এতো সুন্দর তথ্যবহুল ভিডিও আর সুন্দর উপস্থাপনার জন্য অনেক ধন্যবাদ...💙
@ummefarhanatahcinanur97334 жыл бұрын
অনেক সুন্দর তথ্যবহুল ভিডিও তৈরী করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমি জানতে চাচ্ছিলাম যে প্রায়োরিটি পাস কার্ড কিভাবে তৈরী করা যায়? A to Z প্রসেস টা যদি বলেন খুব ভালো হয়।
@shyboldromeo4 жыл бұрын
খুব সুন্দর ও প্রয়োজনীয় বিষয়........উপস্থাপনাও সাহসী ও সাবলীল...............খুব ভাল লাগলো ৷
@manjurhossain37094 жыл бұрын
অসাধারণ একটা বিষয় নিয়ে সর্বোচ্চ তত্ব দিয়ে আলোচনা করেছেন এমন কি আপনার প্রতিটা ভিডিও অসাধারণ এবং তত্ববহুল হয়, যেখানে অপ্রয়োজনীয় কোন শব্দের ব্যবহার হয় না। ইউটিউবার এবং ট্রাভেলার হিসেবে আপনি সফল, দোয়া করি আরো অনেক দূর এগিয়ে যান 😍😍
@bdtravellers4 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে
@hfaridyshanto35394 жыл бұрын
ভাইয়া যে ভিডিওটা দেখলাম আজকে, অনেক উপকৃত হলাম। দেশের বাহিরে যাওয়ার ক্ষেত্রে এয়ারপোর্টের লাউন্সের সুযোগ সুবিধা গুলো কাজে লাগবে। ধন্যবাদ ভাইয়া, ভাবী, মেলিনিয়া।
@AowNews4 жыл бұрын
Thanks Vhai.. Amazing Content. Keep it up.
@fatemaparvin22363 жыл бұрын
খুব ভালো লাগলো! আপনার জন্য আমরা দেশ বিদেশের অনেক অজানা ব্যাপারগুলো জানতে পারছি! ধন্যবাদ!
@harunrashid55894 жыл бұрын
অনেক দিন থেকে আমারও একটা প্রশ্ন ছিল, কি ভাবে লাউন্জ ব্যবহার করতে হয়? এখন উত্তর টা পেলাম!!!
@zakirhossain86904 жыл бұрын
ধন্যবাদ ভাই আপনার মারফতে অনেক কিছু জানতে এবং শিখতে পারলাম👍
@mdarmanapu88194 жыл бұрын
ভাই ভিসা ছারা কোন কোন দেশে আমরা ঘুরতে পারবো সেটা নিয়ে আকটা ভিডিও বানান ভাই প্লিজ আশাকরি আগামী তে ভিডিও টা পাবো
@sayebnahin76834 жыл бұрын
One of my favourite Bangladeshi KZbin channels! Thank you so much sir, I always wait for your videos. Good Luck!
@bdtravellers4 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ
@hunterkiller80183 жыл бұрын
লাউঞ্চ ব্যাবহারের নিয়মাবলি বিস্তারিত জানিয়ে একটি ভিডিও দেবেন, অনেকেই প্রায়োরিটি পাস বা অন্যান্য ব্যাপার ঠিক বুঝতে পারবে না।
@Ukbangla9962 жыл бұрын
Tik
@monjurulislam38954 жыл бұрын
জিয়াউল ভাই ভিডিও টা দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে, আমাদেরকে এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।
@Stockni4 жыл бұрын
Dinners club and priority pass er benefits niye complete information niye Vai akta video banan.
@nbrahman41344 жыл бұрын
অনেক ভালো লাগলো ভাই আপনার ভিডিও। অপেক্ষায় ছিলাম আপনার ভিডিওর জন্য
@monsurvlogs86014 жыл бұрын
Inshallah Amio Apnar motho Travel Vlogs korbo
@bdtravellers4 жыл бұрын
শুভ কামনা আপনার জন্য
@monsurvlogs86014 жыл бұрын
bd travellers ❤️❤️
@biticomxvhjg18884 жыл бұрын
Insallah Bhai
@dipumr87264 жыл бұрын
সব সময়ের মত অসাধারণ। নিখুঁত বিবরন। আপনার ভিডিও আমার খুব ভাল লাগে।
@siah90024 жыл бұрын
ভাইয়া আমি আপনার নতুন সাবস্ক্রাইবার।
@bdtravellers4 жыл бұрын
Thank You
@traditionofbd29264 жыл бұрын
আমি আপনাকে আপন করে নিয়েছি, আশাকরি আপনিও আপন করে সব সময় পাশে থাকবেন।
@traditionofbd29264 жыл бұрын
@@bdtravellers আমি আপনাকে আপন করে নিয়েছি, আশাকরি আমার দিকেও একটু তাকাবেন।
@mahmudulhasan22724 жыл бұрын
তথ্যবহুল প্রোগ্রাম। ধন্যবাদ।
@binodon20114 жыл бұрын
Bah....
@reborniftimum72334 жыл бұрын
Onek valo lage apnar video gulo..go ahead bro..
@akmkarim14 жыл бұрын
এই ভদ্রলোক (নাম; মো: ফারুক, জানলাম এক মন্তব্যকারীর মন্তব্য থেকে)-এর ধারা বিবারনি ও কথা বলার ধরন: মুক্তকন্ঠে ও উচ্চতর পেশাদারের গুন বৈশিষ্ট, যাহা দেখিতে ও শুনিতে বিনোদন বৈশিষ্ট। ইনার ভিডিও ব্লগ informative, শিখার অনেক কিছু আছে। আমার তাহার ভিডিও ব্লগ খুউব ভালো লাগিলো। বিষেশ করে তাহার ( স্ত্রী ও বাচ্চা) ছোট্ট পরিবার, যাহাদের সমন্ধে ভিডিও'তে তেমন কিছুই বলা হয় না। আমি তাহার এই ব্লগটি অনেক আগেই subscribe বরিয়াছি ও notification bell icon'টি on করিয়া রাখিছিলাম। তবে আজকেই প্রথম মন্তব্য করিলাম।
@bdtravellers4 жыл бұрын
অশেষ কৃতজ্ঞতা স্যার।তবে আমার নাম ফারুক নয় জিয়াউল হক।
@JOURNEYWITHSHANTANU4 жыл бұрын
কার্ড ব্যবহার নিয়ে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
@bdtravellers4 жыл бұрын
আপনাকেও ধন্যবাদ দাদা
@londonview68974 жыл бұрын
ভাই সিলেট আসেন, সিলেটে ভালো মানের হোটেল এবং খুব সুন্দর সুন্দর দেখার মতন জায়গা আছে, ভিডিও করতে পারেন.
@Cয়াম4 жыл бұрын
যাক এয়ারপোর্টের অনিক গোপন তথ্য জানতে পারলাম যদি কোনোদিন বিমানে উঠতে পারি তাহলে এই ফ্রী খাওয়ার চেষ্টা করবো।😋😋😋😋😋😋
@sharifulislam67734 жыл бұрын
16:30 ... তাহলে আবার দেখা হবে নতুন কোন দেশ, ফ্লাইট, হোটেল, এয়ারপোর্ট লাউন্জ কিংবা ট্যুরিস্ট ডেস্টিনসনে। সবাই ভালো থাকুন, সুস্হ থাকুন।
@tazmiratamanna4 жыл бұрын
আমি আপনার অনেকগুলো ভিডিও দেখেছি আর খুব ভালো লেগেছে ,অনেক ইনফর্মেটিভ 👍🏻
@FoysalAhmed-gd4ze4 жыл бұрын
bidesh er classic credit card hle hbe?? naki platinum e credit card lagbe?? amr europe er bank er credit card ase
@bdtravellers4 жыл бұрын
আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করলে ভালো জানতে পারবেন।
@mdmahfuz81384 жыл бұрын
ভাই অনেক ভালো লাগলো আজকের ব্লগ। অনেক কিছু শিখলাম,জানলাম।আপনার এবং আপনার পরিবারে সবার জন্য শুভ কামনা রইল।
@wowboy.31934 жыл бұрын
ভাই , Priority pass কি এবং এ সম্পর্কে বললে ভালো হত । ধন্যবাদ ।
@ronysarker96774 жыл бұрын
অনেক ভালো লেগেছে। ধন্যবাদ
@khaledaakter174 жыл бұрын
👍👍👍
@nazimyoutubebar66574 жыл бұрын
Nic
@MH...Saimon___27964 жыл бұрын
Thank you so much bhai, ato sundor vabe amaderke information gulo deyar jonno, best of luck.
@dipriya38744 жыл бұрын
ভাইয়া Priority Pass নেওয়ায় নিয়মটা বলবেন?Please share the rules.
@honestyisthebest72494 жыл бұрын
ধন্যবাদ ভাই অনেক কিছু জানতে পারলাম আপনার মাধ্যমে nice video
@T.H.R704 жыл бұрын
Khabar khaoyar jonno ki pay korte hoy?bank card thakle ki khaoya free naki tarporo pay korte hoy?bank card na thakle ki jkono manush e pay kore lounge a time spend korte parbe?cost ta koto? ai information gulo jante chai
@bangladeshibloggerjoly14614 жыл бұрын
*অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে।*
@zakakaif23433 жыл бұрын
Domestic flight gulo te ki Hazrat Shahjalal International Airport e lounge use kora jay?
@bdtravellers3 жыл бұрын
জি না
@T2sEpicTravel4 жыл бұрын
তথ্যপূর্ন ও পরিমার্জিত ভিডিও এর জন্য আপনাকে ধন্যবাদ।
@saifurrahaman65684 жыл бұрын
ইকোনমি ক্লাসের টিকিট হোল্ডাররা কি এই লাউঞ্জ গুলো ব্যবহার করতে পারে?
@bdtravellers4 жыл бұрын
জি পারে যদি কার্ড থাকে
@saifurrahaman65684 жыл бұрын
ধন্যবাদ
@fakhrulislammonjo89454 жыл бұрын
Very nice ,informatic, & helpful video, Thanks, best of luck.
@_Nickel_MdSayfulIslam4 жыл бұрын
Economy class er pessenger ki ei lounge use krte parbo. Naki parbo na.
@bdtravellers4 жыл бұрын
কার্ড থাকলে পারবে
@rtislam78294 жыл бұрын
@@bdtravellers আমার কাছে মাষ্টার কাড আছে m.c.b ব্যাংক মরিচাস এর আমি কি এই সুবিদা মালোশিয়া .বা সিংঘা পুর ইউজ করতে পারবো
@abulkalam34844 жыл бұрын
Excellent, Apnar video gulo very informative. Ojana ke Jana, R Odekha ke dekha. Khub valo legeche video ti. Thank you very much for your very good and interesting video.
@sajjadalam25034 жыл бұрын
6:23 anyone noticed?on right side Bangladesh Jersey ekta picture! Eta must be Mahmudullah Riyad er but head nei jatey manush nijr pic tulte parey! But it’s mahmudullah
@bangladeshiamericanvlogger36194 жыл бұрын
Very nice sharing beautiful video ❤️
@sunjidarahman63144 жыл бұрын
visa platinum card (debit card) e ki lounge use kora jabe??
@bdtravellers4 жыл бұрын
আপনার ব্যাংক ভালো বলতে পারবে ম্যাডাম।
@sabbirahmad37714 жыл бұрын
He 100% kra jabe
@nahidafran99924 жыл бұрын
ভাই ভিডিও টি দেখে খুব ভালো লাগলো।❤❤❤❤❤❤❤
@MdRubel-vg8hv3 жыл бұрын
যে ব্যাংকের লাউঞ্জ আছে সেই ব্যাংকের এটিএম কার্ড থাকলেও কি টাকা পরিশোধ করতে হবে কার্ড থেকে?
@sudipkumardey48434 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছে এ বিষয়েই জানতে চেয়েছিলাম।
@ptnoman2 жыл бұрын
যে ব্যাংকের লাউঞ্জ আছে সেই ব্যাংকের এটিএম কার্ড থাকলেও কি টাকা পরিশোধ করতে হবে কার্ড থেকে?বাৎসরিক কোনো ফী আসে /আর ব্যাংকের কোন ক্যাটাগরির কার্ড নিলে দেশে/বিদেশে সব ধরণের সুযোগ সুবিধা পাবো ট্রাভেলিং এর ক্ষেত্রে plz উত্তর টা দিবেন আশা করি ....
@mohammadanowar35504 жыл бұрын
ভাই আপনার ধারাবিবরণী অনেক সুন্দর আল্লাহ আপনাকে আরো ভালো রাখূক এই দোয়া করি ।
@bdtravellers4 жыл бұрын
ধন্যবাদ
@md.majedhossain16864 жыл бұрын
Dear bd travellers how and when can collect a '' Priority Pass " -- can you explain it, please? Thanks in advance😊
@bdtravellers4 жыл бұрын
আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন।
@tasnimtasnim42504 жыл бұрын
Khub valo laglo.Thank you.
@ChowdhuryMH4 жыл бұрын
ভাই বিদেশের ব্যাংকের সাধারণ মাস্টার কার্ড দিয়ে কি এসব লাউঞ্জ ব্যাবহার করা যায়?
@bdtravellers4 жыл бұрын
জি না
@ChowdhuryMH4 жыл бұрын
@@bdtravellers ধন্যবাদ ভাই
@udoymohanta18454 жыл бұрын
জিয়াউল ভাই, আপনাকে ধন্যবাদ, এই ভিডিও ক্লিপ টি খুবই তথ্যবহুল। আমি বরাবর আপনার ভিডিও ক্লিপগুলি দেখি, ভ্রমণ সংক্রান্ত তথ্য গুলি জেনে আমি খুবই উপকৃত হই। আমি ব্র্যাক বাংকের সিগনেচার কা'ড, সিটি এমেক্স এবং সিটি প্লাটিনাম ক্রেডিট কা'ড হোল্ডার আমি কি ভাবে ঢাকা এবং অন্যান্য দেশের লাউঞ্জ গুলোতে প্রবেশ করতে পারি এবং কি ভাবে বিনামূল্যে এর সুবিধা দি ব্যবহার করতে পারি, বিস্তারিত জানালে বিশেষ ভাবে উপকৃত হতাম। ভালো থাকুন, সুস্থ থাকুন এলিসা আর এলিসার মাকে নিয়ে। ভারত এবং মালয়েশিয়া আমি মাত্র এই দুটো দেশ ভ্রমন করেছি।
@bdtravellers4 жыл бұрын
ধন্যবাদ। আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন।
@islam-bl5ys4 жыл бұрын
স্যার আমি আপনাদের বাসায় রিসিপশনে চাকরি করছিলাম
@bdtravellers4 жыл бұрын
ধন্যবাদ। ভালো থাকুন। দোয়া করবেন আমাদের জন্য।
@huziafatawchef25484 жыл бұрын
Nice and helpful presentation 👌
@alexunstoppable77374 жыл бұрын
American lounge can be used how
@bdtravellers4 жыл бұрын
By priority pass card
@alexunstoppable77374 жыл бұрын
@@bdtravellers thanks. Happy Ramadan Kareem 🕌
@alexunstoppable77374 жыл бұрын
@@bdtravellers how many laughs have in America Airport? And which is good.
@bdtravellers4 жыл бұрын
U can check it out from priority pass app
@alexunstoppable77374 жыл бұрын
@@bdtravellers ok
@mdrafiqulislam45644 жыл бұрын
অনেক গুরুত্বপূর্ণ
@কোরআনেরআলো-ট৫হ4 жыл бұрын
ভাই আপনার ভিডিও গরীব জন্য না হাহা আমি গরীব ত
@khalidzobair89174 жыл бұрын
Many many thanks for giving us such this educating video,,,,,,God bless you and the lucky members of your family,,,,,
@bdtravellers4 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ
@khokonrehamn18434 жыл бұрын
আমার MTB ক্রেডিট কার্ড আছে। আমি চট্রগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা বা ঢাকা থেকে চট্রগ্রাম আসার সময় কিভাবে ফ্রি লাউঞ্জ করতে পরবো । জানাবেন প্লিজ.....
@bdtravellers4 жыл бұрын
Parben
@asadmia70734 жыл бұрын
আপনার শ্রুতিমধুর বিশুদ্ধ বাংলা উচ্চারণ ও একই সাথে অত্যাধুনিক মানসম্পন্ন চিত্রায়ণ সত্যিই অসাধারণ ও মনোমুগ্ধকর!! খুবই ভালো লাগলো!! ধন্যবাদ। তবে আমার একটি প্রশ্ন ছিলো যাদের কোনো প্রকার সদস্যপদ কিংবা কোনো প্রকার প্রাতিষ্ঠানিক কিংবা যেকোনো প্রকার ব্যাংক কার্ড নেই অথবা ইকোনমিক ক্লাসের যাত্রীরা কি ভাবে এসব লাউঞ্জ ব্যবহার করতে পারে সে ক্ষেত্রে জনপ্রতি খরচ কতো হবে?? জানালে উপকৃত হবো! আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন।
@bdtravellers4 жыл бұрын
জি না ভাই। কোন প্রকার কার্ড ছাড়া ইউজ করা যাবে না।
@kazimahmudul_hasan4 жыл бұрын
যাদের কার্ড নেই তারা কিভাবে যাবে এগুলাতে??
@bdtravellers4 жыл бұрын
কোনো এয়ারলাইনসের বিজনেস ক্লাসের টিকেট করলে যাওয়া যাবে
@kazimahmudul_hasan4 жыл бұрын
just ঢুকে বিজনেস ক্লাস টিকিট শো করলেই হবে??
@bdtravellers4 жыл бұрын
সেই টিকেট টা কোন লাউঞ্জে এলিজেবল সেখানে গিয়ে শো করলেই হবে।
@faridshaqe48094 жыл бұрын
Baiya vdo onek valo laglo apnar sob vdo ami daghi malinaka onek cute lagce
@tuhinchowdhury29134 жыл бұрын
প্রায়োরিটি পাশ কি ভাবে পাওয়া যায়। ওটা কি এয়ার টিকেটের সাথে দেয়, নাকি টাকা দিয়ে কিনে নিতে হয়। যেদি টাকা দিয়ে কিনে নিতে হয় তাহলে দাম কেমন পরে?
@bdtravellers4 жыл бұрын
এটা ব্যাংকের ক্রেডিট কার্ডের এগেইনস্টে পেতে পারেন। আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন।
@shyamalsaha40784 жыл бұрын
এরকম লাউঞ্জ দর্শনের অভিজ্ঞতা ত আগে হয়ইনি, আর এমন সুন্দর বাংলায় বর্ননাও আজ প্রথম শুনলাম দাদা!!! মনে করি, সংবাদপাঠেও আপনি অনবদ্য হতে পারেন
@bdtravellers4 жыл бұрын
ধন্যবাদ
@shyamalsaha40784 жыл бұрын
@@bdtravellers দাদা, আরেক টি অনুরোধ, সেটা হলো আপনার বাড়ি ঘর, পাড়া, মহল্লা ইত্যাদি নিয়ে একটি ব্লগ বানান যদি সম্ভব হয়!!!!
@ganeshchakravorty81944 жыл бұрын
Hi Dear Mr Ziaul Very Useful Information One of the Best Way to spend Time in case of Delays or Early arrival. Great Send you a Request through Messenger From the City of Joy 🌹💓🎈🎊🎉👍👌🌻🏆
@bdtravellers4 жыл бұрын
Thank You sir
@mehedihassanhira5564 жыл бұрын
@@bdtravellers ভাইয়া আপনারা খুব ভাগ্গবান... আমার খুব খুব ইচ্ছে দেশ ভোমন করবার.. কিন্তু খোদা তো সবার মনের ইচ্ছ পূরন করে না😥 সবাইকেই তো আর সামার্থ দেয় না.. আমার এই স্বপ্বগুলো সারাজীবন স্বপ্ন হয়েই থেকে যাবে😭..
@bdtravellers4 жыл бұрын
ইচ্ছা থাকলে অবশ্যই একদিন আশা পূরণ হবে ইনশাআল্লাহ
@spsabbirbd4 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ জিয়াউল হক ভাই খুভ গুরুত্বপূর্ণ একটা ভিডিও উপহার দেওয়ার জন্য ❤🌺❤🌺❤🌺❤
@nadimmahmud44002 жыл бұрын
আমার তো ক্রেডিট কার্ড নাই। তাহলে আমি চাইলে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশধ করে স্কাই লাউঞ্জ ব্যবহার করতে পারবো কি? আমার SIBL এর প্রিপেইড ডুয়াল কারেন্সি কার্ড আছে।
@SJSagor2 жыл бұрын
আপনি চাইলে EBL MasterCard World ডেবিট কার্ড নিতে পারেন যা দিয়েও স্কাইলাউঞ্জ এক্সেস করা যায় ফ্রিতে।
Bhai, Informative ei video tir jonno apnake onek dhannobad.
@চলোমিডিলিস্টথেকেইউরোপেযাই4 жыл бұрын
বাংলাদেশিদের জন্য ইউরোপের একটি দেশে ফ্রি ভিসা Visa Free Svalbard 🇸🇯 🏘️ Longyearbyen 🌍 Northern Europe 🤝 Territory of Norway 👍 Developed 👨👩👦👦 3K people 💵 Norwegian Krone, 100 BDT = 10.80 NOK 💬 Norwegian, Russian 📍 ~9 hrs 🕒 5 hrs behind কতটুকু সত্য ভাই প্লিজ জানাবেন
@rejaulbari44154 жыл бұрын
ভুলেও জাইস না ভাই,,,
@bdtravellers4 жыл бұрын
এ ব্যাপারে আমার কোনো ধারণা নাই ভাই
@চলোমিডিলিস্টথেকেইউরোপেযাই4 жыл бұрын
@@rejaulbari4415 কেন ভাই শুনি ইউরোপের একটা দেশ ভিসা ফ্রি