শুধুমাত্র যারা নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করবেন ভিডিওটি শুধু তাদের জন্য, আপনার যদি পুরাতন পাসপোর্ট থেকে থাকে তাহলে এই নিয়মে আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে আপনার যে পাসপোর্ট রয়েছে সেটি এ্যাপলিকেশনে উল্লেখ করতে হবে।
@mahadyhasan88637 ай бұрын
আসসালামু আলাইকুম, আমার বউ এর নেশনাল আইডি কার্ড নাই সে ক্ষেত্রে কিবাবে আবেদন করবো,আর একটা কথা জানার ছিলো ছবি দিবো কখন ছবি কি লাগবে না?
@techeducationbdofficial7 ай бұрын
ওয়া-আলাইকুম আসসালাম, যদি আপনার বউ এর বয়স ২০ বছরের উপরে হয় তাহলে অবশ্যই এনআইডি লাগবে। যখন আপনি এপ্লিকেশন জমা দিতে যাবেন তখনই আপনার ছবি + ফিঙ্গার প্রিন্ট + চোখের রেটিনা নেয়া হবে।
@rajibsikder69346 ай бұрын
ভাই একজন কাস্টমার এসে বলতেছে যে সে অন্য জেলা থেকে নতুন আরেক জেলায় এসে স্থায়ী বসবাস করে সেখানেই ভোটার হয়েছে । কিন্তু তার আইডি কার্ড টি সেই আগের জেলারই আছে। এই অবস্থায় পাসপোর্ট এর আবেদনে কি স্থায়ী ঠিকানা পূর্বের আইডি কার্ড থেকে নিব নাকি নতুন ভাবে আবার বর্তমান ঠিকানায় আইডি কার্ড আগে তৈরি করতে পরামর্শ দিবো ? প্লিজ একটু জানাবেন। ধন্যবাদ।
@techeducationbdofficial6 ай бұрын
আপনাকে আইডি কার্ড অনুযায়ী আবেদন করতে হবে কারণ পুলিশ ভেরিফিকেশন হবে স্থায়ী এবং বর্তমান ২ ঠিকানাতেই। সুতরাং আইডি কার্ড সংশোধন করে তারপর পাসপোর্টের জন্য আবেদন করুন।
@spsunnyvaia2912 Жыл бұрын
ভাইয়া আমি এপ্লাই করার সময় আগের একটা ৫ বছর মেয়াদি পাসপোর্ট ছিল ওইটার মেয়াদ শেষ তাই আমি ওই টা শো না করিয়ে নতুন এটাতে ক্লিক করছি এখন কি করতে পারি ভাই
@techeducationbdofficial Жыл бұрын
আপনাকে আবেদনটি ক্যানসেল করতে হবে। এক্ষেত্রে যে পাসপোর্ট অফিসের ঠিকানায় আবেদন করেছেন সেখানে গিয়ে ক্যানসেল করতে হবে। পুরাতন পাসপোর্ট অবশ্যই দেখাতে হবে।